সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি [১১টি সেরা কাজ]
সৌদি আরব পৃথিবীর ধনী রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম একটি। অনেক কাজে জায়গার রয়েছে সৌদি আরবে। এজন্য সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি এ বিষয়ে বিভিন্ন দেশের মানুষের মতোন বাংলাদেশীদের আগ্রহও অনেক। কেননা প্রতিবছর বিপুল পরিমাণ প্রবাসী কাজের জন্য সৌদ আসবে পাড়ি জমায়। তারা সেখানে যা অর্থ উপার্জন করে সেটি দেশে পাঠায় এতে করে নিজেদের আর্থিক অবস্থার যেমন উন্নতি ঘটে তার পাশাপাশি দেশও উপকৃত।
সৌদ আরবে কাজে জন্য যাওয়ার আগে সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি যেটি অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন। সঠিক চাহিদা সম্পন্ন কাজ বেছে নিলে ভালো বেতন পাওয়া যাবে এবং দীর্ঘদিন সেখানে থেকে কাজ করা যাবে।
আরো পড়ুনঃ
- সেরা ৫ টি ব্যবসার আইডিয়া ২০২৩
- বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা আইডিয়া | ১০০% কাজে আসবে
- মেয়েদের ইসলামিক নাম অর্থসহ 2023 | সেরা, নতুন নামের তালিকা
সৌদি আরব অনেক ধনী দেশ হওয়ার সেখানকার বেশীরভাগ লোক ধনী। ফলে তাদের কাজ করার জন্য বাহির থেকে লোক আনতে হয়। বাহির থেকে লোক আনলে কম বেতনে কাজ করে নেওয়া যায়। বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান ইত্যাদি জায়গা থেকে লোক আনলে কম বেতনে কাজ করে নেওয়া যায় এতে করে উভয় পক্ষ উপকৃত হয়। বিভিন্ন কাজের জন্য সৌদি আরবে বিপুল লোকের প্রয়োজন হয়। চলুন কোন কাজগুলোর চাহিদা বেশি তা এখন জেনে নেই।
Table of Contents
সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি
অনেক অনেক কাজ সৌদি আরবে রয়েছে করার জন্য। তবে বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে যারা তাদের বেশিরভাগ লোকই শ্রমিক ভিসার সৌদি আরব যায়। সেখানে গিয়ে শ্রমিক ক্যাটেগরির বিভিন্ন কাজ করে। শুধু যে সৌদি আরবে গিয়ে শ্রমিকের কাজ করে তা কিন্তু নয়। অনেকেই আছেন যারা ভালো ভালো পদে সৌদি আরবে কাজ করেন। আর যে পদগুলোতে কাজ করে ভালো পরিমাণ বেতন পাওয়া যায় এবং পদগুলোর চাহিদাও অনেক বেশি। এ ধরনের কিছু চাহিদা সম্পন্ন কাজের নাম ও সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা নিম্নে উল্লেখ করা হলো।
কনস্ট্রাকশনে কাজ করা
সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি এর উত্তরে কনস্ট্রাকশনে কাজের নাম থাকবে না তা হয় না। বর্তমানে সৌদি আরবে বিশাল বিশাল অট্টোলিকা তৈরি হচ্ছে। আর এই অট্টোলিকা বা দালান-কোটা গুলো অনেক কম সময়ের মধ্যে তৈরি করা হচ্ছে। অট্টোলিকাগুলো কম সময়ে তৈরি করার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ কনস্ট্রাকশনের কাজ করা লোক। আর যারা কম খরচে এধরনের কাজ করে তাদের বেশি প্রাধন্য দেওয়া হয়। তাই বাংলাদেশিরা এ কাজে বেশি প্রাধান্য পায়।
কনস্ট্রাকশন কাজ শেখা খুব যে কঠিন কাজ তা কিন্তু নয়। তবে এর জন্য প্রয়োজন কায়িক শ্রম। শারীরিক গঠন ভালো থাকলে, শক্তি ভালো থাকলে যে কেউ এধরনের কাজ করতে পারবেন। কনস্ট্রাকশন কাজের আবার বিভিন্ন পদও রয়েছে। যেমনঃ ইঞ্জিনিয়ার, ম্যানেজার, লেবার। বাংলাদেশ থেকে যারা এ ধরনের কাজ করে তাদের মধ্যে অধিকাংশ লেবার পদে কাজ করে।
ড্রাইভিং
অনেকেই আছেন যারা সৌদি আরবে গিয়ে ড্রাইভার হিসাবে কাজ করছেন। সৌদি আরবে ড্রাইভারের চাহিদা অনেক বেশি। সেখানে গিয়ে ভাড়ায় গাড়ি চালানোর পাশাপাশি অন্য কারো গাড়ি ড্রাইভ করার মতোনও সুবিধা আছে। ড্রাইভার হিসাবে কাজ করা জন্য অবশ্যই ইন্টারন্যশনাল ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে।
দোকান পরিচালনা
দোকান পরিচলানার কাজটিও সৌদি আরবে অনেক চাহিদাসম্পন্ন। এ কাজের জন্য খুব বেশী দক্ষ হওয়ার প্রয়োজন নেই। খুব বেশী দক্ষতার প্রয়োজন নেই বলে বাংলাদেশিরাও সহজে এই কাজটি করতে পারে।
বাগান পরিচর্যা
বাগান পরিচর্যা অনেক চাহিদা সম্পন্ন কাজ সৌদি আরবে। সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি তার মধ্যে বাগান পরিচর্যা অন্যতম একটি। সৌদি আরবে পাম ওয়েল, খেঁজুর গাছ ইত্যাদিন অনেক বিশাল বিশাল বাগান রয়েছে। তাদের এই বাগান পরিচর্যার জন্য বিপুল পরিমাণ লোক নিয়োগ করা হয়। বাংলাদেশিরাও এ ধরনের কাজ করে থাকেন সেখানে গিয়ে।
কম্পিউটার অপারেটর
দক্ষ ব্যক্তি যারা আছেন তারা সৌদি আরবের বিভিন্ন কোম্পানিতে কম্পিউটার অপারেটর হিসাবে কাজে নিয়োজিত আছেন এবং সৌদি আরবে প্রতি বছর বিপুল পরিমাণ লোক এ কাজের জন্য নিয়োগ করা হয়ে থাকে। কম্পিউটার অপারেটরে ভিতর আরো অনেক ছোট ছোট পদ বা কাজ আছে। এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো –
- টাইপিং
- ডাটা এন্ট্রি
- ডাটা এনালাইসিস
- ডেটা ম্যানেজমেন্ট ইত্যাদি
এ ধরনের কাজগুলোতে শ্রম কম মেধা বেশি প্রয়োজন। অনেক বাংলাদেশি সৌদি আরবে এ ধরনে কাজে নিয়োজিত এবং বেতনের পরিমাণও অনেক ভালো।
নার্সিং
নার্সিং এর মতোন পেশা সৌদি আরবে অনেক সম্মানজনক পেশা। মহিলাদের পাশাপাশি পুরুষরা এ কাজটি সৌদ আরবে গিয়ে করতে পারে। তবে অবশ্যই বাংলাদেশ থেকে BSC Nursing এর বা অন্য কোন নার্সিং এর ডিগ্রি থাকতে হবে। শুধু যে বাংলাদেশি ডিগ্রি প্রয়োজন পড়বে তা কিন্তু নয়। অন্য কোন দেশেরও ডিগ্রিও প্রধান্য পাবেন।
ক্লিনার বা পরিষ্কারক
বড় বড় দালান কোটার বাহির অথবা ভিতর পরিষ্কার, রেস্তোরাঁ করার জন্য সৌদি আরবের বিভিন্ন ক্লিনিং এজেন্সি বা কোম্পানি প্রতিবছর বিপুল পরিমাণ লোক নিয়োগ করে। বাংলাদেশিরাও এ ধরনে কাজে বিশেষ প্রাধান্য পায়। সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি সেই উত্তরে ক্লিনার বা পরিষ্কারক অন্যতম একটি কাজ।
কাজের লোক (Maid)
বাসা বাড়ির কাজের লোক হিসাবে বাংলাদেশ থেকে অনেক লোক এধরনের কাজে নিয়োজিত। এ কাজের চাহিদা সৌদি আরবে অনেক বেশি। পাশাপাশি বেতনও অনেক ভালো।
ডেলিভারি ম্যান
বাইক চালানোর দক্ষতা থাকলে সৌদি আরবে ডেলিভারি ম্যানের কাজ আপনি করতে পারেন। এ কাজের চাহিদা অনেক ভালো সৌদি আরবের মতোন দেশে। 2000 Riyal এর পাশপাশে বেতন পাওয়া যায় এ ধরনের চাকরি করে।
ইঞ্জিনিয়ার
অন্যান্য সময়ের চেয়ে বর্তমান সময়ে সৌদি আরবে ইঞ্জিনিয়ারের চাহিদা অনেক গুণ বেড়ে গেছে। তার প্রধান কারণ হলো বড় বড় কন্সট্রাকশন প্রোজেক্ট, সৌদি শহরকে অধুনিকরণ করা ইত্যাদি। অন্য সকল দেশের মতোন বাংলাদেশি ইঞ্জিনিয়ারাও সৌদি আরবে ইঞ্জিনিয়ার পদে কাজ করার সুযোগ পান। সৌদির বিভিন্ন কোম্পানি এ ধরনের লোক প্রতি বছর নিয়োগ করে থাকে।
ইলেকট্রিশিয়ান
সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি এই ধরনে অনেক কাজ তো আপনি জেনে নিলেন। এসকল কাজের মধ্যে ইলেকট্রিশিয়ান অন্যতম একটি। দেশে যদি দীর্ঘদিন ইলেকট্রিশিয়ান হিসাবে কাজ করে থাকেন তাহলে সৌদি আরবে গিয়ে একজন দক্ষ শ্রমিক হিসাবে ইলেকট্রিশিয়ান হিসাবে কাজ করতে পারেন। এতে করে অনেক ভালো বেতন পাবেন।
কিছু কথা
অনেক প্রবাসীরা ভাইয়েরা সৌদি আরবে গিয়ে কাজ করেছে অনেক কষ্ট করে। তারা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। তবে বাংলাদেশি যারা কাজ করছেন তারা অনেক নিম্ন পদে; বিশেষ করে শ্রমিক পদে কাজ করছেন। এজন্য তাদের কায়িক পরিশ্রম বেশি দিতে হয় এবং বেতনও তুলনামূলক কম। যদি বিভিন্ন উচ্চ পদে অনেক বাংলাদেশিরা চাকরিরত অবস্থায় আছেন, তবে এই সংখ্যা তুলনামূলক অনেক কম। আপনি যদি সৌদি আরবে গিয়ে কাহ করতে চান তাহলে সব দিব বিবেচনা করে এবং কি কাজ করবেন তা জেনে সৌদি আরবে পারি জমাবেন।
উপসংহার
সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি তা তো আমাদের আর্টিকেল থেকে জেন নিলেন। এই কাজগুলো ছাড়াও আরো অনেক চাহিদা সম্পন্ন কাজ রয়েছে। তবে যে কাজগুলোর চাহিদা বিপুল পরিমাণ তা আমাদের আর্টিকেলটিতে তুলে ধরা হয়েছে।
আর্টিকেলটি আপনার কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন। ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এ ধরনের আরো অনেক আর্টিকেলের জন্য।