টেলিটক নাম্বার দেখার উপায় ২০২৪
আসসালামু ওয়ালাইকুম। আশা করছি ভালো আছেন। আজকের এই আর্টিকেলের মূল বিষয় হলো টেলিটক নাম্বার দেখার উপায় নিয়ে। আপনি যদি আপনার টেলিটক সিমের নাম্বার দেখতে চান কিন্তু, জানেন না কিভাবে টেলিটক সিমের নাম্বার দেখতে হয় তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হতে পারে।
টেলিটক সিম বাংলাদেশে খুব বেশী জনপ্রিয় সিম না হলেও টেলিটক সিমের চাহিদা দেশে ব্যাপক রয়েছে। কেননা টেলিটক সিমটি দেশের একমাত্র সরকারি সিম। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা BTRC টেলিটক সিম নিয়ন্ত্রণ করে থাকে। টেলিটক সিমটি সরকারী হওয়ার সরকারী বিভিন্ন কাজে টেলিটক সিম ব্যবহার করা হয়ে থাকে। যেমনঃ বিভিন্ন ধরনের অনলাইন আবেদনে, সরকারী কর্মকার্তাদেরকে সিম দেওয়ার ক্ষেত্রে ইত্যাদি।
- রবি নাম্বার কিভাবে দেখে
- মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র বের করার নিয়ম
- Sms Bomber: যেকোন নাম্বারে আনলিমিটেড এসএমএস সেন্ট করুন
এছাড়াও অন্য সকল সিমের চেয়ে টেলিটক সিমের মিনিট, এমবি, এসএমএস এর প্যাকেজের দাম তুলনামূলক অনেক কম। তাই অনেকেই টেলিটক সিম ব্যবহার করে থাকে। তবে টেলিটক সিমের নেটওয়ার্ক কভারেজ অনেক খারাপ। তাই ভালো নেটওয়ার্ক কভারেজ ছাড়া এই সিম ব্যবহার করা বৃথা বললেই চলে। ঢাকা ও ঢাকা শহরের আশেপাশের এলাকায় টেলিটকের নেটওয়ার্ক ভালো হওয়ায় এসব এলাকায় টেলিটক সিমের ব্যবহারকারী অন্য সকল শহরের চেয়ে তুলনামূলক বেশী হয়ে থাকে।
টেলিটক সিমের ব্যবহারকারী অনেক কম হওয়ায় টেলিটক নাম্বার দেখার উপায়, টেলিটক সিমের এসএমএস চেক করার উপায়, টেলিটক সিমের টাকা দেখার উপায় ইত্যাদি অনেকের কাছে অজানা। তাই গুগলে টেলিটক নাম্বার দেখার উপায় লিখে সার্চ করে নাম্বার দেখার কোডটি দেখে নেওয়া ছাড়া আর সহজ কোন উপায় নেই বললেই চলে। তাহলে চলুন দেরী না করে টেলিটক সিমের নাম্বার দেখার উপায় জেনে নেওয়া যাক।
Table of Contents
টেলিটক নাম্বার দেখার উপায়
তিনটি উপায় অনুসরণ করে টেলিটক সিমের নাম্বার চেক করা যায়। এই তিনটি পদ্বতি হলো –
- USSD কোড ডায়াল করে
- SMS সেন্ট করার মাধ্যমে
- অ্যাপের মাধ্যমে
- কাউকে কল করার মাধ্যমে
তিনটি উপায়ই এই আর্টিকেল থেকে জানতে পারবেন। তাহলে চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
USSD কোড ডায়াল করে টেলিটক নাম্বার দেখার উপায়
মোবাইলে USSD কোড ডায়াল করে টেলিটক সিমের নাম্বার দেখা অনেক সহজ ও সকলের নিকট গ্রহণযোগ্য একটি উপায়। এই পদ্বতিতে মুহূর্তের মধ্যে আপনি আপনার টেলিটক সিমের নাম্বার দেখতে পারবেন। টেলিটক সিমের নাম্বার দেখার বা টেলিটক সিমের নাম্বার চেক করার USSD কোড হচ্ছে *551#। *551# কোড টেলিটক সিমের মাধ্যমে ডায়াল করলে টেলিটক সিমের নাম্বার স্কিনে ভেসে উঠবে।
SMS সেন্টের মাধ্যমে টেলিটক নাম্বার দেখার উপায়
অনেকেই আছেন যারা এসএমএস (SMS) এর মাধ্যমে টেলিটক সিমের নাম্বার চেক করতে চান। সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট একটি নাম্বারে নির্দিষ্ট একটি শব্দ লিখে পাঠিয়ে দিতে হবে। পাঠিয়ে দেওয়ার পর ফিরতি মেসেজে আপনার নাম্বার পেয়ে যাবেন। SMS সেন্ট করে টেলিটক সিমের নাম্বার দেখার জন্য প্রথমে আপনি আপনার ফোনের Message অপশনে যান। তারপর New Message এ। এবার, whoiam লিখে 321 মেসেজটি টেলিটক সিমের মাধ্যমে পাঠিয়ে দিন।
- অনলাইনে আয় করার উপায়
- ডিজিটাল মার্কেটিং কি? কিভাবে ডিজিটাল মার্কেটার হবেন? [সম্পূর্ণ গাইডলাইন সহ বিস্তারিত টিউন]
- মার্কেট, মার্কেটিং ও ডিজিটাল মার্কেটিং কি এবং কিভাবে করতে হয়?
- পডকাস্ট কি? পডকাস্ট নিয়ে বিস্তারিত
- ওয়েবসাইট থেকে আয় করার উপায়
অ্যাপের মাধ্যমে টেলিটক নাম্বার দেখার উপায়
আপনি চাইলে অ্যাপের মাধ্যমে টেলিটক সিমের নাম্বারও চেক করতে পারবেন। এই পদ্বতিও অনেকের কাছে অনেক পছন্দনীয় ও জনপ্রিয়ও বটে। অ্যাপের মাধ্যমে টেলিটক সিমের নাম্বার দেখার জন্য প্রথমে প্লে স্টোর থেকে MyTeletalk অ্যাপটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর অ্যাপটিকে ওপেন করলে হোমপেজেই সবার উপরের দিকে অথবা প্রোফাইলে আপনার টেলিটক সিমের নাম্বার পেয়ে যাবেন।
MyTeletalk এন্ড্রয়েড অ্যাপের ডাউনলোড লিংক – https://play.google.com/store/apps/details?id=teletalk.teletalkcustomerapp
কল করার মাধ্যমে টেলিটক নাম্বার দেখার উপায়
কল করে তাৎক্ষণিক ভাবে টেলিটক সিমের নাম্বার বা অন্য যে কোন সিমের নাম্বার দেখা অনেক কার্যকারী একটি একটি উপায়। এই উপায়টি প্রায় সকলেই ব্যবহার করে থাকে। উপায়টি বা নিয়মটি অনেক সহজ। আপনার ফোনের ডায়াল অপশন থেকে চেনা কারো ফোনে একটি কল করুন। কল করলে আপনার নাম্বারটি তার ফোনে ভেসে উঠবে। এতে আপনি আপনার টেলিটক সিমের নাম্বার দেখে নিতে পারবেন।
টেলিটক সিমের অন্যান্য কোড
টেলিটক নাম্বার দেখা ছাড়াও আরো কাজ যেমন ব্যালেন্স চেক, এসএম চেক, মিনিট চেক, অফার চেক ইত্যাদির জন্য কোড ডায়াল করার প্রয়োজন পড়ে। তাই চলুন এই আর্টিকেল থেকে এসব দরকারী ও অত্যন্ত প্রয়োজনীয় কোডগুলো দেখে নেওয়া যাক। আপনি যদি একজন টেলিটক সিম ব্যবহারকারী হন তাহলে আমি আপনাকে পরামর্শ দিব কোডগুলো কোথাও সেভ করে রাখার জন্য। যাতে করে প্রয়োজনের সময় চেক অনেক তাড়াতাড়ি চেক করে দেখে নিতে পারেন।
Teletalk Sim Info | Dial Code |
---|---|
Teletalk Number Check | *551# |
Teletalk Balance Check | *152# |
Teletalk Minute Check | *152# |
Teletalk All Care | *121# |
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
এবার চলুন টেলিটক নাম্বার দেখার উপায় অর্থাৎ এই আর্টিকেলটি নিয়ে আপনাদের কাছ থেকে আসা কিছু কমন প্রশ্ন ও প্রশ্নগুলোর উত্তর জেনে নেওয়া যাক।
টেলিটক নাম্বার দেখার সহজ উপায় কি?
টেলিটক সিমের নাম্বার দেখার সবচেয়ে সহজ ও বহুল ব্যবহৃত উপায় হলো USSD কোড ডায়াল। এই পদ্বতিতে মুহূর্তের মধ্যেই টেলিটক সিমের নাম্বার চেক করা যায়। টেলিটক নাম্বার দেখার উপায় হিসাবে আপনিও এই পদ্বতি ব্যবহার করতে পারেন।
টেলিটক সিমের নাম্বার কোড কি?
টেলিটিক সিমের নাম্বার কোড বলতে টেলিটক সিমের নাম্বার কি দ্বারা শুরু হয় এটা বোঝায়। টেলিটক সিমের নাম্বার কোড হলো 015। অর্থাৎ সকল টেলিটক সিমের নাম্বারের সামনে 015 থাকবে।
টেলিটক সিমের নাম্বার ও ব্যালেন্স চেক করার কোড কি?
টেলিটক সিমের নাম্বার চেক করার কোড হলো *551# এবং ব্যালেন্স চেক করার কোড হচ্ছে *152#।
টেলিটক সিমের হেল্পলাইন নাম্বার কত?
টেলিটক সিমের হেল্পলাইন নাম্বার হচ্ছে *121#। এই নাম্বার কল করে টেলিটক সিমের জরুরী সেবা ও কাস্টোমার কেয়ারের প্রতিনিধির সাথে কথা বলতে পারবেন।
উপসংহার
এই ছিল টেলিটক নাম্বার দেখার উপায় নিয়ে আমাদের আজকের এই আর্টিকেল। আশা করছি আর্টিকেলে দেখানো নিয়ম অনুসরণ করে আপনি সহজেই টেলিটক সিমের নাম্বার চেক করতে পারবেন। তবুও যদি আপনি নাম্বার চেক করতে কোন প্রকার সমস্যার সম্মুখীন হন তবে আপনার সমস্যার কথা নিচের কমেন্ট বক্সে জানান। আমি চেস্টা করব আপনার সমস্যার যথাযথ সমধান দেওয়ার।