NID CardGovernment Info

কিভাবে ভোটার তালিকা ডাউনলোড করব

আপনি কি আপনার এলাকার, গ্রামের, ইউনিয়ন পরিষদের, সিটি কর্পোরেশনের ভোটার তালিকা ডাউনলোড করতে চান? কিন্তু কিভাবে ভোটার তালিকা ডাউনলোড করব তা সম্পর্কে জানেন না। যদি না জেনে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। আর্টিকেলটি থেকে আপনি ভোটার তালিকা সম্পর্কে ও কিভাবে ভোটার তালিকা ডাউনলোড করব এ নিয়ে বিস্তারিত জানতে পারবেন।

ভোটার তালিকা অনেক গুরুত্বপূর্ণ একটি তালিকা। এই তালিকায় কোন এলাকার সমস্ত ভোটারের নাম উল্লেখ থাকে। এ থেকে ধারণা পাওয়া যায় সেই এলাকায় কতজন ভোটার রয়েছে। আর ভোটার তালিকায় কোন ব্যাক্তির না উল্লেখ না থাকলে সেই ব্যাক্তি ভোট প্রদান করতে পারবে না।

ইউনিয়ন পর্যায়ের নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন ইত্যাদি এলাকা ভিত্তিক নির্বাচনে শুধু সেই নির্দিষ্ট এলাকার মানুষই ভোট প্রদান করতে পারবে। অন্য এলাকার মানুষ ভোট প্রদান করতে পারবেন না।

আরো পড়ুনঃ

কিছু কিছু ক্ষেত্রে সকলেই ভোটার তালিকা বের করে দেখতে পারবে। আবার কিছু কিছু ক্ষেত্রে সকলেই এই সুবিধা পাবে না। যে ভোটার তালিকা গুলো সবাই বের করতে পারবে না সেই ভোটার তালিকা শুধু মাত্র চেয়ারম্যান, কাউন্সিলার, মেয়ার, ভোটে নির্বাচন প্রার্থী এর মতোন উচ্চ পদ্যস্থ লোক বের করতে পারবে। তবে এর জন্য কিছু প্রক্রিয়াও আছে। যেহেতু এই আর্টিকেলটি সর্ব সাধারণের জন্য তাই সকলেই কিভাবে ভোটার তালিকা ডাউনলোড করবে এই সম্পর্কে জানব। তবে এই প্রক্রিয়া জানার চেয়ারম্যান, কাউন্সিলার, মেয়ার, ভোটে নির্বাচন প্রার্থী যেভাবে ভোটার তালিকা বের করবে তা আগে জেনে নেই।

ভোটার তালিকা দেখার উপায়

আগেই বলেছে এই উপায় অনুসরণ করে চেয়ারম্যান, কাউন্সিলার, মেয়ার, ভোটে নির্বাচন প্রার্থীরাই শুধু ভোটার তালিকা দেখতে পারবে বা ডাউনলোড করতে পারবে।

ধরুন, কোন এক ব্যক্তি কোন এলাকার ভোট নির্বাচনের জন্য মনোনিন হলেন। এখন তাকে তো জানতে হবে তার এলাকায় কতজন ভোটার রয়েছে, কে কে তার এলাকার ভোটার তাই না? আর এসব দেখার জন্য ভোটার তালিকা বের করতে হবে। ভোটার তালিকা সেই ব্যাক্তি দুই ভাবে বের করতে পারবে একটি যেটা সবার জন্য উন্মুক্ত ভাবে সরকারী ওয়েবসাইটে প্রকাশিত রয়েছে ও অপরটি নির্বাচন কমিশনার ওয়েবসাইটে আবেদনের মাধ্যমে।

উন্মুক্তভাবে ওয়েবসাইটে ভোটার তালিকা না থাকলে নির্বাচন কমিশনারে আবেদন করতে হবে। আবেদন করার পর যদি আবেদন গ্রহণ করা হয় তাহলে সেই ব্যাক্তিকে ভোটার তালিকা (Voter LIst) দিয়ে দেওয়া হবে।

আর্টিকেলের বিষয়কিভাবে ভোটার তালিকা ডাউনলোড করব
আর্টিকেলের ক্যাটেগরিসরকারী সেবা
সকল ভোটার তালিকা দেখতে পারবেনচেয়ারম্যান/ কাউন্সিলার/ মেয়ার/ নির্বাচন প্রার্থী
ভোটার তালিকা দেখার আবেদন ফিআনুমানিক ৫০০ টাকা
উন্মুক্ত ভোটার তালিকাসরকারী ওয়েবসাইটে প্রকাশিত আছে এটি যে কেউ ফ্রিতে দেখতে পারবে
ভোটার তালিকার বিশেষ ব্যবহারকোন এলাকায় কতজন ভোটার আছে তা সঠিক তথ্য জানার জন্য
ছবি সহ ভোটার তালিকাপাওয়া যায়

কিভাবে ভোটার তালিকা ডাউনলোড করব

এবার চলুন সর্ব সাধারণ মানুষ কিভাবে একদম ফ্রিতে যে পৃথিবীর যেকোন স্থান থেকে কিভাবে ভোটার তালিকা ডাউনলোড করবে তা জেনে নেওয়া যাক। তবে যদি সরকারী ওয়েবসাইটে কোন এলাকার ভোটার তালিকা না থাকে তাহলে তা বের করতে পারবেন না।

ধাপ ১ঃ bangladesh.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন

কিভাবে ভোটার তালিকা ডাউনলোড করব তা জানার জন্য সর্বপ্রথম আপনাকে Bangladesh ওয়েবসাইটে ভিজট করতে হবে। কেননা এই ওয়েবসাইটে ভিজিট করার পর বিভিন্ন অপশন মেনু থেকে আপনার এলাকা নির্বাচন করে নিতে হবে। ওয়েবসাইটে লিংক – https://bangladesh.gov.bd/index.php

ধাপ ২ঃ আপনার এলাকা নির্বাচন করুন

সকল বাতায়ন উইজেটের (Widget) ছবি

ওয়েবসাইটে ভিজিট করার পর সকল বাতায়ন নামক উইজেটটি খুঁজে বের করুন। যদি আপনি কম্পিউটার থেকে ওয়েবসাইটিকে ব্রাউজ করেন তাহলে ডান পাশের সাইডবারে এই উইজেটটি পাবেন। আর মোবাইলের ক্ষেত্রে স্কিন স্ক্রল করলে নিচে পাবেন। সকল বাতায়ন খুঁজে বের করার পর আপনি এখানে একটি ড্রাপডাউন মেনু খুঁজে পাবেন। সেখান থেকে প্রথমে আপনাকে আপনার বিভাগ নির্বাচন করতে বলে। বিভাগ নির্বাচনের পর পর্যায়ক্রমে জেলা, উপজেলা, ইউনিয়ন নির্বাচন করতে বলে। যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার কাংখিত এলাকাটি খুঁজে না পান ততক্ষণ পর্যন্ত নির্বাচন করতে থাকুন এবং কাংখিত জেলা/ উপজেলা/ ইউনিয়ন খুঁজে পাওয়ার পর চলুন বাটনে ক্লিক করবেন।

ধাপ ৩ঃ বিভিন্ন তালিকা মেনুতে ক্লিক করুন

চলুন বাটনে ক্লিক করার পর আপনাকে সেই এলাকার সরকারী ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে যাওয়ার পর মেনু বার থেকে বিভিন্ন তালিকা লিংকে ক্লিক করুন। যদি আপনার ভিজিট করা ওয়েবসাইটে বিভিন্ন তালিকা লিংক মেনুতে না থাকে তাহলে ইউনিয়ন পরিষেবা লিংকে ক্লিক করবেন। আর যদি এই দুইটির মধ্যে একটি লিংক অপশনও না থাকে তাহলে ধরে নিন আপনার সেই এলাকার ভোটার তালিকা নেই।

ধাপ ৪ঃ ভোটার তালিকা লিংক ক্লিক করুন

ভোটার তালিকা লিংক মার্ক করা স্কিনশট

বিভিন্ন তালিকা মেনুতে সাধারণত ভোটার তালিকার লিংক থাকে। আপনি যদি এই মেনু থেকে ভোটার তালিকার লিংক খুঁজে না পা তাহলে অন্য সকল মেনুগুলোতে ক্লিক করে চেক দিন ভোটার তালিকার কোন লিংক আছে কি না। যদি না পান তাহলে ধরে নিন আপনার এলাকার ভোটার তালিকাটি ওয়েবসাইটে প্রকাশিত হয়নি এবং তা সবার জন্য উপলব্ধ নয়।

ধাপ ৫ঃ ভোটার তালিকার পিডিএফ (pdf) ডাউনলোড করুন

ভোটার তালিকা লিংকে ক্লিক করার পর আপনি পিডিএফ (PDF) এর ডাউনলোড লিংক পাবেন সেখানে ক্লিক করার সাথে সাথে তালিকাতাই ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে।

এভাবে খুব আপনি যে কোন এলাকার ভোটার তালিকা ডাউনলোড করতে পারবেন। আশা করি আর্টিকেলটি থেকে আপনি বুঝতে পেরেছেন কিভাবে ভোটার তালিকা ডাউনলোড করবেন।

আরো পড়ুনঃ

ইউনিয়ন ভিত্তিক ভোটার তালিকা

ইউনিয়ন ভিত্তিক ভোটার তালিকা ডাউনলোড করার জন্য আপনাকে উপজেলা নির্বাচনের পর ইউনিয়ন সিলেক্ট করতে হবে এবং বাকী ধাপগুলো আর্টিকেলে দেখানো নিয়ম অনুসরণ করতে হবে।

ছবি সহ ভোটার তালিকা ২০২৩

ছবি সহ ভোটার তালিকা আপনি অনলাইন থেকে পেতেও পারেন আবার নাও পেতে পারেন। যদি কোন প্রার্থী/ চেয়ারম্যান/ কাউন্সিলার/ মেয়র নির্বাচন কমিশনার ওয়েবসাইটে ভোটার তালিকার জন্য আবেদন করেন তাহলে তিনি ছবি সহ ভোটার তালিকা পাবেন। ছবিসহ ভোটার তালিকা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন এই আর্টিকেলটি থেকে – ছবিসহ ভোটার তালিকা ডাউনলোড Pdf

নতুন ভোটার তালিকা

প্রতি বছরই নির্বাচনের আগে সব এলাকার ভোটার তালিকা আপডেট করা হয়ে থাকে। তাই ওয়েবসাইট হোক বা নির্বাচন কমিশনার থেকে হোক নতুন ভোটার তালিকাই পেয়ে যাবেন। যদি নতুন তালিকা না পান তাহলে ধরে নিতে পারেন এখনো নতুন তালিকা আপডেট করা হয়নি।

ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা ডাউনলোড

আর্টিকেলে দেখানো কিভাবে ভোটার তালিকা ডাউনলোড করব পদ্বতি অনুসরণ করে আপনি ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকার পাশাপাশি, জেলা, বিভাগ, উপজেলার ভোটার তালিকা ডাউনলোড করতে পারবেন।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

এবার চলুন কিভাবে ভোটার তালিকা ডাউনলোড করব নিয়ে লেখা এই আর্টিকেল সম্পর্কে কিছু কমন প্রশ্ন ও এর উত্তর জেনে নেওয়া যাক।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভোটার তালিকা কিভাবে ডাউনলোড করব?

আর্টিকেলে দেখানো ২ নং ধাপে চট্টগ্রাম বিভাগ ও চট্টগ্রাম জেলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর চলুন বাটনে ক্লিক করে ভোটার তালিকা বের করে নিবেন।

ভোটার তালিকা দেখার ফি কত?

যদি আপনি ওয়েবসাইট থেকে দেখেন তাহলে আপনাকে কোন প্রকার ফি প্রদান করা লাগবে না। আর যদি নির্বাচন কমিশনার কার্যালয়ে আবেদনের মাধ্যমে ভোটার তালিকা বের করতে চান তাহলে ৫০০ টাকা ফি প্রদান করতে হবে।

কিভাবে ভোটার তালিকা ডাউনলোড করব বাংলাদেশ?

আর্টিকেলে দেখানো পদ্বতি অনুসরণ করে আপনি ডাউনলোড করতে পারবেন।

শেষ কথা

এই ছিল কিভাবে ভোটার তালিকা ডাউনলোড করব নিয়ে আমাদের এই আর্টিকেল। আশা করছি আর্টিকেলে দেখানো পদ্বতি অনুসরণ করে আপনি ভোটার তালিকা বের করতে পারবেন। তবে যদি বের করতে আপনার কোন সমস্যা হয় ও সাহায্যে প্রয়োজন পড়ে তাহলে কমেন্ট করুন। আমি চেটা করব আপনার সমস্যার সমাধান দেওয়ার।

আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। আর এই ধরনের আরো অনেক আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন টিউনবিএনে

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

5 Comments

  1. চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড এর ভোটার তালিকা কি ভাবে ডাউনলোড করবো। একটু সহযোগিতা করলে উপকৃত হবো।

    1. অনুগ্রহ করে আপনার জেলা ও উপজেলার নামটি আমাদেরকে জানান।

      1. বিভাগঃ চট্টগ্রাম, জেলাঃ চট্টগ্রাম,
        ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড, চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

        1. আপনার অনুরোধ করা এলাকার ভোটার তালিকা অনলাইনে পায়া যায়নি। অনুগ্রহ করে এটি ইলেকশন কমিশনার কার্যালয় থেকে সংগ্রহ করুন।

  2. চট্টগ্রাম সিটি কর্পোরেশন তিন নম্বর ওয়ার্ডের ভোটার তালিকা কিভাবে পেতে পারি একটু বলবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.