Lifestyle

Nail Polish (2021) Bangla Subtitle – নেইল পলিশ বাংলা সাবটাইটেল

নেইল পলিশ মুভিটির বাংলা সাবটাইটেল (Nail Polish Bangla Subtitle) অনুবাদ করেছেন মি. ফ্র্যাঙ্কি। নেইল পলিশ একটি হিন্দি মুভি যা ২০২১ সালে মুক্তি পায়। এটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। এখন পর্যন্ত ইন্টারনেট মুভি ডেটাবেজে ১, ৪২৬ টি ভোটের মাধ্যমে ৭.৯/১০ রেটিং প্রাপ্ত হয়েছে।

প্লটঃ ২০২১ এর শুরুতেই জি ফাইভ নিয়ে এলাে এই সাইকোলজিক্যাল ড্রামা থ্রিলার মুভিটি। বলতে গেলে বছরের শুরুটা দারুণ ভাবে হলো বলিউডের। সিনেমার নাম নেইল পলিশ। অর্জুন রামপাল আর মানভ কল অভিনিত এই কোর্টরুম ড্রামা + সাইকো থ্রিলার সিনেমার মূল চরিত্র ভীর সিং একজন এক্স আর্মি অফিসার যিনি বর্তমানে সুবিধাবঞ্চিত শিশুদের এক টা স্পোর্টস একাডেমী চালান। ঘটনার স্থান লখনৌ৷

যেখানে কিছুদিন ধরে শিশু নিখোঁজ হচ্ছে যার কোনো অস্তিত্ব পাচ্ছেনা পুলিশ৷ এর মধ্যেই একদিন ভীর সিং এর উত্তরাধিকার সূত্রে পাওয়া বাড়িয়ে দুই শিশুর লাশ পাওয়া যায় আগুণে পোড়া যাদের কে রেপ করা হয়েছে জীবিত এবং মৃত থাকতে। ক্রাইম সিনে ডি এন এ পাওয়া যায় ভীর সিং এর, এছাড়া লাশের মুখেও পাওয়া যায় ডিএনএ ম্যাচ৷ সিম্পল কেস মনে হয় আপাতদৃষ্টিতে৷

রাজনৈতিক সুবিধা আদায়ের আশ্বাসে ভীর সিং এর পক্ষে ডিফেন্সে কেস লড়তে আসেন অর্জুন রামপাল৷ এর মধ্যেই জেল খানায় একদিন গ্রুপিং এর কারণে ভীর সিং একজনের চোখ উপড়ে ফেলেন এবং পরবর্তীতে তাকে প্রচন্ড মারা যায়। ভীর সিং কোমায় চলে যান। আস্তে আস্তে ফিরেও আসেন।

কিন্তু ভীর সিংহের শরীর ফিরে তার ব্যক্তিত্ব ফিরেনা। ভীর সিং মেয়েদের মত নখ রাখা, নেইল পলিশ লাগানো শুরু করে৷ তার হাটাচালা সম্পূর্ণ মেয়েদের মত হয়ে যায়৷ সে পরিচয় দেয় তার নাম চারু৷ সে কাশ্মীরের মেয়ে। ডাক্তার ডায়াগনাইজ করে ভীর সিং ডি আইডিতে আক্রান্ত।

এদিকে ঝামেলায় পড়ে যায় কোর্ট। বিচার চলছিলো ভীর সিং এর৷ ভীর সিং এর শরীর কোমা থেকে ফিরেছে, মাইন্ড ফিরেনি। ভীর সিং এখন কাশ্মিরী মেয়ে চারু যার জামাই আছে বাচ্চাও আছে।

তাহলে সেই বাচ্চাদের খুনটা করেছে কে?
ভীর সিং নাকি চারু?
এই চারু ব্যক্তিত্বটা ভীর সিং পেলো কিভাবে? কিভাবে ভীর সিং এর ভেতরের ব্যক্তিত্ব চারু ঠিক ঠিক কাশ্মীরের ঠিকানা বলে দিলো?
তাহলে আদালত কার বিচার করবে?
ভীর সিং নাকি চারুর?
জানতে হলে দেখে ফেলুন নেইল পলিশ।

মুভিটির বিবরণ

  • নামঃ নেইল পলিশ
  • পরিচালকঃ বাগস ভার্গব কৃষ্ণা
  • ধরনঃ ড্রামা, ক্রাইম, থ্রিলার
  • দেশঃ ভারত
  • মুক্তির তারিখঃ ১ জানুয়ারি ২০২১
  • আইএমডিবি রেটিংঃ ৭.৩/১০
  • অনুবাদকঃ মি. ফ্র্যাঙ্কি
  • রানটাইমঃ ৪৪ মিনিট

[button color=”primary” size=”medium” link=”https://subscene.com/subtitles/bengali-text/n1Ft0RbYpfeo1Pgxj5APxP7aJGgHOvxPN8FOj-LKFUvcV6W9ZO0wHhRMuwrYbW8vJsUCM3U-2YgAsVQyq8f1UUOlbhpMNKBcptuuF2l-TpQ-OrtNSJ-6D2cw8mieEqwE0″ icon=”” target=”true” nofollow=”true”]ডাউনলোড বাংলা সাবটাইটেল[/button]

যে কোন মুভির সাবটাইটল পেতে ভিজিট করুন Bangla Subtitle.net

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.