Status

70+ জুম্মা মোবারক স্ট্যাটাস | Jumma Mubarak Status

আসসালামু আলাইকুম। আশা করছি আপনি ভালো আছেন। আপনি কি শুক্রবার জন্য জুম্মা মোবারক স্ট্যাটাস খুঁজছেন? যদি খুঁজে থাকে তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হতে পারে।

এই আর্টিকেলে আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ কিছু জুম্মা মোবারক স্ট্যাটাস (Jumma Mubarak Status) যা আপনার কাছে ভালো লাগবে বলে আমার ধারণা। তাহলে চলুন এমন কিছু জুম্মা মোবারক স্ট্যাটাস দেখে নেওয়া যাক। আর, আপনি যদি এই আর্টিকেলটিতে আপনার কোন স্ট্যাটাস সংযুক্ত করতে চান তাহলে কমেন্ট করুন। যদি আপনার স্ট্যাটাসের মান অনেক ভালো হয় তাহলে এই আর্টিকেলে আমরা তা সংযুক্ত করব।

সেরা জুম্মা মোবারক স্ট্যাটাস

প্রথমে চলুন সেরা কিছু জুম্মা মোবারক স্ট্যাটাসগুলো দেখে নেওয়া যাক। আপনি চাইলে এই স্ট্যাটাস গুলো কপি করে ফেসবুকে পোস্ট করতে পারবেন। এছাড়া ফেসবুকে ছবির ক্যাপশন অথবা My Story হিসেবে দিতেও পারবেন।

আজ পবিত্র জুম্মা মোবারক বা শুক্রবার। সকল মুসলমানদের নিকট অনেক পবিত্র একটি দিন। আজকের এই পবিত্র দিনকে কেন্দ্র করে কিছু স্ট্যাটাস।

  • নতুন আশা, নতুন দিন, আজকে হল জুমার দিন। লাগছে ভাল ছাড়বো ঘর, মসজিদে যাবো ১২ টার পর। আকাশে সূর্য দিচ্ছে আলো, জুমার নামায পরতে লাগবে ভালো। – সকলকে জুম্মা মোবারক!!
  • হে মুমিনগন, জুমআর দিনে যখন সালাতের আজান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর স্বরন পানে ত্বরা কর এবং কেনাবেচা বন্ধ কর, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা এটা বুঝ! জুম্মা মোবারক!!
  • মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয়,সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে আল্লাহ একটি নেকী দান করেন এবং একটি করে গোনাহ মোচন করেন। — হযরত মুহাম্মদ (সাঃ)
  • আগেই সালাম দেওয়ার চেষ্টা করো কেননা আল্লাহ কাছে সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি হচ্ছে প্রথমে সালাম প্রদানকারী। – হযরত মুহাম্মদ (সাঃ)
  • মুসলিম আমার নাম! কুরআন আমার জান! নামাজ আমার গাড়ি! জান্নাত আমার বাড়ী! আল্লাহ্ আমার রব! নবী আমার সব! ইসলাম আমার ধর্ম! এবাদত আমার কর্ম! জুম্মা মোবারক!
  • নামাজ রোজা নাহি কাজা করবো না ভাই কভু নয়তো রাজা দিবেন সাজা যিনি মোদের প্রভু নামাজ রোজা অনেক সোজা ইচ্ছে যদি করো মনের মতো সময় মতো নামাজ রোজা করো পণ করো আজ পড়বো রাখবো সদা রোজা তা না হলে পরকালে পেতে হবে সাজা বেহেস্তেতে থাকবো মেতে হবে কত মজা। জুম্মা মোবারক
  • মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই দুচোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো সে হবে পর আপন হবে নামাজরোজা অন্ধাকার কবর। – জুম্মা মোবারক
  • নামাজ কে আমি ভালবাসি নদীর ঢেও পাখির গান কুরআন আমার সংবিধান সবুজ শেমল রুপে ঘেরা ইসলাম ধর্ম সবার সেরা। জুম্মা মোবারক
  • ইসলাম শান্তির ধর্ম। এলেম শিক্ষা করে যে ব্যক্তি পরিতৃপ্ত হতে না পারে ধনের প্রাচুর্য তাকে কথনও সুখের সন্ধান দিতে পারবে না। জুম্মা মোবারক
  • আমার বান্দাদেরকে বলে দিন তারা যেন যা উত্তম এমন কথাই বলে। শয়তান তাদের মধ্যে সংঘর্ষ বাধায়। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। (সুরা বানী ইসরাঈল-৫৩)
  • যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের উপর ঈমান রাখে সে যেন উত্তম কথা বলে না হয় চুপ থাকে। (সহীহ বুখারী)
  • মানুষ সব সময় “মৃত্যু” থেকে বাঁচার “চেষ্টা” করে কিন্তূ জাহান্নাম” থেকে” নয় অথচ “মানুষ” চাইলে “জাহান্নাম” থেকে” বাঁচতে “পারে” কিন্তু “মৃত্যু” থেকে নয়।
  • “মাগো” আমি শিখব না আর হাট্টিমা টিম টিম “কোরআন” থেকে শিখব আমি আলিফ, লাম, মীম ১ টা করে হরফে ১০ টা করে নেকী চল সবাই আজ থেকে কোরআন হাদীস শিখি। জুম্মা মোবারক!
  • কিসের আমার বাহাদুরী কিসের অহংকার দম ফুরালে মাটির নিচে বন্ধ হবে দ্বার। এই দুনিয়ার আলো বাতাস লাগবে না আর গায় কে যাবে রে অচিন দেশে পাল তোলা এই নায়। তুমি যাবে আমি যাবো যাবে প্রিয়জন আসা যাওয়া চলছে খেলা থাকবে পড়ে ধন। জুম্মা মোবারক
  • অবুঝ শিশুরা যেমন কেঁদে কেঁদে সমস্ত সমস্যার সমাধান করে তার মায়ের কাছে ঠিক তেমনি ভাবে আমাদের উচিৎ আল্লাহর কাছে কেঁদে কেঁদে সব সমস্যার সমাধান করে নেওয়া। জুম্মা মোবারক
  • দেখতে চাই স্বপ্ন  থাকতে চাই মগ্ন। হতে চাই কবি লিখব আমি সবি। বাসতে চাই ভালো জ্বালাতে চাই ইসলামের আলো।
  • মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাক কারণ মৃত্যুর দূত তোমার পিছনে দাঁড়িয়ে আছে। তার ডাক দেবার পর আর প্রস্তুত হবার সময় থাকে না।
  • দুনিয়া নিয়ে দুঃশ্চিন্তা করা অন্তর হলো অন্ধকারাচ্ছন্ন আখিরাত নিয়ে দুঃশ্চিন্তা করা অন্তর হলো আলোকিত।
  • সোনার গাছে হিরার পাতা… ভুলিও না আল্লাহর কথা… টাকা পয়সা কতকাল… জান্নাতে রবে চিরকাল… সাগরের মাঝখানে এক বুক পানি…আমার রব আল্লাহু ই জানি…..
  • এইভাবে শিখলে কেমন হত? A = আল্লাহ B = বিসমিল্লাহ C = কালিমা D = দু’আ E = ঈমান F = ফরয G = জিহাদ H = হজ্জ্ব I = ইসলাম J = জান্নাত K = ক্বিয়ামত L = লা-ইলাহা ইল্লাল্লাহু… M = মুহাম্মাদ (সঃ) N = নবুওয়্যাত O = ওযু P = পুলসিরাত Q = কুরআন R = রহমত S = সুন্নাত T = তওবা U = উমরা V = বিতর W = ওয়াক্ত X = এক্সট্রা ইবাদত (নফল) Y = ইয়াসীন Z = যাকাত

নতুন জুম্মা মোবারক স্ট্যাটাস

এবার চলুন নতুন কিছু জুম্মা মোবারক স্ট্যাটাস (Jumma Mubarak Status) দেখে নেওয়া যাক। আশা করছি এসব নতুন জুম্মা মোবারক স্ট্যাটাস আপনার ভালো লাগবে।

  • কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন তার সাথে সম্পর্ক ভাল রাখতে হয়। ঠিক তেমন আল্লাহর কাছ থেকে কিছু পেতে হলে আল্লাহর সাথে সম্পর্ক ভাল রাখতে হবে!!!
  • যে ব্যাক্তি আজান শুনে নামাজ পড়বে না কিয়ামতের দিন তাঁর কানে গরম সীসা ঢেলে দেয়া হবে।
  • পৃথিবীর সবচেয়ে জটিল অংকের নাম জীবন। যে সূত্রেই প্রয়োগ করা হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যুই আসবে।
  • আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম।
  • সম্পদ বলে – আমাকে উপার্জন করো বাকী সব কিছু ভুলে যাও। সময় বলে – আমাকে অনুসরন করো বাকী সব কিছু ভুলে যাও। ভবিষ্যত বলে – আমার জন্য সংগ্রাম করো বাকী সব কিছু ভুলে। যাও আল্লাহ বলেন – শুধু আমাকে স্বরন করো বাকী সব কিছু আমি দেব।
  • Love Yoυ আল্লাহ কে বলো। Мιѕѕ Yoυ নামায কে বলো। Вeleιve Yoυ কুরআন কে বলোI Тrυѕт Yoυ রাসুল(স) কে বলো। Нате Yoυ শয়তান কে বলোI Don’t Care দুনিয়া কে বলো। Like Must ইসলাম কে বলো।
  • সুন্দর চেহারা দিয়ে কি হবে? যদি চরিত্র না থাকে? উচ্চতর ডিগ্রী দিয়ে কি হবে? যদি অন্তরে দ্বীনের জ্ঞান না থাকে? অঢেল সম্পদ দিয়ে কি হবে? যদি ঈমান না থাকে? পৃথিবীর সবকিছু পেলে কি হবে? যদি আল্লাহর সাথে না থাকেন…
  • নতুন আশা নতুন দিন! আজকে হল জুমার দিন। লাগছে ভাল ছাড়বো ঘর মসজিদে যাবো ১২ টার পর। আকাশে সূর্য দিচ্ছে আলো জুমার নামায পরতে লাগবে ভালো।  {>সকলকে জুম্মা মোবারক<}
  • জীবন সাজাই নামায দিয়ে। মন সাজাই ঈমান দিয়ে। শরীর সাজাই নবীর সুন্নত দিয়ে। আর বন্ধু বানাই ইসলামের দাওয়াত দিয়ে!! জুম্মা মোবারাক।
  • মুসলিম আমার নাম! কুরআন আমার জান!  নামাজ আমার গাড়ি! জান্নাত আমার বাড়ী!  আল্লাহ্ আমার রব! নবী আমার সব! ইসলাম আমার ধর্ম! এবাদত আমার কর্ম!
  • নামাজ রোজা নাহি কাজা করবো না ভাই কভু নয়তো রাজা দিবেন সাজা যিনি মোদের প্রভু নামাজ রোজা অনেক সোজা ইচ্ছে যদি করো  মনের মতো সময় মতো নামাজ রোজা করো
  • পণ করো আজ পড়বো রাখবো সদা রোজা তা না হলে পরকালে পেতে হবে সাজা বেহেস্তেতে থাকবো মেতে হবে কত মজা।
  • আলিম হব জাহিল থাকবনা। দাড়ি রাখব মিছা কথা বলব না। মিছামিছি হাসবনা ঈমান ঠিক রাখব। মসজিদ আবাদ করব জলে উঠুন ঈমানি শক্তিতে।
  • ১২৩ আসছে রোজার দিন। ৪৫৬ রোজা রাখতে কিসের ভয়। ৭৮৯ খারাপ কাজ আর নয়। ১০১১১২ পাঁচ ওয়াক্ত নামাজ পড়।
  • হেলাই হেলাই দিন চলে যাই পারঘাটায়তে বইসা। সেস বিচারের দিনে তুমি বিনে আছে কেবা আমার। {>সকলকে জুম্মা মোবারক<}

জুম্মা মোবারক স্ট্যাটাস Quote

নিশ্চয়ই নামায মানুষকে পাপ অন্যায় অশ্লীলতা এবং লজ্জাহীনতার কাজ হতে বিরত {>সকলকে জুম্মা মোবারক<}

নবী করীম (সাঃ) বলেন, তোমরা কুরআন পড় কেননা কেয়ামতের দিন সে তার সাথীদের জন্য সুপারিশকারী হবে।

জুম্মা মোবারক সবাইকে হে আমার আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান কর। আখিরাতেও কল্যাণ দান কর এবং আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও! সূরা বাকারা (২০১)। আমিন

জুম্মা মোবারক স্ট্যাটাস এর ব্যাবহার

জুম্মা মোবারক স্ট্যাটাস একেক জন একেক কাজে ব্যবহার করে। একজনের ব্যবহারের সাথে অন্যজনের ব্যবহার অমিল থাকতে পারে। তবে বেশিরভাগ লোক ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য ব্যবহার করে। জুম্মা মোবারক স্ট্যাটাস এর কিছু উল্লেখযোগ্য ব্যবহার নিম্নে তুলে ধরা হলো –

  1. ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রে
  2. ইনস্টাগ্রাম বা ফেসবুকে ছবির ক্যাপশন হিসেবে
  3. হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি দেওয়ার ক্ষেত্রে
  4. প্রিয়জন কাউকে মেসেজ পাঠানোর জন্য। ইত্যাদি ইত্যাদি।

জুম্মা মোবারক স্ট্যাটাস ছবি

এবার চলুন কিছু ছবি দেখে নেওয়া যাক। আপনি চাইলে এই ছবিগুলোর মধ্য থেকে যেকোন একটি ছবি ডাউনলোড করে ফেসবুকে কিংবা অন্য কোথাও পোস্ট দিতে পারবেন।

জুম্মা মোবারক স্ট্যাটাস ছবি ১

জুম্মা মোবারক স্ট্যাটাস ছবি ২

জুম্মা মোবারক স্ট্যাটাস ছবি ৩

জুম্মা মোবারক স্ট্যাটাস বাংলা ২০২৩

আপনার জন্য আরো কিছু সেরা মানের জুম্মা মোবারক স্ট্যাটাস বাংলা ২০২৩ নিম্নে দিয়ে দিলাম। আপনি এই জুম্মা মোবারক স্ট্যাটাসগুলো দেখতে পারেন এবং এখান থেকে যে স্ট্যাটাসটি ভালো লাগে সেটি কপি করে নিন।

  • উচ্চাকাঙ্কা এমন এক বাহন যাতে আরোহণ করার পরিণাম সীমাহীন ক্লান্তি ছাড়া আর কিছুই নয়। লোভ লালসা, অহংকার এবং পরশ্রীকাতরতা মানুষকে অসীম পাপের পথে ঠেলে দেয়। যারা জীবনে সাফল্য কামনা করে, তাদেরকে উপরোক্ত বিষয় গুলির প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। – হযরত আলী (রাঃ)
  • অসৎ লোকের ধন-দৌলত পৃথিবীতে সৃষ্ট জীবের বিপদ-আপদের কারণ হয়ে দাঁড়ায়। – হযরত আলী (রাঃ)
  • মানুষ জ্ঞান অর্জন করে নিজের অস্থিত্বের সাথে বে-ঈমানী এবং বিবেক বর্জিত কাজ করে থাকে। – হযরত আলী (রাঃ)
  • জ্ঞানী লোক অন্যের কাছ থেকে উপদেশ লাভ করে বরং নিজেকে উপদেশ দানের পাত্র বলে মনে করে না। – হযরত আলী (রাঃ)
  • যে ব্যক্তি জুম্মার দিনে সূরা কাহাফ পড়বে, তার এক আলোক থাকবে যা তার থেকে এক শুক্রবার থেকে পরের জুমায় জ্বলবে। জুম্মা মোবারক।
  • জীবন আল্লাহর কাছ থেকে আল্লাহর যাত্রা, সুতরাং আসুন আমরা এটি আল্লাহর জন্য করি। জুম্মা মোবারক
  • আপনি যদি জানতেন যে সুজুদ কতটা শক্তিশালী, আপনি কখনও মাথা থেকে মাটি থেকে উঠতে পারবেন না।
  • শুক্রবার নিকটে, চিন্তিত হবেন না প্রিয়, পরিষ্কার কাপড় পরুন, সমস্ত ভয় ভুলে যান, চোখের জল ছিঁড়ে, নতুন দিন উপভোগ করুন।
  • সুখ হচ্ছে অ্যালার্ম ছাড়াই ফজরের জন্য জাগ্রত হয়।
  • ঈমানের অসংখ্য শাখা প্রশাখার মধ্যে লজ্জা একটি অন্যতম শাখা,, যা একজন মানুষের মাঝে না থাকলে সে পূনাঙ্গ ঈমানদার হতে পারেনা..!!
  • ধৈর্য্য এমন একটি গাছ, যার সারা গায়ে কাটা, কিন্তু ফল অত্যন্ত মজাদার। -মহানবী মুহাম্মদ (সাঃ)
  • জীবনে ছয়টি জিনিস কখনো ভেঙ্গে ফেলো না? ১=মন, ২=সম্পর্ক, ৩= ভরসা, ৪=ভালোবাসা, ৫=বিশ্বাস, ৬=বন্ধুত্য। সঠিক মনে করলে জানিয়ে দাও।
  • এই বরকতময় শুক্রবারের জন্য আল্লাহকে ধন্যবাদ। পবিত্র জুম্মার শুভেচ্ছা।
  • রাসুল (সঃ) বলেছেন।যে ভুল করে সে মানুষ।যে ভুলের উপর স্থির থাকে সে শয়তান।আর যে ভুল করার পর আল্লাহর কাছে ক্ষমা চাই সেই মুমিন।
  • আমি দুআ’আ করছি যে, আল্লাহ আপনার মঙ্গল করুক। জুম্মা মোবারক!
  • দিবা নিশি পর নামায। করিও না ভুল। নামায পরে পারি দিবে।ফুলসিরাতের পুল। যখন তুমি পরবে নামায।লাগবে অনেক ভাল। নামায তোমায় এনে দিবে।জান্নাতের আলো।
  • এক এক করে যাচ্ছে চলে মাহে রমযান কি করে দিবো আমি তার প্রতিদান ক্ষমার আশায় আজও আমি তুলি দুই হাত কবুল করো আল্লাহ তুমি আমার মোনাজাত।
  • আল্লাহ আমায় জাগিয়ে দিয় ফজর যখন হবে।ফজরের-ই আযান শুনে উঠব জেগে তবে। ফজরের-ই নামায হয় যেন দিনের প্রথম কাজ। এমন ভাগ্য দাও গো আল্লাহ দাও আমাকে আজ।
  • মন থেকে দূরে, যেও নাকো সরে, থাকিও সদা সঙ্গে। মাঝে মাঝে শয়তান, দিতে চায় ধোকা, সাজিয়া নানান রঙ্গে।
  • কখনও কখনও কাঁদার জন্য কারো কাঁধ পাবেন না, তবে আপনি আল্লাহ জন্য সিজদাই আপনার চোখের জল ফেলে আল্লাহর কাছে সাহায্য চান। জুমা মোবারক!
  • দুয়া আপনার অস্ত্র, এটি আপনার সমস্যার বিরুদ্ধে ব্যবহার করুন। ইমান আপনার অস্ত্র, এটি আপনার উদ্বেগের বিরুদ্ধে ব্যবহার করুন।
  • ইয়া আল্লাহ, আমি অন্যায় করেছি, সুতরাং আমাকে ক্ষমা করুন। আমীন। জুম্মা মোবারক !
  • ঐ ব্যক্তিই প্রকৃত বুদ্ধিমান, যে নিজে নত হয়ে অপরকে বড় ভাবে। আর সে ব্যক্তিই নির্বোধ, যে সর্বদাই নিজেকে বড় ভাবে। – হযরত আলী (রাঃ)
  • আজ জুম্মাহ; ইতিবাচক মনোভাব রাখুন; শয়তান আপনার আধ্যাত্মিক সুখ চুরি করতে পারবে না!!
  • রমজানের সুন্দর মাসের শেষ জুম্মা। আল্লাহ আমাদের সমস্ত দু’আ কবুল করুন এবং আমাদের ক্ষমা করুন। – আমীন
  • বিশ্বাস করুন যে আপনার প্রার্থনা কখনই অপচয় হয় না। আপনি কখনই জানেন না যে কখন, কোথায় বা কীভাবে আল্লাহ উত্তর দিচ্ছেন, তবে নিশ্চিতভাবেই জানেন যে তিনি কি করবেন!
  • ঈমানের সঠিক অর্থ হচ্ছে এই, যে অন্তর দিয়ে আল্লাহর সার্বভৌমত্ব ও একাত্ববাদের উপলদ্ধি করবে এবং তার প্রতিটি নির্দেশকে যথাযথ পালন করবে। – হযরত ওমর (রাঃ)।
  • নারী বিধাতার ছায়া, সে নহে কামিনী, নহে সে যে সৃষ্টি, তবে স্রষ্টাঅনুমানী। – মাওলানা রুমী (রাঃ)
  • বলিতে না পার যাহা চোখের উপরে বলিও না, বলিও না তাহা অগোচরে। – শেখ সাদী (রাঃ)।
  • ঈমানের আদর্শ হচ্ছে নিজের ক্ষতি স্বীকার করে হলেও সত্য বলা, জ্ঞানের পরিধির বাইরে কিছু বলার চেষ্টা না করা এবং অন্যের সমালোচনা করার সময় অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করা। – হযরত আলী (রাঃ)

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

জুম্মা মোবারক স্ট্যাটাস আর্টিকেলটি নিয়ে আপনাদের মনে কিছু কমন প্রশ্ন আসতে পারে চলুন সেই সকল প্রশ্ন এবং তার উত্তর জেনে নেওয়া যাক।

স্ট্যাটাস গুলো কপি করে ফেসবুকে দিলে কি কোন সমস্যা হবে?

না একদমই কোন সমস্যা হবে না। আপনি চাইলে আর্টিকেলটিতে থাকা স্ট্যাটাস গুলো কপি করে ফেসবুকে পোস্ট করতে পারেন।

আর্টিকেলটিতে কিভাবে নিজের স্ট্যাটাস সংযুক্ত করব?

শুরুতেই বলেছি আপনি চাইলে আপনার স্ট্যাটাস এই আর্টিকেলটিতে সংযুক্ত করতে পারবেন। তবে এজন্য আপনাকে কমেন্ট করতে হবে। যদি আপনার স্ট্যাটাস এর মান অনেক ভাল হয় তবেই আমরা তা সংযুক্ত করব।

জুম্মা মোবারক স্ট্যাটাস ছবিগুলো কি কাজে ব্যবহার করতে পারব?

এই আর্টিকেলটিতে যে ছবিগুলো আছে সেগুলো আপনি শুধু ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি জায়গায় পোস্ট করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে মেসেঞ্জারে ছবি পাঠানোর কাজে ব্যবহার করতে পারেন।

শেষ কথা

এই ছিল জুম্মা মোবারক স্ট্যাটাস নিয়ে এই আর্টিকেল। আর্টিকেলটি আপনার কেমন লেগেছে তা জানাতে কমেন্ট করুন। আর সম্ভব হলে শেয়ার করুন আপনার বন্ধু-বান্ধবদের সাথে। যাতে তারাও এখান থেকে স্ট্যাটাস সহজেই কপি করে নিতে পারে।

এই ধরনের আরো অনেক স্ট্যাটাস সম্পর্কিত আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.