
গ্রামীন সিমের অফার কিভাবে দেখে জেনে নিন
আপনি কি গ্রামীন সিমের অফার কিভাবে দেখে তা জানতে চান? যদি চানতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। আর্টিকেলটি থেকে গ্রামীন সিমের অফার কিভাবে দেখে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং নিজে সহজেই গ্রামীন সিমের অফার চেক করে নিতে পারবেন।
গ্রামীন সিম অনেক জনপ্রিয়। তারা তাদের গ্রাহকদের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অফার প্রদান করে থাকে। এই অফারগুলো সাধারণত ব্যবহারকারীর বিভিন্ন প্যাকেজ ব্যবহার করার উপর নির্ভর করে। অর্থাৎ কেউ যদি গ্রামীন সিম ব্যবহার করে বেশী বেশী মিনিট প্যাকেজ ক্রয় করে তাহলে সেই ব্যবহাকারী মিনিট সম্পর্কিত প্যাকেজের অফার পাবেন। আবার কোন ব্যবহারকারী যদি ইন্টারনেট প্যাকেজ বেশী ক্রয় করে তাহলে সেই ব্যবহারকারী ইন্টারনেট প্যাকেজে বেশী অফার পাবে।
নিজস্ব অফার যেগুলো থাকে সেগুলো এক জনের সাথে অন্য জনের মিল থাকে না। তো কিভাবেই বা আপনি আপনার জন্য উপলব্ধ অফারগুলো দেখবেন তা চলুন এখন জেনে নেই।
Table of Contents
গ্রামীন সিমের অফার কিভাবে দেখে
গ্রামীন সিমের অফার আপনি দুই পদ্ধতিতে দেখে নিতে পারবেন। আর্টিকেলটিতে আমরা দুই পদ্ধতি নিয়েই আলোচনা করব। আপনার কাছে যেটি অনেক সুবিধাজনক মনে হবে সেই পদ্ধতি অবলম্বন করে অফার চেক করবেন।
যে পদ্ধতিগুলো অবলম্বন করে গ্রামীন সিমে অফার দেখে সেই দুই পদ্ধতি হলো –
- কোড ডায়াল করে
- অ্যাপের মাধ্যমে
এবার চলুন এই দুই পদ্ধতির বিস্তারিত আলোচনায় আসা যাক। কিভাবে পদ্ধতি দুইটি অবলম্বন করে অফার চেক করবেন তা চলুন জেনে নেই।
কোড ডায়াল করে গ্রামীন সিমের অফার কিভাবে দেখে
প্রথমে আসি কোড ডায়াল করে গ্রামীন সিমের অফার কিভাবে দেখে সেই বিষয় নিয়ে। এটি অনেক সহজে একটি পদ্ধতি। যারা অ্যাপের ঝামেলায় জড়াতে চান না এবং চটপট গ্রামীন সিমের অফার দেখতে চান তাদের জন্য এই পদ্ধতিটি অনেক উপযুক্ত।
গ্রামীন এমবি অফার দেখার কোড হচ্ছে *121*5#
*121*5# কোড ডায়াল করে গ্রামীন সিমে অফার এমবি, মিনিট যেকোন অফার চেক করতে পারবেন। আপনার জন্য যে সকল অফারগুলো উপলব্ধ রয়েছে সেই সকল অফার দেখতে পারবেন কোডটি ডায়াল করার পর। এজন্য আপনাকে প্রথমে মোবাইল ফোনের ডায়াল অপশনে যেতে হবে। এরপর ডায়াল অপশনে গিয়ে *121*5# ডায়াল করতে হবে। ডায়াল করার পর আপনি দেখতে পারবেন আপনার জন্য কোন কোন অফার উপলব্ধ রয়েছে।
অফারগুলোর মধ্যে থেকে যদি আপনি কোন অফার প্যাকেজ ক্রয় করতে চান তাহলে ফিরতি রিপ্লেতে অফারের পাশে থাকা নাম্বার লিখে রিপ্লে দিতে হবে। এভাবে খুব সহজেই কোড ডায়াল করে গ্রামীন সিমের অফার দেখতে পারবেন।
অ্যাপের মাধ্যমে গ্রামীন সিমের অফার কিভাবে দেখে
এবার আসি অ্যাপের মাধ্যমে গ্রামীন সিমের অফার কিভাবে দেখতে হয় সেই সম্পর্কে। অ্যাপের মাধ্যমেও গ্রামীন সিমের অফার দেখা অনেক সহজ। তবে এ জন্য আপনাকে প্রথমে মাইজিপি অ্যাপ ডাউনলোড করতে হবে। মাইজিপি অ্যাপ ব্যাতিত অন্য কোন অ্যাপের মাধ্যমে গ্রামীন সিমের অফার চেক করা সম্ভব নয়।
তাই প্রথমে মাইজিপি অ্যাপ ডাউনলোড করে ওপেন করে নিন। গুগল প্লে-স্টোর, অ্যাপ স্টোর দুই জায়গায় MyGP অ্যাপ ইন্সটল করার জন্য উপলব্ধ রয়েছে। অ্যাপটি ওপেন করার পর আপনি আপনার গ্রামিন নাম্বারটি দিয়ে লগিন করে ফেলুন। লগিন করার হয়ে গেলে আপনি মাইজিপি অ্যাপের হোম ইন্টারফেজ দেখতে পারবেন। এবার এখান থেকে Offers এ ক্লিক করুন। Offers মেনুটি মাই জিপি অ্যাপের একদম নিচে দেখতে পারবেন।

Offers এ ক্লিক করার পর আপনি আপনার জন্য উপলব্ধ সকল অফার দেখতে পারবেন। মিনিট, ইন্টারনেট, এসএমএস ইত্যাদি সকল কিছু। এবার এখান থেকে আপনার পছন্দমতো অফারটি বেছে নিন।
তবে আপনার জন্য স্পেশাল অফার কি আসে সেটিও Offers মেনু থেকে চেক করতে পারবেন। এজন্য আপনাকে My Offer এ ক্লিক করতে হবে। তাহলে আপনার জন্য থাকা স্পেশাল সকল অফার দেখতে পারবেন।

অ্যাপের মাধ্যমে গ্রামীন সিমের অফার চেকঃ Login to MyGP App > Offers > My Offer
এভাবে খুব সহজেই আপনি গ্রামীন সিমের অফার দেখে নিতে পারবেন। পাশাপাশি যদি কোন অফার আপনার ভালো লাগে সেটি ক্রয় করে নিতে পারবেন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
গ্রামীন সিমের অফার কিভাবে দেখে আর্টিকেলটি সম্পর্কিত কিছু প্রশ্ন ও প্রশ্নের উত্তর চলুন জেনে নেই।
গ্রামীন সিমের অফার দেখার কোড কি?
গ্রামীন সিমের অফার দেখার কোড *121*5#।
কি কি উপায়ে গ্রামীন সিমের অফার দেখা যায়?
মাইজিপি অ্যাপ ও কোড ডায়াল করার মাধ্যমে গ্রামীন সিমের অফার দেখা যায়।
গ্রামীন সিমে কি কি ধরনের অফার পাওয়া যায়?
ইন্টারনেট, মিনিট, বান্ডেল প্যাকেজ সহ বিভিন্ন প্যাকেজে গ্রামীন সিমে অফার পাওয়া যায়।
শেষ কথা
গ্রামীন সিমের অফার কিভাবে দেখে আর্টিকেলটিতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর্টিকেলে দেখানো পদ্ধতি অনুসরণ করে আপনি সহজে গ্রামীন সিমে অফার দেখে নিতে পারবেন। আর্টিকেলটি সম্পর্কিত আপনার কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। আমি চেস্টা করব আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার।
ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই যুক্ত থাকুন।