PassportGovernment Info

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৪

আপনি কি পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করতে চান? যদি চান তাহলে আপনি একদম সঠিক জায়গায় চলে এসেছেন। এই আর্টিকেলে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিরম নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব।

পাসপোর্ট অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেকোন দেশের নাগরিকদের জন্য। এই পাসপোর্ট দিয়ে বিভিন্ন দেশে ভ্রমণ করা সম্ভব এবং সরকারি বিভিন্ন সুযোগ সুবিধাও পাওয়া যায়। বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী, দেশের যেকোন ১৮ বছর বয়সী নাগরিক পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে। আর এই পাসপোর্ট আবেদনের জন্য কিছু কাগজ পত্রের প্রয়োজন হবে। যেমনঃ

ইত্যাদি ইত্যাদি।

আর পাসপোর্ট পাওয়ার পর মাঝে মধ্যে তার ভ্যালিডিট স্ট্যাটাস (Validity Status) চেক বা অন্য কোন তথ্য চেক করার প্রয়োজন পড়ে। অনলাইনের মাধ্যমে আমরা তা সহজেই চেক করে নিতে পারি। আর কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করবেন তা চলুন এবার জেনে নেওয়া যাক।

আর্টিকেলের বিষয়পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক
আর্টিকেলের ক্যাটেগরিGovernment Info
আর্টিকেল সম্পর্কিত কি ওয়ার্ডপাসপোর্ট নাম্বার বাংলাদেশ, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট নাম্বার কোনটা, পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক, পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম

বাংলাদেশ পাসপোর্ট/ ই পাসপোর্টের ছবি

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার জন্য নিচে দেখানো ধাপগুলো অনুসরণ করুন। এই ধাপগুলো সফল ভাবে অনুসরণ করলে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে সহজেই পাসপোর্ট চেক করে নিতে পারবেন।

Total Time: 2 minutes

passport.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন

passport.gov.bd ওয়েবসাইটে ভিজিট করার স্কিনশট

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার জন্য সবার প্রথমে আপনাকে passport.gov.bd ওয়েবসাইটতে ভিজিট করতে হবে। পাসপোর্ট আবেদন, পাসপোর্ট রিনিউ, পাসপোর্ট স্ট্যাটাস চেক ইত্যাদি সকল বিষয় এই ওয়েবসাইট হতে যাচাই করা যায়। ওয়েবসাইটের লিংক – http://passport.gov.bd/

Application Status এ করুন

Passport Application Status চেক

ওয়েবসাইটে ভিজিট করার পর আপনি উপরের স্কিনশটের মতোন একটি পেজ পাবেন। এখান থেকে Application Status লিংকে ক্লিক করুন (স্কিনশটে মার্ক করা আছে)।

Enrolment ID/ Passport Number দিন

Enrolment ID দেওয়ার স্কিনশট

Application Status এ ক্লিক করার পর আপনার সমনে একটি ফর্ম চলে আসবে। এখানে প্রথমে আপনার কাছ থেকে পাসপোর্ট নাম্বার (Passport Number) বা Enrolment id চাইবে। এটি দিয়ে দিন।

Date of Birth সিলেক্ট করুন

Date of birth সিলেক্ট করার স্কিনশট

Enrolment ID/ Passport Number দেওয়ার পর Date of Birth সিলেক্ট করুন। আপনার পাসপোর্টে যে জন্ম তারিখ দেওয়া আছে সেই জন্ম তারিখ দিতে হবে।

ক্যাপচা (CAPTCHA) সলভ করুন

Captcha code সমাধান করার স্কিনশট

জন্ম তারিখ দেওয়ার পর নিচের বক্সে আপনাকে ক্যাপচার পূরণ করতে হবে বা সলভ করতে হবে। আমি আশা করছি আপনি জানেন কিভাবে এটি করবেন। যদি না জানেন তাহলে সংক্ষেপে বলে দিচ্ছি, Enter above Captcha code এর উপরে আপনি একটি ছবি পাবেন। এই ছবিতে যা যা লেখা আছে তা আপনাকে ইনপুট বক্সে লেখে দিতে হবে।

Search বাটনে ক্লিক করুন

Search button এ ক্লিক করার স্কিনশট

সবগুলো তথ্য সঠিকভাবে দেওয়ার পর আপনি সব শেষে একটি সার্চ (search) বাটন পাবেন। এখন এই সার্চ বাটনে ক্লিক করুন। আপনার দেওয়া সকল তথ্য যদি সঠিক হয়ে থাকে তাহলে সার্চ বাটনে ক্লিক করার পর আপনার সামনে আপনার পাসপোর্টের স্ট্যাটাস ও অন্য সকল তথ্য চলে আসবে।

এভাবে আপনি খুব সহজেই পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করে নিতে পারবেন। আর ই পাসপোর্ট চেক করার জন্য আই আর্টিকেলটি পড়ুন – ই পাসপোর্ট চেক করার নিয়ম

পাসপোর্ট নাম্বার কোনটা

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার সময় আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে, পাসপোর্ট নাম্বার কোনটা। পাসপোর্ট নাম্বার সাধারণত ১০ ডিজিটের হয়ে থাকে। আপনি আপনার পাসপোর্ট ওপেন করলে পাসপোর্টে থাকা ছবির বিপরীত দিকে সবার উপরে একটি নাম্বার পাবেন। এটিই হলো পাসপোর্ট নাম্বার। এই পাসপোর্ট নাম্বার ইউনিক একটি নাম্বার। কারো পাসপোর্ট নাম্বারের সাথে কারো পাসপোর্ট নাম্বারের মিল নেই।

পাসপোর্ট নাম্বার দিয়ে ঠিকানা বের করা

পাসপোর্ট নাম্বার দিয়ে ঠিকানা বের করা গেলেও সাধারণ মানুষ পাসপোর্ট নাম্বার দিয়ে ঠিকানা বের করতে পারবে না। শুধুমাত্র পাসপোর্ট কতৃপক্ষই এটি করতে পারবে। আপনি শুধু মাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করা ও অন্যান্য ছোট খাটো কাজ করতে পারবেন।

উপসংহার

এই ছিল পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করা নিয়ে আমাদের আজকের এই আর্টিকেল। আশা করছি এই আর্টিকেলটি থেকে এই বিষয়ে সঠিক ভাবে জানতে পেরেছেন এবং আপনি আপনার পাসপোর্ট চেক করে নিয়েছেন। যদি পাসপোর্ট চেক করতে আপনি কোন প্রকার সমস্যার সম্মুখীন হন তাহলে কমেন্ট করুন। আমি চেস্টা করব আপনার সমস্যার যথাযথ সমাধান দেওয়ার।

ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব্দের সাথে। যাতে করে তারাও এই সম্পর্ক জানতে পারে।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

3 Comments

  1. স্যার আমি একটা পাসপোর্ট করেছি আজ এক বছর আগে একটু ভুলের কারনে পাসপোর্টিsant four rewokহয়ে যায় তারপর সেই ভুলগুলো এডি স্যারের সাথে কথা বলে ঠিক করা হয় যেমন পুলিশ ক্লিয়ারেন্স ডিএজবি ক্লিয়ারেন্স NID ভেরিফাই কপি সব কাগজ গুলো দেখে সই ছিল দিয়ে ঢাকাতে জমা দিতে বলেন এডিস্যার কিন্তু আজ তিন মাস কোন রেজাল্ট নাই আসলে আমরা সাধারন মানুষ কোথায় যাবো সহজ একটা সমাধান দেবেন

    1. স্যার আমি একটা পাসপোর্ট করেছি আজ এক বছর আগে একটু ভুলের কারনে পাসপোর্টিsant four rewokহয়ে যায় তারপর সেই ভুলগুলো এডি স্যারের সাথে কথা বলে ঠিক করা হয় যেমন পুলিশ ক্লিয়ারেন্স ডিএজবি ক্লিয়ারেন্স NID ভেরিফাই কপি সব কাগজ গুলো দেখে সই ছিল দিয়ে ঢাকাতে জমা দিতে বলেন এডিস্যার কিন্তু আজ তিন মাস কোন রেজাল্ট নাই আসলে আমরা সাধারন মানুষ কোথায় যাবো সহজ একটা সমাধান দেবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.