NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম [বিস্তারিত]
NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম নিয়ে লেখা এই আর্টিকেলটিতে আপনাকে স্বাগতম। আপনি যদি NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা সম্পর্কে জানতে চান তবে এই আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হবে। আর্টিকেলটি থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
Nid নাম্বার দিয়ে আপনি দুই পদ্ধতিতে আইডি কার্ড বের করতে পারবেন। একটি হলো NID নাম্বার দিয়ে শুধু মাত্র আইডি কার্ডের সাধারণ তথ্য যেমনঃ নাম, পিতার ও মাতার নাম দেখা। এবং অপরটি NID নাম্বার দিয়ে সকল তথ্য দেখা। সাথে NID কার্ডের অনলাইন কপি ডাউনলোড করার সুযোগ থাকবে। আপনি কিভাবে তা করবেন চলুন সে বিষয়ে এখন বিস্তারিত জেনে নেওয়া যাক।
- মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র বের করার নিয়ম
- NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে দেখে নিন
- Fake NID Card Maker Php Script Free Download
Table of Contents
NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার প্রয়োজনীয়তা
সাধারণ অর্থে NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা বলে এর অনলাইন কপি দেখা ডাউনলোড করাকে বোঝানো হয়। আর্টিকেলটিতে এ বিষয়েই বিস্তারিত আলোচনা করা আছে। তবে এই নিয়ম জানার আগে চলুন এর প্রয়োজনীয়তা সম্পর্কে জেনে নেই।
যারা নতুন ভোটার হন তাদেরকে প্রথমে একটি আইডি নাম্বার বা ফরম নাম্বার দেওয়া হয়ে থাকে। সেই আইডি নাম্বার বা ফরম নাম্বার দিয়ে অনলাইন থেকে NID কার্ডের ডিজিটাল কপি কপি ডাউনলোড করে নেওয়া যায়। তা না হলে NID কার্ড হাতে পেতে অনেক দিন সময় লেগে যাবে।
NID কার্ড দিয়ে আইডি কার্ড বের করার ফলে হার্ড কপি তাৎক্ষণিক না পেলেও অনলাইন কপি সকল ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এটি ডাউনলোড করে প্রিন্ট ও লেমিনেটিং করে নিলে সকল ক্ষেত্রে ব্যবহার করার সুযোগ পাওয়া যাবে।
এক কথায়, NID কার্ডের সকল ক্ষেত্রে ব্যবহার করার সুযোগ পেতে NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার প্রয়োজন পড়বে।
NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম
এবার চলুন জেনে নেওয়া যাক যে কিভাবে আপনি NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করাতে পারবেন। এ প্রক্রিয়াটি অনেক সহজ একই প্রক্রিয়া। এজন্য প্রথমে আপনাকে https://services.nidw.gov.bd/nid-pub/ ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটিতে ভিজিট করার পর আপনাকে আপনার NID নাম্বার দিয়ে লগিন করতে হবে। যদি অ্যাকাউন্ট না থাকে তবে NID নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষে আপনি NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করে নিতে পারবেন।
সংক্ষেপে NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম তো জেনে নিলেন এবার চলুন এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আসা যাক।
ধাপ ১ঃ Bangladesh NID Application System ওয়েবসাইটে ভিজিট করুন
প্রথমে আমাদেরকে বাংলাদেশ এনআইডি এপ্লিকেশন সিস্টেম ওয়েবসাইটে ভিজিট করতে হবে NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার জন্য। ওয়েবসাইটের লিংক – https://services.nidw.gov.bd/nid-pub/।
ধাপ ২ঃ লগিন বা রেজিস্ট্রেশন করুন
ওয়েবসাইটিতে ভিজিট করার পর আমাদেরকে লগিন বা রেজিস্ট্রেশন করতে হবে। আপনার যদি ইতিমধ্যে ওয়েবসাইটিতে অ্যাকাউন্ট করা থাকে তাহলে NID নাম্বার, পাসওয়ার্ড, জন্ম তারিখ ও ক্যাপচার পূরণ করে লগিন করবেন। অন্যথায় রেজিস্ট্রার করুন এ ক্লিক করে NID নাম্বার দিয়ে নতুন একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রার করে নিবেন।
ধাপ ৩ঃ ড্যাশবোর্ডে প্রবেশ করুন
লগিন বা রেজিস্ট্রেশন করা হয়ে গেলে আপনাকে সরাসরি ড্যাশবোর্ডে নিয়ে যাবে। উপরের স্কিনশটের মতোন ড্যাশবোর্ডটি দেখতে পারবেন।
ধাপ ৪ঃ ডাউনলোডে ক্লিক করুন
NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার জন্য এবার আপনাকে ডাউনলোড এ ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করলে আপনার আইডি কার্ডের পিডিএফ ভার্সন ডাউনলোড হবে। ফাইলটি ডাউনলোড করার পর এটিকে ওপেন করে নিন।
ফলাফলঃ আইডি কার্ড
এ পর্যায়ের আপনি আপনার আইডি কার্ডটিকে দেখতে পারবেন। আপনার আইডি কার্ডের সকল তথ্য এখানে পেয়ে যাবেন। আপনি চাইল এটির পিডিএফ ভার্সন প্রিন্ট করে নিতে পারেন।
এভাবে আপনি সহজেই কিছু ধাপ অনুসরণ করে NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করে দেখতে পারবেন।
NID/ আইডি কার্ড সংক্রান্ত আরো তথ্য
নতুন ভোটার নিবন্ধন | নতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম |
ভোটার তালিকা | ছবিসহ ভোটার তালিকা ডাউনলোড |
ভোটার তথ্য যাচাই | ভোটার তথ্য যাচাই করার নিয়ম |
আইডি কার্ড বের করা | আইডি কার্ড বের করার নিয়ম |
উপসংহার
NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম নিয়ে এই ছিল আমাদের আজকের আর্টিকেল। আশা করছি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে এবং এ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য জানতে পারেছেন। আর্টিকেলটি নিয়ে আপনার যদি আরো কোন জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন। ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত থেকে আর্টিকেলটি পড়ার জন্য।