Lifestyle

কুয়েত রমজানের সময় সূচি 2024 | সেহরি ও ইফতারের সময় সূচি, ক্যালেন্ডার

আপনি কি কুয়েত রমজানের সময় সূচি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসে পড়েছেন। আমাদের এই আর্টিকেলটিতে কুয়েত রমজানের সময় সূচি 2024 পেয়ে যাবেন তালিকা, ছবি ও পিডিএফ (PDF) সহ।

বাংলাদেশের অনেক প্রবাসী কুয়েতে বাস করেন। সেখানে তারা কোন না কোন কর্মরত অবস্থায় রয়েছে। ফলে রমজানের সময়টিতে নিজ দেশ বাংলাদেশের ফিরতে পারছে না। সেখানেই তাদেরকে পরিবার ছাড়া (বেশীরভাগ লোক) রমজানের সময় পার করতে হবে।

বাংলাদেশ ও কুয়েতের মধ্যে অনেক সময়ের ব্যবধান রয়েছে। তাই কুয়েত থেকে যারা রোজা থাকবে তাদেরকে ভিন্ন সময়ে সেহরি ও ইফতার করতে হবে।

সেই সেহরি ও ইফতারের সময় খোঁজার জন্য কুয়েতে বসবাসরত প্রবাসীরা কুয়েত রমজানের সময় সূচি 2024 অনুসন্ধান করছেন। আপনাদেরকে সঠিক সময় সূচি পৌছে দেওয়ার লক্ষ্যে আমাদের এই আর্টিকেলটি। চলুন সময়সূচিটি অর্থাৎ কুয়েতের রমজানের ক্যালেন্ডার দেখে নেওয়া যাক। ওয়েবসাইটেই তালিকা এবং সাথে পিডিএফ ও ছবি পেয়ে যাবেন।

কুয়েত রমজানের সময় সূচি 2024

কুয়েতে রমজান শুরু হবে ১১ মার্চ ২০২৪ তারিখে এবং যদি ৩০ টি রোজা হবে তবে রমজান মাস শেষ হবে ৯ এপ্রিল ২০২৪ তারিখে। নিম্নে রমজানের ৩০ দিনের কুয়েত রমজানের সময় সূচি দিয়ে দেওয়া হলো। কুয়েতের সময় অনুযায়ী এই সময়সূচিটি।

রমজানতারিখদিনসেহরী (AM)ইফতার (PM)
১১ মার্চসোমবার৪ঃ৪০৬ঃ৫৫
১২ মার্চমঙ্গলবার০৪ঃ৩৯৬ঃ৫৬
১৩ মার্চবুধবার০৪ঃ৩৮৬ঃ৫৬
১৪ মার্চবৃহস্পতিবার০৪ঃ৩৭০৬ঃ৫৭
১৫ মার্চশুক্রবার০৪ঃ৩৫০৬ঃ৫৮
১৬ মার্চশনিবার০৪ঃ৩৪০৬ঃ৫৮
১৭ মার্চরবিবার০৪ঃ৩৩০৬ঃ৫৯
১৮ মার্চসোমবার০৪ঃ৩২০৬ঃ৫৯
১৯ মার্চমঙ্গলবার০৪ঃ৩০০৬ঃ০০
১০২০ মার্চবুধবার০৪ঃ২৯০৬ঃ০১
১১২১ মার্চবৃহস্পতিবার০৪ঃ২৮০৬ঃ০১
১২২২ মার্চশুক্রবার০৪ঃ২৭০৬ঃ০২
১৩২৩ মার্চশনিবার০৪ঃ২৫০৬ঃ০২
১৪২৪ মার্চরবিবার০৪ঃ২৪০৬ঃ০৩
১৫২৫ মার্চসোমবার০৪ঃ২৩০৬ঃ০৪
১৬২৬ মার্চমঙ্গলবার০৪ঃ২২০৬ঃ০৪
১৭২৭ মার্চবুধবার০৪ঃ২০০৬ঃ০৫
১৮২৮ মার্চবৃহস্পতিবার০৪ঃ২৯০৬ঃ০৫
১৯২৯ মার্চশুক্রবার০৪ঃ১৮০৬ঃ০৬
২০৩০ মার্চশনিবার০৪ঃ১৬০৬ঃ০৬
২১৩১ মার্চরবিবার০৪ঃ১৫০৬ঃ০৭
২২০১ এপ্রিলসোমবার০৪ঃ১৪০৬ঃ০৮
২৩০২ এপ্রিলমঙ্গলবার০৪ঃ১২০৬ঃ০৮
২৪০৩ এপ্রিলবুধবার০৪ঃ১১০৬ঃ০৯
২৫০৪ এপ্রিলবৃহস্পতিবার০৪ঃ১০০৬ঃ০৯
২৬০৫ এপ্রিলশুক্রবার৩ঃ০৯০৬ঃ১০
২৭০৬ এপ্রিলশনিবার৩ঃ০৭০৬ঃ১১
২৮০৭ এপ্রিলরবিবার৩ঃ০৬০৬ঃ১১
২৯০৮ এপ্রিলসোমবার৩ঃ০৫০৬ঃ১২
৩০০৯ এপ্রিলমঙ্গলবার৩ঃ০৩০৬ঃ১২

কুয়েতে অন্য সকল জায়গায় সেহরি ও ইফতারের মধ্যে কয়েক মিনিটের পার্থক্য থাকতে পারে। এক্ষেত্রে আপনি আপনার এলাকার লোকার সময় অনুসরণ করবেন। আর্টিকেলে থাকা সময় সূচিটি রাজধানী ও তার পার্শ্ববর্তী শহরের জন্য প্রযোজ্য।

কুয়েত রমজানের সময় সূচি 2024 ছবি

আপনি যদি কুয়েত রমজানের সময় সূচি বা ক্যালেন্ডারের ছবি দেখতে চান এবং ক্যালেন্ডারের ছবি ডাউনলোড করতে চান তবে আমাদের এই আর্টিকেলটি থেকে একদম ফ্রিতে হাই কোয়ালিটি ছবির ফাইল ডাউনলোড করতে পারবেন। নিম্নে কুয়েতের রমজানের সময় সূচির ছবি দেওয়া হলো। হাই কোয়ালিটি ছবির ফাইল ডাউনলোডের লিংক ছবিটির নিচে পেয়ে যাবেন।

কুয়েত রমজানের সময় সূচি 2024 ছবি

File NameKuwait Ramadan Timetable 2024
File Size2 MB
File Typejpg
QualityFHD
Download LinkG. Drive | ImgBB

কুয়েত রমজানের সময় সূচি 2024 Pdf

পিডিএফ (Pdf) ফাইল ডাউনলোড করতে চাইলে সেটিও একদম বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। এতে করে অফলাইনে যখন ইচ্ছা তখন রমজানের যেকোন দিনের সময় সূচি দেখতে পারবেন। এছাড়াও আপনি চাইল পিডিএফ ফাইলটি প্রিন্ট করে ক্যালেন্ডার হিসাবেও ব্যবহার করতে পারবেন।

File NameKuwait Ramadan Timetable 2024
File Size2.8 MB
File TypePDF
Total Page1
Download LinkClick Here

উপসংহার

আর্টিকেলে আপনাদের সাথে যে কুয়েত রমজানের সময় সূচি 2024 শেয়ার করেছি সেটি কুয়েত ইন্টারন্যাশনাল সময় সূচি অনুযায়ী। আপনি এই সময় অনুসরণ করে সেহরি ও ইফতার গ্রহণ করতে পারেন কোন দ্বিধা-দন্ড ছাড়াই। তবে, কিছু কিছু এলাকা আছে যে এলাকার সাথে সেহরি ও ইফতারের সময়ের সাথে কিছু সময় যোগ বা বিয়োগ করতে হবে। এই দিকটার দিকে একটু নজর রাখবেন।

আমরা নির্ভুল ভাবে সময়সূচিটি আর্টিকেলে প্রকাশ করার চেস্টা করেছি। যদি আপনার কোন সময় নিয়ে সন্দেহ প্রকাশিত হয় তাহলে সেই বিষয়ে আমাদেরকে কমেন্টের মাধ্যমে মতামত জানাতে পারেন। আমরা পুনরায় যাচাই বাছাই করে এটি সংশোধন করব।

পরিশেষে, ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য এবং স্যালুট সকল প্রবাসী যোদ্ধাদের। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এ ধরনের আরো অনেক আর্টিকেলের জন্য। আল্লাহ হাফেজ!!

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.