Wapkiz এ Logo Maker Site তৈরি করুন ১ মিনিটে
আসসালামু ওয়ালাইকুম Wapkiz এ Logo Maker Site তৈরির টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন হয়ে গেল Wapkiz এ Site বানানো নিয়ে কোন পোস্ট করা হয়নি। Wapkiz এ ট্রিকবিডির মতোন সাইট বানানোর টিউটোরিয়ালটি ছিল শেষ টিউটোরিয়াল। এছাড়াও ওয়াপকিজে কিভাবে ডাউনলোড সাইট বানাবেন সেই নিয়েও টিউটোরিয়াল আমাদের সাইটে পাবলিশ করা আছে। আপনি যদি সেই টিউটোরিয়াল গুলো না দেখে থাকেন তাহলে দেখে নিবেন।
পোস্টের টাইটেল দেখে বুঝতেই পেরেছেন আজকে আমরা Wapkiz এ Logo Maker Site বানাতে যাচ্ছি। এটা অনেক সিম্পল একটা কাজ। ১-২ মিনিটের মধ্যে আপনি বানিয়ে নিতে পারবেন। আপনি শুধু এই পোস্টে দেখানো স্টেপগুলোন ফলো করে কাজ করতে থাকুন।
আরো পড়ুনঃ
- Wapkiz এ trickbd এর মতোন সাইট তৈরি করুন [Part 8/ Last]
- ফেসবুক স্ট্যাটাস স্মার্ট কালেকশন ২০২২
- মেহেদি ডিজাইন ২০২২ ছবি ও বই সহ | 35+ Best Mehndi Design
Table of Contents
Wapkiz এ Logo Maker Site তৈরি করার নিয়ম
তো এবার চলেন দেখে নেওয়া যাক কিভাবে Wapkiz এ Logo Maker Site বানাবেন।
স্টেপ-১ঃ প্রথমে আপনি আপনার ওয়াপকিজ অ্যাকাউন্টে লগিন করে নিন। যদি আপনার ওয়াপকিজ অ্যাকাউন্ট না থাকে তাহলে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করে নিবেন।
স্টেপ-২ঃ এরপর যেকোন একটি সাইট বেছে নিন অথবা, একটি নতুন সাইট তৈরী করে সেই সাইটের Panel Mode এ যান।
স্টেপ-৩ঃ এবার, অপশন বার থেকে Html/ Tag Code সিলেক্ট করে Go করুন।
স্টেপ-৪ঃ তারপর Wapkiz Logo Maker Code কোডটি ডাউনলোড করে কোডটি টেক্সট এডিটর অ্যাপ দিয়ে ওপেন করে কোডগুলো কপি করে নিন।
স্টেপ-৫ঃ কোড কপি করা হয়ে গেলে কোডগুলো Textbox এ পেস্ট করে সেভ করে নিন।
স্টেপ-৬ঃ এবার সাইটে টাইটেল যুক্ত করা জন্য নিচে দেওয়া কোডটি আগের মতোন বসিয়ে দিন।
:title:এখানে আপনি আপনার পছন্দ মতোন টাইটেল দিবেন:/title:
ব্যাস কাজ শেষ। এবার View এ ক্লিক করে দেখুন সব কিছু ঠিক-ঠাক আছে কি না!! সব কিছু ঠিক-ঠাক আছে কি না তা পরীক্ষা করার জন্য একটি লোগো তৈরি করুন। যদি কাজ করে তাহলে আপনার লোগো মেকার সাইট বানানো সফল হয়েছে।
Wapkiz Logo Maker Code Download
এই কোডটি অনেক আগের ছিল। তাই বর্তমানে এটি আর কাজ করছে না। তাই আমরা এই পোস্টটি হতে ডাউনলোড লিংক সরিয়ে ফেলেছি।
শেষ কথা
আশা করছি সাইটি বানাতে আপনার কোন সমস্যা হয়নি। পোস্টটি কেমন লাগল তা জানাতে এবং কোথাও কোন সমস্যা হলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ধরনের আরো অনেক পোস্ট পেতে টিউনবিএন এর সাথেই থাকুন।
amr to download hoi na vai
plz help vai amr to download hoi na plz hlp vai plz help onno link den vai
আমরা খুব শীঘ্রই সমস্যাটি সমাধান করার চেস্টা করব। আমাদের সাথেই থাকুন।