Status

[99+] সুপ্রভাত শুভেচ্ছা, সুপ্রভাত শুভেচ্ছা বার্তা, সুপ্রভাত শুভ সকাল ছবি

সকালে ঘুম থেকে উঠে সুপ্রভাত শুভেচ্ছা পেতে কারই না ভালো লাগে। বিশেষ করে কোন প্রিয় ব্যক্তির কাছ থেকে। সুপ্রভাত শুভেচ্ছা বার্তা যে কাউকে দেওয়া যায়। হোক সেটা বাবা-মা, ভাই-বোন, বন্ধু-বান্ধবী কিংবা প্রিয় কোন মানুষ।

তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা অনেকেই সুপ্রভাত শুভেচ্ছা মেসেজ বা স্ট্যাটাসের মাধ্যমে অন্যকে জনিয়ে দেই। সোশ্যাল মিডিয়া আমাদের যোগাযোগ ব্যবস্থাকে অনেক সহজ ও উন্নত করে দিয়েছে। এর ফলে সহজেই যে কারো কাছে সুপ্রভাত শুভেচ্ছা বার্তার মতোন আরো বিভিন্ন বার্তা পৌছে দেওয়া যায়।

আরো পড়ুনঃ

আপনি যেহেতু সুপ্রভাত শুভেচ্ছা বা সুপ্রভাত শুভেচ্ছা বার্তা, ছবি, স্ট্যাটাস কিংবা খুঁজছেন অবশ্যই কাউকে শুভেচ্ছা জানানোর জন্য। অথবা, সোশ্যাল মিডিয়া (যেমনঃ ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম) এ স্ট্যাটাস দেওয়ার জন্য। আপনি যে কারণেই খুঁজে থাকেনই না কেন এই আর্টিকেলে থাকা সুপ্রভাত শুভেচ্ছা বার্তাগুলো আপনি আপনার প্রয়োজন অনুসারে যেকোন কাজে ব্যবহার করতে পারবেন।

তাহলে চলুন আমাদের এই আর্টিকেলে আপনাদের জন্য শেয়ার করা সকল সুপ্রভাত শুভেচ্ছা দেখে নেই। এর মধ্য থেকে যেটি আপনার নিকট পছন্দ হবে সেটিকে কপি করে নিয়ে ব্যবহার করবেন।

সুপ্রভাত শুভেচ্ছা

নিম্নের তালিকায় আপনার জন্য কিছু সেরা সুপ্রভাত শুভেচ্ছা দিয়ে দিলাম। এখানে থাকা সুপ্রভাত শুভেচ্ছাগুলো একে একে দেখুন আশা করছি আপনার কাছে ভালো লাগবে।

  • রাতের আঁধার পালিয়ে গেল সূর্য্য মামার ভয়ে। পাখি গুলো গান গাইলো তুমি উঠবে বলে। আকাশ ভরা রুপোলি আলো। আজকের সকালটা তোমার কাটুক ভালো।
  • গান শোনালো ভোরের পাখি, এখনও কেউ ঘুমায় নাকি ? আমি তোমায় কত ডাকি, এবার একটু খোলো আঁখি….. কেটে গেল রাত্রি কাল, তোমায় জানাই শুভ সকাল।
  • মৃদু হাওয়া, শীতল পরিবেশ চিক চিক করে শিশির, পাখির কলতানে চারিদিক মাতোয়ারা। শুধু তুমি নেই পাশে বন্ধু আমার, শুভ সকাল।
  • সকালের রোদ তুমি বিকেলের ছায়া, গোধূলির রং তুমি, মেঘের মায়া। ভোরের শিশির তুমি, জ্যোৎস্নার আলো। আমি চাই তুমি থাকো সব সময় ভালো। শুভ সকাল।
  • আঁখি খুলে দেখো চেয়ে, পূব আকাশে সোনালী সূর্য্য হাঁসে। পাখিদের মধুর কলরবে, মনটা উঠবে ভরে। এখনো কেন আছো শুয়ে, ওঠো এবার বিছানা ছেড়ে।
  • বৃষ্টির মাঝে সকাল সাঝে, মেঘের শব্দ কানেতে বাজে। তোমার স্মৃতি বুকের মাঝে, মনের ভিতর ঘন্টা বাজে। তাই জীবন কাটাব প্রেমহীন, ভবিষ্যৎ হবে রঙিন। আবার এলো সেই বৃষ্টির দিন, সবাইকে জানাই গুড মর্নিং…!!!
  • নতুন দিন শুরু হল, মনটা আমার ভালো হলো। সূর্য্য মামা উঁকি দিল, পাখিরা সব উড়ে গেল। মা আমাকে বকা দিল, তাইতো আমার ঘুম ভাঙলো। সুপ্রভাত
  • তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি, তুমি পাহাড়ের গায়ে ঝর্ণার পানি, তুমি বর্ষার এক পশলা বৃষ্টি, তুমি মাঝ রাতের পূর্ণিমার চাঁদ, তুমি সকালের স্নিগ্ধ সূর্যের আলো, তুমি হলে আমার বন্ধু ভীষণ ভালো। সুপ্রভাত…
  • দুবলা ঘাসের ডগায় জমে থাকা এক ফোটা শিশিরবিন্দুর স্পর্শে ভোরে উঠুক তোমার প্রতিটি সকাল। শুভ সকাল
  • ভোরের প্রথম সোনালী আলো, স্বপ্নগুলো জানিয়ে গেল। শিশির ভেজা ঘাসের পাতায়, তোমার হাতের আলতো ছোঁয়ায়। ফুটলো সকাল কাটলো রাত, তোমাকে জানাই সুপ্রভাত।
  • মিষ্টি সকাল শান্ত মন, ঘুমিয়ে ছিলাম এতক্ষন। কষ্ট করে খুললাম আঁখি, তুমি এখনো ঘুমাও নাকি? তাড়াতাড়ি উঠে পর, আমার উইশ গ্রহণ করো। সুপ্রভাত।
  • ছোট্ট পাখি বললো এসে আমার কানে কানে, সূর্য্য মামা উঠেছে জেগে নতুন কিছুর টানে। সুখে থেকো ভালো থেকো রেখো ভালোবেসে, মিষ্টি সকাল জানিয়ে দিলাম ছোট্ট এসএমএসে।
  • মিষ্টি মিষ্টি আজকের সকাল, উষ্ণ আকাশ, মৃদু মৃদু বইছে বাতাস। দু’চোখ খুলেছি শুধু তোমার টানে। আমায় রেখো তোমার মনের একটি কোনে। ভালো কাটুক তোমার আজকের সারাটা দিন, তোমায় জানাই শুভ সকাল।
  • নতুন দিন শুরু হলো, মনটা আমার ভালো হলো। সূর্য মামা উকি দিলো, পাখিরা সব উড়ে গেল। মা আমাকে বোকা দিলো, তাইতো আমার ঘুম ভাঙল। সুপ্রভাত…
  • আঁখি খুলে দেখো চেয়ে, পুব আকাশে সোনালী সূর্য হাঁসে। পাখিদের মধুর কলরবে, মনটা তোমার উঠবে ভরে। এখনো কেন আছো শুয়ে, ওঠো এবার বিছানা ছেড়ে। সুপ্রভাত।
  • চোখটা একটু খুলে দেখো, বলছি তোমায় ভালো থেকো। সূর্য্য মামার মিষ্টি হাঁসি, ফুল ফুটেছে রাশি রাশি। শুভ হোক আজকের দিন, বলছি তোমায় গুড মর্নিং।
  • সকাল মানে মিষ্টি সূর্য রোদের আনাগোনা। সকাল মানে নীল আকাশে পাখির গান শোনা। সকাল মানে জীবন থেকে একটি দিন কমা। সকাল মানে জীবন পথে এগিয়ে চলার তীব্র বাসনা। শুভ সকাল।
  • সূর্য্যের আলো ঘুম ভাঙাল, ভোরের পাখি গান শোনালো। দূর আকাশের ঝাপসা আলো, কানে কানে বলে গেল। সকাল যে হয়ে গেল, তোমরা সবাই আছো ভালো?? শুভ সকাল।
  • সারা রাত স্বপ্ন দেখে, কত ছবি মন আঁকে। এমন সময় স্বপ্নের রাজা, আমায় বলে দিলো টাটা। মা এসে দিলো ডাকি, খুলতে হলো দুটি আঁখি। জেগে দেখি নাই রাত, তাই বলি সুপ্রভাত শুভেচ্ছা।
  • আজ টিপ-টিপ কুয়াশা সারা সকাল পড়ছে, হিম-হিম শীতে শরীরটা কাঁপছে। রিমঝিম হৃদয়টা উদাস কেন হচ্ছে। কুয়াশা ভেজা মনটা তোমাকে গুড মর্নিং বলছে।
  • আয় না আবার আয় না ফিরে, হাঁটবো দুজন হাতটি ধরে। একলা আমি আছি বসে, আয় না আবার চুপটি করে বসবি পাশে। থাকবো আমি চুপ করে, শুনবো কথা ঝিম ধরে…!!! সুপ্রভাত শুভেচ্ছা…
  • রাতে জ্যোৎস্না দিনে আলো, কেন তোমায় লাগে ভালো? গোলাপ লাল, কোকিল কালো, সবার চাইতে তুমি ভালো। আকাশ নীল, মেঘ সাদা, সবচাইতে তুমি আলাদা। “শুভ সকাল”
  • জেগেছে পাখি, গাইবে গান, নতুন দিনের আহ্বান, জেগেছে সূর্য্য দেবে আলো, দিনটা তোমার কাটুক ভালো। জেগেছে মাঝি, তুলবে পাল, তোমাকে জানাই শুভ সকাল।
  • রাতের আঁধার পালিয়ে গেল সূর্য্য মামার ভয়ে। পাখি গুলো গান গাইলো তুমি উঠবে বলে। আকাশ ভরা রুপোলি আলো, আজকের সকাল তোমার কাটুক ভালো। শুভ সকাল।
  • সূর্য মামার কিরণে আঁধার গেল পালিয়ে। ভোরের শিশির ফোটায়, ফুল উঠলো জেগে। ওঠো তুমি মেল আঁখি। সকাল তোমার নিকটবর্তী। অতীতকে পেছনে ফেলে সাজাও তোমার সকাল খানি। শুভ সকাল।
  • শীতের সকালে, কুয়াশার চাদরে ঢাকা সূর্যের আলোতে। যদি ঘুম ভাঙে তোমার, মনে করবে প্রথম গুড মর্নিং উইশ টা ছিল শুধু আমার। শুভ সকাল।
  • শিশির ভেজা কোমল হাওয়া, নরম ঘাসের আলতো ছোঁয়া। মিষ্টি রোদের নরম আলো, আখি মেলে দেখবে চলো। সুপ্রভাত শুভেচ্ছা।
  • চাঁদ তারা হারিয়ে গেছে, রাতের আঁধার কেটে গেছে। গাইছে গান পাখি ডালে, সোনালী সূর্য্য পূব আকাশে উঠেছে হেসে নতুন করে। শুভ সকাল জানাই তোমারে, এই কামনা করি দিনটা যেন ভালো কাটে।
  • অপরূপ এই নীরব ভোরে, তুমি আছো অনেক দূরে। পাখি ডাকে মধুর সুরে, মনটা যেন হাওয়ায় ওরে। নয়তো দুপুর, নয়তো বিকাল, তোমাকে জানাই শুভ সকাল।
  • এসব রাতে স্বপ্ন হয়ে, থাকবো আমি কাছে….. চোখ খুলতেই চলে যাবো, ভোরের আলোর দেশে। দিয়ে যাবো কিছু স্মৃতি আজ এই সকালে… শুভ সকাল জানাই তোমায় বন্ধুত্বের সাথে।

সুপ্রভাত শুভেচ্ছা বার্তা

আপনার জন্য আরো কিছু সুপ্রভাত শুভেচ্ছা বার্তা নিম্নে দিয়ে দিলাম। আরো অসাধারণ কিছু সুপ্রভাত শুভেচ্ছা বার্তা খুঁজে থাকলে এই বার্তাগুলোন দেখতে পারেন।

  • সূর্য মামার কিরণে আঁধার গেল পালিয়ে। ভোরের শিশির ফোঁটায়, ফুল উঠলো জেগে। ওঠো তুমি মেল আঁখি, সকাল তোমার নিকটবর্তী। অতীতকে পিছনে ফেলে সাজাও তোমার সকালখানি। শুভ সকাল।
  • সূর্য দিচ্ছে উঁকি, জ্বলবে না আর জোনাকি। এসে গেছে সোনালী আলো। নিভে গেল রাতের কালো। তাইতো আমাকে বলতে হলো, দিনটা তোমার কাটুক ভালো। সুপ্রভাত শুভেচ্ছা।
  • আমি কল্পনাতে ভাসি, তুমি ভালোবাসো বলে। আমি সুখের মাঝে হারাই, তুমি ভালোবাসো বলে। আমার সকাল শুভ হয়, তুমি ভালোবাসো বলে। শুভ সকাল জান।
  • চাঁদ তারা হারিয়ে গেছে, রাতের আঁধার কেটে গেছে। গাইছে গান পাখি ডালে, সোনালী সূর্য পূব আকাশে উঠেছে হেঁসে নতুন করে, শুভ সকাল জানাই তোমারে এই কামনা করি দিনটা যেন ভালো কাটে।
  • রাতে মশার জ্বালা, দিনে মাছির জ্বালা, ভোরে পাখির জ্বালা, 24 ঘন্টা এসএমএসের জ্বালা, সব ভুলে গিয়ে বলছি তোমায়, ”শুভ সকাল”
  • একটুখানি শোনো, একটু আমায় জানো। একটু সময় দিও, একটু খবর নিও। একটু যখন একা, একটু দিও দেখা। একটু নিও খোঁজ, বলবো তোমায় রোজ…. শুভ সকাল
  • সকাল মানে মিষ্টি সূর্য রোদের আনাগোনা। সকাল মানে নীল আকাশে পাখির গান শোনা। সকাল মানে জীবন থেকে একটি দিন কমা। সকাল মানে জীবন পথে এগিয়ে চলার তীব্র বাসনা। সুপ্রভাত শুভেচ্ছা।
  • ফুল হয়ে যদি থাকো আমার বাগানে, যতন করে রাখবো তোমায় আমার মনেরই ঘরে। ফুলদানিতে সাজিয়ে তোমায় রাখবো চিরকাল, রোজ সকালে বলবো আমি তোমায় শুভ সকাল।
  • কেয়া হয়ে যদি থাকো আমার বাগানে, যত্ন করে রাখবো তোমায় আমার মনে। ফুলদানিতে সাজিয়ে তোমায় রাখবো চিরকাল। রোজ সকালে বলবো তোমায়, শুভ সকাল…!!!
  • জীবন সাজাও স্বপ্ন দিয়ে, মন সাজাও মন দিয়ে। রাত সাজাও চাঁদ ও অনেক তারা দিয়ে, সকাল সাজাও গুড মর্নিং বলে, হ্যাপি গুড ডে টু ইউ।
  • ভোরের আকাশ ডাকছে তোমায়, ডাকছে ভোরের পাখি। বলছে তোমায় জেগে ওঠো খোলো দুটি আঁখি। ফুলের বাগান বলছে তোমায় বাড়িয়ে দুটি হাত। আমিও তাই বলছি তোমায়, মিষ্টি সুপ্রভাত।
  • আয় না আবার আয় না ফিরে, হাঁটবো দুজন হাতটি ধরে। একলা আমি আছি বসে, আয় না আবার চুপটি করে বসবি পাশে, থাকবো আমি চুপ করে, শুনবো কথা ঝিম ধরে…!!!
  • জেগেছে পাখি গাইবে গান, নতুন দিনের আহ্বান, জেগেছে সূর্য্য দেবে আলো, দিনটা তোমার কাটুক ভালো। জেগেছে মাঝি, তুলবে পাল। সবাইকে জানাই শুভ সুপ্রভাত শুভেচ্ছা।
  • জীবন সাজাও স্বপ্ন দিয়ে, মন সাজাও মন দিয়ে। রাত সাজাও চাঁদ ও অনেক তারা দিয়ে, সকাল সাজাও গুড মর্নিং বলে, হ্যাপি গুড ডে টু ইউ।
    মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই। সাগর বলে কূল মিলেছে, আমিতো আর নাই…… শুভ সকাল
  • আজ সকালে ঘুম ভাঙল, একটি পাখির ডাকে। উঠে দেখি স্নিগ্ধ সূর্য্য উঁকি দিয়েছে আকাশে। প্রকৃতির চারপাশে উঠে গেছে আলো। ভোরের হিমেল হাওয়ায় মনটা আমার অনেক ভালো। সুপ্রভাত শুভেচ্ছা।
  • একটুখানি শোনো, একটু আমায় জানো। একটু সময় দিও, একটু খবর নিও। একটু যখন একা, একটু দিও দেখা। একটু নিও খোঁজ, বলবো তোমায় রোজ, শুভ সকাল।
  • সারা রাত জোনাকির সাথে খেলা করে এখনো ওঠনি ঘুম থেকে সূর্যের ওই আহ্বানে। আছি আমি দাঁড়িয়ে ঠান্ডা পানি নিয়ে। খুব থেকে না উঠলে দেবো তোমার গায়ে ঢেলে। যখন তুমি করবে রাগ তখনই আমি মিষ্টি করে ডাকবো। জানাবো সুপ্রভাত।
  • রাতে জ্যোৎস্না, দিনে আলো, কেন তোমায় লাগে ভালো ??? গোলাপ লাল, কোকিল কালো, সবার চাইতে তুমি ভালো। আকাশ নীল, মেঘ সাদা, সবার চাইতে তুমি আলাদা। শুভ সকাল…
  • সকাল বেলায় ঘুম ভাঙ্গালো একটি পাখি এসে, শুভ সকাল বললো আমায় মিষ্টি করে হেসে। আমি তো আর পাখি নয়, বলবো উড়ে উড়ে, বলছি তাই শুভ সকাল এসএমএস করে। সুপ্রভাত শুভেচ্ছা।
  • নিশি যখন ভোর হবে, সুখ তারা গুলো নিভে যাবে, সামনে আসবে নতুন একটা দিন, দিন তা হোক অমলিন। শুভ হোক তোমার প্রতিদিন। শুভ সকাল…
  • সারা রাত জোনাকির সাথে খেলা করে এখনো ওঠনি ঘুম থেকে সূর্যের ওই আহ্বানে। আছি আমি দাঁড়িয়ে ঠান্ডা পানি নিয়ে। খুব থেকে না উঠলে দেবো তোমার গায়ে ঢেলে। যখন তুমি করবে রাগ তখনই আমি মিষ্টি করে ডাকবো। জানাবো সুপ্রভাত।
  • ভোরের প্রথম সোনালী আলো, স্বপ্ন নতুন জাগিয়ে গেল। শিশির ভেজা ঘাসের পাতায়, তোমার হাতের আলতো ছোয়ায়, ফুটলো সকাল কাটলো রাত, তাই মিষ্টি মুখে জানাই তোমায় সুপ্রভাত।
  • ভোরের আলো দিলো উঁকি.. তোমার আশায় আমি থাকি… আমার কাছে আসবে বলে… বাগান ভরা ফুলে ফুলে… খুশির জোয়ার সীমাহীন… তোমায় জানাই গুড মর্নিং।
  • শিশির ভেজা রাতের শেষে, আসবে দিন রোদের বেশে। হাসবে সূর্য হাসবে চন্দ্র, ভেসে আসবে ফুলের গন্ধ। এমন হোক প্রতিটা দিন, জীবন হোক আরও রঙিন। সুপ্রভাত।
  • ভোরের আকাশ ডাকছে তোমায়, ডাকছে ভোরের পাখি। বলছে তোমায় জেগে ওঠো, খোলো দুটি আঁখি। ফুলের বাগান বলছে তোমায়, বাড়িয়ে দুটি হাত। আমিও তাই বলছি তোমায় মিষ্টি সুপ্রভাত।
  • মৃদু হাওয়া, শীতল পরিবেশ চিক চিক করে শিশির, পাখির কলতানে চারিদিক মাতোয়ারা। শুধু তুমি নেই পাশে বন্ধু আমার। শুভ সকাল
  • স্বপ্ন দেখার প্রহর শেষে, ফিরল পরী ঘুমের দেশে। কাল মেঘের আড়াল থেকে সূর্য দিলো দেখা। তাকিয়ে দেখো ভোরের আলোয় নতুন স্বপ্ন লেখা। সুপ্রভাত শুভেচ্ছা।
  • তাকিয়ে দেখো পুব আকাশে সূর্য্য মামা হাসে। সোনার শিশির লেগে আছে স্নিগ্ধ ঘাসে ঘাসে।
  • দরজা খোলো সকাল হলো, ফুরিয়ে গেছে রাত। তোমার দুয়ারে দাঁড়িয়ে আছি, জানাতে তোমায় সুপ্রভাত শুভেচ্ছা।
  • স্নিগ্ধ আলো রোজ সকালে, আছড়ে পড়ে নদীর তীরে, শুভ সকাল পৌঁছে দিলাম, তোমার হৃদয়ের মন্দিরে। “Good Morning”
  • সূর্যের আলো ঘুম ভাঙ্গালো..। ভোরের পাখি গান শোনালো। দূর আকাশের ঝাঁপসা আলো… কানে কানে বলে গেল। সকাল যে হয়ে এলো। তোমরা সবাই আছো ভালো?? শুভ সকাল
  • সবাইকে জানাই কনকনে শীতে শুভ্র ধূমায়িত কুহেলিকায় সিক্ত এক ভোরের শুভেচ্ছা। শুভ সকাল!
  • আসবো আমি স্বপ্ন হয়ে, থাকবো আমি কাছে…. চোখ খুললেই চলে যাবো, ভোরের আলোর দেশে….. দিয়ে যাবো কিছু স্মৃতি আজ এই সকালে, শুভ সকাল জানাই তোমায় বন্ধুত্বের সাথে।
  • শুভ সকাল শান্ত মন, তুমি বন্ধু আছো কেমন? রাত পোহালে ভোর হলো, আমি বন্ধু আছি ভালো। ভালো থেকো সারাদিন, তোমাকে জানাই….. গুড মর্নিং।
  • চোখ খুলে দেখো দিগন্ত তোমায় ডাকছে। পাখিরা আপন সুরে গাইছে মিষ্টি গান। সূর্য মামা তোমার জানালার ফাঁক দিয়ে আলো দিচ্ছে। আর মোবাইল টা হাতে নিয়ে দেখো, কেউ তোমায় গুড মর্নিং জানিয়েছে….. সুপ্রভাত।
  • মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর বলে কূল মিলেছে আমি তো আর নাই….. শুভ সকাল।
  • সুখের জন্য স্বপ্ন, দুঃখের জন্য হাঁসি, দিনের জন্য আলো, চাঁদের জন্য নিশি, মনের জন্য আশা, তোমার জন্য রহিল আমার ভালোবাসা। শুভ সকাল
  • ফুলের সুরভি, সাদা মেঘ, আকাশের নীলিমা, হিমেল হাওয়া, নদীর কলতান, কিছু অভিমান ভালো লাগা আরও অনেক কিছুর টানে, দিন কাটুক তোমার হাঁসি আর গানে। শুভ সকাল।
  • শুনে যাও ভোরের পাখি, একটা কথা বলে রাখি, আছে এক বন্ধু আমার, মনে পড়ে সকাল বিকাল, কিভাবে যে কাটলো রাত, জানাই তাকে সুপ্রভাত।
  • নতুন দিনটা শুরু হলো, মনটা আমার ভালো হলো। সূর্য্য মামা উঁকি দিলো, পাখিরা সব উড়ে গেল। মা আমাকে বকা দিলো, তাইতো আমার ঘুম ভাঙলো। সুপ্রভাত।
  • শিশির ভেজা রাতের শেষে, আসবে দিন রোদের বেশে। হাসবে সূর্য হাসবে চন্দ্র, ভেসে আসবে ফুলের গন্ধ। এমনই হোক প্রতিটি দিন, জীবন হোক আরো আরো রঙিন। শুভ সকাল
  • ওঠো, আর কতক্ষন শুয়ে থাকবে ? সব সময় শুয়ে থাকো, ঘুমিয়ে কি জীবনটা কাটাবে?? উঠে পর…. উঠে আবার আমায় ফোন কোরো না, আমি ঘুমাচ্ছি। Good Morning
  • আমি কল্পনায় ভাসি তুমি ভালোবাসো বলে, আমি সুখের মাঝে হারাই তুমি ভালোবাসো বলে, আমার সকাল শুভ হয় তুমি ভালোবাসো বলে। তাইতো আমি তোমায় জানাই শুভ সকাল।
  • সকালে শুনি কোকিলের কুহু কুহু ডাক, দূর আকাশে উড়ে যায় সাদা বকের ঝাঁক, বাতাসের শীতল হাওয়ায় মন মাতাল, বন্ধু তোমাকে জানাই শুভ সকাল।
  • শীতের সকালে কুয়াশার চাদরে ঢাকা সূর্যের আলোতে। যদি ঘুম ভাঙে তোমার মনে করবে প্রথম গুড মর্নিং উইশটা ছিল শুধু আমার। শুভ সুপ্রভাত শুভেচ্ছা।
  • যদি হাতে রাখো হাত, আনবো ডেকে নতুন এক প্রভাত। করবো শুরু নতুন করে দিন, বন্ধু তোমায় জানাই “Good Morning”
  • সকাল মানে ঘুম চোখে একটু জেগে ওঠা, সকাল মানে ভোরের আলোয় নতুন গোলাপ ফোটা। সকাল মানে নতুন আশায় বাড়িয়ে দেওয়া হাত, নতুন সকালে তোমায় জানাই আমি সুপ্রভাত।
  • সকালে উঠে আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন তোমায় মিস করি। সকালে উঠে আমি একা একা চলি, সারা দিন আমি তোমার কোথায় স্মরণ করি। [শুভ সুপ্রভাত শুভেচ্ছা]
  • রাত শেষে হলো ভোর। বন্ধু তুই আঁখি খোল। আঁখি দুটি মেলে দেখ, তোকে মিষ্টি করে জানিয়েছে এসএমএসে সুপ্রভাত। ”সুপ্রভাত বন্ধু”
  • ফুল হয়ে যদি থাকো আমার বাগানে, যত্ন করে রাখবো তোমায় আমার মনের ঘরে। ফুলদানিতে সাজিয়ে তোমায় রাখবো চিরকাল, রোজ সকালে বলবো আমি তোমায় শুভ সকাল।

ইংরেজি সুপ্রভাত শুভেচ্ছা

ইংরেজিতে সুপ্রভাত শুভেচ্ছা খুঁজছেন? চিন্তা করবেন না। নিম্নে ইংরেজিতে কিছু শুভেচ্ছা বার্তা দিয়ে দিলামDay.

  • Think About The DreamsYou Had Last NightTo Bring Your Lazy Morning A Wonderful One.Good Day.
  • Like the sunshine in the morning, May this brighten your day, And remind you that you’re thought of i
  • When life gives you a hundred reasons to break down and cry, show life that you have a million reasons to smile and laugh. Stay strong.
  • Wake up each day and be thankful for LIFE. Good Morning.
  • Life is a gift,Wake up every day and realize that.Good Morning!
  • A soft attitude always creates strong relations.
  • Good Morning to the lovely morning. Hey, it’s also wishing us, get up and hear the sound.
  • When you arise in the morning, think of what a privilege it is to be alive, think, enjoy, and love.
  • Add life to your days not days to your life Good Morning.
  • You are one positive thought which can change my whole day. Good Morning!
  • Every day is not good, but there is something good In every day.
  • Life is not always full of reason to smile. But your smile itself is a reason for others to smile too.
  • Live beyond what if Find joy in what is. Good Morning!
  • One of the best gifts you can give someone is thanking them for being part of your life. Good Morning.
  • Start spreading love wherever you go to harness the power of love. Good morning!
  • Value anyone who supports you with nothing to gain.Good Morning!
  • Nobody can go back and start a new beginning but anyone can start today and make a new ending.Good Morning!
  • Remain calm in every situation because peace equals power.
  • Respect is like a mirror.The more you show it to other people, the more it will reflect back on you.
  • I hope today brings to you the confidence and optimism in achieving your goals in life. Good morning, brother.
  • Wishing you a very Good Morning! A new blessing, a new hope, a new light and a new day is waiting for you to conquer it.
  • Good Morning, start your day with a smile on your face.

সুপ্রভাত শুভ সকাল ছবি

সুপ্রভাত শুভ সকাল ছবি ১

সুপ্রভাত শুভ সকাল ছবি ২

সুপ্রভাত শুভ সকাল ছবি ৩

সুপ্রভাত শুভ সকাল ছবি ৪

সুপ্রভাত শুভ সকাল ছবি ৫

সুপ্রভাত শুভ সকাল ছবি ৬

সুপ্রভাত শুভ সকাল ছবি ৭

সুপ্রভাত শুভ সকাল ছবি ৮

সুপ্রভাত শুভ সকাল ছবি ৯

সুপ্রভাত শুভ সকাল ছবি ১০

সুপ্রভাত শুভ সকাল ছবি ১১

সুপ্রভাত শুভ সকাল ছবি ১২

উপসংহার

আর্টিকেলটিতে আমি অনেক সুন্দর সুন্দর সুপ্রভাত শুভেচ্ছা বার্তা ছবি সহ শেয়ার করেছি। আশা করছি এসকল শুভেচ্ছা বার্তা আপনার কাছে ভালো লেগেছে। আর্টিকেলে থাকা সুপ্রভাত শুভেচ্ছা বার্তাগুলো আপনার কাছে কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন।

ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এ ধরনের শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ইত্যাদি সম্পর্কিত আর্টিকেল পেতে।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.