GamingWindows Computer

কম্পিউটারের জন্য মোস্তফা গেম ডাউনলোড করুন ফ্রিতে | Mustofa Game Software Free Download

কম্পিউটারের জন্য মোস্তফা গেম (Mustofa Game) এক সময়ের অনেক জনপ্রিয় একটি গেম ছিল। তবে বর্তমানে মোস্তফা গেমের (Mustofa Game) জনপ্রিয়তা যে কম তা কিন্তু নয়। ২০২৩ সালেও মোস্তফা নামের এই গেমটির অনেক জনপ্রিয়তা রয়েছে। অনেকেই এই গেমটি ডাউনলোড করার জন্য অনুসন্ধান করে থাকে। আপনিও যদি এই গেমটি ডাউনলোড করার জন্য অনুসন্ধান করে তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য অনেক হেল্পফুল হতে যাচ্ছে।

আর্টিকেলটি থেকে সহজেই আপনি মোস্তফা গেম ডাউনলোড করে নিতে পারেন। শুধু যে আর্টিকেলটি থেকে Mustofa Game (বাংলায় মোস্তফা গেম) ডাউনলোড করে নিতে পারবেন তা কিন্তু। গেমটি সম্পর্কে অনেক অথ্যও জানতে পারবেন। যা আপনার জ্ঞান বৃদ্ধিতেও সাহায্য করবে।

বর্তমান সময়ের তরুন প্রজন্মরা এই গেমটি না খেলে থাকলে এই গেমের নাম অবশ্যই শুনে থাকবে। উনবিংশ শতাব্দির তরুণদের কাছে এই গেমটি ছিল কম্পিউটার গেমের মধ্যে প্রথম পছন্দ। তখনকার সময় বর্তমানের মতো স্মার্টফোন এভেইলেবল ছিল না। তাই যাদের বাসায় কম্পিউটার ছিল শুধু তারাই এই গেমের মজা উপভোগ করতে পারত। কম্পিউটার যাদের নেই কি এই সুবিধা থেকে একদম বঞ্ছিত থাকত? এর উত্তর একদমই না। তারা প্লে-স্টেশনে গিয়ে টাকার বিনিময়ে এই গেমটি খেলত।

আরো পড়ুনঃ

আপনি যদি আপনার বাবা অথবা আপনার কোন বড় ভাইকে মোস্তফা গেম (Mustofa Game)  এর ব্যাপারে জিজ্ঞাসা করেন তারা আপনাকে এই গেমের ব্যাপারে অনেক মজার মজার ঘটনা শোনাতে পারবে। হয়তো তারা স্কুল-কলেজ ফাঁকি দিয়ে Mustofa Game খেলার জন্য পড়ে থাকতে কিংবা বন্ধুদের সাথে এই গেমে ভালো স্কোর করার জন্য কম্পিটিশন করত।

তো যাই হোক না বর্তমান সময়ে প্রজন্মের কি এই গেমটি টেস্ট করা উচিত না? তো তো চলুন গেমটি ডাউনলোড করে নেওয়া যাক।

কম্পিউটারের জন্য মোস্তফা গেম

Mustofa Game Icon

আপনি যদি কম্পিউটারের জন্য ডাউনলোড করতে তাহলে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন। উন্ডোজ ৭, উইন্ডোজ ৮, উইন্ডোজ ১০, উইন্ডোজ ১১ ভার্সনে গেমটি অনায়েসে খেলতে পারবেন। আর এই গেমটি খেলার জন্য খুব হাই-ইন্ড পিসির প্রয়োজন পড়বে না। মোটামুটির চেয়ে একদম নিম্ন কোয়ালিটির কম্পিউটার হলে গেমটি ডাউনলোড করে খেলতে পারবেন।

আর যদি এইন্ডয়েড মোবাইলের জন্য গেমটি খুঁজে থাকেন তাহলেও চিন্তা করবেন না। মোস্তফা গেমটি এন্ড্রয়েড ভার্সনের জন্যও এভেইলেবল রয়েছে। আপনার যদি কম্পিউটার না থাকে তাহলে সহজে স্মার্টফোনে এর মজা উপভোগ করতে পারবেন।

তবে যেহেতু আর্টিকেলটি কম্পিউটারের জন্য তাই কম্পিউটার ভার্সনের লিংক নিচে পাবেন।

গেমের নামMustofa Game (মোস্তফা গেম)
গেম ডেভেলপারMustofa Game Inc
পরিচিত নামClassic Dino Cadillacs
গেমটির ডাউনলোড সংখ্যা১,০০০,০০০ +
গেমটির সাইজ10 MB (Setup File)
সর্বশেষ আপডেট২৮ জুলাই, ২০১৬
গেমের ভার্সন2.12.2
অপারেটিং সিস্টেমWindows 7/ 8/ 10/ 11
সক্রিয় ব্যবহারকারীজানা যায়নি
গেমের ভাষাইংরেজি

আরো পড়ুনঃ

কম্পিউটারের জন্য মোস্তফা গেম ডাউনলোড

Mustofa Game Screenshot


এবার চলুন কম্পিউটারের জন্য Mustofa Game টি ডাউনলোড করে নেওয়া যাক। ডাউনলোড করার জন্য নিচে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করুন। গেম ফাইলটি গুগল ড্রাইভে আপলোড করা আছে। তাই আশা করছি গেমটি ডাউনলোড করতে কোন প্রকার সমস্যায় পড়বেন না। আর যদি সমস্যায় পড়েও থাকেন তাহলে সমস্যার কথা উল্লেখ করে নিচে কমেন্ট করুন। আমি চেস্টা করব আপনার সমস্যার সমাধান দেওয়ার জন্য।

Download Mustofa Game

কম্পিউটার রিকোয়ারমেন্ট

গেমটি খেলার জন্য আপনার কম্পিউটারকে কিছু রিকোয়ারমেন্ট পূরণ করত হবে। এসব রিকোয়ারমেন্ট নিচে তুলে ধরা হলো। বর্তমান সময়ের সকল কম্পিউটার এই সামান্য রিকোয়ারমেন্ট পূরণ করতে পারবে। আর অনেক আগে যেসব কম্পিউটার আছে তারা এই রিকোয়ারমেন্টগুলো পূরণ করতে ব্যার্থ হলেও হতে পারে।

Tested Os Windows 7 64-Bit
Os RequiredWindows XP, Vista, Windows7 / 8/ 8.1/ 10/ 11
CPUPentium 4 or later.
Ram256 MB
Setup Size10 MB
Hard Disk Space100 MB

মোস্তফা গেম কম্পিউটারে ইন্সটল ও খেলার নিয়ম

Mustofa Game Fighting Screenshot

কিভাবে গেমটি কম্পিউটারে ইন্সটল ও খেলবেন সেই নিয়ম জানার জন্য নিচের স্টেপগুলো ফলো করুন।

  • প্রথমে সেটআপ ফাইলটি ডাউনলোড করুন। ডাউনলোড ফাইলটি জিপ আকারে পাবেন।
  • এবার জিপ ফাইলটি এক্সট্রাক্ট করে নিন।
  • mame32.exe নামের একটি ফাইল পাবেন। এখানে ক্লিক করে ডায়রেক্টরি সিলেক্ট করে দিন।
  • সকল ধাপ সম্পন্ন করার পর সেটআপ ফাইলের সাহায্যে মূল ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে।
  • ফাইল/ গেমটি ডাউনলোড হওয়ার পর ওপেন করুন।
  • কি বোর্ডের Ctrl বাটনের সাহায্যে ফায়ার করতে পারবেন।
  • Alt কি দিয়ে Jump এবং 5 দিয়ে credits।

এভাবে খুব সহজে Mustofa Game টি খেলতে পারবেন।

উপসংহার

এই ছিল কম্পিউটারের জন্য মোস্তফা গেম ডাউনলোড (Mustofa Game Download) নিয়ে আমাদের আর্টিকেল। আশা করছি আপনি সহজে গেমটি ডাউনলোড করে নিতে পারবেন এবং খেলতে পারবেন। তবুও যদি কোনরূপ সমস্যার সম্মুখীন হন তাহলে কমেন্টের মাধ্যমে আপনার সমস্যার কথাটি জানান।

আর সম্ভব হলে এই গেমটি নিয়ে আপনার একটি মতামত জানাবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.