কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায়?
কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায় এই সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার অনেক উপকারে আসতে পারে। তাই সম্পূর্ণ আর্টিকেলটি মনযোগ সহকারে পড়বেন।
কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায় এই টপিকটাকে দুই ভাগে ভাগ করে আলোচনা করা সম্ভব। এগুলো হলো (১) এমন কোন সফটওয়্যার নিয়ে আলোচনা করা যেগুলো পিসিতে ইন্সটল করে কোন কাজ ছাড়াই বা কোন স্কিল ছাড়াই ইনকাম করা এবং আরেকটি হলো (২) এমন কিছু সফটওয়্যার নিয়ে আলোচনা করা সে সফটওয়্যারগুলোতে কাজ করা শিখে স্কিল অর্জন করে সেই সফটওয়্যারের সাহায্য বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করে টাকা ইনকাম করা।
অনলাইনে আয়/ টাকা ইনকাম সম্পর্কিত কিছু আর্টিকেল –
এই দুইটি টপিকের মধ্যে দ্বিতীয়টি নিয়ে আলোচনা করা আমার কাছে অনেক যুক্তিযুক্ত মনে হয়েছে। তাই আমরা এই আর্টিকেলে এমন কিছু সফটওয়্যার নিয়ে আলোচনা করব যে সফটওয়্যারগুলো মধ্যে কাজ করে (প্রথমে শিখে) টাকা ইনকাম করা সম্ভব। তাহলে চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক।
Table of Contents
কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায়
Photoshop, Adobe After Efferct, Android Studio ইত্যাদি সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায়। অনেক ধরনের সফটওয়্যার রয়েছে। তবে সব সফটওয়্যার এর কথা তো এই আর্টিকেলে উল্লেখ করা সম্ভব না। তাই জনপ্রিয় কিছু সফটওয়্যার ও তার মতো কিছু সফটওয়্যার এর কথা আর্টিকেলে উল্লেখ করব।
যদি আপনি কোন ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে চান তাহলে এই আর্টিকেলটি পড়ুন। এটি আপনার কাজে আসতে পারে – টাকা ইনকাম করার ওয়েবসাইট 2022 [সেরা ৫ টি ওয়েবসাইট ১০০% ইনকাম হবে]
1. অ্যাডোবি ফটোশপ (Adobe Photoshop)
অ্যাডোবি ফটোশপ হলো একটি ফটো এডিটিং সফটওয়্যার। অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার দিয়ে ছবি সম্পাদন করার মাধ্যমে টাকা ইনকাম করা ছবি। ফটো বা ছবি এডিটিং এর জন্য এই সফটওয়্যারটি বহুল ব্যবহৃত ও জনপ্রিয়। ফটো এডিটিং ছাড়াও গ্রাফিক্সের বিভিন্ন কাজেও অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ব্যবহার করা হয়ে থাকে।
অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার এর অফিশিয়াল ওয়েবসাইটের লিংক – https://www.adobe.com/in/products/photoshop/landpa.html
অ্যাডোবি ফটোশপ এর মতোন আরো কিছু সফটওয়্যার রয়েছে। এগুলো হলোঃ
- GIMP
- Capture One Pro
- PicMonkey
- Pixlr
- PhotoDirector
2. অ্যাডোবি আফটার এফেক্টস (Adobe After Effects)
অ্যাডোবি আফটার এফেক্টস সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায়। এটি মূলত একটি ভিডিও এডিটিং সফটওয়্যার। আপনি এই সফটওয়্যার এর কাছ শিখে ভিডিও এডিটিং করে সহজেই টাকা ইনকাম করতে পারেন এজন্য বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করতে পারেন। প্রায় সকল প্রফেশনাল কাজে এই সফটওয়্যারটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন মুভির এডিটিং এর কাজ এই সফটওয়্যারটি দ্বারা করা হয়ে থাকে।
অ্যাডোবি আফটার এফেক্টস সফটওয়্যার এর অফিশিয়াল ওয়েবসাইটের লিংক – https://www.adobe.com/in/products/aftereffects.html
অ্যাডোবি আফটার এফেক্টস এর মতোন আরো কিছু সফটওয়্যার রয়েছে। এগুলো হলোঃ
- Fusion Studio 16
- Wondershare FilmoraPro
- Blender
- Apple Motion
- HitFilm Pro
3. অ্যান্ড্রয়েড স্টুডিও (Android Studio)
অ্যান্ড্রয়েড স্টুডিও হলো অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভলপ করার সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করে সেগুলো গুগল প্লে স্টোরে আপলোড দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। এজন্য আপনেক অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভলপ শিখতে হবে।
অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যার এর অফিশিয়াল ওয়েবসাইটের লিংক – https://developer.android.com/studio
অ্যান্ড্রয়েড স্টুডিও এর মতোন আরো কিছু সফটওয়্যার রয়েছে। এগুলো হলোঃ
- Visual Studio
- Appcelerator
- Xamarin
- Xcode
- OutSystems
4. Wordpress (ওয়ার্ডপ্রেস)
ওয়ার্ডপ্রেস মূলত কনটেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। এটি সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স। এই সফটওয়্যারটি দিয়ে সাধারণত ওয়েবসাইট তৈরি করা হয়ে থাকা। ব্লগ, ই-কমার্স, ফোরাম, পোর্টফলিও ইত্যাদি যেকোন ধরনের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করা সম্ভব।
কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায়? এই প্রশ্নে উত্তরে ওয়ার্ডপ্রেস সেরা একটি উত্তর। ওয়ার্ডপ্রেস সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায়। এজন্য আপনাকে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ধরনের কাজ শিখতে হবে। যেমনঃ
- ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন ও ডেভলপমেন্ট
- ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন
- ওয়ার্ডপ্রেস প্লাগিন ডেভলপমেন্ট
ফ্রিল্যান্স মার্কেটপ্লেগুলোতে ওয়ার্ডপ্রেস সম্পর্কিত অনেক কাজ রয়েছে এবং প্রচুর চাহিদাও রয়েছে। ওয়ার্ডপ্রেসের মতোন আরো অনেক সফটওয়্যার রয়েছে। এগুলো হলোঃ
- Weebly
- Wix
- PhpBB
- Shopify
- Drupal
- Ghost
শেষ কথা
এই ছিল কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায় তা নিয়ে লেখা আমাদের এই আর্টিকেল। আশা করছি আর্টিকেলটি আপনি উপভোগ করেছে। সময়ের সাথে সাথে আরো কিছু সফটওয়্যারের নাম এই আর্টিকেলে যুক্ত করে আর্টিকেলটি আপডেট করব।
কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায় আর্টিকেলটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সম্ভব হলে আর্টিকেলটি শেয়ার করুন আপনার বন্ধু-বান্ধবের সাথে যাতে করে তারাও এই সম্পর্কে জানতে পারে।
কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায় এর মতোন আরো অনেক আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য।