Sports

টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে?

টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে আপনি কি এই সম্পর্কে জানতে চান? যদি চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। এই আর্টিকেলটিতে কোন দল কত সালে টি ২০ বিশ্বকাপ নিয়েছে অর্থাৎ কোন দল বিজয়ী হয়েছে এবং কোন দল রানার্স আপ হয়েছে তা সবকিছু জানতে পারবেন।

টি ২০ বর্তমান সময়ে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত রূপ। ২০০৭ সাল থেকে অনুষ্টানিকভাবে প্রথমবারের মতোন টি ২০ বিশ্বকাপ আয়োজন করা হয়। এই বিশ্বকাপের ফাইনালে খেলেছে ভারত ও পাকিস্তান এবং প্রথবারের মতোন টি ২০ বিশ্বকাপ জয়লাভ করে এবং পাকিস্তান রানার্স আপ হয়।

২০০৭ সাল থেকে মোট ৮ বার টি ২০ বিশ্বকাপের আয়োজন করা হয়। টি ২০ বিশ্বকাপ সাধারণত দুই বছর পর পর আয়োজন করা হয়। কিন্তু, ২০১৯ সালে করোনা ভাইরাসের প্রোকোপের কারণে সেই বার টি ২০ বিশ্বকাপ আয়োজন করা হয় নি। তা না হলো মোট ৯ বার টি ২০ বিশ্বকাপের আয়োজন করা হতো। সর্বশেষ টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে ২০২২ সালে।

আরো পড়ুনঃ

এবার চলুন জেনে নেওয়া যাক টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে।

টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে

নিচের টেবিলে এই সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে দিলাম। এখান থেকে দেখে নিন কোন দল কতবার বিশ্বকাপ নিয়েছে।

সালহোস্টচ্যাম্পিয়ানরানার্স আপ
২০০৭সাউথ আফ্রিকাভারতপাকিস্তান
২০০৯ইংল্যান্ডপাকিস্তানশ্রীলঙ্কা
২০১০ওয়েস্ট ইন্ডিজইংল্যান্ডঅস্ট্রেলিয়া
২০১২শ্রীলঙ্কাওয়েস্ট ইন্ডিজশ্রীলঙ্কা
২০১৪বাংলাদেশশ্রীলঙ্কাভারত
২০১৬ভারতওয়েস্ট ইন্ডিজইংল্যান্ড
২০২১ইউএই ও ওমানঅস্ট্রেলিয়ানিউজিল্যান্ড
২০২২অস্ট্রেলিয়াইংল্যান্ডপাকিস্তান

টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে সংক্ষিপ্ত বিবরণ

উপরের টেবিল দেখে আপনার সহজেই বুঝতে পারবেন কোন দল কতবার টি ২০ বিশ্বকাপ নিয়েছে। তবুও এই সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ চলুন জেনে নেই।

এ পর্যন্ত মোট ৮ বার বিশ্বকাপ আয়োজন করা হয়েছে। তার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সবেচেয়ে বেশী মোট দুইবার টি ২০ বিশ্বকাপ নিয়েছে/ জিতেছে এবং ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া একবার করে টি ২০ বিশ্বকাপ নিয়েছে/ জিতেছে। ওয়েস্ট ইন্ডিজ ২০১২ ও ২০১৬ সালে এবং ইংল্যান্ড ২০০৯ ও ২০২২ টি ২০ বিশ্বকাপ জিতেছিল।

অপরদিকে, টি ২০ বিশ্বকাপে শ্রীলঙ্কা ও পাকিস্তান দুইবার বিশ্বকাপে রানার্স আপ হয়েছিল। অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড একবার করে টি ২০ বিশ্বকাপে রানার্স আপ হয়েছে।

টি ২০ বিশ্বকাপে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ইংল্যান্ড সবচেয়ে বেশি ফাইনাল খেলার সুযোগ পেয়েছে। শ্রীলঙ্কা, পাকিস্তান ও ইংল্যান্ড মোট ৩ বার বিশ্বকাপের ফাইনাল খেলার সুযোগ পেয়েছে এর মধ্যে পাকিস্তান ও শ্রীলঙ্কা ১ বার জিতেছে বা চ্যাম্পিয়ান হয়েছে এবং ২ বার রানার্স হয়েছে। ইংল্যান্ড ২ বার জিতেছে বা চ্যাম্পিয়ান হয়েছে ও ১ বার রানার্স আপ হয়েছে। ভারত, ওয়েস্ট ইন্ডিজ ফাইনালে মোট ২ বার এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ফাইনলালে মোট ১ বার খেলার সুযোগ পেয়েছে। আশা করছি ইতিমধ্যে জেনে ফেলেছেন টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে। টি২০ বিশ্বকাপের আরো কিছু তথ্য চলুন জেনে নেই।

টি ২০ বিশ্বকাপ টুর্নামেট সেরা, সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট

এবার চলুন জেনে নেই কোন বিশ্বকাপ কে টুর্নামেন্ট সেরা, সর্বোচ্চ রান ও উইকেট শিকার করতে পেরেছে।

সালটুর্নামেট সেরাসর্বোচ্চ রানসর্বোচ্চ উইকেট
২০০৭শহীদ আফ্রিদিম্যাথু হেইডেন – ২৬৫উমর গুল – ১৩
২০০৯দিলশানদিলশান – ৩১৭উমর গুল – ১৩
২০১০কেভিন পিটারসনমাহেলা জয়বর্ধনে – ৩০২ডার্ক ন্যানেস – ১৪
২০১২শেন ওয়াটসনশেন ওয়াটসন – ২৪৯অজন্তা মেন্ডিস – ১৫
২০১৪বিরাট কোহলিবিরাট কোহলি – ২৯৫আহসান মালিক, ইমরান তাহির – ১২
২০১৬বিরাট কোহলিতামিম ইকবাল – ২৯৫মোহাম্মদ নবী – ১৬
২০২১ডেভিড ওয়ার্নারবাবর আজম – ৩০৩ওয়ানিদু হাসারাঙ্গা – ১৬
২০২২স্যাম কুরানবিরাট কোহলি – ২৯৬ওয়ানিদু হাসারাঙ্গা – ১৫

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে এই সম্পর্কে তো অনেক কিছু জেনে নিলেন। এবার চলুন এই সম্পর্কে কিছু কমন প্রশ্ন ও প্রশ্নের উত্তর জেনে নেই।

কোন দল সবচেয়ে বেশী টি ২০ বিশ্বকাপ নিয়েছে?

ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সবচেয়ে বেশী টি ২০ বিশ্বকাপ নিয়েছে। মোট ২ বার যথাক্রমে ২০১২, ২০১৬ ও ২০০৯, ২০২২।

কোন দল সবচেয়ে বেশী টি ২০ বিশ্বকাপে অংশ নিয়েছে?

শ্রীলঙ্কা (২০০৯, ২০১২ ও ২০১৪), পাকিস্তান (২০০৭, ২০০৯ ও ২০২২) ও ইংল্যান্ড (২০১০, ২০২৬ ও ২০২২) সবচেয়ে বেশী মোট ৩ বার টি ২০ বিশ্বকাপে অংশ নিয়েছে।

পরবর্তী টি ২০ বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হবে?

পরবর্তী টি ২০ বিশ্বকাপ ২০২৪ সালে অনুষ্ঠিত। ইউএসএ ও ওয়েস্ট ইন্ডিজ এই বিশ্বকাপের আয়োজন করবে। এই বিশ্বকাপের সম্পর্কে সকল তথ্য পেতে এই আর্টিকেলটি পড়ুন – টি ২০ বিশ্বকাপ ২০২৪ সময়সূচি, টিম, ভেনু, পয়েন্ট টেবিল | ICC T20 World Cup Fixtures 2024

শেষ কথা

টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে এই ছিল তা নিয়ে লেখা আর্টিকেল। আশা করছি এই আর্টিকেলটি হতে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য জানতে পেরেছেন। আর্টিকেলটি নিয়ে আপনার কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন। আমি চেস্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।

ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে এর মতোন আরো অনেক আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.