[65+] নিজের ছবি নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন
নিজের ছবি নিয়ে স্ট্যাটাস দিতে চান, এজন্য সুন্দর কিছু স্ট্যাটাস খুঁজছেন? যদি খুঁজে থাকেন তবে আমাদের এই আর্টিকেলটি আপনার জন্য। আর্টিকেলটি থেকে আপনি পেয়ে যাবেন অসাধারণ সকল নিজের ছবি নিয়ে স্ট্যাটাস যা আপনার কাছে অনেক ভালো লাগবে বলে আমি আশা করছি।
অনেকেই আছেন যারা নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করে থাকে। সেই ছবির সাথে ক্যাপশন বা স্ট্যাটাস বা কিছু লেখা যুক্ত করার সুযোগ থাকে। এখানে কিছু কথা লিখে দিলে ছবিসহ পোস্টটি আরো অনেক আকর্ষনীয় হয় দেখতে।
নিজের ছবির সাথে অনেক কথা লেখার সুযোগ থাকে। ছবি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য, ছন্দ আকারে কিছু কথা ইত্যাদি লেখা যেতে পারে। তবে সুন্দর মানসম্মত স্ট্যাটাস আপনি আমাদের এই আর্টিকেল থেকে পেয়ে যাবেন। চলুন এ ধরনের কিছু নিজের ছবি নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন দেখে নেওয়া যাক।
- নিজেকে নিয়ে স্ট্যাটাস
- নিজেকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস
- ফেসবুক স্ট্যাটাস স্মার্ট কালেকশন
- ফেসবুক ক্যাপশন
- মেয়েদের ইসলামিক নাম অর্থসহ
নিজের ছবি নিয়ে স্ট্যাটাস
নিম্নে সেরা সকল নিজের ছবি নিয়ে স্ট্যাটাস দিয়ে দেওয়া হলো। আপনি স্ট্যাটাসগুলো দেখুন। আর এখান থেকে যে স্ট্যাটাসটি আপনার কাছে ভালো লাগবে সেটি নিজের সাথে ব্যবহার করতে পারবেন।
- ღ꧁ღ attitude একটি ছোট্ট বিষয় যেটা, ব্যর্থতা এবং সফলতার মধ্যে প্রচুর পরিমাণে পার্থক্য তৈরি করতে পারে ღ꧂ღ
- যে মন থেকে ভেঙে পরে তাকে কেবল বন্ধুরাই বাঁচাতে পারে। আত্মীয়রা কেবল ব্যাবহার বাঁচাতে চায়!
- আমার জীবন তুমি তাই কেউ আমাকে যখন জিজ্ঞাসা করে কেমন আছো বা জীবন কেমন চলছে, তখন উত্তরে বলি সে ভালো আছে।
- সারাদিন সবাই ভালো থাকার অভিনয় করে যায় মাঝরাতে সবাই অভিনয়ের কাছে হেরে যায়।
- সাহস থেকে হারবে কিন্তু সাহস নয় কারণ চক্রভিউ আমাদের নিজেদের লোকেরাই গঠন করে।
- কিছু না করার থাকলে খালি মজা করো। পঞ্চায়েত তো গোটা গ্রামই করে।
- ও পাড়ার পাগলিটাও আজ মা হলো ধর্ষক পুরুষে, ধর্ষিত পুরুষতন্ত্র।
- আমি হলাম প্রেম দেখানো সেই প্রেমিক, যে প্রেমিক প্রেমিকাকে কখনো পায়না।
- না থাকতে চলে যাও, এসো না আর ফিরে। তোমায় না হয় খুঁজে নেবো মিথ্যা কল্পনার ভিড়ে।
- তোমার শুন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে প্রতি মূহুর্ত ভালোবাসি!
- এখন আর একাকিত্বে ভয় লাগে না ভয় লাগে কারো ওপর বিশ্বাস করতে! আবার যদি অভ্যেস হয়ে যায়।
- ╭⊱ꕥ একটা অবুঝ মানুষের চেয়ে হাজারটা মূর্খ মানুষের সাথে পথ চলা অনেক সহজ ꕥ⊱╮
- আর একবার ক্ষমা করা যায় না? যায়, কিন্তু ভালোবাসা যায় না।
- প্রেমের খাঁচা ভেঙে দিয়ে উড়ে চলে যাই পাখি নতুন করে বাঁচতে শেখায় রাতের জোনাকি।
- সুখ আপনার Attitude এর ওপর নির্ভর করে, আপনার কাছে কি আছে তার ওপর নয়।
- সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায়। যেসব মানুষের শখ মিটে গেছে তারা অসুখী।
- অভ্যস্ত স্বপ্ন ভাঙতে দেখার । দিনশেষে স্বপ্নভঙ্গের
- কিছু লোকেরা কেবল সামনে থেকে জ্বলে না, তারা আমার Attitude থেকেও জ্বলে ওঠে!
- নাম তো সেরাম হওয়া উচিত যে শত্রুও যেন বলে, হ্যাঁ, ওকে কে না জানে?
- আমি তোমায় ব্লক করবো না কিন্তু আমি তোমায় এইটা অবশ্যই দেখাবো যে তুমি কাকে হারিয়েছো।
- আমি খারাপ তাই তো আমি বেঁচে আছি। ভালো হলে এই দুনিয়া আমায় বাঁচতে দিতো না।
- ╰⊱♥⊱╮ এই ব্যথার রাত জানি একদিন ঢলবে, বন্ধ সুখের দ্বার একদিন ঠিকই খুলে, যেন রেখো থাকবে না এই অন্ধ দিন, একদিন চুকিয়ে দেবো যা আছে ঋণ ╰⊱♥⊱╮
- সে স্বপ্ন দেখায় যতটা না অভ্যস্ত তার চেয়ে বেশি
- ওটা তে কেবল সময় যা পাল্টে যাবে। আজ তোমার কাল আমার হয়ে যাবে।
- ╰⊱♥⊱╮ অল্প সময়ের জন্য গড়ে ওঠা সম্পর্ক বেশি মধুর হয় ╰⊱♥⊱╮
- সকলে বরং রঙিন দেখুক হৃদয়ে থাক না ক্ষত, আগুন দিলেই পুরবো নাহয় রং মশালের মতো।
- আমায় ক্ষমা করে দিয়ো কারণ আমি আর তোমায় ক্ষমা করতে পারবো না।
- গভীর রাত কখনো বর্তমানের কথা বলে না, কিছু ব্যর্থ অতীতকে মনে করিয়ে দেয়!!!!
- ღ꧁ღ এখনও আয়নার সামনে দাঁড়ালে তোমাকে খুঁজে পাই আমার মধ্যে ღ꧁ღ
- স্বপ্ন ছিলো অনেক পড়াশোনা করে একদিন কিছু করার, জানা ছিলো না দারিদ্র নামক এক অধ্যায় যোগ হয়েছে সিলেবাসে।
- ୧ⱺᨓⱺ୨➳♥ বুঝি না যে কেন তুমি আমায় কাদাও অকারণে। এখনও ধরা দিলে না তুমি কী আছে তোমার মনে? ➳♥【✿ ͜つ✿】
- ღ꧁ღ ঈশ্বর যত বড়ই ডানা তোমার দিক না কেন, যদি মনে সাহস না থাকে তবে কোনো দিনই উড়া সম্ভব হবে না ღ꧂ღ
- সেই গন্তব্যগুলো ভাঙতে হবে, যারা তাদের উচ্চতায় গর্বিত …
- সঠিক সময় আমার শক্তি সবাইকে দেখিয়ে দেব, কয়েকটা পুকুর নিজেকে সাগর ভাবতে শিখেছে…
- ছেলেবেলাটা আজ যেন উকি দিয়ে বলে কিরে বড় হতে চেয়েছিলি না? দেখ এখন কেমন লাগে!
- ღ꧁ একদিন এই শহর ছেড়ে চলে যাবো অনেক দূরে, যেখানে নতুন বসতি গড়ে, তবে তাড়া নেই, ঠিক ট্রেনের অপেক্ষায় যদি একটা জনম কেটে যায় তাও ভালো, তবু ভুল ট্রেনে চড়ব না ღ꧁
- সে স্বপ্ন দেখায় যতটা না অভ্যস্ত তার চেয়ে বেশি
- ღ꧁ আমি সরল তাই সবসময় সরলতা বেশি পছন্দ করি ꧂ღ
- আমি কথা শেষ করি না সোজা গল্প শেষ করি।
- ভয় অস্ত্র থেকে নয় মস্তিষ্ক থেকে বৃদ্ধি পায়, আর মস্তিষ্ক আমার ছোটবেলা থেকেই খারাপ।
- যদি ভালোবেসে আগলে রাখতে পারো সবকিছু সপে দেয়ার অভ্যেস আমারও।
- নিজের কথা শুনি তাই এখনো দাঁড়িয়ে আছি। অন্য কারোর শুনলে তো কখনই ভেঙে পড়তাম।
- ভালো থাকুক ভালোবাসা অন্য কারোর ভালোবাসায়।
- তুমিও দেখোনা ফিরে আমিও লোকাই ব্যথা হেসে, আমাদের চাওয়া, পাওয়া বেঁচে আছে বোবা এস এম এসে।
- এক আয়নায় দুজন কে একসাথে দেখার সাধ পুর্নতা পেল না।
- ღ꧁ღ সুদর্শন মানুষ সবসময় ভাল হয় না ღ꧂ღ
- যদি তোমার ভালো লাগে, তোমার হৃদয়ে, অন্যথায় মনেও নয়।
- মানছি যে আমার মধ্যে রাজার মতো কিছুই নেই, কিন্তু জেনে রাখবে যে, কোনো রাজার আমার মতো হওয়ার ক্ষমতা নেই।
- নিজেকে পরিচালনা করার জন্য নিজের মস্তিষ্ককে কাজে লাগান, অপরকে পরিচালনা করার জন্য আপনার হৃদয় ব্যবহার করুন।
- ❤Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ⚜️ জুলি আর জ্বলুনি সারা গায়ে জ্বলুনি। ওগাে তোমার দেখা পেলেই আমি শীতল হবো তখনি। ⚜️❤Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ
- চোখে চোখ রাখার ক্ষমতা নেই… আর কথা বলছো আমার নাম মিটিয়ে দেওয়ার…!!
- আমার Attitudeই আমার লক্ষণ, তাতে তোমার কি কোনো সমস্যা আছে!
- স্বপ্ন ভাঙা মন আজও স্বপ্ন দেখে, নতুন করে বাঁচবার।
- সমস্ত পরিচিতি খালি বাপ-ঠাকুরদার নামের হলেই হয় না। কিছু তো নিজের নামের ও থাকা উচিত।
- পিঠের পিছনে আঘাত তারাই করে যাদের সমান হওয়ার ক্ষমতা নেই।
- বোঝা কাঁধে নিয়ে মুচকি হাসি হেসে বলে ওঠায়, ব্যাপার না, হয় এরকম হয়।
- আমি কতদিন বেঁচে থাকবো তাতে আমার কিছু যায় আসে না। যতদিন পারব বাঁচবো কিন্তু আমি আমার আত্মসম্মান নিয়ে বাঁচব।
- ❤Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ একটা মানুষ কোনদিন সকলের কাছে ভালো হতে পারেনা। ❤Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ
- ╭⊱ꕥ আকাশের রং গায়ে মাখাবো রামধনু ছবি চোখে আঁকবো, বাতাসের দোলনায় দুলবো সোহাগের পাখনায় খুলেছে, স্বপ্নকে জেগে জেগে দেখি এখানে একাকার করবো, দুজনের যত সাধ আশা সেটা হবে তোমার আমার সুখের ভালোবাসা ꕥ⊱╮
- আমি আমার Attitude পরে দেখাবো। আগে শহর তুই কিনে দেখা, ওতে রাজ করে আমি দেখাবো।
- পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী বলতে বোঝায় মানুষ, যেমন তুমি আমি আমরা সবাই, পার্থক্য শুধু একটাই আমাদের মানসিকতায়।
- ღ꧁ হতে পারে এই বিশাল পৃথিবীর মধ্যে আমি অতি নগন্য, কিন্তু আমি হলাম আমার মন রাজ্যের রাজা ꧂ღ
- ❤Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ আমার গোপন কান্না কথা তোমার হয়ে উঠলো না কই, আমি ছিলাম তোমার জীবনের প্রথম স্পর্শ আর মনের সই ❤Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ
- প্রথমত চা চাই দ্বিতীয়ত চা চাই আর সবশেষে আমি চা চাই।
- ღ꧁ একদিন এই শহর ছেড়ে চলে যাবো অনেক দূরে, যেখানে নতুন বসতি গড়ে, তবে তাড়া নেই, ঠিক ট্রেনের অপেক্ষায় যদি একটা জনম কেটে যায় তাও ভালো, তবু ভুল ট্রেনে চড়ব না ღ꧁
- জীবন এ যা পেয়েছি তাই মাথা পেতে নিয়েছি কিন্তু কারো সামনে মাথা পেতে কাজ করি নি।
- অভ্যস্ত স্বপ্ন ভাঙতে দেখার। দিনশেষে স্বপ্নভঙ্গের।
উপসংহার
আশা করছি নিজের ছবি নিয়ে স্ট্যাটাস সম্পর্কিত এই আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। স্ট্যাটাসগুলো আপনার কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন। আর যে স্ট্যাটাসটি আপনার কাছে ভালো লাগবে সেটিকে কপি করে নিয়ে ব্যবহার করবেন।
ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ফলো করুন আমাদের ফেসবুক পেজ /TuneBN.Official কে নতুন প্রকাশিত সকল আর্টিকেলের আপডেট সহজেই পাওয়ার জন্য।