শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩
শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা প্রতি বছর অনুষ্ঠিত হয়। ৮ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীরাই শুধুমাত্র এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে অনলাইনে আবেদন করতে হয় এবং অনলাইনেই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে।
কিভাবে আপনি শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩ এ অংশগ্রহণ করবেন, প্রতিযোগিতায় কারা অংশগ্রহণ করতে পারবে, কবে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে, কি কি পুরষ্কার থাকবে এই প্রতিযোগিতায় ইত্যাদি সকল কিছু জানতে পারবেন আর্টিকেলটি থেকে। যা আপনার জন্য অনেক সহায়ক হবে বলে আমি আশা করছি।
- শুভ জন্মদিন মেসেজ, জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ও বার্তা
- বিপিএল ২০২৩ সময়সূচী ও দল | ভেনু, ছবি, সকল তথ্য
- উপবৃত্তির জন্য আবেদন 2023 | আবেদন ফরম, নিয়ম
- ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন [কষ্টের, বন্ধু নিয়ে, ইসলামিক, Attitude]
তাহলে চলুন আর দেরী না করে শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩ সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জেনে নেই।
Table of Contents
শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩
শেখ রাসেল হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই। ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তার সকল পরিবারের উপর ঘতকের আক্রমণে শিশু শেখ রাসেল নিহত হন। এরই পরিপেক্ষিতে প্রতিবছর তার সম্মানার্থে শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ বছরেও তার কোন ব্যাতিক্রম নয়। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আবেদন করা যাবে এবং কুইজ প্রতিযোগিতাটি অনলাইনেই অনুষ্ঠিত হবে।
অনেক শিক্ষার্থীই এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করে। যারা বিজয়ী হন তার পান আকর্ষনীয় পুরষ্কার। তো এই কুইজ প্রতিযোগিতার বিস্তারিত বিবরণ জানার আগে চলুন সংক্ষিপ্ত বিবরণ জেনে নেই।
প্রতিযোগিতার নাম | শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা |
প্রতিযোগিতার ধরণ | কুইজ |
প্রতিযোগিতার আবেদন | অনলাইন |
প্রতিযোগিতার স্থান | অনলাইন |
প্রতিযোগিতার ওয়েবসাইট | https://quiz.sheikhrussel.gov.bd/ |
এবার আসুন প্রতিযোগিতাটির বিস্তারিত বিবরণী জেনে নেই।
আবেদনের যোগ্যতা
এই কুইজ প্রতিযোগিতায় সবাই অংশগ্রহণ করতে পারবেন না। ৮ থেকে ১৮ বছর যাদের বয়স শুধুমাত্র তারাই এই প্রতিযোগিতায় অংগ্রহণ করতে পারবে। আর বয়সের ভিত্ততে প্রতিযোগিদের দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে। নিচের তালিকা থেকে দেখে নিন কোন বয়সীরা কোন গ্রুপে থাকবে।
গ্রুপ | বয়স |
---|---|
গ্রুপ ক | ৮ থেকে ১২ বছর বয়স |
গ্রুপ খ | ১৩ থেকে ১৮ বছর বয়স |
নিবন্ধন বা আবেদন সময়
১ সেপ্টেম্বর ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৩, রাত ১২ টা পর্যন্ত ইচ্ছুক অংশগ্রহণকারী প্রতিযোগিতায় অংশ নেওয়া জন্য আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে হবে। কিভাবে শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩ এ আপনি অংশ নিবেন তা এই আর্টিকেলটিতে বিস্তারিত ভাবে বলে দেওয়া হয়েছ যা আর্টিকেলটির নিচের অংশে পাবেন। আবেদন করার নিয়ম সম্পর্কে জানতে চাইলে সেই অংশ থেকে নিয়মটি জেনে নিবেন।
প্রতিযোগিতার সময়
প্রতিযোগিতায় আবেদনকারী নির্দিষ্ট সময়ে অনলাইনে কুইজ খেলতে পারবে। দুইটি গ্রুপের জন্য আলাদা আলাদা দুইটি সময় নির্ধারণ করা হয়েছে। নিচের তালিকায় তারিখ ও সময় দিয়ে দিলাম।
গ্রুপ | তারিখ | সময় |
---|---|---|
গ্রুপ ক | ২ অক্টোবর ২০২৩ | সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে (১০ মিনিট) |
গ্রুপ খ | ৩ অক্টোবর ২০২৩ | সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে (১০ মিনিট) |
প্রতিযোগিতার পুরষ্কার
প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে অকর্ষনীয় পুরষ্কার। প্রতিটি গ্রুপ থেকে ৫ জন করে প্রতিযোগি নির্বাচন করা হবে। বিজয়ী প্রতিযোগির পুরষ্কারের তালিকা নিম্নরূপ –
গ্রুপ | পরিমাণ | পুরষ্কার |
---|---|---|
গ্রুপ ক | ৫টি | ল্যাপটপ (Core i7, 11 gen) |
গ্রুপ খ | ৫টি | ল্যাপটপ (Core i7, 11 gen) |
কুইজের বিষয়
শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩ নির্দিষ্ট কিছু বিষয়বলীর উপর হবে। যেসকল বিষয়ের উপর প্রতিযোগিতাটি হবে সেই সকল বিষয়গুলো হলো –
- শেখ রাসেলের জন্ম
- শিক্ষা জীবন
- স্বপ্ন
- খেলাধুলা
- দুরন্ত শৈশব
- তাঁর উপর রচিত গ্রন্থ
- পছন্দ
- ভ্রমণ
- পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো মুহূর্ত ইত্যাদি
প্রতিযোগিতার নিয়মাবলী
প্রতিটি প্রতিযোগিতায় কিছু না কিছু নিয়ম থাকে যা প্রতিযোগিদের মানতে হয়। তেমনি এই প্রতিযোগিতায়ও কিছু নিয়ম রয়েছে যা প্রতিযোগিদের মানতে হবে। প্রতিযোগিতার নিয়মসমূহ –
- শুধুমাত্র ৮ থেকে ১৮ বয়সীরাই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
- একজন প্রতিযোগী শুধুমাত্র একবারই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
- প্রতিযোগিতার জন্য বরাদ্দ সময় মাত্র ১০ মিনিট।
- প্রতিটি প্রশ্নের মান সমান। ভুল উত্তরের জন্য কোন মার্ক কাঁটা হবে না।
- প্রতিটি কুইজে চারটি করে অপশন থাকবে।
- কম সময়ে সর্বচ্চো সংখ্যক উত্তর প্রদানকারী বিজয়ী হবে।
- চূড়ান্ত বিজয়ীদের বয়স যাচাই করে পুরষ্কার প্রদান করা হবে।
- ভুল/ মিথ্যা তথ্য দিয়ে যদি কেউ প্রতিযোগিতায় অংশ নেয় তবে তাকে বাতিল বলে গণ্য করা হবে।
শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়ার নিয়ম
কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং এটি করা অনেক সহজ। কিভাবে প্রতিযোগিতায় অংশ নেওয়া জন্য আবেদন করবেন তা জানার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ ১ঃ শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে অবশ্যই একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে এই লিংকে ভিজিট করুন – https://quiz.sheikhrussel.gov.bd/login।
ধাপ ২ঃ লিংকে ভিজিট করার পর পাশের/ উপরের স্কিনশটের মতোন একটি পেজ দেখতে পারবেন। এবার আমাদেরকে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে লগিন করবেন। আর নতুন অ্যাকাউন্ট তৈরি বা সাইন আপ করার জন্য দুইটি অপশন পাবেন।
গ্রুপ ক ও গ্রুপ খ। আপনি যে গ্রুপের অর্ন্তভুক্ত সেই গ্রুপে ক্লিক করুন। গ্রুপ ক হলো ৮ থেকে ১২ বয়সী এবং গ্রুপ খ ১৩ থেকে ১৮ বয়সীদের জন্য।
ধাপ ৩ঃ ক্লিক করার পর প্রয়োজনীয় তথ্য ও পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে ফেলুন। ভুল তথ্য দেওয়া পরিহার করুন। কেননা ভুল তথ্য দিয়ে যদি কেউ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তবে তাকে বাতিল বলে গণ্য করা হবে।
ধাপ ৪ঃ সাইন আপ করা শেষ হলে আপনার কাজ সমাপ্ত। এবং প্রতিযোগিতার দিনের নির্দিষ্ট সময়ে আবারো ওই লিংক ভিজিট করে লগিন করবেন। লগিন করার পর কুইজ প্রতিযোগিতায় অংশ নিবেন। আর প্রতিযোগিতার ফলাফল ওই ওয়েবসাইটের পেয়ে যাবেন।
সচরাচর জিজ্ঞাসা
শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩ আর্টিকেলটি সম্পর্কিত কিছু প্রশ্ন ও প্রশ্নের উত্তর চলুন জেনে নেই।
প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য কি লগিন করতে হবে?
হ্যাঁ অবশ্যই। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নির্দিষ্ট তারিখের নির্দিষ্ট সময়ে লগিন করে প্রতিযোগিতায় অংশ নিতে হবে।
প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য কি প্রোফাইল আপডেট করতে হবে?
জ্বি, প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রোফাইল আপডেট করে নিতে হবে। নাম,জন্ম তারিখ, মোবাইল নাম্বার ইত্যাদি সকল গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে প্রোফাইল আপডেট করতে হবে।
কিভাবে কুইজ শুরু করতে হবে?
লগিন করার পর কুইজ শুরু করুন বাটনে ক্লিক করে কুইজ শুরু করতে হবে।
শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় কয়টি প্রশ্ন থাকবে?
শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় মোট ১০০টি প্রশ্ন থাকবে।
কুইজের রেজাল্ট কোথায় পাওয়া যাবে?
১৮ অক্টোবর ২০২৩, শেখ রাসেল দিবসে sheikhrussel.gov.bd ওয়েবসাইটে কুইজের রেজাল্ট পাওয়া যাবে। সেখান থেকে জেনে নিতে পারবে কুইজের বিজয়ীদের নাম।
লগিন পাসওয়ার্ড ভুলে গেলে কি করণীয়?
আপনি যদি কোন ক্রমে লগিন করার পাসওয়ার্ড ভুলে যান তবে তা রিসেট করার সুযোগ পাবেন। এজন্য নিবন্ধনকারীকে সংশ্লিষ্ট জেলা ও উপজেলায় নিযুক্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্তদের সাথে যোগাযোগ করতে হবে।
উপসংহার
শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩ নিয়ে সকল তথ্য আর্টিকেলটিতে দেওয়া চেস্টা করছি। যদি কোন তথ্য মিস যায় এবং আপনি যদি তা জানতে চান তাহলে কমেন্টের মাধ্যমে আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। আমি চেস্টা করব যথাযত উত্তর দেওয়া।
আশা করছি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এ ধরনের নতুন সকল আর্টিকেলের জন্য।
Vai ami jodi kono wordpress theme wapka tha clone kore use kori tahole ki adsense pabo
হুম পাবেন।
আমি খেলতে ইচ্ছুক