Status

১৫০+ ভালো ছবির ক্যাপশন

আপনি কি সোসাল মিডিয়া ছবি পোস্ট করার জন্য ভালো ছবির ক্যাপশন খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। এই আর্টিকেলে আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ, সেরা, স্মার্ট, সকল ভালো ছবির ক্যাপশন। যে ক্যাপশন গুলো আপনি যেকোন সোসাল মিডিয়ায় ছবির সাথে ব্যবহার করতে পারবেন।

বিভিন্ন সোসাল মিডিয়া যেমনঃ ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটার ইত্যাদি ছবি আপলোড করার পর সেই ছবি সম্পর্কে সংক্ষিপ্ত বা বিস্তারিত বিবরণ দেওয়ার সুযোগ দেয়। যাকে আমরা ক্যাপশন বলে থাকি। এই ক্যাপশনের জায়গায় আমরা যা কিছু তাই লিখতে পারি। ছবি সম্পর্কিত কিছু কথা কিংবা ছবি সম্পর্কিত নয় এমন কিছু কথা।

এছাড়াও অনেকে নিজের একটি ছবি আপলোড করে ছবিটি কোথায় কে তুলেছে, ইমেশোনাল কিছু কথা, রোমান্টিক কিছু কথা লিখে ক্যাপশন হিসাবে দেয়। ক্যাপশনটি সুন্দর হলে পোস্টটি অনেক আকর্ষনীয় লাগে। তাই অনেকেই চেস্টা করে ভালো ছবির ক্যাপশন দেওয়ার জন্য। তাই ভালো ভালো কিছু ক্যাপশন পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় খোঁজা খুজি করে থাকে। আর এই আর্টিকেলটি এই সকল ভালো ছবির ক্যাপশন নিয়ে সাজিয়েছি।

আরো পড়ুনঃ

আপনি যদি ভালো ছবির ক্যাপশন খুঁজতে খুঁজতে এই আর্টিকেলে এসে পড়েন তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসে পড়েছেন। তাহলে চলুন আর দেরী না করে না করে আর্টিকেল থাকা সকল ভালো ছবির ক্যাপশন দেখে নেই। এখান থেকে যে ক্যাপশনটি আপনার ভালো লাগবে সেটি কপি করে ব্যবহার করবেন।

আর্টিকেলের বিষয়ভালো ছবির ক্যাপশন
আর্টিকেলের ধরণক্যাপশন
আর্টিকেলের ক্যাটেগরিস্ট্যাটাস
সর্বমোট ক্যাপশন১৫০+
আর্টিকেল সর্বশেষ আপডেট১৮ জানুয়ারি ২০২৩

ভালো ছবির ক্যাপশন

নিম্নের তালিকায় একে একে ভালো ছবির ক্যাপশন গুলো লিস্ট আকারে দিয়ে দিলাম। ক্যাপশনগুলো পড়ে দেখুন আশা করছি এখান থেকে আপনি আপনার পছন্দমতোন কোন ক্যাপশন খুঁজে পাবেন।

  • তোমাকে দেখলাম বৃষ্টিতে ভিজতেছ আর দু-হাত বারিয়ে বৃষ্টির ফোটা ধরছো। যতোটা বৃষ্টির ফুটা তুমি ধরতে পারলে আমাকে ঠিক ততোটাই ভালোবাস, আর যেগুলো ধরতে পারোনিই ততোটা আমি তোমায় ভালোবাসি।
  • অনেক দামি হিরে কে মানুষ যেমন নিরাপদে আগলে রাখে, তোমার ভালোবাসাকে অনেক নিরাপদে বুকের ভেতর রেখেছি।
  • একটা আকাশে অনেক তাঁরা। একটা জীবনে দূঃখ ভরা। অনেক রকম প্রেমের ভুল। ভুলের জন্য জীবন দিবো। তবুও আমি তোমারই রবো।
  • যখন নিঝুম রাতে সব কিছু চুপ নিস্প্রাণ নগরিতে ঝিঝিরাও ঘুম আমি চাঁদের আলো হয়ে তোমার কালো ঘরে জেগে রই সারা নিশি হুমম এতোটা ভালোবাসি এতোটা ভালোবাসি।
  • ভালোবাসা দুই প্রকারের হয় এক দৈহিক আর দুই-আত্তিক, আমি তোমাকে দুই নাম্বার ভালোটাই বাসি।
  • ভালোবাসলে নাকি কাদতে হয়, আমি মনে করি কান্নার মাঝেই ভালোবাসার প্রকাশ পায়।
  • তুমি চোখের আড়াল হতে পার কিন্তু মনের আড়াল হতে পারো না।
  • নিল আকাশে তারার মেলা মধ্য রাতে চাদের খেলা। স্নিগ্ধ সকাল, শিশির ভেজা সুধু দেখো আমার প্রেমে কতো।
  • বাবু তোমাকে ভালোবাসি, যতদূর আমার পক্ষ থেকে যায়। তোমার বন্ধ চোখ গুলো খুলতে চাচ্ছে দেখতে কি আমায়?
  • ভালবাসার রং নেই নেই কোন গন্ধ তবুও মানুষ ভালবেসে হয় অন্ধ ভালবাসার সীমা নেই নেই কোন ভাষা তবুও কেন করে মানুষ ভালবাসার আশা।
  • কটি প্রকৃত ভালবাসা হতে পারে দৈহিক অথবা ঐশ্বরিক। সত্য ভালবাসা হচ্ছে এমন কিছু যা শাশ্বত ও অধিক শান্তিপূর্ন।
  • যা পেয়েছ তা হারিয়েও না যা হারিয়েছ তা র ফেরে পেতে চেওনা, যা পাওনি তা কখনো তোমার ছিল না।
  • ভালোবাসতে যেমন আবেগ থাকাটা জরুরি, তেমনিই বিবেক থাকাটাও গুরুত্বপুর্ণ।
  • পাতায় পাতায় কাব্য গাথা পাতায় লেখা গান শিরায় শিরায় স্বপ্ন আমার ভিশন অভিমান।
  • ভালোবাসা মানে নিল প্রজাপ্রতি ভালোবাসা মানে রুপালি উজান। ভালোবাসা মানে জোছনার গান। ভালোবাসা মানে উষ্ণ সুখের বরফ গলা নদী।
  • যদি তুমি মনে করো সুখে নেই, সুখে নেই সুখে নেই। তবে তুমি ফিরে আসো এখনো আগের মতো ভালবাসি তোমাকেই!!!
  • আমার চোখে জল আর তোমার ঠোটে হাসি তারপরও আমি তোমাকেই ভালবাসি!!
  • আমি প্রেম কি জানিনা আমি প্রেম কি বুঝিনা শুধু ধিকি ধিকি মন যায় জ্বলে! কে জানে হায় কোন আগুনে মরিব আমি এই ফাগুনে।
  • তোমার বুকে নীলের আভা তুমিই মেঘবতী। ইচ্ছে করে তোমায় ছুঁতে আকাশ হতাম যদি।
  • আমাদের দেশে হবে সেই মেয়ে কবে মিসকল না দিয়ে, ডাইরেক্ট কল দিবে। পাঁচ জনকে মন না দিয়ে একজনকে দিবে সারা জীবন একজনকে ভালবেসে যাবে।
  • কত যে ভালোবাসি মন ছুয়ে দেখ না। তুমি ছাড়া একাকি এ প্রহর কাটে না। সারাটি জনম তোমাকে শুধু চাই। তোমারি মাঝে আমি যে হারাই।
  • স্বপ্ন মানুষকে জাগায়, স্মৃতি মানুষকে কাঁদায়। ভুল মানুষকে শেখায়!প্রেম মানুষকে ভাষায় কিন্তু বন্ধুত্ব মানুষকে পালটায়।
  • করি নি Love!! করবো না পাপ!! খাইনি ছেকা!! ভালো আছি একা!! আমি বলবো জান সে করবে ফান!! সাবধান Love এর মধ্যে আছে ইবলিশ শয়তান।
  • ভালোবাসা হল এমন একটি শ্বাস যাতে শুধু খাটে দুজনার বিশ্বাস। এটি হল ছোট্ট সুখের বাসা তাইতো এর নাম রাখা হয়েছে ভালোবাসা।
  • রাত গেল ঘুমে ঘুমে, হয়ে গেল ভোর। ঘুম থেকে উঠে পর, খুলে দাও দোর। মনটা রাখ হাসি খুশি আজ সারা দিন মন থেকে বলছি তোমাদের, শুভ সকাল!
  • দিনটা সবার ভালো কাটুক আগামীর সপ্ন গুলো পুরন হোক সবার জীবনে শান্তি ফিরে আসুক শুভ সকাল।
  • খুব নিশিতে কষ্ট হলে মাথা রেখ চাঁদের কোলে তবুও যদি কষ্ট থাকে চোখ রেখ আমার চোখে। কষ্ট রেখোনা বুকের মাঝে পাঠিয়ে দিও আমার কাছে।
  • Sms হয়ে থাকবো আমি তোমার হৃদয় জুরে রিংটোন হয়ে বাজবো আমি মিষ্টি মধুর সুরে কখনো ভেবোনা আমি তোমার থেকে দুরে বন্ধু হয়ে আছি আমি তোমার নয়ন জুড়ে।
  • যদি উপকার করতে না পার তাহলে ক্ষতি করো না, যদি ভালবাসতে না পার তাহলে প্রতারনা করো না, যদি মন দিতে না পার তাহলে মন ভেঙ্গনা।
  • অল্প অল্প করে তুমি এ হৃদয়ে এ প্রেম জাগালে তাইত আমি পাগলের মত ভালো ভালবাসি তোমারে সারা জীবন তোমার সাথে করথে চাই বসবাস।
  • হেলায় হারানো সে বিকেল আবছা আলোয় ঝাপসা,কাঁচে আজ যে আদর অধিকার কই প্রেমের নিবিড় প্রবীন জালে।
  • একলা ঘর জরাজীর্ণ হেডফোন আর একাকিত্ব হ্যাঁ এই তো আমি বেশ ভালই আছি….
  • আমার ভালোবাসা তোমার কাছে ন্যাকামির আখ্যা পায় আর একাকিত্ব এসে প্রতিবারই কাঁদায় আমায়..
  • তুমি আমার নিঃসঙ্গতার সতীন হয়েছ!!
  • এ ঘরের স্তব্ধতা ঝিঝি পোকায় ভাঙে। আমি এ অভ্যাসের দাস হব। এই ভাঙা ঘরের চারটে দেওয়াল, আজ তোদের গালেই চুমু খাব।
  • আজো খুব ইচ্ছে করে তোমায় ছুঁতে চুল থেকে নখ তোমার ঠোঁটের সঙ্গ পেতে বিশ্রী এ আবদার মনখেয়ালি নরম চোখ আজও জানে আদরবাসা…
  • একটা বিকেল আমাদের হতে পারতো… ময়দানের পাশে ট্রামে চড়ে সূর্যাস্ত দেখতাম.. একটা বৃষ্টিভেজা সন্ধে মদেরও হতো…এক ছাতায় অনেকটা পথ চলতাম…
  • একা থাকার এই ভালো লাগায় হারিয়ে গিয়েছি, নিঃসঙ্গতা আমাকে আর পাবে না।
  • একটা সকাল এমনও আসতে পারতো… মুখোমুখি তোমায় পেতাম.. কিন্তু তা আর হল না… মোহের জালের মিথ্যে আশা ভাঙলো.. একা ছাদে কাঁটা ঘুড়ি একাই পড়ে রইল… ভালো-বাসা আর হল না…
  • হাজার হাজার নোটিফিকেশন আর নিজস্বীর মিছিলে , কোথায় যেন তিল তিল করে প্রত্যেকদিন অভিমান বুনে রাখে হৃদয় …সব আনন্দ মাঝেই কিসের যেন ভীষণ অভাব …
  • হয়তো খুব চেনা কিছু, হয়তো বা অচেনা … হয়তো ভুলে যাওয়া কোনো সুপ্ত স্মৃতির খোঁজে প্রত্যেকদিন নতুন করে একা হওয়ার নিদারুণ অভিলাষ …কাকে যেন রোজ খুঁজে বেড়ায় একলা অসহায় দুচোখ …. ভয় পেলে জাপটে ধরার মানুষটাই বোধয় কোথায় হারিয়ে গিয়েছে…
  • যদি যেতে চাও, যাও আমি পথ হবো চরণের তলে না ছুঁয়ে তোমাকে ছোঁব ফেরাবো না, পোড়াবোই হিমেল অনলে।
  • ভাসছে নোনা স্রোতে দুনয়নের স্বপ্ন, বিষন্ন মনে আজ একাকিত্ব ঘিরে, ভাঙা হৃদয় তবুও পূর্ব কল্পনায় মগ্ন,যদিও ভালোবাসা স্তব্ধ স্মৃতির ভীড়ে।
  • একাকির আঙিনায় সূর্যাস্তের শেষে, নিরাশার আকাশে আশার আলো বুনি, দীপ্তির ধরাছোঁয়ায় যদি দাঁড়াও এসে,ইচ্ছেডানার নির্ভরতা ফিরবেই জানি।
  • সর্বহারা পথিকের ছন্নছাড়া অস্তিত্ব, মাতোয়ারা পথকষ্টের হতচ্ছাড়া একাকিত্ব।
  • ঐ হেডফোন জড়ানো জীবনে পারসোনাল স্পেসের চাহিদা মেটাতে গিয়ে হৃদয়ের সবচেয়ে আপনার মানুষটাই যেন বড্ড দূরে সরে গিয়েছে।
  • ফেসবুকে লাইক পাওয়ার চাহিদায় বেঁচে আছে শুধু শরীরের কারসাজি , মনটা পড়ে আছে অনেক দূরে কোনো একলা নগরে …. কেউ নেই।
  • ঠোঁটে কৃত্রিম হাসি চাপানো নকল সম্পর্কের বিজয়ের সুরে মিথ্যে হয়েছে ভালোবাসা …. আজ সত্যিই হেরে গিয়েছে ভালোবাসা …. তাই প্রতি রাতে একাকীত্ব আসে।
  • বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই, মন ভালো নেই; ফাঁকা রাস্তা, শূন্য বারান্দা সারাদিন ডাকি সাড়া নেই, একবার ফিরেও চায় না কেউ পথ ভুলকরে চলে যায়, এদিকে আসে না আমি কি সহস্র সহস্র বর্ষ এভাবে তাকিয়ে থাকবো শূন্যতার দিকে?
  • আমার জীবন শুধুই বৃথা, ঘুরছি আমি একা একা, এই পৃথবীর বিরাট পথ , চলছি একা নিজের সাথে, ফ্যাকাসে গোলাপের মিথ্যের গল্প শুনিয়ে জড়িয়ে ধরে, রোজ …. নতুন করে ভিজে চোখে চাঁদের আলো এসে ঘুম পাড়ানি রূপকথা বলে, আবার হারিয়ে যায় ঐ নাম না জানা জোনাকিদের ভিড়ে …. পড়ে থাকি একলা আমি।
  • ধ্রুপদী আঙিনা ব্যাপী কন্টকিত হাহাকার আর অবহেলা, যেন সে উদ্ভিদ নয় তাকালেই মনে হয় বিরান কারবালা।
  • দূরে কোথাও যেন মনটা একবার কাছে আসার কথা ভেবেই আবার পিছুহটে…. বেঁচে থাকি আমি, বাঁচে আমার একলা পৃথিবী …..
  • এমন অনেক দিন গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি, হেমন্তে পাতা-ঝরার শব্দ শুনবো ব’লে নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে।
  • আবেগ প্রবণ, ঝড় তোলে নিছক একাকিত্বে, দোমড়ানো মন চোখে শ্রাবণ, স্বপ্ন ছোঁয় শোকের গভীরত্বে।
  • সবচেয়ে খারাপ একাকিত্ব হলো নিজেকেও ভালো না লাগা।
  • মাঝে মাঝে খুব কাছের স্মৃতি গুলো ঝাপসা হয় বটে কিন্তু মুছে যায় না। একটু কষ্ট করলেই স্বচ্ছ হয়ে উঠে।
  • অন্ধকার ঘরে বাস আমার, আলোকচ্ছটাও আসেনা। একাকিত্বকে সঙ্গি করেছি, কেউ আমার সাথে মেশেনা।
  • হয়তো আবার একাও থাকবো, কিন্তু সত্যি বলছি একটা সম্পূর্ণ দিন আমরা কিছুই করবনা। এই হেমন্তে যে নদী মৃত্যুর প্রস্তুতি নেবে আগামী শীতের, তার মতো আমরাও প্রস্তুত হবো আমাদের একটা সারাদিনের জন্নে, এই হেমন্তে।
  • যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে- বুঝবে সেদিন বুঝবে! ছবি আমার বুকে বেঁধে পাগল হ’লে কেঁদে কেঁদে ফিরবে মর’ কানন গিরি, সাগর আকাশ বাতাস চিরি’ যেদিন আমায় খুঁজবে- বুঝবে সেদিন বুঝবে!
  • আসবে আবার শীতের রাতি, আসবে না-ক আর সে- তোমার সুখে প’ড়ত বাধা থাকলে যে-জন পার্শ্বে, আসবে না-ক আর সে! প’ড়বে মনে, মোর বাহুতে মাথা থুয়ে যে-দিন শুতে, মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায়! সেই স্মৃতি তো ঐ বিছানায় কাঁটা হ’য়ে ফুটবে- বুঝবে সেদিন বুঝবে!
  • ছবি আমার বুকে বেধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি সাগর আকাশ বাতাশ চিরি সেদিন আমায় খুজবে বুঝবে সেদিন বুঝবে।
  • গাইতে গিয়ে কন্ঠ ছিড়ে আসবে যখন কান্না বলবে সবাই- সেই যে পথিক তার শোনানো গান না?- আসবে ভেঙ্গে কান্না, পড়বে মন আমার সোহাগ কন্ঠে তোমার কাদবে বেহাগ পড়বে মনে আমার ফাকি অশ্রুহারা কঠিন আখি ঘন ঘন মুছবে, বুঝবে সেদিন বুঝবে।
  • ফুটবে আবার দোলন চাপা, চৈতি রাতের চাদনী আকাশ ছাওয়া তারায় তারায় বাজবে আমার কাদনি চৈতি রাতের চাদনী ঋতুর পরে ফিরবে ঋতু সেদিন হে-মোর সোহাগ ভীতু চাইবে কেদে নীল নভোগায় আমার মত চোখ ভরে চায় যে তারা, তায় খুজবে বুঝবে সেদিন বুঝবে।
  • আত্মগত আমি আবার নিজের কাছে প্রশ্ন করি নিঃশব্দের এমন রাতে বুকের মাঝে শব্দ কেন?
  • দুঃখ মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান, যা মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না।
  • চল হাত ছেড়ে শূন্যতা ধরে হাঁটি। – তারপর? তারপর ঠিক করে নেবে, আজীবন শূন্যতা, না আমি।
  • হ্যাঁ, আমি খুবই সচেতন নাগরিক। মেঘলা আকাশ দেখলেই মোবাইল চার্জ দেই।
  • সবাই ট্রিট চায়.. কেউ আমাকে চায় না কি কপাল…
  • সময়ে সময়ে নিজেকে আপডেট করুন, নাহলে এই দুনিয়া আপনাকে Use করে Hang করে দেবে।
  • মাথায় চুল থাকবে কি করে, যেখানে শ্যাম্পুর নামই অল-ক্লিয়ার।
  • ঘুষ নেয়া অন্যায়, আর বাঙালি ভাবছে ঘুষ নেয়া অন্য আয়।
  • একমাত্র মেয়েরাই পারে, রেস্টুরেন্টে গিয়ে টিস্যু চুরি করে ব্যাগে ঢোকাতে।
  • হাসতে হাসতে সিগারেট খাওয়া ছেলেটা একদিন কাশতে কাশতে মরে যাবে।
  • শেষ ইচ্ছার আগের ইচ্ছা কি? আমার বেস্টুর ফানি পিক ভাইরাল করবো..
  • ডিয়ার হবু বউ, রান্নাটা অন্তত শিখে নিও লিপস্টিক খেয়ে খেয়ে কতোদিনই বা বেঁচে থাকবো বলো।
  • আজকের বাছুর আগামী দিনের গাভী, আজকের প্রেমিকা আগামী দিনের ভাবি।
  • Congratulation – আপনার Chat List – এর প্রথম ব্যক্তি আপনার সাথে কুত কুত খেলবে।
  • সবাই বলে … দেওয়ালেরও নাকি কান আছে, তাতে কি?? মুখ তো আর নেই যে, কাউকে বলে দেবে…
  • কিছু কিছু ছেলেদের প্যান্ট পড়া দেখলে ভয় লাগে। কখন যে প্যান্ট বিপদ সীমার নিচে এসে পরবে বলা মুশকিল।…
  • এই পৃথিবীর অষ্টম আশ্চর্য জিনিস হলো মেয়েদের জিন্সের প্যান্ট এর চেইন।
  • বাসর ঘরে ঢুকে বউকে একটা থাপ্পড় দিয়ে বলবো এতদিন কোথায় ছিলে ।
  • Gf password না দিলে বুঝবেন ভেজাল আছে, আর দিলে বুঝবেন আরেকটা আইডি আছে।
  • প্রকৃত স্বামী তো সেই, যে বউয়ের কষ্ট দেখে, আরেকটা বউ ঘরে আনে।
  • প্রোফাইল করিয়া লক দুয়ারে দিয়াছো নক!!কিভাবে চিনিবো তুমি কাউয়া নাকি বক।
  • পয়েন্টে পয়েন্টে কথা বললে কিছু মানুষের জয়েন্টে জয়েন্টে ব্যাথা লাগে!
  • সারাদিন অফিসে দূর্নীতি করে ঘুষ খেয়ে ফেইসবুকে আসা ব্যক্তিটাও খেলার মাঝে দেশাত্ববোধ খোজে।
  • মরে যাওয়ার জন্য একটু বিষ খেলেই হয় কিন্তু বেচে থাকার জন্যে অনেক কিছু হজম করতে হয়।
  • এই স্ট্যাটাস এ আমি রিয়েক্ট দিয়ে রিয়েক্ট এর অপমান করতে চাইনা তাই কমেন্ট করলাম।
  • ভবিষ্যতে সন্তানকে যেভাবে শাসন করবে চুপ চাপ খেয়ে নাও না হলে মোবাইলে্র পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবো।
  • আবার আসিব ফিরে ওই শিক্ষা প্রতিষ্ঠানের তীরে হয়তোবা বউ অথবা অভিভাবক হয়ে।
  • ট্রেনের কামরায় ছিট খালি ছিলনা কিন্তু আমার বসার খুব দরকার ছিল। তাই ,মোবাইল টা কানে নিয়ে কারো সাথে কথা বলার ভান করে বললাম হ্যা আমার পরিক্ষায় টেস্ট পজেটিভ এসেছে। তারপর দেখি আশে পাশের সবাই সিট ছেড়ে চলে গিয়েছে।
  • রাষ্ট্র ভাষা বাংলা চাই, ইংলিশ ছাড়া চাকরী নাই, হিন্দি ছাড়া অনুষ্ঠান নাই।
  • আগে আমরা ছুটির মজা নিতাম আর এখন ছুটি আমাদের সাথে মজা নিচ্ছে।
  • নিজ নিজ জায়গা থেকে জীবনটা উপভোগ করতে শিখুন, অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকুন।
  • কোথাও ঘুরতে গেলে বন্ধুরা আগে যা বলতো বাড়ি গিয়ে ফোন করিস, এখন যা বলে বাড়ি গিয়ে ছবিগুলো পাঠিয়ে দিস.
  • সময়টা ভালো কাজে লাগান, পৃথিবীটা আপনার জন্য সুন্দর হবে।
  • মাঠে তো কয়টা রোহিঙ্গা ছাড়া আর কিছুই দেখি না, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা।
  • এক সময় দিলদার, টেলি সামাদের কৌতুক মিশ্রিত অভিনয় দেখে যেমন আমরা হাসতাম তেমনি জনাব আপনার কথা শুনে আমাদের হাসি পায়।
  • লুঙ্গির মতোই দেখতে কিন্তু সেলাই নাই নাম তার গামছা, নেতার মতই ভাবসাব কিন্তু পদবী নাই তার নাম চামচা।
  • ব্যক্তিত্বহীনভাবে নেতৃত্ব দেয়ার চেয়ে, ব্যক্তিত্ববান নেতার অনুগত্য হওয়াটাই অতি উত্তম!

আরো পড়ুনঃ

আরো ভালো ছবির ক্যাপশন

নিম্নে আরো স্ট্যাটাস ভালো ছবির ক্যাপশন দিয়ে দিলাম। এই ক্যাপশনগুলোও দেখতে পারেন। এই ক্যাপশনগুলো স্ট্যাটাস হিসাবেও ব্যবহার করতে পারবেন।

ক্রমিক নংক্যাপশন
ওভার নাইট নোয়াখালীর কোম্পানীগঞ্জ পাঠানো যেতে পারে বান্দরবন না পাঠিয়ে।
সব সময় হাসতে থাকো আশে পাশের মানুষ কনফিউজড হয়ে যাবে কিসের এত খুশি।
মরতে চাইলে বিনা প্রয়োজনে বাহিরে আসুন। প্লিজ বাচতে চাইলে ঘরে থাকুন সচেতন হোন।
ভেঁটকি মাইরা ৩২টা দাঁত বাহির কইরা পিক আপলোড দেয়! আর ক্যাপশন দেয়, মিথ্যা হাঁসি।
মেয়েদের শরীরে তিন ভাগের একভাগ আছে মাংস আর বাকী ২ ভাগ ডং আর ডং।
মাঝে মাঝে মনে হয় ঘরবাড়ী সব মাশার নামে লিখে দিয়ে আমি জঙ্গলে চলে যাই।
যারা ফেসবুকে পোস্ট কম করে তারা মনে করে তারা মাস্টার্স ইন ম্যাচিউরিটি।
ঝড়ে কতো কিছুই উড়ায়ে নিয়ে গেলো, সুধু তোমাকে উড়িয়ে আমার কাছে নিয়ে আসতে পারলো না।
এটা আমার Attitude নয় এটা আমার style man।
১০ঘুম থেকে ওঠার পর বাচ্চারা মা খোঁজে, যুবকরা বউ খোঁজে, আর আমি মোবাইল খুঁজি, তা দেখে আমার মা ঝাড়ু খোঁজে।
১১নামে কি বা আসে যায়, যার নাম সুভাষ সেও পাদ দেয়।
১২গালি আবিষ্কার না হলে অর্ধেক বাঙালি হাইপ্রেসারে মারা যেত।
১৩ছোট বেলায় গরুর রচনা প‌ড়ে‌ছিলাম ব‌লে গরু চিন‌তে ভুল হয় না আমা‌দের… ‌কিন্তু মানুষের রচনা পড়া হয়‌নি ব‌লেই আমরা মানুষ চিন‌তে ভুল ক‌রি।
১৪ঘুম থেকে ওঠার পর বাচ্চারা মা খোঁজে, যুবকরা বউ খোঁজে, আর আমি মোবাইল খুঁজি, তা দেখে আমার মা ঝাড়ু খোঁজে।
১৫কবি বলছেন, প্রথমটারে ভুলে থাকা সম্ভব যদি দ্বিতীয়টা সার্ভিস ভালো দেয়।
১৬শত শত জানু কলিজা লিভার কিডনির ভিড়ে আমি এক অসহায় হাড্ডি।
১৭বর্তমানটা খুব জটিল, সম্পর্কগুলো কিবোর্ডে বন্দী হয়ে গেছে, স্ট্যাটাস দেখে আজকাল বুঝেনিতে হয় কে কোন মুডে আছে!
১৮আমি Lazy নই আমি just Energy Saving Mode এ আছি।
১৯নীরবতা কথা বলে যখন শব্দ নিজের থেকে চুপ হয়ে যায়।
২০যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রী হয় ফুটপাতে সেই দেশে দুর্নীতিবাজ থাকবে পাঁচ তলায় আর আদর্শবান ব্যক্তি থাকবে গাছ তলায় এটাই স্বাভাবিক।
২১নীরবতা কথা বলে যখন শব্দ নিজের থেকে চুপ হয়ে যায়।
২২আমি perfect নই , আমি just 18+ যে বেপারটা totally Awesome।
২৩আমি সবসময় Selfie তুলিনা শুধু মাত্র দিনে একবার হোমিওপ্যাথিক ডোজসে মতো।
২৪নিজের অন্দর মহলের সুন্দরতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পরিবহন করে নিজেকে সুন্দর করে তুলতে।
২৫বাঙ্গালি খুব পরিশ্রমী জাতি, একহাতে ভাত খায়, আরেক হাতে ফেসবুক চালায়।
২৬তুই ভালোবাসিস আর নাই বাসিস আমি তো আমার মতো relax আছি আর সারা জীবন থাকবো।
২৭Smile দ্বিতীয় স্থানে থাকা এমন এক জাদু যেটা তুমি তোমার ঠোঁটের সাথে করতে পারো।
২৮খুশির খোঁজ করা বন্ধ করে দিয়েছি , কারণ খুশি খুঁজতে খুঁজতে নিজের বর্তমান কে হারিয়ে ফেলছি দিন দিন।
২৯হাই প্রোটিন যেমন সবার সহ্য হয় না তেমন আমাকে handle করার মতো তোর এখনো age হয়নি।
৩০বাহানা বানিয়ে লাভ নেই থাকার হলে থাকিস নাহলে ফুট নিজের রাস্তা দেখিস।
৩১প্রথমত চা চাই দ্বিতীয়ত চা চাই আর সবশেষে আমি চা চাই।
৩২Smile দ্বিতীয় স্থানে থাকা এমন এক জাদু যেটা তুমি তোমার ঠোঁটের সাথে করতে পারো।
৩৩তুমিও বোঝ , আমিও বুঝি বুঝেও বুঝি না তুমিও বলো , আমিও বলি তবে সোজাসুজি না।
৩৪তুমি রাত জেগে কি করো? মানুষের রিলেশনশিপ স্ট্যাটাস দেখি আর লাইক, কমেন্ট react দিয়ে পাশে থাকি।
৩৫না থাকতে চলে যাও , এসো না আর ফিরে। তোমায় নাহয় খুঁজে নেবো মিথ্যে কল্পনার ভিড়ে।
৩৬রোজনামচা জীবন মানে নতুন অভিনয়। সুখ হাসে ঠোঁটের কোণে তবু দুঃখ আড়ালেই রয়।
৩৭নিশিদিন খুঁজে বেড়াও মনের মতো মানুষ উড়বে বলে আগুন খোঁজে শান্ত একটা ফানুস।
৩৮দুঃখগুলো মুছে দেবো সুরের মূর্ছনায় সারাটি জনম রেখগো আমায় তোমার মনের মন পিঞ্জারায়।
৩৯ভালোবেসেছি , জানো না তুমি আলতো বিষাদ ছোয়া একলা রাতে আমায় কাঁদাক তোমার স্মৃতির হওয়া।
৪০হাজারো ভালোবাসার মাঝে আমার টা হয়তো একটু ফিকে, যদি সময় হয় তাকিও আমার দিকে।
৪১অবশেষে তুমি আকাশের চাঁদ হয়েই রইলে আর আমি? আমি কথিত সেই বামুন চাঁদে হাত বাড়াতে বড়াবড়ই যার মানা।
৪২তুই যদি আমাকে ভদ্র ভেবে থাকিস তাহলে একটাই কথা বলবো দেখে এসে pogo মারাশ কেন ওগো।
৪৩কখনো কখনো বিষঘ্নতার ছোয়াই_ চারিপাশটা অন্ধকার মেঘে ঢেকে যায় তুমি একটু আলো নিয়ে আসবে বলে, আজও তার প্রতিক্ষায়!!
৪৪সারাদিন সবাই ভালো থাকার অভিনয় করে যায় মাঝরাতে সবাই অভিনয়ের কাছে হেরে যায়।
৪৫গভীর রাত কখনো বর্তমানের কথা বলে না, কিছু ব্যর্থ অতীতকে মনে করিয়ে দেয়!!!!
৪৬প্রেমে পড়ে গেলে পাশে থাকুন মনে জায়গা নেই।
৪৭প্রতি শহরের অলিগলি রাস্তায়, কয়েকটা পাগলা ঝিমায়.. তাদের পাগল হওয়ার পিছনেও কোনো এক মায়াবতীর স্বার্থপরতার গল্প রয়েছে।
৪৮আবেগগুলো অসম্পূর্ণই থাক কারণ আমি মধ্যবিত্ত।
৪৯কি অদ্ভুত তাইনা ? প্রেমও তার সাথেই হয় যে আমাদের কপালে নেই।
৫০জীবনের রঙ বদলাতে চাও, বদলাও। কিন্তু মনে রেখ জীবন বদলাতে পারবে না। ভালো সবাই তো থাকতে চাই, কিন্তু মানুষ কি জানে না স্রষ্টা না চাইলে কেউ ভালো থাকতে যে পারে না!

ভালো ছবির ক্যাপশন পিকচার

ভালো ছবির ক্যাপশন পিক ১

ভালো ছবির ক্যাপশন পিক ২

ভালো ছবির ক্যাপশন পিক ৩

ভালো ছবির ক্যাপশন পিক ৪

ভালো ছবির ক্যাপশন পিক ৫

ভালো ছবির ক্যাপশন পিক ৬

ভালো ছবির ক্যাপশন পিক ৭

ভালো ছবির ক্যাপশন পিক ৮

ভালো ছবির ক্যাপশন পিক ৯

ভালো ছবির ক্যাপশন পিক ১০

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

এবার চলুন ভালো ছবির ক্যাপশন আর্টিকেলটি সম্পর্কিত কিছু কমন প্রশ্ন ও প্রশ্নের উত্তর জেনে নেই।

ভালো ছবির ক্যাপশন কোথায় পোস্ট করা যাবে?

আর্টিকেলে থাকা ভালো ছবির ক্যাপশন গুলো আপনি যেকোন সোসাল মিডিয়ায় ছবির ক্যাপশন হিসাবে পোস্ট করতে পারবেন। এছাড়াও এই ক্যাপশনগুলোকে কাউকে SMS পাঠানোর ক্ষেত্রে কিংবা স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন।

ভালো ছবির ক্যাপশন কিভাবে কপি করব?

আমাদের ওয়েবসাইট থেকে আপনি খুব সহজেই ভালো ছবির ক্যাপশন কপি করে নিতে পারবেন। যেটি অন্য ওয়েবসাইটে সহজে কপি করা সম্ভব হয় না। যেকোন ক্যাপশন কপি করার জন্য ক্যাপশনের উপর কিছুক্ষণ চেপে ধরে থাকুন এরপর ক্যাপশনটি সিলেক্ট করে কপি করে নিন। তবে সম্পূর্ণ আর্টিকেক কপি করে অন্যত্র প্রকাশ করা অনুমতি নেই।

আর্টিকেলে কিভাবে নিজের লেখা ভালো ছবির ক্যাপশন যুক্ত করব?

আপনি চাইলে আমাদের এই আর্টিকেলে নিজের লেখা এক বা একাধিক ভালো ছবির ক্যাপশন যুক্ত করতে পারবেন। এজন্য আপনাকে ক্যাপশনটি লিখে কমেন্ট করতে হবে। আপনার ক্যাপশনটি মানসম্মত হলেই কেবলমাত্র তা আমরা আর্টিকেলে যুক্ত করব।

আর্টিকেলের ভালো ছবির ক্যাপশন পিকচার ডাউনলোড করে ব্যবহার করা যাবে?

অবশ্যই। এই আর্টিকেলে যেসব ভালো ছবির ক্যাপশন পিকচার শেয়ার করা হয়েছে ওই সকল ছবিগুলো ডাউনলোড করে সোসাল মিডিয়ায় পোস্ট করার উদেশ্যে ব্যবহার করা যাবে।

উপসংহার

এই ছিল ভালো ছবির ক্যাপশন নিয়ে আমাদের আজকেই এই আর্টিকেল। আশা করছি এই আর্টিকেলটি থেকে আপনি আপনার পছন্দমতোন একটি ভালো ছবির ক্যাপশন খুঁজে পেয়েছে। আর্টিকেলে থাকা ভালো ছবির ক্যাপশনগুলো আপনার কেমন লেগেছে এই সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট করুন।

এছাড়াও এই ধরনের আরো অনেক ক্যাপশন, স্ট্যাটাস, ছন্দ পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে। এই পেজটিকে বুকমার্ক করে রাখুন যাতে করে সহজেই যেকোন সময়ে ক্যাপশনগুলো কপি করে নিতে পারেন। ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.