Status

প্রকৃতি নিয়ে রোমান্টিক ক্যাপশন [সেরা কালেকশন]

প্রকৃতির রোমাঞ্চ আমাদের সকলের নিকট অতি প্রিয়। আপনি যদি অনেক রোমান্টিক মেজাজে থাকেন এবং প্রকৃতি নিয়ে রোমান্টিক ক্যাপশন খুঁজে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হতে পারে। আর্টিকেলটিতে আমি আপনাদের নিকট অসাধারণ সকল সুন্দর সুন্দর প্রকৃতি নিয়ে রোমান্টিক ক্যাপশন শেয়ার করব।

আর্টিকেলে আপনি বিভিন্ন ধরনের প্রকৃতি নিয়ে রোমান্টিক ক্যাপশন পাবেন। যে ক্যাপশনগুলো আপনি খুব সহজেই কপি করে নিয়ে যেকোন ছবির ক্যাপশন হিসাবে ব্যবহার করতে পারবেন। তবে ক্যাপশনগুলো সাধারণত বেশীরভাগ ক্ষেত্রে ফেসবুকে ছবির সাথে ব্যবহার করা হয়। চলুন আর দেরী না করে আমাদের এই আর্টিকেলে থাকা প্রকৃতি নিয়ে রোমান্টিক ক্যাপশনসমূহ দেখে নেওয়া যাক।

আরো পড়ুনঃ

প্রকৃতি নিয়ে রোমান্টিক ক্যাপশন

নিম্নে সেরা সকল প্রকৃতি নিয়ে ক্যাপশনগুলো দেওয়া হলো। ক্যাপশনগুলো এক এক করে পড়ুন এবং এসকল ক্যাপশনগুলোর মধ্যে থেকে যে ক্যাপশনটি আপনার কাছে ভালো লাগবে সেটিকে কপি করে নিয়ে আপনার প্রয়োজনে ব্যবহার করবেন।

প্রকৃতি নিয়ে রোমান্টিক ক্যাপশন ছবি ১

আমি প্রজাপতি হলে, তোমার কাছে উড়ে যেতাম। গোলাপ হলে তোমায় খোঁপায় নিড় রচনা করতাম। আর মেহেদি পাতার রং হলে, তোমার হাত ধরে রাখতাম।

আবার যদি বৃষ্টি নামে ! আমিই তোমার ১ম হবো!! লেপ্টে যাওয়া শাড়ির মতো! অঙ্গে তোমার জড়িয়ে রবো!!

হৃদযের সীমানায় রেখেছি যারে, হয়নি বলা আজো ভালবাসি তারে। ভালবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আসি। কি করে বুঝাবো তারে আমি কতটা ভালোবাসি?

পৃথিবীতে কোনো কিছু করতে হলে অবশ্যই নিজেকে আগে ভালোবাসতে হবে।

১টা আকাশ বাতাসের জন্য, ১টা সাগর নদীর জন্য, ১টা ফুল ভোমরার জন্য, R আমি শুধু তোমার জন্য !!

সারা শহর খুঁজে বেড়াই, তোমার যদি দেখা পাই, চোখ বুজলেই তোমায় দেখি, খুললে দেখি তুমি নাই !!

পুরো পৃথিবীকে ব্রেকআপ দিবো। শুধু একবার বল, ভালোবাসিস আমায়? প্লীজ বল পেত্নি।

মাটির বন্ধু মেঘ! মেঘের বন্ধু বৃষ্টি! বৃষ্টির বন্ধু শ্রাবন! যে বাঁচিয়ে রাখে সৃষ্টি! এই সৃষ্টির মাঝে তুমি ! আর তোমার মাঝে আমি!!

লাল গোলাপী ঠোঁট তোমার নেশা ভরা চোখ, কাজল কালো কেশ গো কন্না মায়া ভরা মুখ !!

প্রিয়জন যদি থাকে পাশে, মনে হয় পৃথিবীর সব! সুখ আমারি কাছে ! ভালোবাসা বুঝি তখনি সত্যি হয়, যখন ভালোবাসার মানুষটি মনের মত হয়!!

আরো পড়ুনঃ

টাপুর টুপুর বৃষ্টি লাগছে দারুন মিষ্টি, কী অপরুপ সৃষ্টি দেয় জুড়িয়ে দৃষ্টি, বৃষ্টি ভেজা সন্ধ্যায় তাজা ফুলের গন্ধয়ে, মনটা নাচে ছন্দে উতলা আনন্দে, জানু তোমার জন্য।

শীতের চাদর জড়িযে, কুয়াশার মাঝে দাড়িয়ে, হাত দুটো দাও বাড়িয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন। বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ।

মেহেদী পাতা যদি নিজের জীবন বিহর্জন দিয়ে অন্যকে রাঙিয়ে তুলতে পারে, তাহলে একটা মানুষ কেন পারেনা কাওকে মন থেকে ভালোবেসে একটা জীবনকে রাঙাতে…

হৃদয়ের সীমানায় রেখেছি যারে, হয়নি বলা আজো ভালবাসি তারে। ভালবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আসি। কি করে বুঝাবো তারে আমি কতটা ভালোবাসি?

চোখের আড়াল হতে পার মনের আড়াল নয়, মন যে আমার সব সময় তোমার কথা কয়, মনকে যদি প্রশ্ন কর তোমার আপন কে? মন বলে এখন তোমার লেখা পড়ছে যে…

ভালবাসা মানে আবেগের পাগলামি… ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি। ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা… ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা ।

সব কিছুই কষ্ট প্রকাশ করার মাধ্যম আছে। শুধু মাত্র মন টার কষ্ট প্রকাশের কোনো মাধ্যম নেই। বুকের ভেতর ই চুপ করে বসে থাকে নীরব হয়ে। না পারে বেরিয়ে আসতে না পারে নিজেকে শেষ করতে।

যদি পৃথিবীর সব গোলাপ প্রতিদিন একটা করে তোমাকে দিয়ে বলি আমি তোমাকে ভালবাসি, সব গোলাপ শেষ হয়ে যাবে… তবুও আমার ভালবাসা শেষ হবে না… হয়তো আজও আমার ভালবাসার গভীরতা বুঝতে পারো নি…

কটা আকাশ হেরে গেলো… হারিয়ে তার মন… অন্য আকাশ হটাৎ হল চাঁদের প্রিয়জন… তবুও তার ভালবাসা চাঁদের ভালো চায়… নতুন আকাশ চাঁদকে যেন সুখের ছোঁয়া দেয়…

পাতায় পাতায় কাব্য গাথা পাতায় লেখা গান… শিরায় শিরায় স্বপ্ন আমার ভিশন অভিমান।

প্রকৃতি নিয়ে রোমান্টিক ক্যাপশন ছবি ২

কেন জানি না বসন্ত বাতাসে খুঁজে পায় বেঁচে থাকার মানে, বসন্ত বাতাস মানেই তোমাকে খুঁজে ফেরা।

তুমি চেয়েছিলে বসন্ত! আমি বুকের সব পাজর ঝরালাম, নতুন পাতায় পাতায়। বসন্তের গানে গানে… তুমি আসবে বলে।

ফুলের বনে তারার মেলা পাপড়ি খুলে হাসে… ফাগুন বাতাস ঝিরিঝিরি সুখের হাওয়া ভাসে

কেউ পায় তোমাকে প্রকৃতিতে… কেউ চায় তোমাকে একান্তে… তবে তুমি যে সোনার হরিণ ধরা ছোঁয়ার বাইরে… তুমি ছড়িয়ে যাও বিশ্বের সর্বোত্র এর বেশী চাওয়ার নাইরে।

তুই কি আমার চন্দ্র হবি? শুক্লা দ্বাদশীর চাঁদের মায়া, বাঁকা চাঁদের আলো ছায়া…

দখিনা বাতাস বয়েছিল তবুও দোলেনি শাখা… পাখায় ভর করে আসেনি প্রজাপতি, জ্বলেনি জোনাকির মিটমিটে বাতি।।

আসমান জমিন মিশে গেছে বসন্তেরই পরশে, সবার হৃদয় ছুঁয়ে গেছে অকাল প্রেমের আবেশে।

প্রকৃতিতে প্রাণ জাগে, ফুলে ফুলে আগুন, শীত গেল চলে, আজ পহেলা ফাগুন।

ভাপা পিঠা, মোয়া-নাডু আর পাটিসাপটা সাথে ফ্রি একদম হইচই, আড্ডা।

ফিঙে পাখি পুচ্ছ নাচায় ফড়িং নাচে ফুলে… ফাগুন মাসে বসন্ত বায়ে মনটা ওঠে দুলে

প্রকৃতি নিয়ে রোমান্টিক ক্যাপশন ইংরেজিতে

ইতিমধ্যে আপনি অনেকগুলো প্রকৃতি নিয়ে রোমান্টিক ক্যাপশন দেখেছে। সেই সকল ক্যাপশনগুলো বাংলায় ছিল। চলুন এ সম্পর্কিত কিছু ক্যাপশন ইংরেজিতে দেখে নেওয়া যাক।

প্রকৃতি নিয়ে রোমান্টিক ক্যাপশন ছবি ৩

  • Nature, it’s cheaper than therapy.
  • Deep in their roots, all flowers keep the light.
  • I find my happiness where the sun shines.
  • Soothing my soul with nature.
  • Swapping the concrete jungle for a jungle jungle.
  • This view is tree-mendous!
  • I have a therapist, her name is nature.
  • All you seed is love
  • Cactus what you preach
  • You’d better change your altitude
  • As far as the eye can sea
  • Spring is nature’s way of saying, Let’s party! – Robin Williams
  • Dew you love morning walks in the woods?
  • Go where you feel most alive.
  • All you seed is love.
  • Take it or leaf it.
  • The Sea, once it casts its spell, holds one in its net of wonder forever. – Jacques-Yves Cousteau
  • I am a tree hugging, flower sniffing, animal kissing, planet loving, dirt worshiper and proud of it.
  • I’d like to connect with nature but there’s no USB port.
  • Take a peak around.
  • Nature is indifferent to our love, but never unfaithful. – Edward Abbey
  • The family is one of nature’s masterpieces. – George Santayana
  • Plants are my soil mates.
  • I’m at a moss for words
  • All the trees are losing their leaves, and not one of them is worried.

উপসংহার

এই ছিল প্রকৃতি নিয়ে রোমান্টিক ক্যাপশন নিয়ে আমাদের আর্টিকেল। আর্টিকেলটিতে অনেক সুন্দর সুন্দর ও সেরা সকল ক্যাপশন আপনাদের নিকট শেয়ার করার চেস্টা করেছি। আর্টিকেলে থাকা ক্যাপশনগুলো আপনার কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত করুন।

ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে প্রকৃতি নিয়ে রোমান্টিক ক্যাপশনের মতোন আরো অনেক ক্যাপশন পেতে। সম্ভব হলে ফলো করে রাখুন আমাদের ফেসবুক পেজ /TuneBN.Official কে নতুন সকল আর্টিকেলের আপডেট সহজেই পাওয়ার জন্য।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.