ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড Apps ও পিকচার
ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড নিয়ে লেখা এই আর্টিকেলে আপনাকে স্বাগতম। আপনি যদি ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড Apps কিংবা পিকচার খুঁজে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। এই আর্টিকেলে আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ কিছু Apps যার মাধ্যমে আপনি যেকোন ছবি ব্যাকগ্রাউন্ড এডিট করতে পারবেন। এর পাশাপাশি কিভাবে এডিট করবেন এটিও জানতে পারবেন এবং সাথে কিছু ব্যাকগ্রাউন্ড পিকচার দিব যেগুলো এডিটের সময়ে কাজে লাগাতে পারবেন।
ছবির ব্যাকগ্রাউন্ড এডিট করা আমাদের অনেক সময় প্রয়োজন হয়। বিশেষ করে ছবিকে অনেক আকর্ষনীয় করে তোলার জন্য। বিভিন্ন ভাবে কোন ছবির ব্যাকগ্রাউন্ড এডিট করা যায়। যেমনঃ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন ব্যাকগ্রাউন্ড যুক্ত করা, ব্যাকগ্রাউন্ড ব্লার করা, ব্যাকগ্রাউন্ডে ইফেক্ট যুক্ত করা, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করা ইত্যাদি।
আরো পড়ুনঃ
- মেহেদি ডিজাইন ২০২৩ ছবি ও বই সহ | 45+ Best Mehndi Design
- লার্নার ড্রাইভিং লাইসেন্স ফরম 2023
- ভালোবাসার ছন্দ | ১৫০ + সেরা কষ্টের, রোমান্টিক ভালোবাসার ছন্দ SMS ছবি সহ
এই সকল কাজ করার জন্য অনেক অ্যাপ গুগল প্লে স্টোরে রয়েছে। গুগল প্লে স্টোর থেকে এসব অ্যাপ অনেক সহজেই অ্যাপ ডাউনলোড করা যায়। কিন্তু কোন অ্যাপ দিয়ে ও কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড এডিট করতে হয় তা জানতে হবে ও এর পাশাপাশি প্রয়োজন হবে ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড পিকচারের যাতে করে ছবির ব্যাকগ্রাউন্ডে আরো অনেক আকর্ষনীয় ও সুন্দর হয়ে ওঠে। তাহলে চলুন এই সকল অ্যাপ ও পিকচারগুলো দেখে নেওয়া যাক।
Table of Contents
ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড Apps
প্রথমে আপনাদের সাথে শেয়ার করে নেই কিছু অ্যাপ যেগুলো আপনি ছবি এডিট করার জন্য ব্যবহার করতে পারবেন।
Picsart
এটি অনেক জনপ্রিয় একটি অ্যাপ ছবি এডিট করার জন্য। ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পাশাপাশি ছবির আরো অনেক কিছ এডিট করা যায় এই অ্যাপের মাধ্যমে। ছবি এডিট করার সকল ফিচার এই অ্যাপের মধ্যে রয়েছে। ছবিতে টেক্সট যুক্ত, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ট্রেন্ডিং ফিল্টার, ব্যাকগ্রাউন্ড রিপ্লেস, স্টিকার যুক্ত করা ইত্যাদি অনেক ফিচার পাবেন আপনারা এই অ্যাপটির মধ্যে।
গুগল প্লে স্টোরে এই অ্যাপটির রেটিং 4.3। যা মোটামুটি অনেক ভালো বলাই চালে। এন্ড্রয়েড ও আইওএস উভয় ভার্সনের জন্য এই অ্যাপটি পেয়ে যাবেন। প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে গিয়ে Picsart লিখে সার্চ করলে এই অ্যাপটি ইন্সটল করার লিংক পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে এই অ্যাপটি সম্পর্কে কিছু তথ্য ও এন্ড্রয়েড ভার্সনের ডাউনলোড লিংক নিচের টেবিলে দিয়ে দিলাম।
App Name | Picsart Photo & Video Editor |
App Rating | 4.3 |
App Downloads | 500M+ |
App Size | 63 MB |
App Install Link | Google Play Store |
Snapseed
Snapseed বর্তমান সময়ে অনেক জনপ্রিয় একটি ছবি এডিট করার অ্যাপ। গুগল নিজেই এই অ্যাপটি ডেভলপ করেছে। অ্যাপটি ব্যবহার করে আপনি অনেক ভালো একটা অনুভতি পাবেন। অনেক সাধামাটা কাজে একটি অ্যাপ এটি। কোন ধরনের এডসের ঝামেলা নেই Snapseed অ্যাপটি মধ্যে। ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড প্রিসেট, ছবি ব্যাকগ্রাউন্ড ব্লার, ট্রান্সপারেন্ট সহ অনেক অনেক ফিচার পেয়ে যাবেন এই অ্যাপটি মধ্যে।
গুগল প্লে স্টোরে এই অ্যাপটির রেটিং 4.3। যা অবশ্যই অনেক ভালো বলা চলে। এন্ড্রয়েড ও আইওএস উভয় ভার্সনের জন্য এই অ্যাপটি উপলব্ধ রয়েছে। Snapseed লিখে সার্চ করলে অ্যাপটির ইন্সটল করার লিংক আপনি পেয়ে যবেন। আপনার সুবিধার জন্য আপটি সম্পর্কে কিছু তথ্য ও ডাউনলোড লিংক নিচের টেবিলে দিয়ে দিলাম।
App Name | Snapseed |
App Rating | 4.3 |
App Downloads | 100M+ |
App Size | 26 MB |
App Install Link | Play Store | App Store |
Remove.bg
কোন ছবির ব্যাকগ্রাউন্ড নিমেষের মধ্যে রিমুভ করার জন্য এই অ্যাপটি অনেক জনপ্রিয়তা লাভ করেছে। শুধুমাত্র ছবি আপলোড করে দিলে অ্যাপটি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড নিমেষের মধ্যে মুছে দিতে পারবে। আর আপনি সেই ছবি ট্রান্সপারেন্ট, নতুন ব্যাকগ্রাউন্ড যুক্ত ইত্যাদি করে ডাউনলোড করে ফেলতে পারবেন।
এছাড়াও এই অ্যাপে ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড কিছু ইমেজ ডিফল্ট আকারে দেওয়া আছে যেগুলো আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। এই অ্যাপটির একটি ওয়েব ভার্সন রয়েছে। যেখান থেকে আপনি অ্যাপ ইন্সটল না করে এই সকল ফিচার উপভোগ করতে পারবেন। এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই আর্টিকেলটি পড়ুন – ফটো/ ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন ১ মিনিটে একদম নিখুঁতভাবে।
গুগল প্লে স্টোরে এই অ্যাপের রেটিং 4.4। অ্যাপটি সম্পর্কে আরো কিছু তথ্য ও গুগল প্লে স্টোরের লিংক নিচের টেবিলে দিয়ে দিলাম।
App Name | remove.bg – Remove Image Backgrounds Automatically |
App Rating | 4.4 |
App Downloads | 10M+ |
App Size | 3 MB |
App Install Link | Google Play Store |
ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড Software
এতক্ষণ ছবি এডিট করার ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড Apps নিয়ে কথা বলেছে। সেখানে আপনাদের জন্য সেরা তিনটি অ্যাপের নাম ও অ্যাপ ইন্সটল করার প্লে স্টোর লিংক দিয়ে দিয়েছি। কিন্তু অনেকে কম্পিউটারের মাধ্যমে ছবি ব্যাকগ্রাউন্ড এডিট করতে চাইতে পারেন।
কম্পিউটারে ছবি এডিট এর কথা বললে যে নামটি সবার প্রথম মাথায় আসে সেটি হলো Photoshop। এটি সেরা ছবি এডিট করার সফটওয়্যার। ছবির ব্যাকগ্রাউন্ডে টেক্সট যুক্ত করা, ব্যাকগ্রাউন্ড মুছে ফেলা, নতুন ব্যাকগ্রাউন্ড যুক্ত করা ইত্যাদি সকল কিছু এই অ্যাপের মাধ্যমে করা সম্ভব। এছাড়া আরো কিছু ছবি ব্যাকগ্রাউন্ড এডিট বা ছবি এডিট করার সফটওয়্যার আছে এগুলো মধ্যে থেকে উল্লেখযোগ্য কিছু সফটওয়্যার হলো –
- Affinity Photo
- Corel PaintShop Pro
- Luminar NEO
- Pixlr X
- Luminar AI
ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড
এবার চলুন কিছু ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড পিক/ ছবি দেখা নেওয়া যাক। যেগুলো আপনি যেকোন ছবি ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে পারবেন। সবগুলো ছবির ব্যাকগ্রাউন্ড 512×512 সাইজের দিয়ে দিলাম। যা যে কোন ছবি ব্যাকগ্রাউন্ড হিসাবে দিতে পারবেন।
কালো ব্যাকগ্রাউন্ড ফটো
ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড হিসাবে নিচে কিছু কালো ফটো দিয়ে দিলাম। আপনি চাইলে এই ছবিগুলো ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে পারেন। এই সবগুলো ছবি অনেক হাই-কোয়ালিটির।
ছবির ব্যাকগ্রাউন্ড এডিট করার নিয়ম
ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড পিকচার ও অ্যাপগুলো নিয়ে জানার পাশপাশি আমাদের এটিও জেনে নেওয়া উচিত কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড এডিট করতে হয়। ছবি ব্যাকগ্রাউন্ড এডিট করার জন্য আপনাকে প্রথমে আপনার পছন্দমতো একটি অ্যাপ বেছে নিতে হবে।
ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড নিয়ে কয়েকটি অ্যাপের নাম ও ইন্সটল করার লিংক পোস্টে দিয়ে দিয়েছি। আপনি চাইলে সেই অ্যাপগুলোর মধ্য থেকে যেকোন একটি অ্যাপ বেছে নিতে পারেন। এরপর সেই অ্যাপকে ওপেন করে যে ছবির ব্যাকগ্রাউন্ড ইডিট করবেন সেই ছবি সিলেক্ট করে নিবেন। এবার এডিটের বিভিন্ন টুল ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড এডিট করবেন। ব্যাকগ্রাউন্ড এডিট করার জন্য কিছু টুল –
- Blur: ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য এই টুল ব্যবহার করতে পারেন।
- Text: ব্যাকগ্রাউন্ডে টেক্সট যুক্ত করার টুল এটি।
- Remove Object: ব্যাকগ্রাউন্ড থেকে যেকোন অবজেক্ট মুছে ফেলার জন্য এই টুল ব্যবহার করতে পারেন।
- Remove Background: ব্যাকগ্রাউন্ডের সকল কিছু মুছে ফেলার জন্য এই টুল।
ইত্যাদি আরো অনেক টুল রয়েছে। অ্যাপের মধ্যেই তা পেয়ে যাবেন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছু কমন প্রশ্ন ও প্রশ্নের উত্তর চলুন জেনে নেই।
ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড কোথায় পাব?
এই আর্টিকেলটিতে অনেক সুন্দর সুন্দর কিছু ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনি চাইলে এখান থেকে এসব ব্যাকগ্রাউন্ড ছবি ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও Unsplash, Pexels, Pixabay, Freepik এর মতোন ওয়েবসাইট থেকে ফ্রিতে ব্যাকগ্রাউন্ড ছবি ও অন্য যেকো ছবি পেয়ে যাবেন।
কোন কোন অ্যাপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ছবি এডিট করা যায়?
Picsart, Snapseed, Remove.bg, Photoshop, lightroom ইত্যাদি অ্যাপ দিয়ে ব্যাকগ্রাউন্ড ছবি এডিট করা যায়।
ছবির ব্যাকগ্রাউন্ড কি কি ভাবে এডিট করা যায়?
নানান ভাবে ছবির ব্যাকগ্রাউন্ড এডিট করা যায়। যেমনঃ ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ, নতুন ব্যাকগ্রান্ড যুক্ত, ব্যাকগ্রাউন্ড ব্লার ইত্যাদি।
শেষ কথা
এই ছিল ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড নিয়ে লেখা আমাদের এই আর্টিকেল। আশা করছি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। আর্টিকেলটি আপনার কেমন লেগেছে এই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন। এই ধরনের আরো অনেক আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।
ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আর্টিকেলটি পড়ার জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন।