প্লে স্টোর অ্যাপস ডাউনলোড কিভাবে করবো | Play Store Apps Download
আসসালামু ওয়ালাইকুম। আশা করছি আপনি ভালো আছেন। স্বাগতম আপনাকে টিউনবিএনের নতুন আরেকটি আর্টিকেলে। এই আর্টিকেলে থেকে প্লে স্টোর অ্যাপস ডাউনলোড কিভাবে করবো সেই সম্পর্কে জানব।
প্লে স্টোর বর্তমান সময়ে অনেক জনপ্রিয় একটি অ্যাপ ডাউনলোড করার প্লাটফর্ম। এই প্লাটফর্মটি গুগলের দ্বারা তৈরি। প্রায় সকল ধরনের অ্যাপ আপনি এই প্লাটফর্মে পাবেন। কিন্তু এখান থেকে অ্যাপ ডাউনলোড করতে হবে অবশ্যই প্লে স্টোর অ্যাপটি স্মার্টফোনে ইন্সটল থাকা। যদি ইন্সটল না থাকে তাহলে প্লে স্টোর থেকে আপনি অ্যাপ ডাউনলোড করতে পারবেন না।
কিভাবে প্লে স্টোরের সকল ফ্রি অ্যাপ প্লে স্টোর ছাড়াই ডাউনলোড করবেন তা জানার জন্য এই আর্টিকেলটি পড়ুন। আর্টিকেলটিতে এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে – গুগল প্লে স্টোরের সকল ফ্রি অ্যাপ ডাউনলোড করুন কোন অ্যাকাউন্ট ছাড়াই!!!
প্রায় সকল এন্ড্রয়েড স্মার্টফোনে প্লে স্টোর অ্যাপস সিস্টেম থেকে ইন্সটল করা থাকে। তাই নতুন ফোন কিনে ফোনটিকে অন করলে অ্যাপটিকে পেয়ে যাবেন।
তবে অনেকেই আমরা স্মার্টফোনকে রুট করে প্লে স্টোরকে আন-ইনস্টল করে ফেলি। কিংবা স্মার্টফোনটি চাইনিজ রমের হওয়ায় সেখানে প্লে স্টোর অ্যাপস প্রি ইনস্টল থাকে না। এই দুইটি সমস্যা ছাড়াও মোবাইল ফোন অনেক পুরাতন ভার্সন হলে প্লে স্টোর সঠিক ভাবে কাজ করতে চায় না আর প্লে স্টোর নিজে থেকে আপডেটও নেয় না। তাই ম্যানুয়ালি লেটেস্ট ভার্সন ডাউনলোড করে আপডেট করে নিতে হয়।
তো চলুন প্লে স্টোর অ্যাপস ডাউনলোড কিভাবে করবো তা সম্পর্কে জেনে নেওয়া যাক এবং এর পাশাপাশি এটি ডাউনলোড করে স্মার্টফোনে ইন্সটল করে ফেলা যাক।
আরো পড়ুনঃ
- শুভ জন্মদিন মেসেজ, জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ও বার্তা
- দরখাস্তঃ স্কুল/ কলেজে অগ্রিম ছুটির জন্য আবেদন পত্র
- ফেসবুক স্ট্যাটাস স্মার্ট কালেকশন ২০২৩
Table of Contents
প্লে স্টোর কি?
প্লে স্টোর বহুল জনপ্রিয় এন্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করা প্লাটফর্ম। এন্ড্রয়েড ফোনের জন্য প্রায় সকল ধরনের অ্যাপস গেম এখানে আপনারা পাবেন এবং সেগুলো ফ্রিতে ডাউনলোড করার সুযোগ পাবেন। ফ্রি ছাড়াও কিছু পেইড অ্যাপস আছে যেগুলো ডাউনলোড করার জন্য আপনাকে আগে পেইড করে হবে। Statista.com এর তথ্য অনুযায়ী ডিসেম্বর ২০২১ এ প্লে স্টোরে মোট অ্যাপের সংখ্যা ২,৬০৫,০০০ টির বেশী। তাই এসকল অ্যাপেস সুবিধা ভোগ করতে চাইলে প্লে স্টোর অ্যাপ এন্ড্রয়েড ডিভাইসে ইনস্টল থাকা জরুরী।
প্লে স্টোর অ্যাপস ডাউনলোড কিভাবে করবো
প্লে স্টোর অ্যাপস ডাউনলোড করার জন্য নিচের দেওয়া স্টেপগুলো ফলো করুন। তাহলে সহজেই এটিকে ডাউনলোড করতে পারবেন।
ধাপ ১ঃ প্লে স্টোর অ্যাপ আপনার ফোনে ইন্সটল করার জন্য আপনাকে একটি থার্ড পার্ট ওয়েবসাইটের সহায়তা নিতে হবে। বিভিন্ন ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট রয়েছে যারা আপনাকে এই সুবিধাটি দিবে। যেমনঃ Apkpure, Apkmirror, Softonic ইত্যাদি। এসবের যেকোন একটি ওয়েবসাইটে ভিজিট করে আপনি প্লে স্টোর অ্যাপ ডাউনলোড করতে পারবেন।
এসবের কোন একটি ওয়েবসাইটে ভিজিট করে ডাউনলোড না করতে চাইল নিচে দেওয়া লিংক থেকে প্লে স্টোর অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন।
File Name | Google Play Store |
File Type | .apk |
File Size | 54 MB |
Upload Location | Google Drive |
Download Link | Click Here |
ডাউনলোড বাটনে ক্লিক করার পর অ্যাপ ডাউনলোড করার পারমিশন চাইবে নিচের ছবির মতোন। Ok বাটনে ক্লিক করে পারমিশন দিয়ে দিন। পারমিশন দেওয়ার সাথে অ্যাপটি আপনার ডিভাইসে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে।
ধাপ ২ঃ অ্যাপটিকে ডাউনলোড করার পর এটিকে ওপেন করে নিন।
ধাপ ৩ঃ ওপেন করার পর ইন্সটল করে দিন। Allow unknown source অপশন অন করা না থাকলে অন করে নিবেন। তা না হলে আপনার এন্ড্রয়েড ডিভাইস অ্যাপটিকে ইন্সটল করতে দিবে না।
এভাবে খুব সহজে আপনি আপনার এন্ড্রয়েড স্মার্টফোনে প্লে স্টোর অ্যাপস ডাউনলোড করতে পারবেন।
চাইনিজ রমে প্লে স্টোর অ্যাপস ডাউনলোড কিভাবে করবো
আমরা অনেকেই আন অফিশিয়াল ফোন কিনে থাকি যেগুলো বেশিরভাগই চাইনিজ রমের হয়ে থাকে। এ রমের ফোনগুলোতে গুগলের কোন অ্যাপ্লিকেশন যেমনঃ Google Maps, Play Store, Youtube ইত্যাদি থাকে না এবং এসব অ্যাপ সহজে ইন্সটল করতেও পারবেন না।
তো চাইনিজ রমের ফোনগুলোতে সরাসরি প্লে স্টোর ডাউনলোড করে ব্যবহার করার সুযোগ পাবেন না। যদি ডাউনলোড করে ব্যবহার করা যায় তাহলে ভালো নয়তো আপনাকে এ জন্য অন্য রম ইনস্টল দিতে হবে প্লে স্টোর ও গুগলের সকল অ্যাপ ব্যবহার করার জন্য।
অন্য রম ব্যবহার করার জন্য ফোনের মডেল নাম্বার অনুযায়ী গুগলে সার্চ করবেন। সার্চ করলে ফোন অনুযায়ী বিভিন্ন রম পাবেন। আমি আপনাকে পরামর্শ দিব গ্লোবাল বা ইন্ডিয়ান ভার্সনের রম ব্যবহার করার জন্য।
শেষ কথা
আশা করছি প্লে স্টোর অ্যাপস ডাউনলোড কিভাবে করবো আর্টিকেলে দেখানো পদ্বতি অনুসরণ করে আপনি প্লে স্টোর অ্যাপ সহজেই ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তবুও যদি কোনরূপ সমস্যা হয় তবে সেই সমস্যার কথা কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন। আমি চেস্টা করব আপনার সমস্যার যথার্থ উত্তর দেওয়ার জন্য।
সাধারণত চাইনিজ ভার্সনের ফোনগুলোতে প্লে স্টোর অ্যাপ না থাকায় তারা এই সমস্যায় বেশী ভোগে। তো তাই ফোন কেনার আগে জেনে নিন কোন রম ভার্সনের ফোন কিনছেন। আর জেনে শুনে চাইনিজ রমের ফোন কিনলে তাৎক্ষণিক গ্লোবাল ভার্সনে রম ইনস্টল করে নিবেন।