Bangladesh

বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য জেনে নিন

সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। আমরা আমাদের দেশকে নিয়ে কতটুকুই বা জানি। বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য হয়তো আপনার আমার জানা আছে। কিন্তু বেশীরভাগ তথ্যই আমাদের কাছে অজানা। বাংলাদেশকে নিয়ে যদি এখন তথ্য দেওয়া শুরু করি তাহলে তা শেষই করা যাবে না। হাজার হাজার পৃষ্টার বই লিখলেও না। কত জানা অজানা তথ্য রয়েছে।

বাংলাদেশ সম্পর্কে আপনাদেরকে কিছু জানানোর জন্য এই আর্টিকেলটি লেখা। বাংলাদেশকে নিয়ে এই আর্টিকেলে তো আর সব তথ্য দেওয়া সম্ভব নয়। বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য যেগুলো আপনার আমার না জানলেই নয় সেই তথ্যগুলো আর্টিকেলে তুলে ধরার চেস্টা করব।

বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য নিয়ে লেখা এই সম্পূর্ণ আর্টিকেলে জুড়ে আমি ইমরান থাকব আপনাদের সঙ্গে। আমি যতটুকু বাংলাদেশ সম্পর্কে জানি সেই সকল তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেস্টা করব। সম্পূর্ণ আর্টিকেলটি মনযোগ সহকারে পড়ার অনুরোধ রইল।

বাংলাদেশের সংক্ষিপ্ত ইতিহাস

বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য জানার আগে বাংলাদেশে ইতিহাস কয়েকটি লাইনে সংক্ষেপে জেনে নেই চলুন। ১৯৪৮ সালে ভারত ও পাকিস্তানের বঙ্গভঙ্গ হয়। আর তখন বাংলাদেশ পাকিস্তানের একটি অংশ ছিল। আর তখন বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান ও পাকিস্তানের মূল অংশের নাম ছিল পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান তথা বর্তমানের বাংলাদেশকে প্রয়োজনীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখত। ১৯৫২ সালে তারা বাংলা ভাষার উপর আঘাত হানে। তাদের দাবী ছিল উর্দূ হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।

কিন্তু, পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ এই দাবী মেনে নেয় না। এরই পরিপেক্ষিতে ভাষা আন্দোলন হয় ও এই আন্দোলনে অনেকেই শহীদ হয়। এভাবে আর অনেক বছর কেটে যায়। তাদের শোষণ ও নির্যাতন আরো বাড়ে। একসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে ২৬ শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ডাক দেয় এবং বাঙ্গালীরা যুদ্ধে নেমে পড়ে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। জন্ম নয় নতুন একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ।

বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য

এখন চলুন একে একে বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। টেবিলে তালিকা আকারে সকল তথ্য সাজানো রয়েছে। সকল তথ্য দেখার আগে এক নজরে বাংলাদেশে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেই।

সাংবিধানিক নামগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
রাজধানীঢাকা
বাণিজ্যিক রাজধানীচট্টগ্রাম
রাষ্ট্রভাষাবাংলা
জাতীয়তাবাংলাদেশী
রাষ্ট্রধর্মইসলাম
মুদ্রাটাকা
আয়তন১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গ কিলোমিটার
বিভাগ৮ টি
জেলা৬৪ টি

জনগণ

বাংলাদেশের জনগণ

তথ্যপরিমাণ
মোট জনসংখ্যা১৬.১৭ কোটি
পুরুষ৮.১০ কোটি
মহিলা৮.০৭ কোটি
শিক্ষার হার৬৩.৬ শতাংশ
ভাষাবাংলা – ৯৫%, অন্যান্য – ৫%

ধর্ম

ধর্মের নামপরিমাণ
ইসলাম৮৬.৬%
হিন্দু১২.১%
বৌদ্ধ০.৬%
খ্রিষ্টান০.৪%
অন্যান্য০.৩%

বিভাগসমূহ

বর্তমানে বাংলাদেশে মোট ৮টি বিভাগ রয়েছে। বিভাগগুলো হচ্ছে –

  1. ঢাকা
  2. চট্টগ্রাম
  3. রাজশাহী
  4. খুলনা
  5. সিলেট
  6. বরিশাল
  7. রংপুর
  8. ময়মনসিংহ

জাতীয় বিষয়বলী

জাতীয় বিষয়বলী

বিষয়তথ্য
জাতীয় পাখিদোয়েল
জাতীয় পশুরয়েল বেঙ্গল টাইগার
জাতীয় ফুলশাপলা
জাতীয় বনসুন্দরবন
জাতীয় বৃক্ষআম গাছ
জাতীয় ফলকাঁঠাল
জাতীয় মাছইলিশ
জাতীয় বিমানবন্দরহযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
জাতীয় গ্রন্থাগারশেরে বাংলা নগর
জাতীয় ধর্মইসলাম
জাতীয় ভাষাবাংলা
জাতীয় পার্কভাওয়াল ন্যাশনাল পার্ক
জাতীয় খেলাকাবাডি (হাডুডু)
জাতীয় চিড়িয়াখানাঢাকা চিড়িয়াখানা
জাতীয় প্রতীকব্যবহারকারীঃ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
জাতীয় মনোগ্রামডিজাইনারঃ এ. এন. সাহা
জাতীয় পতাকাগাঢ় লাল ও সবুজ রঙের
জাতীয় সংসদ৯ তলা বিশিষ্ট
জাতীয় সঙ্গীতআমার সোনার বাংলা
জাতীয় রনসঙ্গীতচল চল চল
জাতীয় ক্রীড়াসঙ্গীতবাংলাদেশের দুরন্ত সন্তান আমরা দুর্দম দুর্জয়
জাতীয় কবিকাজী নজরুল ইসলাম
জাতীয় মসজিদবায়তুল মোকাররম মসজিদ
জাতীয় উদ্যানসোহরাওয়ার্দী উদ্যান
জাতীয় মানচিত্রপ্রথম অংকন করেনঃ মেজর জেমস

জাতীয় দিবসসমূহ

তারিখদিবস
১ জানুয়ারিজাতীয় গ্রন্থ দিবস
২ জানুয়ারিজাতীয় সমাজসেবা দিবস
১০ জানুয়ারিবঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস
১৯ জানুয়ারিজাতীয় শিক্ষক দিবস
২০ জানুয়ারিশহিদ আসাদ দিবস
২৩ জানুয়ারিজাতীয় প্রশিক্ষণ দিবস
২৪ জানুয়ারিগণঅভ্যুত্থান দিবস
২৮ জানুয়ারিসলঙ্গা দিবস
২ ফেব্রুয়ারিজাতীয় জনসংখ্যা দিবস
৪ ফেব্রুয়ারিজাতীয় ক্যান্সার দিবস
১৪ ফেব্রুয়ারিসুন্দরবন দিবস
১৮ ফেব্রুয়ারিশহিদ জোহা দিবস
২১ ফেব্রুয়ারিআন্তর্জাতিক মাতৃভাষা দিবস
২৫ ফেব্রুয়ারিপিলখানা হত্যা দিবস
২৮ ফেব্রুয়ারিজাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস
১ মার্চজাতীয় বিমা দিবস
২ মার্চজাতীয় পতাকা উত্তোলন দিবস
৬ মার্চজাতীয় পাট দিবস
৭ মার্চজাতীয় ঐতিহাসিক দিবস
৮ মার্চআন্তর্জাতিক নারী দিবস
১০ মার্চজাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস
১৭ মার্চজাতীয় শিশু দিবস, বঙ্গবন্ধুর জন্মদিন
২৩ মার্চজাতীয় পতাকা দিবস
২৫ মার্চগণহত্যা দিবস
২৬ মার্চস্বাধীনতা ও জাতীয় দিবস
৩ এপ্রিলজাতীয় চলচ্চিত্র দিবস
৬ এপ্রিলজাতীয় ভোক্তা অধিকার দিবস, জাতীয় ক্রীড়া দিবস
৭ এপ্রিলবিশ্ব স্বাস্থ্য দিবস
৮ এপ্রিলপিএসসি দিবস
১৪ এপ্রিলবাংলা নববর্ষ
১৭ এপ্রিলমুজিবনগর দিবস
১৮ এপ্রিলপররাষ্ট্র মন্ত্রণালয় দিবস
২৮ এপ্রিলজাতীয় আইনগত সহায়তা দিবস
১১ মেকুরআন দিবস
১৬ মেফারাক্কা লংমার্চ দিবস
২৮ মেনিরাপদ মাতৃত্ব দিবস
৩১ মেবিশ্ব তামাক মুক্ত দিবস
৪ জুনজাতীয় চা দিবস
৭ জুনঐতিহাসিক ছয় দফা দিবস
২৩ জুনপলাশী দিবস
১ জুলাইঢাকা বিশ্ববিদ্যালয় দিবস
৩ জুলাইজাতীয় জন্ম নিবন্ধন দিবস
১০ জুলাইজাতীয় মূসক (মূল্য সংযোজন কর) দিবস
৯ আগষ্টজাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস
১৫ আগষ্টজাতীয় শোক দিবস
৮ সেপ্টেম্বরআন্তর্জাতিক সাক্ষরতা দিবস
১৫ সেপ্টেম্বরজাতীয় আয়কর দিবস
১৭ সেপ্টেম্বরঐতিহাসিক শিক্ষা দিবস
২৪ সেপ্টেম্বরমীনা দিবস
৩০ সেপ্টেম্বরজাতীয় কন্যা শিশু দিবস
২ অক্টোবরজাতীয় উৎপাদনশীলতা দিবস
১৫ অক্টোবরবিশ্ব হাতধোয়া দিবস
২২ অক্টোবরজাতীয় নিরাপদ সড়ক দিবস
১ নভেম্বরজাতীয় কৃমি নিয়ন্ত্রণ দিবস, জাতীয় যুব দিবস
২ নভেম্বরজাতীয় স্বেচ্ছায় রক্তদান, মরণোত্তর চক্ষুদান দিবস
৩ নভেম্বরজেল হত্যা দিবস
৪ নভেম্বরসংবিধান দিবস
৭ নভেম্বরজাতীয় বিপ্লব ও সংহতি দিবস
১০ নভেম্বরশহিদ নুর হোসেন দিবস
১৫ নভেম্বরজাতীয় কৃষি দিবস
২১ নভেম্বরসশস্ত্র বাহিনী দিবস
৩০ নভেম্বরজাতীয় আয়কর দিবস
১ ডিসেম্বরমুক্তিযোদ্ধা দিবস
৩ ডিসেম্বরবাংলা একাডেমি দিবস
৪ ডিসেম্বরজাতীয় বন্ধু দিবস
৮ ডিসেম্বরজাতীয় যুব দিবস
৯ ডিসেম্বরবেগম রোকেয়া দিবস, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস
১০ ডিসেম্বরবিশ্ব মানবাধিকার দিবস, জাতীয় মূল্য সংযোজন কর (ভ্যাট) দিবস
১২ ডিসেম্বরডিজিটাল বাংলাদেশ দিবস
১৪ ডিসেম্বরশহিদ বুদ্ধিজীবী দিবস
১৬ ডিসেম্বরবিজয় দিবস
১৯ ডিসেম্বরবাংলা ব্লগ দিবস

বাংলা ঋতু

বাংলাদেশ ষড় ঋতুর দেশ। বাংলাদেশে ৬ টি ঋতুর নাম হলো –

  1. গ্রীষ্মকাল
  2. বর্ষাকাল
  3. শরৎকাল
  4. হেমন্তকাল
  5. শীতকাল
  6. বসন্তকাল

বাংলা মাস

বাংলায় ১২ টি মাসে একবছর হয়। বাংলা মাসের নামগুলো হলো –

  1. বৈশাখ
  2. জ্যৈষ্ঠ
  3. আষাঢ়
  4. শ্রাবণ
  5. ভাদ্র
  6. আশ্বিন
  7. কার্তিক
  8. অগ্রহায়ণ
  9. পৌষ
  10. মাঘ
  11. ফাল্গুন
  12. চৈত্র

আরো বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য

বাংলাদেশ সম্পর্কে তো অনেক তথ্যই জেনে নিলেন। আরো কিছু তথ্য বাংলাদেশ সম্পর্কে পয়েন্ট আকারে জেনে নেই।

  1. বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সার্ভভৌম একটি দেশ।
  2. এদেশ কৃষি প্রধান দেশ, নদী মাতৃক দেশ।
  3. কৃষির উপর নির্ভর করে এদেশের অনেক মানুষ জীবিকা নির্ভর করে।
  4. কৃষি নির্ভর দেশ হওয়া সত্যেও শিল্প খাত থেকে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছে।
  5. ভাত এ দেশের মানুষের প্রধান খাবার। কথায় আছে, মাছে ভাতে বাঙ্গালী।
  6. সারা বাংলাদেশ বর্তমানে বিদ্যুতের আওতায় রয়েছে।
  7. এদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  8. বাংলাদেশের উচ্চ বিচার বিভাগ সুপ্রিম কোট।

এছাড়াও আরো অনেক তথ্য আছে বাংলাদেশকে নিয়ে। আপনার যদি কোন তথ্য মনে পড়ে তাহলে আপনি তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য নিয়ে লেখা আর্টিকেলটি নিয়ে চলুন কিছু প্রশ্ন ও প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।

বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য জানব কিভাবে?

এই আর্টিকেলটি থেকে আপনি বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য অনেক সহজেই জেনে নিতে পারবেন। এছাড়াও আপনার আরো যদি কোন তথ্য জানা থাকে তাহলে ও কোন তথ্য জানতে চান তাহলে কমেন্ট করে আমাদেরকে তা জানাতে পারেন।

এই আর্টিকেলে কিভাবে আমার জানা বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য যুক্ত করব?

আপনি যদি এই আর্টিকেলটিতে আপনার জানা কোন বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য যুক্ত করতে চান তাহলে তা খুব সহজেই করতে পারেন। এজন্য আপনার তথ্যটি কমেন্ট করুন।

বাংলাদেশের সাংবিধানিক নাম কি?

বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

বাংলাদেশ নামকরণ করা হয় কবে?

বাংলাদেশ স্বাধীন হওয়ার দুই বছর আগে ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর বাংলাদেশের নামকরণ করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই নামকরণ করেছিলেন।

বাংলাদেশের স্বাধীনতা লাভের ক্ষেত্রে কার ভূমিকা রয়েছে?

বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্যর মধ্যে এই তথ্যটি অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্বাধীনতা লাভের ক্ষেত্রে অনেকেরই ভূমিকা রয়েছ। এদেশের জনগণের, তৎকালীন বিভিন্ন মন্ত্রী, বাংলদেশকে সহায়তাকারী দেশের ইত্যাদি। তবে, বাংলাদেশের স্বাধীনতা লাভের ক্ষেত্রে যার কথা না বললেই নয় তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে এবং তিনিই বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন।

উপসংহার

এই ছিল বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য নিয়ে লেখা আমাদের এই আর্টিকেল। আশা করছি এই আর্টিকেলটি থেকে আপনি বাংলাদেশকে নিয়ে অনেক কিছু জানতে পেরেছেন। আপনি যদি আরো বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য সম্পর্কে জানেন তাবে তা কমেন্টের মাধ্যমে আমাদেকে জানতে পারেন।

ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে থেকে বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য আর্টিকেলটি পড়ার জন্য। এই ধরনের আরো অনেক আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে। ভালো থাকুন সুস্থ থাকুন টিউনবিএনের সাথেই থাকুন।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.