Sim Offer

নগদ কল সেন্টার নাম্বার | Nagad Call Center Number 2022

আপনি কি নগদ কল সেন্টার নাম্বার নাম্বার (Nagad Call Center Number) খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। আর্টিকেলটি থেকে আপনি সহজেই নগদ কল সেন্টার নাম্বার পেয়ে যাবেন।

নগদ বর্তমান সময়ে অনেক জনপ্রিয় একটি মোবাইল ফিনান্সিয়াল সেবা। এটি বর্তমান সময়ে বাংলাদেশে দ্বিতীয় বৃহতম মোবাইল ফিনান্সিয়াল সেবা। প্রথম অবস্থানে রয়েছে বিকাশ। নগদের মাধ্যমে খুব সহজে মোবাইলের মাধ্যমে দেশের অভ্যন্তরে টাকা পাঠানো সম্ভব। এর চার্জ অন্য সব ফিনান্সিয়াল সেবার চেয়ে তুলনামূলক অনেক কম।

আরো পড়ুনঃ

দেশের দ্বিতীয় বৃহত্তম ফিনান্সিয়াল সেবা হওয়ায় এর কাস্টমার সংখ্যাও অনেক বেশী। তাই সকল কাস্টমার/ গ্রাহককে সঠিক সেবা দেওয়ার জন্য নগদে একটি কল সেন্টার নাম্বার রয়েছে। যার মাধ্যমে গ্রাহকেরা বিভিন্ন ধরনের সেবা পেতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হলে এই নগদ কল সেন্টার নাম্বারে ফোন দিলে সমস্যা সমাধান কিংবা সমস্যা সমাধানের উপায় পাওয়া যায়।

তাহলে চলুন নগদ কল সেন্টার নাম্বারটি (Nagad Call Center Number) জেনে নেওয়া যাক এবং এর পাশাপাশি জেনে নেওয়া যাক এই কল সেন্টার নাম্বার থেকে কি ধরনের সেবা পাওয়া যাবে।

নগদ কল সেন্টার নাম্বার

নগদ কল সেন্টার নাম্বার, ঠিকানা ও ইমেইল

নগদের বর্তমানে দুইটি কল সেন্টার নাম্বার নাম্বার রয়েছে। এই দুইটি নাম্বার কল দিয়ে জরুরী সেবা পাওয়া যাবে এছাড়া কল সেন্টার নাম্বার ছাড়া ইমেইল, ঠিকানা রয়েছে। যেখান থেকে জরুরী সেবা পাওয়া যাবে।

নগদের কল সেন্টার নাম্বার হলো ১৬১৬৭ (ইংরেজিতে 16167) এবং ০৯৬০৯৬১৬১৬৭ (ইংরেজিতে 096 096 16167)। মোবাইলের ডায়াল অপশনে গিয়ে 16167 ডায়াল করলে সরাসরি নগদ কল সেন্টারে ফোন চলে যাবে। এটি টোল ফ্রি নাম্বার নয়। রেগুলার কলরেটে টাকা কাটা হবে।

আর নগদ কল সেন্টার নাম্বার ১৬১৬৭ হটলাইন নাম্বার। অর্থাৎ আপনি কাস্টমার কেয়ারে যে কথাগুলো বলবেন তা ভবিষ্যতের জন্য সংগ্রহ করা হবে। তাই এমন কিছু অপ্রসাঙ্গিক কথা বলবেন না যা আপনি আইনি সমস্যায় ফেলতে পারে।

নগদের ইমেইল ও ঠিকানা

কল সেন্টার ছাড়াও তাদেরকে ইমেইল করার মাধ্যমে ও ঠিকানায় গিয়ে আপনার সমস্যার কথা বলে সমাধান পেতে পারেন। উপরের ছবিতে তাদের ইমেইল ও ঠিকানা দিয়ে দেওয়াই আছে। আপনি চাইলে তা আপনার ডিভাইসে সেভ করে রাখতে পারেন। তবে যদি আপনার কপি করার প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে কপি করে নিতে পারেন।

  • নগদ সাপোর্ট ইমেইলঃ info@nagad.com.bd
  • নগদ ঠিকানাঃ Delta Dahlia Tower (Level 13 and 14), 36 Kemal Ataturk Avenue, Banani, Dhaka -1213

আরো পড়ুনঃ

নগদ কল সেন্টার নাম্বার থেকে যে সুবিধা পাবেন

নগদের কল সেন্টার নাম্বার (Nagad Call Center Number) থেকে যে সুবিধাগুলো পাবেন তাও আপনার জানা প্রয়োজন। তা না হলে এই নাম্বার কল দিয়ে আপনার মূল্যবান সময় অপচয় হতে পারে।

  1. অ্যাকাউন্ট সেবা
  2. পিন রিসেট
  3. পিন ভুলে গেল তা রিসেট
  4. অ্যাকাউন্ট লক হয়ে গেলে আনলক করা
  5. সাময়িক সময়ের জন্য অ্যাকাউন্ট লক রাখা
  6. বিভিন্ন তথ্য জানা
  7. ইত্যদি ইত্যাদি

তবে বেশীরভাগ মানুষ পিন সমস্যা ও অ্যাকাউন্ট সেবার জন্য কল সেন্টার নাম্বারে ফোন করে থাকে। যদি আপনি ভুল করে অন্য কোন নাম্বারে টাকা পাঠিয়ে থাকেন তাহলে নগদ কল সেন্টার নাম্বারে ফোন করে কোন লাভ হবে না। এজন্য আপনাকে প্রথমে থানায় একটি জিডি করতে হবে। এরপর সেই জিডির কপি নিয়ে নিকটস্থ নগদ সেবা সেন্টারে গিয়ে তা দেখাতে হবে। এতে করে তারা সেই অ্যাকাউন্টটি সাময়িক সময়ের জন্য লক করে দিবে।

যদি নিকটে কোন নগদ সেবা না থাকে তাহলে আপনি তাদের ইমেইল, লাইভ চ্যাট কিংবা কল সেন্টার নাম্বারে ফোন করতে পারেন।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

নগদ কল সেন্টার নাম্বার (Nagad Call Center Number) নিয়ে লেখা এই আর্টিকেল সম্পর্কে আপনার মনে কিছু প্রশ্ন আসতে পারে। চলুন এই ধরনের কিছু প্রশ্ন ও প্রশ্নগুলো উত্তর জেনে নেওয়া যাক।

নগদ কল সেন্টার নাম্বার কখন কখন খোলা থাকে?

যেহেতু এটি একটি সাপোর্ট নাম্বার তাই এই নাম্বারটি দিন-রাত ২৪ ঘন্টাই খোলা থাকে।

নগদ কল সেন্টার নাম্বারে কল দিলে টাকা কাটে?

যেহেতু এটি কোন টোল ফ্রি নাম্বার নয় তাই এই নাম্বারে কল দিলে অবশ্যই টাকা কাটে এবং কাটেও। কাটা কাটার পরিমাণ রেগুলার হয়ে থাকা।

কি কি সেবার এই নাম্বার থেকে পাওয়া যাবে?

বিভিন্ন সেবা ও তথ্য এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন। অ্যাকাউন্ট সেবা উল্লেখযোগ্য একটি।

নগদ কল সেন্টার নাম্বার কত?

নগদ কল সেন্টার নাম্বার হলো ১৬১৬৭।

শেষ কথা

এই ছিল নগদ কল সেন্টার নাম্বার (Nagad Call Center Number) নিয়ে আমাদের আজকের এই আর্টিকেল। আশা করছি এই আর্টিকেলটি থেকে নগদের কল সেন্টার নাম্বারটি পেয়ে গেছে এবং আপনার তা কাজেও লেগেছে। এই ধরনের আরো অনেক আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।

ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। আর্টিকেলটি ফেসবুকে শেয়ার করে রাখুন যাতে করে অন্যরাও সহজে নগদের কল সেন্টার নাম্বার পেয়ে যায়।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.