অনুপস্থিতির জন্য ছুটির আবেদন [অফিস, কলেজ, বিদ্যালয়]
অনুপস্থিতির জন্য ছুটির আবেদন নিয়ে লেখা এই আর্টিকেলে আপনাকে স্বাগতম। আপনি যদি অনুপস্থিতির জন্য ছুটির আবেদন খুঁজে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হতে পারে। আর্টিকেলটিতে আপনি এ সংক্রান্ত কিছু আবেদন পেয়ে যাবেন।
আর্টিকেলে থাকা অনুপস্থিতির ছুটির আবেদন অফিস, কলেজ কিংবা বিদ্যালয় যেকোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এছাড়া কিভাবে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন দরখাস্ত লিখবেন সেটিও জানতে পারবেন। এ থেকে নিজে থেকে ছুটির আবেদন লিখতে পারবেন।
- ছুটির দরখাস্ত | ছুটির দরখাস্ত লেখার নিয়ম PDF সহ
- দরখাস্তঃ স্কুল/ কলেজে অগ্রিম ছুটির জন্য আবেদন পত্র
- পারিবারিক সমস্যার জন্য ছুটির আবেদন
- বড় বোনের বিয়ে উপলক্ষে ছুটির জন্য আবেদন
তাহলে চলুন আর বিলম্ব না করে এ ধরনের কিছু নমুনা আবেদন ও আবেদন লেখার নিয়ম জেনে নেওয়া যাক। আপনার যে ধরনের আবেদন পত্র প্রয়োজন সেই আবেদন পত্রটি নির্বাচন করে তথ্য পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন।
Table of Contents
অনুপস্থিতির জন্য ছুটির আবেদন লেখার নিয়ম
অন্য সকল আবেদন লেখার মতোন করে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন লিখতে হয়। নতুন আলাদা কোন নিয়ম নেই এ ধরনের ছুটির আবেদন লেখার জন্য। একটি পরিষ্কার সাদা কাগজে উপরে ও বামে এক স্কেল পরিমাণ মার্জিন টেনে বা ফাঁকা রেখে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন দরখাস্ত লেখা শুরু করবেন। দরখাস্তে তারিখ, বিষয় ও আপনার তথ্য সঠিকভাবে দিবেন। কোন কারণে অনুপস্থিত ছিলেন এটিও পরিষ্কারভাবে উল্লেখ করবেন।
আশা করছি আপনি জানেন কিভাবে একটি দরখাস্ত বা আবেদন লিখতে হয়। যদি না জানেন বা ভুলে গিয়ে থাকেন তাহলে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত এই আর্টিকেলটি দেখে আসতে পারেন – দরখাস্ত লেখার নিয়ম | আবেদন পত্র লেখার নিয়ম।
অসুস্থাতার কারণে ছুটির দরখাস্ত হলে ডাক্তারের প্রেস্ক্রিপশন থাকলে ভালো হয়। তবে যদি আপনি ডাক্তারের শরণাপন্ন না হন তাহলে ডাক্তারের প্রেসক্রিপশন দিতে হবে না।
এছাড়া, আপনি যদি কলেজ বা বিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে ছুটির আবেদনে অবশ্যই অভিভাবকের সাক্ষর নিতে হবে।
অনুপস্থিতির জন্য ছুটির আবেদন
তারিখঃ ০৯/০৪/২০২৪ ইং
বরাবর
প্রধান শিক্ষক
রংপুর জিলা স্কুল, রংপুর।
বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ‘খ’ শাখার একজন নিয়মিত ছাত্র। আমি শারীরিক অসুস্থতার কারণে বিগত ০৬/০৪/২০২৪ ইং হতে ০৮/০৪/২০২৪ ইং তিন দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।
অতএব, মহাদয়ের নিকট আমার বিনীত প্রার্থনা এই যে, আমার শারীরিক সমস্যার কথা বিবেচনা করে উক্ত তিন দিন ছুটি দানে বাধিত করবেন।
নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
মোঃ ইমরান হোসেন
শ্রেণিঃ অষ্টম; রোলঃ ১৫
শাখাঃ ক
উপরোক্ত দরখাস্তটি আপনি স্কুল কিংবা বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণে ছুটির জন্য আবেদন দরখাস্ত হিসেবে ব্যবহার করতে পারেন। শুধুমাত্র আবেদনে তথ্য পরিবর্তন করে আপনি আপনার তথ্য উল্লেখ করবেন। উপরোক্ত দরখাস্তটি একটি নমুনা কপি চলুন দেখে নেওয়া যাক।
তারিখঃ {আবেদনের তারিখ দিবেন}
বরাবর
{কাকে বরাবর আবেদন লিখবেন সেটি উল্লেখ করবেন}
{বিদ্যালয়/ কলেজ/ অফিসের নাম ও ঠিকানা এখানে দিবেন}
বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার {বিদ্যাল্যে/ কলেজে/ অফিসে} {শ্রেণির নাম/ পদের নাম} একজন নিয়মিত {ছাত্র/ কর্মজীবী}। {কি কারণে অনুপস্থিত ছিলেন সেটি বিস্তারিতভাবে এখানে উল্লেখ করবেন।}
অতএব, বিনীতে প্রার্থনা এই যে, {অনুপস্থিতির কারণ সংক্ষেপে উল্লেখ করবেন ও ছুটি চাইবেন।}
নিবেদক,
আপনার একান্ত অনুগত
{আপনার নাম}
{আপনার সম্পর্কে অন্যান্য তথ্য}
অফিসে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন
তারিখঃ ০৯/০৪/২০২৪ ইং
বরাবর
মহাপরিচালক/ অফিস কর্তৃপক্ষ
এ.বি.সি লিমিটেড, রাজশাহী
বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার অফিসে মেনেজমেন্ট বিভাগের একজন নিয়মিত কর্মজীবী। বিগত তিন দিন (০৬/০৪/২০২৪ ইং হতে ০৮/০৪/২০২৪ ইং) হঠাৎ অসুস্থ হয়ে পরি। আমার শারীরিক অবস্থার অনেক অবনতি ঘটে। যার কারণে আমি অফিসে উপস্থিত হতে পারিনি।
অতএব, বিনীত নিবেদন এই যে, আমার শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করে উক্ত তিন দিন ছুটি দান আমাকে বাধিত করবেন।
নিবেদক
আপনার একান্ত অনুগত
মোঃ রফিকুক ইসলাম
মেনেজমেন্ট বিভাগ
আইডিঃ ০১২৪৪
কলেজে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন
১৫/০৩/২০২৪ইং
বরাবর
অধ্যক্ষ
পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ, রংপুর
বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার কলেজের বিজ্ঞান বিভাগে ক শাখার একজন নিয়মিত ছাত্রী। বিগত কয়েক দিন যাবত আমি অসুস্থ এবং এরই পরিপেক্ষিতে আমি ৮/০৩/২০২৪ ইং হতে ১৪/০৩/২০২৪ ইং পর্যন্ত সাত দিন কলেজে উপস্থিত হতে পারিনি।
অতএব, বিনীত প্রার্থনা এই যে, আমার অসুস্থতার কথা বিবেচনা করে উক্ত সাত দিন আমাকে ছুটির দানে বাধিত করবেন।
নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্রী
নুসরাত মিমি
শ্রেণিঃ দ্বাদশ, বিভাগঃ বিজ্ঞান
শাখাঃ ক, রোলঃ ২৩
বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন
২০/০২/২০২৪ ইং
বরাবর
প্রধান শিক্ষক
ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর
বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। গত ১৬/০২/২০২৪ ইং আমার দাদী মৃত্যুবরণ করেন। তার হঠাৎ মৃত্যুর কারণে আমার পরিবারে শোকের ছায়া নেমে আসে। ফলে আমি ১৬/০২/২০২৪ হতে ১৯/০২/২০২৪ তারিখ পর্যন্ত চার দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।
অতএব, মহাদয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে, উক্ত পরিস্থিতি বিবেচনা করে উক্ত চার দিন আমাকে ছুটি দান বাধিত করবেন।
নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
মোঃ ওয়াসিফ আহমেদ
শ্রেণিঃ নবম, শাখাঃ ক
উপসংহার
এই ছিল অনুপস্থিতির জন্য ছুটির আবেদন নিয়ে আমাদের আর্টিকেল। আর্টিকেলে এ ধরনের আবেদন লেখার নিয়ম ও কিছু নমুনা আবেদন উল্লেখ করা হয়েছে। আর্টিকেলে থাকা আবেদনগুলো আপনি আপনার প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
আশা করছি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। আর্টিকেলটি আপনার কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন। ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ফলো করে রাখুন আমাদের ফেসবুক পেজ /TuneBN.Official কে যাতে নতুন সকল আর্টিকেলের আপডেট সহজেই পৌছে যায় আপনার নিকট।