Wordpress

কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটে Custom বাংলা ফন্ট যুক্ত করবেন

How to add custom Bangla font on Wordpress Website

হ্যালো বন্ধুরা!! আশা করি টিউনবিন সাইটের প্রত্যেকেরই ভালো দিন কাটছে। আজকের এই টিউনে আমি আপনাদের দেখাব, কীভাবে ওয়ার্ডপ্রেস ব্লগে কাস্টম ফন্ট যুক্ত করতে হয়।

আপনার ওয়ার্ডপ্রেস সাইটটিকে মনোমুগ্ধকর দেখানোর অনেক উপায় রয়েছে। এর মধ্যে একটি হল কাস্টম ফন্টগুলি যুক্ত করা যাতে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি দেখতে আরো দৃষ্টিনন্দন হয়।

তবে ওয়ার্ডপ্রেসে ফন্টের কিছু লিমিট রয়েছে এবং কিছু ফন্ট থিম নির্ভর। এই নিবন্ধে, আপনি কীভাবে প্লাগইন ব্যবহার করে ওয়ার্ডপ্রেসে কাস্টম ফন্টগুলি যুক্ত করবেন তা শিখবেন।

How to Add Fonts in WordPress using Plugin

প্লাগিন ব্যবহার করে ফন্ট যুক্ত করা সম্ভবত সবচেয়ে সহজ একটি বিষয়। এটি ছাড়াও আরো অনেক উপায় আছে। কিন্তু আজকের টিউনে আমরা প্লাগিন ব্যবহার করে কিভাবে কাস্টম ফন্ট যুক্ত করা যায় তা শিখবো।

প্রথমে  আমরা শিখবো কিভাবে Google font ব্যবহার করে ওয়ার্ডপ্রেস এ বাংলা ফন্ট ইন্সটল করবো।

Google এর বাংলা ফন্টগুলোর নাম জানতে আপনারা এই পেইজটি ঘুরে আসতে পারেন।

https://fonts.google.com/?subset=bengali

তো চলুন শুরু কাজ করা যাক। প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের Dashboard >> Plugin >> Add new

Wordpress Plugin Add

তারপর Search box এ “Google font” লিখে search করুন এবংং ছবিতে দেখানো প্লাগিনটি ইন্সটল করুন।

Wordpress Custom Font add Plugin Install

ইন্সটল হয়ে গেলে Active করে দিন। তারপর ওয়ার্ডপ্রেস এর Dashboard >> Appearance >> Customize

Wordpress Font Install

তারপর Google Fonts নামে একটি Option দেখতে পাবেন। ওখানে ক্লিক করুন।

Wordpress Site Customize

তারপর Basic Settings এ ক্লিক করুন।

Wp site customize

Then তিনটি Option দেখতে পাবেন। ওখানে Search করে আপনার মনের মতো একটি ফন্ট নির্বাচন করুন। আর হ্যাঁ অবশ্যই আপনার ফন্টি Google Font এ থাকতে হবে। যেমন আমি Hind Siliguri নির্বাচন করলাম। এটিও কিন্তু একটা বাংলা ফন্ট গুগল এর।

কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটে Custom বাংলা ফন্ট যুক্ত করবেন।

তারপর সেইভ করে দিন। এখন আপনার ওয়ার্ডপ্রেস সাইটে গিয়ে দেখতে পারেন আপনার সাইটের ফন্ট চেঞ্জ হয়েছে কিনা।

SolaimanLipi ফন্ট ইন্সটল

SolaimanLipi ফন্ট ইন্সটল করতে চাইলে আপনাকে   উপরের কাজ গুলো করতে হবে না। আপনাকে শুধু Google font plugin এর পরিবর্তে ছবিতে দেখানো প্লাগিনটি ইন্সটল করলেই হবে।

কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটে Custom বাংলা ফন্ট যুক্ত করবেন।

ব্যাস আপনার কাজ শেষ।

শেষ কথা

এভাবে খুব সহজেই আপনি ওয়ার্ডপ্রেস সাইটেে বাংলা কাস্টম ফন্ট যুক্ত করতে পারবেন।  মানুষ মাত্রই ভূল। তাই কোনো ধরণের ভুল বা সমস্যা হলে কমেন্ট করবেন। আমি যথাসম্ভব উত্তরদেয়ার চেষ্টা করবো। ধন্যবাদ

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.