Online User Counter ব্লগারে যুক্ত করে নিন
নিজের ব্লগার সাইটিকে আকর্ষণীয় করতে সবাই চায়। Online User counter সাইটকে আকর্ষণীয় করার অনেক দারুন একটি ফিচার। এই ফিচারটি সাইটে যুক্ত করলে কতজন ব্যবহারকারী আপনার ওয়েবসাইটে রয়েছে তা দেখতে পারবেন।
Online User counter ছাড়াও আরো অনেক ফিচার রয়েছে যেগুলো আপনার ওয়েবসাইটে যুক্ত করা উচিত। এসব ফিচার যুক্ত করলে আপনার ওয়েবসাইটি অনেক আকর্ষনীয় হবে। তবে, মাত্রারিক্ত এবং অপ্রয়োজনীয় ফিচার ব্যবহার করা যাবে না। মাত্রারিক্ত ও অপ্রয়োজনীয় ফিচার ব্যবহার করলে আপনার ওয়েবসাইট অনেক স্লো হবে।
আরো পড়ুনঃ
- 40+ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা ছবি সহ
- শুভ জন্মদিন মেসেজ, জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ও বার্তা
- ব্লগার বনাম ওয়ার্ডপ্রেস | ব্লগিং এর জন্য কোনটি সেরা?
যেহেতু এটা (অনলাইন ব্যবহারকারী সংখ্যা গণনা) ব্লগারের নিজস্ব কোন ফিচার নয় তাই এই অনলাইন ইউজার কাউন্টার আপনার ব্লগারে যুক্ত করার জন্য একটা থার্ড পার্টি সাইটের প্রয়োজন পড়বে। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। আপনি চাইলে কন্টেন্টটি না পড়ে ভিডিওটি দেখতে পারেন এতে করে আপনার বুঝতে সুবিধা হবে।
যেভাবে ব্লগার সাইটে Online User counter যুক্ত করবেন
ধাপ ১ঃ প্রথমে আপনি এই লিংকে যান। এই লিংকে যাওয়া পর পাশের ছবির মতোন অনলাইন কাউন্টারে ক্লিক করুন।
ধাপ ২ঃ তারপর নতুন একটা পেজ ওপেন হবে। সেই পেজ টাকে নিচের ছবির মতোন পরিবর্তন করে নিন। কী কারণে নিচের ছবির মতোন পরিবর্তন করতে হবে তা ভিডিওতে বলা আসে।
ধাপ ৩ঃ এরপর সাবমিটে ক্লিক করার পর কোডটি কপি করুন। কপি করা হয়ে গেলে আমাদেরকে এখন কোডটিকে সামান্য এডিট করতে হবে। কপি করা কোডটি দেখতে এমন হবে –
<center><script type=”text/javascript” src=”//widget.supercounters.com/ssl/online_t.js”></script><script type=”text/javascript”>sc_online_t(1562129,”Users Online”,”ffffff”);</script><br><noscript><a href=”https://www.supercounters.com/”>supercounters.com</a></noscript>
</center>
<!– END: Powered by Supercounters.com –>
ধাপ ৪ঃ এখান থেকে শুধু আমাদেরকে স্ক্রিপ্টটা কপি করতে হবে। অর্থাৎ, লাল রঙের কোডটা। না বুঝতে পারলে ভিডিওটা দেখুন।
ধাপ ৫ঃ এবার আপনি আপনার ব্লগার সাইটে গিয়ে লে-আউট এ চলে যান। তারপর, আপনি যে জায়গায় কোডটি শো করাতে চান সেখাকার এডিট বাটনে ক্লিক করুন। যেহেতু, আমরা এটা “Configure Link List” দিয়ে করব তাই আমাদের একটা লিংক এড করতে হবে। অন্যথায় শুধু কোডটি পেস্ট করে দিলে হবে।
ধাপ ৬ঃ এড লিংকে ক্লিক করার পর নিচের স্ক্রিনশটের মতোন কাজ করুন।
করা হয়ে গেলে এখন হোম পেজে গিয়ে দেখুন আপনার ব্লগার সাইটের জন্য Online user counter সঠিকভাবে কাজ করতিছে কী না!!
এই ছিল আজকের টিউন আশা করছি টিউনটি ভালো লেগেছে। টিউনটি কেমন লেগেছে তা জানাতে কমেন্ট করুন। ভালো থাকুন সুস্থ থাকুন টিউনবিএন এর সাথেই থাকুন।