এখন থেকে আপনার TuneBN এর যেকোন পোস্টে রিয়েক্ট দিতে পারবেন এর সাথে কোন পোস্টে কত ভিউ হয়েছে তাও দেখতে পারবেন।
আসসালামু ওয়ালাইকুম। আশা করছি ভালো আসেন। প্রথমে ধন্যবাদ জানাই পোস্টটি ওপেন করার জন্য। TuneBN এ অনেকেই নিয়মিত ভিজিট করেন তাদের জন্য আমরা চেস্টা করি নতুন কোন বিষয় নিয়ে পোস্ট করে ভিসিটর দের উপহার দিতে। পোস্ট পড়া হলেও অনেকেই কমেন্ট করতে চান না এর ফলে আমরা ঠিক বুঝতে পারি না যে পোস্টটি আসলে কেমন হয়েছে। আর, এই কথা ভেবে আমরা REACT SYSTEN Install করি। তাই আপনি পোস্ট পড়ে আপনার রিয়েক্ট এর মাধ্যমে আপনার রিয়েকশন জানাতে পারেন। এর পাশাপাশি কমেন্টের মাধ্যমে জানান আপনার এই ফিচার টি কেমন লেগেছে।
এই রিয়েকশন সিস্টেম ছাড়াও ৭ জুন ২০১৯, ১২ টার পর থেকে পোস্ট ভিউ হলে তা আপনারা খুব সহজে দেখতে পারবেন। এর ফলে আপনারা পোস্টের পপুলারিটি বুঝতে পারবেন। তবে আগের করা ভিউগুলোন থাকবে না।
পরবর্তীতে, এছাড়াও আরো কয়েকটি ফিচার আনব ইনশাল্লাহ।
এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন wikibn এর সাথেই থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্কাইব করতে ভুলবেন না কিন্তু।