বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য জেনে নিন
সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। আমরা আমাদের দেশকে নিয়ে কতটুকুই বা জানি। বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য হয়তো আপনার আমার জানা আছে। কিন্তু বেশীরভাগ তথ্যই আমাদের কাছে অজানা। বাংলাদেশকে নিয়ে যদি এখন তথ্য দেওয়া শুরু করি তাহলে তা শেষই করা যাবে না। হাজার হাজার পৃষ্টার বই লিখলেও না। কত জানা অজানা তথ্য রয়েছে।
বাংলাদেশ সম্পর্কে আপনাদেরকে কিছু জানানোর জন্য এই আর্টিকেলটি লেখা। বাংলাদেশকে নিয়ে এই আর্টিকেলে তো আর সব তথ্য দেওয়া সম্ভব নয়। বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য যেগুলো আপনার আমার না জানলেই নয় সেই তথ্যগুলো আর্টিকেলে তুলে ধরার চেস্টা করব।
- কর্ণফুলী টানেল | কর্ণফুলী টানেল বিস্তারিত তথ্য জেনে নিন ছবি সহ [দৈর্ঘ্য, রচনা, সাধারণ জ্ঞান]
- ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড Apps ও পিকচার
- ই পাসপোর্ট চেক করার নিয়ম
- কোরআন থেকে ছেলেদের নামের তালিকা বাংলা অর্থসহ
বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য নিয়ে লেখা এই সম্পূর্ণ আর্টিকেলে জুড়ে আমি ইমরান থাকব আপনাদের সঙ্গে। আমি যতটুকু বাংলাদেশ সম্পর্কে জানি সেই সকল তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেস্টা করব। সম্পূর্ণ আর্টিকেলটি মনযোগ সহকারে পড়ার অনুরোধ রইল।
Table of Contents
বাংলাদেশের সংক্ষিপ্ত ইতিহাস
বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য জানার আগে বাংলাদেশে ইতিহাস কয়েকটি লাইনে সংক্ষেপে জেনে নেই চলুন। ১৯৪৮ সালে ভারত ও পাকিস্তানের বঙ্গভঙ্গ হয়। আর তখন বাংলাদেশ পাকিস্তানের একটি অংশ ছিল। আর তখন বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান ও পাকিস্তানের মূল অংশের নাম ছিল পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান তথা বর্তমানের বাংলাদেশকে প্রয়োজনীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখত। ১৯৫২ সালে তারা বাংলা ভাষার উপর আঘাত হানে। তাদের দাবী ছিল উর্দূ হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।
কিন্তু, পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ এই দাবী মেনে নেয় না। এরই পরিপেক্ষিতে ভাষা আন্দোলন হয় ও এই আন্দোলনে অনেকেই শহীদ হয়। এভাবে আর অনেক বছর কেটে যায়। তাদের শোষণ ও নির্যাতন আরো বাড়ে। একসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে ২৬ শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ডাক দেয় এবং বাঙ্গালীরা যুদ্ধে নেমে পড়ে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। জন্ম নয় নতুন একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ।
বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য
এখন চলুন একে একে বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। টেবিলে তালিকা আকারে সকল তথ্য সাজানো রয়েছে। সকল তথ্য দেখার আগে এক নজরে বাংলাদেশে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেই।
সাংবিধানিক নাম | গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ |
রাজধানী | ঢাকা |
বাণিজ্যিক রাজধানী | চট্টগ্রাম |
রাষ্ট্রভাষা | বাংলা |
জাতীয়তা | বাংলাদেশী |
রাষ্ট্রধর্ম | ইসলাম |
মুদ্রা | টাকা |
আয়তন | ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গ কিলোমিটার |
বিভাগ | ৮ টি |
জেলা | ৬৪ টি |
জনগণ
তথ্য | পরিমাণ |
---|---|
মোট জনসংখ্যা | ১৬.১৭ কোটি |
পুরুষ | ৮.১০ কোটি |
মহিলা | ৮.০৭ কোটি |
শিক্ষার হার | ৬৩.৬ শতাংশ |
ভাষা | বাংলা – ৯৫%, অন্যান্য – ৫% |
ধর্ম
ধর্মের নাম | পরিমাণ |
---|---|
ইসলাম | ৮৬.৬% |
হিন্দু | ১২.১% |
বৌদ্ধ | ০.৬% |
খ্রিষ্টান | ০.৪% |
অন্যান্য | ০.৩% |
বিভাগসমূহ
বর্তমানে বাংলাদেশে মোট ৮টি বিভাগ রয়েছে। বিভাগগুলো হচ্ছে –
- ঢাকা
- চট্টগ্রাম
- রাজশাহী
- খুলনা
- সিলেট
- বরিশাল
- রংপুর
- ময়মনসিংহ
- শুভ জন্মদিন মেসেজ, জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ও বার্তা
- জিপি ইন্টারনেট অফার ২০২৪ সাথে ফ্রি ১ জিবি কোড
- পর্যায় সারণি মনে রাখার কৌশল | ১০ মিনিটেই শিখে ফেলো পর্যায় সারণি
জাতীয় বিষয়বলী
বিষয় | তথ্য |
---|---|
জাতীয় পাখি | দোয়েল |
জাতীয় পশু | রয়েল বেঙ্গল টাইগার |
জাতীয় ফুল | শাপলা |
জাতীয় বন | সুন্দরবন |
জাতীয় বৃক্ষ | আম গাছ |
জাতীয় ফল | কাঁঠাল |
জাতীয় মাছ | ইলিশ |
জাতীয় বিমানবন্দর | হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর |
জাতীয় গ্রন্থাগার | শেরে বাংলা নগর |
জাতীয় ধর্ম | ইসলাম |
জাতীয় ভাষা | বাংলা |
জাতীয় পার্ক | ভাওয়াল ন্যাশনাল পার্ক |
জাতীয় খেলা | কাবাডি (হাডুডু) |
জাতীয় চিড়িয়াখানা | ঢাকা চিড়িয়াখানা |
জাতীয় প্রতীক | ব্যবহারকারীঃ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী |
জাতীয় মনোগ্রাম | ডিজাইনারঃ এ. এন. সাহা |
জাতীয় পতাকা | গাঢ় লাল ও সবুজ রঙের |
জাতীয় সংসদ | ৯ তলা বিশিষ্ট |
জাতীয় সঙ্গীত | আমার সোনার বাংলা |
জাতীয় রনসঙ্গীত | চল চল চল |
জাতীয় ক্রীড়াসঙ্গীত | বাংলাদেশের দুরন্ত সন্তান আমরা দুর্দম দুর্জয় |
জাতীয় কবি | কাজী নজরুল ইসলাম |
জাতীয় মসজিদ | বায়তুল মোকাররম মসজিদ |
জাতীয় উদ্যান | সোহরাওয়ার্দী উদ্যান |
জাতীয় মানচিত্র | প্রথম অংকন করেনঃ মেজর জেমস |
জাতীয় দিবসসমূহ
তারিখ | দিবস |
---|---|
১ জানুয়ারি | জাতীয় গ্রন্থ দিবস |
২ জানুয়ারি | জাতীয় সমাজসেবা দিবস |
১০ জানুয়ারি | বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস |
১৯ জানুয়ারি | জাতীয় শিক্ষক দিবস |
২০ জানুয়ারি | শহিদ আসাদ দিবস |
২৩ জানুয়ারি | জাতীয় প্রশিক্ষণ দিবস |
২৪ জানুয়ারি | গণঅভ্যুত্থান দিবস |
২৮ জানুয়ারি | সলঙ্গা দিবস |
২ ফেব্রুয়ারি | জাতীয় জনসংখ্যা দিবস |
৪ ফেব্রুয়ারি | জাতীয় ক্যান্সার দিবস |
১৪ ফেব্রুয়ারি | সুন্দরবন দিবস |
১৮ ফেব্রুয়ারি | শহিদ জোহা দিবস |
২১ ফেব্রুয়ারি | আন্তর্জাতিক মাতৃভাষা দিবস |
২৫ ফেব্রুয়ারি | পিলখানা হত্যা দিবস |
২৮ ফেব্রুয়ারি | জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস |
১ মার্চ | জাতীয় বিমা দিবস |
২ মার্চ | জাতীয় পতাকা উত্তোলন দিবস |
৬ মার্চ | জাতীয় পাট দিবস |
৭ মার্চ | জাতীয় ঐতিহাসিক দিবস |
৮ মার্চ | আন্তর্জাতিক নারী দিবস |
১০ মার্চ | জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস |
১৭ মার্চ | জাতীয় শিশু দিবস, বঙ্গবন্ধুর জন্মদিন |
২৩ মার্চ | জাতীয় পতাকা দিবস |
২৫ মার্চ | গণহত্যা দিবস |
২৬ মার্চ | স্বাধীনতা ও জাতীয় দিবস |
৩ এপ্রিল | জাতীয় চলচ্চিত্র দিবস |
৬ এপ্রিল | জাতীয় ভোক্তা অধিকার দিবস, জাতীয় ক্রীড়া দিবস |
৭ এপ্রিল | বিশ্ব স্বাস্থ্য দিবস |
৮ এপ্রিল | পিএসসি দিবস |
১৪ এপ্রিল | বাংলা নববর্ষ |
১৭ এপ্রিল | মুজিবনগর দিবস |
১৮ এপ্রিল | পররাষ্ট্র মন্ত্রণালয় দিবস |
২৮ এপ্রিল | জাতীয় আইনগত সহায়তা দিবস |
১১ মে | কুরআন দিবস |
১৬ মে | ফারাক্কা লংমার্চ দিবস |
২৮ মে | নিরাপদ মাতৃত্ব দিবস |
৩১ মে | বিশ্ব তামাক মুক্ত দিবস |
৪ জুন | জাতীয় চা দিবস |
৭ জুন | ঐতিহাসিক ছয় দফা দিবস |
২৩ জুন | পলাশী দিবস |
১ জুলাই | ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস |
৩ জুলাই | জাতীয় জন্ম নিবন্ধন দিবস |
১০ জুলাই | জাতীয় মূসক (মূল্য সংযোজন কর) দিবস |
৯ আগষ্ট | জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস |
১৫ আগষ্ট | জাতীয় শোক দিবস |
৮ সেপ্টেম্বর | আন্তর্জাতিক সাক্ষরতা দিবস |
১৫ সেপ্টেম্বর | জাতীয় আয়কর দিবস |
১৭ সেপ্টেম্বর | ঐতিহাসিক শিক্ষা দিবস |
২৪ সেপ্টেম্বর | মীনা দিবস |
৩০ সেপ্টেম্বর | জাতীয় কন্যা শিশু দিবস |
২ অক্টোবর | জাতীয় উৎপাদনশীলতা দিবস |
১৫ অক্টোবর | বিশ্ব হাতধোয়া দিবস |
২২ অক্টোবর | জাতীয় নিরাপদ সড়ক দিবস |
১ নভেম্বর | জাতীয় কৃমি নিয়ন্ত্রণ দিবস, জাতীয় যুব দিবস |
২ নভেম্বর | জাতীয় স্বেচ্ছায় রক্তদান, মরণোত্তর চক্ষুদান দিবস |
৩ নভেম্বর | জেল হত্যা দিবস |
৪ নভেম্বর | সংবিধান দিবস |
৭ নভেম্বর | জাতীয় বিপ্লব ও সংহতি দিবস |
১০ নভেম্বর | শহিদ নুর হোসেন দিবস |
১৫ নভেম্বর | জাতীয় কৃষি দিবস |
২১ নভেম্বর | সশস্ত্র বাহিনী দিবস |
৩০ নভেম্বর | জাতীয় আয়কর দিবস |
১ ডিসেম্বর | মুক্তিযোদ্ধা দিবস |
৩ ডিসেম্বর | বাংলা একাডেমি দিবস |
৪ ডিসেম্বর | জাতীয় বন্ধু দিবস |
৮ ডিসেম্বর | জাতীয় যুব দিবস |
৯ ডিসেম্বর | বেগম রোকেয়া দিবস, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস |
১০ ডিসেম্বর | বিশ্ব মানবাধিকার দিবস, জাতীয় মূল্য সংযোজন কর (ভ্যাট) দিবস |
১২ ডিসেম্বর | ডিজিটাল বাংলাদেশ দিবস |
১৪ ডিসেম্বর | শহিদ বুদ্ধিজীবী দিবস |
১৬ ডিসেম্বর | বিজয় দিবস |
১৯ ডিসেম্বর | বাংলা ব্লগ দিবস |
বাংলা ঋতু
বাংলাদেশ ষড় ঋতুর দেশ। বাংলাদেশে ৬ টি ঋতুর নাম হলো –
- গ্রীষ্মকাল
- বর্ষাকাল
- শরৎকাল
- হেমন্তকাল
- শীতকাল
- বসন্তকাল
বাংলা মাস
বাংলায় ১২ টি মাসে একবছর হয়। বাংলা মাসের নামগুলো হলো –
- বৈশাখ
- জ্যৈষ্ঠ
- আষাঢ়
- শ্রাবণ
- ভাদ্র
- আশ্বিন
- কার্তিক
- অগ্রহায়ণ
- পৌষ
- মাঘ
- ফাল্গুন
- চৈত্র
আরো বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য
বাংলাদেশ সম্পর্কে তো অনেক তথ্যই জেনে নিলেন। আরো কিছু তথ্য বাংলাদেশ সম্পর্কে পয়েন্ট আকারে জেনে নেই।
- বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সার্ভভৌম একটি দেশ।
- এদেশ কৃষি প্রধান দেশ, নদী মাতৃক দেশ।
- কৃষির উপর নির্ভর করে এদেশের অনেক মানুষ জীবিকা নির্ভর করে।
- কৃষি নির্ভর দেশ হওয়া সত্যেও শিল্প খাত থেকে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছে।
- ভাত এ দেশের মানুষের প্রধান খাবার। কথায় আছে, মাছে ভাতে বাঙ্গালী।
- সারা বাংলাদেশ বর্তমানে বিদ্যুতের আওতায় রয়েছে।
- এদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- বাংলাদেশের উচ্চ বিচার বিভাগ সুপ্রিম কোট।
এছাড়াও আরো অনেক তথ্য আছে বাংলাদেশকে নিয়ে। আপনার যদি কোন তথ্য মনে পড়ে তাহলে আপনি তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য নিয়ে লেখা আর্টিকেলটি নিয়ে চলুন কিছু প্রশ্ন ও প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।
বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য জানব কিভাবে?
এই আর্টিকেলটি থেকে আপনি বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য অনেক সহজেই জেনে নিতে পারবেন। এছাড়াও আপনার আরো যদি কোন তথ্য জানা থাকে তাহলে ও কোন তথ্য জানতে চান তাহলে কমেন্ট করে আমাদেরকে তা জানাতে পারেন।
এই আর্টিকেলে কিভাবে আমার জানা বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য যুক্ত করব?
আপনি যদি এই আর্টিকেলটিতে আপনার জানা কোন বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য যুক্ত করতে চান তাহলে তা খুব সহজেই করতে পারেন। এজন্য আপনার তথ্যটি কমেন্ট করুন।
বাংলাদেশের সাংবিধানিক নাম কি?
বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
বাংলাদেশ নামকরণ করা হয় কবে?
বাংলাদেশ স্বাধীন হওয়ার দুই বছর আগে ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর বাংলাদেশের নামকরণ করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই নামকরণ করেছিলেন।
বাংলাদেশের স্বাধীনতা লাভের ক্ষেত্রে কার ভূমিকা রয়েছে?
বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্যর মধ্যে এই তথ্যটি অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্বাধীনতা লাভের ক্ষেত্রে অনেকেরই ভূমিকা রয়েছ। এদেশের জনগণের, তৎকালীন বিভিন্ন মন্ত্রী, বাংলদেশকে সহায়তাকারী দেশের ইত্যাদি। তবে, বাংলাদেশের স্বাধীনতা লাভের ক্ষেত্রে যার কথা না বললেই নয় তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে এবং তিনিই বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন।
উপসংহার
এই ছিল বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য নিয়ে লেখা আমাদের এই আর্টিকেল। আশা করছি এই আর্টিকেলটি থেকে আপনি বাংলাদেশকে নিয়ে অনেক কিছু জানতে পেরেছেন। আপনি যদি আরো বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য সম্পর্কে জানেন তাবে তা কমেন্টের মাধ্যমে আমাদেকে জানতে পারেন।
ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে থেকে বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য আর্টিকেলটি পড়ার জন্য। এই ধরনের আরো অনেক আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে। ভালো থাকুন সুস্থ থাকুন টিউনবিএনের সাথেই থাকুন।