পাসপোর্ট হয়েছে কিনা | চেক, জানার উপায়, কিভাবে দেখবো [বিস্তারিত]
পাসপোর্ট আবেদন করার পরে পাসপোর্ট হয়েছে কিনা তা আমাদের জেনে নেওয়া প্রয়োজন পড়ে। পাসপোর্ট হয়েছে কিনা চেক করার মাধ্যমেই জানা সম্ভব। আপনি যদি নতুন পাসপোর্টের জন্য অথবা পাসপোর্ট নবায়ন করার জন্য আবেদন করে থাকেন এবং বর্তমানে জানতে চাচ্ছেন পাসপোর্ট হয়েছে কিনা তাহলে আমাদের এই আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হতে পারে।
আমাদের এই আর্টিকেলটি থেকে আপনি এ সংক্রান্ত বিস্তারিত সকল তথ্য জেনে নিতে পারবেন। তাহলে চলুন আর দেরী না করে এই সংক্রান্ত বিস্তারিত সকল তথ্য জেনে নেওয়া যাক।
আরো পড়ুনঃ
- ই পাসপোর্ট ডেলিভারি চেক | ePassport Delivery Check
- ই পাসপোর্টের বর্তমান অবস্থা সম্পর্কে জেনে নিন
- পাসপোর্ট চেকিং করার নিয়ম
Table of Contents
পাসপোর্ট হয়েছে কিনা
পাসপোর্ট হয়েছে কিনা কিনা চেক করার জন্য আপনাকে প্রথম পাসপোর্ট ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আপনার পাসপোর্টটি যদি ই পাসপোর্ট হয়ে থাকে তাহলে ই পাসপোর্ট ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আর যদি সাধারণ পাসপোর্ট হয়ে থাকে তাহলে সাধারণ পাসপোর্ট ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটে ভিজিট করার পর Check Status (ই পাসপোর্টের ক্ষেত্রে) অথবা Application Status (সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে) এ ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রয়োজনীয় তথ্য দিয়ে চেক বা সার্চ করলে পাসপোর্ট হয়েছে কিনা তা জানতে পারবেন।
ই পাসপোর্ট হয়েছে কিনা চেক
ই পাসপোর্ট হয়েছে কিনা সেটি জানার জন্য আপনাকে ই পাসপোর্টের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ই পাসপোর্টের অফিশিয়াল ওয়েবসাটের লিংক – https://www.epassport.gov.bd/। ওয়েবসাইটিতে ভিজিট করার পর নিচের স্কিনশটের মতোন একটি পেজ দেখতে পারবেন। এখান থেকে Check Status মেনুতে ক্লিক করুন।
এই মেনুতে ক্লিক করার পর আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাওয়া হবে। এখানে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে পূরণ করুন। যে তথ্যগুলো লাগবে –
- অনলাইন রেজিস্ট্রেশন আইডি অথবা আবেদন আইডি
- জন্ম তারিখ
পাসপোর্ট আবেদন ফরমে আপনি এই তথ্যগুলো পেয়ে যাবেন। আবেদন ফরম থেকে চেক করে নিয়ে তথ্যগুলো পূরণ করে দিন। সকল তথ্য পূরণ করা হয়ে গেলে চেক (Check) বাটনে ক্লিক করে ই পাসপোর্ট হয়েছে কিনা চেক করে নিন।
ই পাসপোর্ট হয়েছে নাকি হয়নি তা জানার জন্য আমাদেরকে তা জানার জন্য অবশ্যই ই পাসপোর্টটির স্ট্যাটাস চেক করে নিতে হবে। এতক্ষণ পর্যন্ত এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আপনি যদি আরো বিস্তারিত তথ্য সহকারে ধাপে ধাপে ছবিসহ জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হওয়া এই আর্টিকেলটি দেখতে পারেন – ই পাসপোর্ট চেক করার নিয়ম।
সাধারণ পাসপোর্ট হয়েছে কিনা চেক
আপনার যদি একটি সাধারণ পাসপোর্ট থেকে থাকে আর আই সাধারণ পাসপোর্টটি হয়েছে নাকি হয়নি তা জানার জন্য এটিকেও চেক করে নিতে হবে। সাধারণ পাসপোর্ট আপনি ই পাসপোর্টের অফিশিয়াল ওয়েবসাইট থেকে চেক করতে পারবেন না। এটি চেক করার আলাদা আরেকটি ওয়েবসাইট রয়েছে।
সাধারণ পাসপোর্ট হয়েছে কিনা চেক করার জন্য প্রথম ভিজিট করুন – http://passport.gov.bd/। ওয়েবসাইটটিতে ভিজিট করার পর মেনুবারে Application Status নামের একটি অপশন পাবেন। এখানে ক্লিক করলে আপনি নিচের স্কিনশটের মতোন একটি পেজ দেখতে পারবেন।
এবার এখানে থাকা তথ্যগুলো পূরণ করে সার্চ (Search) করলেই পাসপোর্টটি হয়েছে কিনা জেনে নিতে পারবেন। এটি চেক করার জন্য আপনার যে তথ্যগুলো জানা থাকার প্রয়োজন পড়বে –
- ইনরোলমেন্ট আইডি (Enrolment ID)
- জন্ম তারিখ
সঠিক তথ্য দিয়ে চেক করার ফরম পূরণ করুন এরপর সার্চ করে দেখে নিন আপনার পাসপোর্ট হয়েছে কিনা। সাধারণ পাসপোর্ট হয়েছে নাকি হয়নি এ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হওয়া এই আর্টিকেলটি দেখে নিতে পারেন – পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম। আর্টিকেলটিতে ধাপে ধাপে স্কিনশট সহ এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হয়েছে।
MRP পাসপোর্ট হয়েছে কিনা
MRP পাসপোর্ট মানে হচ্ছে মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি। এই পাসপোর্টটি হয়েছে কি না তা সাধারণ অথবা ই পাসপোর্টের মতোন করে চেক করতে হবে। আর্টিকেলটিতে এ নিয়ে ইতিমধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়া আপনি MRP পাসপোর্টের স্ট্যাটাস এসএমএসের মাধ্যমেও জেনে নিতে পারবেন। এজন্য ফোনের মেসেজ অপশনে গিয়ে MRP ENROLLMENT ID লিখে 6969 নাম্বারে পাঠিয়ে দিতে হবে। উদাহরণঃ MRP 123456789।
উপসংহার
আর্টিকেলে দেখানো পদ্ধতি অনুসরণ করে আপনি খুব সহজে পাসপোর্ট হয়েছে কিনা চেক করে জেনে নিতে পারবেন। ই পাসপোর্ট ও সাধারণ পাসপোর্ট উভয়েরই চেক করার পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আর্টিকেলটি নিয়ে যদি আপনার কোন জিজ্ঞাসা থাকে বা চেক করতে গিয়ে যদি কোন সমস্যার সম্মুখীন হন তাহলে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
পরিশেষে, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এ ধরনের আরো অনেক আর্টিকেলের জন্য।