পাসপোর্ট চেকিং করার নিয়ম ২০২৩ [দুই মিনিটেই চেক করুন]
আপনি কি পাসপোর্ট চেকিং করার নিয়ম সম্পর্কে জানতে চান? যদি জানতে চান তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসে পড়েছেন। এই আর্টিকেলটিতে আমরা পাসপোর্ট চেকিং করার নিয়ম সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানতে পারব।
পাসপোর্ট অনেক গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। পাসপোর্টের জন্য আবেদন করার পর পাসপোর্টের বর্তমান অবস্থা কি তা জানার জন্য পাসপোর্ট চেকিং করা প্রয়োজন। পাসপোর্ট চেকিং এর মাধ্যমেই জানতে পারব বর্তমানে পাসপোর্টটি কি অবস্থায় রয়েছে। আর্টিকেলটি এই বিষয় নিয়েই সাজানো হয়েছে। সাধারণ পাসপোর্ট ও ই পাসপোর্ট দুইটি দুই নিয়মে আলাদা আলাদা করে চেকিং করতে হয়। এই দুই ধরনের পাসপোর্ট কিভাবে চেকিং করবেন তা বিস্তারিত জানতে পারবেন আর্টিকেলটি থেকে। চলুন আর দেরি না করে এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
আরো পড়ুনঃ
- ই পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৩
- দরখাস্ত লেখার নিয়ম | আবেদন পত্র লেখার নিয়ম ছবি ও ভিডিও সহ ২০২৩
Table of Contents
পাসপোর্ট চেকিং করার নিয়ম
বর্তমানে বাংলাদেশে দুই ধরনের পাসপোর্ট বিদ্যমান। একটি সাধারণ পাসপোর্ট এবং অপরটি ই পাসপোর্ট। উভয় পাসপোর্টের কাজ একই হলেও পাসপোর্ট দুইটিকে আলাদা আলাদা সার্ভার থেকে চেক করতে হয়। পাসপোর্ট চেকিং এর মাধ্যেম পাসপোর্টে বর্তমান অবস্থা, পুলিশ ভেরিফিকেশন হয়েছি কি না, ডেলিভারি কবে পাওয়া যাবে, পাসপোর্ট কবে পাওয়া যাবে ইত্যাদি তথ্য সমূহ পাওয়া যায়।
অনলাইনের মাধ্যমে খুব সহজেই পাসপোর্ট চেকিং করা যায়। এত জন্য শুধু স্মার্টফোন বা কম্পিউটার, ইন্টারনেট কানেকশন এবং পাসপোর্টের তথ্য জানা থাকা প্রয়োজন। ই পাসপোর্ট চেকিং এর জন্য জানা থাকা লাগবে – অনলাইন রেজিস্ট্রেশন আইডি অথবা অ্যাপ্লিকেশন আইডি এবং জন্ম তারিখ। সাধারণ পাসপোর্ট চেকিং এর জন্য জানা থাকা লাগবে – ইনরোলমেন্ট আইডি এবং জন্ম তারিখ। যদি তথ্য গুলো জানা থাকে তাহলে চলুন দেরী না করে পাসপোর্ট চেকিং করার নিয়ম সম্পর্কে জেনে নেই।
ই পাসপোর্ট চেকিং করার নিয়ম
ই পাসপোর্ট চেকিং করা জন্য নিম্নের ধাপগুলো অনুসরণ করুন। ধাপগুলো অনুসরণ করলে নিজে থেকে সহজেই চেকিং করতে পারবেন। পর্যাপ্ত ছবি/ স্কিনশটসহ ধাপগুলো তুলে ধরা হয়েছে। আশা করছি আপনার কোন সমস্যা হবে না।
ধাপ ২ঃ বাংলাদেশ ই পাসপোর্ট পোর্টাল ওয়েবসাইটে ভিজিট করুন
প্রথমেই আপনাকে ভিজিট করতে হবে বাংলাদেশ ই পাসপোর্ট পোর্টাল (Bangladesh E-Passport Portal) এ। কেননা এই পোর্টালে সকল তথ্য রয়েছে। এই ওয়েবসাইটিতে ভিজিট করার জন্য এই লিংকে ভিজিট করুন – https://www.epassport.gov.bd/।
ধাপ ২ঃ আবেদন পত্রের স্ট্যাটাস চেক (Check Status) এ ক্লিক করুন
ওয়েবসাইটিতে ভিজিট করার পর আপনি মেনু বারে আবেদন পত্র স্ট্যাটাস চেক নামের একটি অপশন পাবেন। ইংরেজিতে লেখা থাকবে Check Status। এবার সেখানে ক্লিক করুন। মোবাইল দিয়ে ওয়েবসাইটিতে ভিজিট করলে মেনু বাটনে ক্লিক করলে এই অপশনটি পাবনে।
ধাপ ৩ঃ প্রয়োজনীয় তথ্যগুলো দিন
এবার আপনাকে নতুন একটি পৃষ্টায় নিয়ে যাওয়া হবে। এই পেজে পাসপোর্ট চেকিং করার জন্য আপনাকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে হবে। এই তথ্য গুলো সঠিকভাবে দিয়ে পূরণ করুন।
প্রথমে আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন আইডি (Online Registration ID) অথবা অ্যাপ্লিকেশন আইডি (Application ID) দিতে হবে। আপনার কাছে যেটি আছে সেটি দিয়ে পূরণ করে ফেলুন। এরপর, জন্ম তারিখ চাইবে। অনলাইনে পাসপোর্ট আবেদনের সময় আপনি যে জন্ম তারিখটি দিয়েছিলেন এখানে সেই জন্ম তারিখটি দিবেন। জন্ম তারিখ বক্সে ক্লিক করলে আপনাকে জন্ম তারিখ নির্বাচন করতে বলবে। তো নির্বাচন করে নিবেন। সবশেষে ক্যাপচার থাকবে সেটিকে সলভ করে নিবেন।
ধাপ ৪ঃ Check বাটনে ক্লিক করে ই পাসপোর্ট চেক করুন
সকল তথ্য সঠিকভাবে দেওয়ার পর Check বাটনে ক্লিক করুন। Check বাটনে ক্লিক করার পর আপনি ই পাসপোর্ট চেক করার সকল তথ্য আপনার সামনে চলে আসবে। যদি কোন ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে Error দেখাবে। কোন তথ্য ভুল থাকলে সেটি পুনারায় সংশোধন করে পুনারায় Check বাটনে ক্লিক করে ই পাসপোর্ট চেক করে নিবেন।
সাধারণ পাসপোর্ট চেকিং করার নিয়ম
এবার চলুন পাসপোর্ট চেকিং করার নিয়ম সম্পর্কে জেনে নিন। সাধারণ পাসপোর্ট চেকিং করার নিয়ম ই পাসপোর্টেরই মতোন তবে পোর্টাল আলাদা। কিভাবে চেকিং করবেন চলুন তা জেনে নেই। নিম্নের ধাপগুলো অনুসরণ করুন সাধারণ পাসপোর্ট চেকিং করার জন্য।
ধাপ ১ঃ সাধারণ পাসপোর্ট চেকিং করার ওয়েবসাইটে ভিজিট করুন
প্রথমে আমাদেরকে পাসপোর্ট চেকিং করার ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটে ভিজিট করে তথ্য দিয়ে সার্চ করলে সহজেই চেক করে ফেলতে পারব। ওয়েবসাইটের লিংক – http://www.passport.gov.bd/।
ধাপ ২ঃ Application Status এ ক্লিক করুন
ওয়েবসাইটিতে ভিজিট করার পর আপনি মেনুবারে Application Status নামক একটি অপশন পাবেন। এবার এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাওয়া হবে।
ধাপ ৩ঃ প্রয়োজনীয় তথ্যগুলো দিন
নতুন পেজে আসার পর Application Status চেক করার জন্য একটি ফরম দেখতে পারবেন। এবার এই ফরমের আপনাকে প্রয়োজনীয় তথ্যগুলোর দিয়ে পূরণ করতে হবে। প্রথমে আপনাকে Enrolment ID দিতে হবে। পাসপোর্ট আবেদন ফরমে আপনি Enrolment ID পেয়ে যাবেন। এটি দেওয়ার পর Date of Birth বক্সে ক্লিক করে পাসপোর্ট আবেদনের সময় যে জন্ম তারিখ দিয়েছিলেন সেটি নির্বাচন করুন। জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে ক্যাপচার পূরণ করে ফেলুন।
ধাপ ৪ঃ Search বাটনে ক্লিক করে পাসপোর্ট চেক করুন
সকল তথ্য সঠিকভাবে দেওয়ার পর Search বাটনে ক্লিক করুন। সার্চ বাটনে ক্লিক করার আগে পুনারায় তথ্যগুলো একবার চেক করে নিবেন। সার্চা বাটনে ক্লিক করার পর আপনার সকল তথ্য যদি ঠিক থাকে তাহলে পাসপোর্ট চেকিং এর প্রয়োজনীয় তথ্যগুলো দেখতে পারবেন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আর্টিকেলটি সম্পর্কিত কিছু প্রশ্ন ও প্রশ্নের উত্তর চলুন জেনে নেই।
পাসপোর্ট চেকিং করতে কি টাকা লাগে?
না। পাসপোর্ট চেকিং করা একদম ফ্রি। অনলাইনের মাধ্যমে একদম বিনামূল্যে পাসপোর্ট চেকিং করা যায়।
পাসপোর্ট চেকিং করে কি কি জানতে পাওয়া যায়?
পাসপোর্ট আসল কিনা, পাসপোর্টের বর্তমান অবস্থা, পুলিশ ভেরিফিকেশন তথ্য ইত্যাদি পাসপোর্ট চেকিং এর মাধ্যমে জানা যায়।
পাসপোর্ট চেকিং করতে কতক্ষণ লাগবে?
মাত্র ২ মিনিটের মধ্যে নিজে থাকে পাসপোর্ট চেকিং করে নেওয়া যায়।
উপসংহার
আশা করছি পাসপোর্ট চেকিং করার নিয়ম নিয়ে লেখা আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। আর্টিকেলটি আপনার কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন।
পাসপোর্ট চেকিং করার নিয়মটি শিখে আপনি আপনার চেক করুন। মাত্র দুই মিনিটের মধ্যে পাসপোর্ট চেকিং করতে পারবেন যদি আর্টিকেলে দেখানো নিয়ম আপনি অনুসরণ করেন। ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিয়মিত ভিজিট আমাদের ওয়েবসাইটে এ ধরনের আরো অনেক আর্টিকেলের জন্য।