Sports

80+ মেয়েদের কষ্টের ছন্দ

মেয়েদের কষ্টের ছন্দ নিয়ে লেখা আর্টিকেলে আপনাকে স্বাগতম। আপনি যদি মেয়েদের কষ্টের ছন্দ খুঁজে থাকেন তবে আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হতে পারে। সেরা ও সুন্দর সুন্দর সকল মেয়েদের কষ্টের ছন্দ নিয়ে আর্টিকেলটি সাজানো হয়েছে। এখান থেকে যেই ছন্দটি আপনার ভালো লাগে সেটি আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন অথবা সময় কাঠানোর জন্য ছন্দগুলো পড়তে পারেন।

একজন মেয়ে বিভিন্ন কারণে কষ্ট অনুভব করে। কষ্টের মুহুর্তে অনেক মেয়েই আছে যারা কষ্টের ছন্দ, স্ট্যাটাস পড়ে আবার সেই স্ট্যাটাস ফেসবুক, ইন্সটাগ্রামে পোস্ট করে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার মতোন বা পড়ার মতোন এমনি কিছু ছন্দ পাবেন এই আর্টিকেলটিতে। তাহলে চলুন আর দেরী না করে ছন্দগুলো দেখে নেওয়া যাক।

আরো পড়ুনঃ

মেয়েদের কষ্টের ছন্দ

ধারাবাহিকভাবে তালিকা আকারে মেয়েদের কষ্টের ছন্দগুলো দিয়ে দিলাম। এখান থেকে এক এক করে ছন্দগুলো দেখে নিন।

  • জীবনে ভুল করাও দরকার, ঠিকটাকে উপলদ্ধি করার জন্যে।
  • নব বর্ষায় ভিজলো সবাই, ভিজলো সবার মন। আর যে কিছু দিন পরেই, হলো তোমার আগমন।
  • তুমি আমার বলতে না পারা সেই কথাটি, তুমি আমার ভালবাসার সীমাহীন সেই তুমি।
  • অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়।
  • যখন কোন কারণে ভালবাসার মধ্যে সন্দেহ বাসা বাঁধে,তখন সে যাই বলুক, সেটা বিশ্বাস করাটা অনেক কঠিন হয়ে পড়ে।
  • অশ্রু হৃদয় থেকে আসে এবং মস্তিষ্ক থেকে নয়।
  • ঝমঝমিয়ে বৃষ্টি আসে, দাঁড়িয়ে আছি তোমার পাশে, তোমার সাথে ভিজছি বেশ এ যেন এক নতুন আবেশ।
  • হলোনা আর আমার থাকা, নিজের মত করে; ইচ্ছে ঘুড়ির রঙিন সূতোয়, তোমার কোমল মনটি বাঁধা।
  • পাখিদের নীড়ে ফেরা, গোধূলি বেলায়। মনের জানালা খুলে, ভাবছি তোমায়।
  • যে ভালবাসার মাঝে না পাওয়ার ভয় থাকে, আর সেই কথা মনে করে দু’জনেই কাদে, সে ভালবাসা হচ্ছে প্রকৃত ভালবাসা।
  • তেজপাতা তেজ করাইছে গোলাপ ফুলের বাসনা, কোন রমণী মন ভুলাইছে পত্র কেন লিখনা।
  • কাল সারারাত তোমায় ভেবে কেদেছি, তোমায় ছাড়া থাকতে হবে তা মেনে নিয়েছি, তুমি সুখে থাকো আমায় ছাড়া, এর বেশি চাইনা কিছু আর!!
  • জাতির সবচেয়ে ভাল মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে।
  • তোমার কি কখনো জানতে ইচ্ছা করে, আমি কেমন আছি!! কাজের মাঝে কি হঠাৎ আমাকে মনে পরে!! আমার কেন জানি খুব জানতে ইচ্ছা হয়, তুমি কেমন আছো! আমার খবর কি তুমি রাখো???
  • যদি রাত দুপুরে ঘুম ভাঙ্গে, আমি পাশে নেই ভয় পাবে কি? অচেনা শহরে অচেনা কোন মুখ দেখে, মনে পড়বে কি?
  • চেনা মধ্য রাতে অচেনা এই আমি, যার কোন উদ্দেশ্য নেই, নেই কোন স্বপ্ন !! নেই কারো প্রতি আর গভীর কোন টান, নেই আর মমতা ,নেই কোন দায়িত্ববোধ, নেই আর কারো প্রতি বিন্দুমাএ ভালবাসা। আছে শুধু সীমাহীন এক বুক শুন্যতা !
  • এই বৃষ্টির নেশা তে, চাই মন হারা তে। সব সীমা ছাড়িয়ে, মন চাই শুধু তোমাকে।
  • ভালোবাসার পাল তুলে চলো মোরা ভেসে যাই। অচীন দেশে বাঁধবো বাঁসা, যে দেশে আর কেউ নাই…
  • কাউকে যদি বেশি মায়া কর, তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে।
  • আমি ছিড়ে ফেলেছি ডায়রীর পাতা। যেখানে লিখা ছিলো হাজারো স্বপ্নের কথা। শুধু ছিড়তে পারিনি আমার মনের পাতা. যেখানে জমা আছে অনেক ব্যাথা…
  • তুমি আমার নদীর মাঝে একমাত্র কুল, তুমি আমার ভালোবাসা প্রথম গোলাপ ফুল।
  • আমার চোখ ঝলসে গিয়েছিলো, কিছু মুহুর্তের জন্য থমকে গিয়েছিলো, চারপাশের প্রতিটা বস্তু, সাথে আমিও। আজও মনে পড়ে সেই অপ্রত্যাশিত সন্ধ্যার কথা,,তাকে দেখে হঠাৎ বিষ্ময়ের সেই মুহূর্তের কথা। কিন্তু আজ মেঘযুক্ত সন্ধ্যা এলেও ,সে আর আসে না বৃষ্টি নামাতে।
  • এক ফোঁটা শিশিরের কারনেও, বন্যা হতে পারে, যদি বাসাটা পিঁপড়ার হয়। তেমনি এক চিমটি ভালবাসা দিয়ে ও, সুখ পাওয়া যায়, যদি সেই ভালবাসা খাঁটি হয়।
  • ঘুম ভাঙলো রোধ উঠলো রাত্রি বেলা শেষ, সকাল বেলায় মনটা আজ লাগছে যে বেশ। গায়ে রাখলো রোদের মৃদু আলো, আলোর ছোঁয়ায় মনটা আজ লাগছে বেশ ভালো।
  • কষ্ট কখনও কাউকে কষ্ট দেয় না, সুখ ই মানুষকে কষ্ট দেয়। তাই সুখের পিছনে ঘুরে সময় নষ্ট করা মানে, দুঃখকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কিছু নয়।
  • পারবোনা ছুতে শুধু স্বপ্নে, এসে তুমি বলবে, ভালো থেকো।
  • আমার কবিতায় নাই কোন ছন্দ, নাই কোন শৃংখলায় আবদ্ধ মনোরম পরিবেশানন্দ, নাই মাতাল হবার মতো কোন আকর্ষণভারি, বেঁচে আছি এই ভেবেই আমি, এখন এক দীর্ঘশ্বাস ছাড়ি।
  • কিছু মানুষ আছে যাদেরকে! শুধুই ভালোবাসা যায়, কাছে টানা যায়, কিন্তু তাদের কখনোই, ভুলে থাকা যায় না।
  • যতবার পরাজয় ততবার কহে, আমি ভালোবাসি যারে, সে কভু আমার হতে দুরে যেতে পারে?
  • আকাশে বাতাসে, উড়ে শিউলি ফুলের গন্ধ, ভালোবাসায় পাপ নেই তবু , লোকে কোনো বলে মন্দ। লোকের কথা শোনা না কান রাখো বন্ধ, তোমার আমার ভালোবাসায় রয়েছে কতো ছন্দ।
  • হৃদয় জুড়ে আছ তুমি সারা জীবন থেকো, আমায় শুধু আপন করে, বুকের মাঝে রেখ; তোমায় ছেড়ে যাবনাতো, আমি খুব দূরে, ঝড় যতই আসুক, আমার জীবন জুড়ে….
  • পাখির মত আকাশ নীলে ঢেউ এর মতো লোনা জলে, তীরে ফেরা, তোমার ছোঁয়ায়, একটু খানি ভিঁজে থাকা; হলোনা আর আমার বলা ভালোবাসি; মিষ্টি সুরের কাঁপন তুলে।
  • ইছে হলে ফিরে আসিস, আমার কুঁড়ে ঘর, তোর জন্য সারাজীবন খোলা।
  • যে হৃদয় দিয়ে কাজ করে না, শূন্যতা ছাড়া সে কিছুই অর্জন করতে পারে না।
  • মন দেখে ভালবাসো, ধন দেখে নয়; গুন দেখে প্রেম কর, রুপ দেখে নয়; রাতের বেলায় সপ্ন দেখ, দিনের বেলায় নয়; একজনকে ভালবাস, দশ জনকে নয়…..
  • কান্নায় লজ্জার কিছু নেই। যে ভালবাসতে জানে; সে-ই কাঁদতে পারে।
  • গোধূলী রঙধনুর রঙ ছড়িয়ে, আকাশটাকে রেখেছে জড়িয়ে। আমরাও ঐ পাখিদের মত উড়ে, চল যায় দূর অজানায় হারিয়ে।
  • যা পেয়েছি তা নিয়ে আমি সন্তুষ্ট আর, যা হারিয়েছি তা নিয়ে আমার আপসোস নেই। কারণ সেটা আমার পাওয়া ছিলো না, যদি থাকতো তাহলে এভাবে হারিয়ে যেত না।
  • ভালোবাসার মানে আবেগের পাগলামি, ভালোবাসার মানে কিছুটা দুষ্টামি! ভালোবাসার মানে শুধু কল্পনাতে ডুবে থাকা, ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা।
  • শ্রাবনের বৃষ্টি এসে জুড়িয়ে দিল জ্বালা। বর্ষা এলো শুরু হলো মেঘ বৃষ্টির খেলা।
  • আমরা শুধু সাফল্যের উপরেই গড়ি না, আমরা ব্যর্থতার উপরেও গড়ি।
  • জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা তুমি আগে কখনো পাও নি, তাহলে তোমাকে তার জন্যে এমন কিছু করতেও হবে যেটা তুমি আগে কখনো করোনি…
  • জীবন কতগুলো পরীক্ষার সেমিষ্টারে বিভক্ত নয়। এখানে কোনই গ্রীষ্মকালীন ছুটি নেই এবং খুব কম সংখ্যক লোকই তোমার সার্মথ্য চেনাতে সাহায্য করতে আসবে।
  • কিছু কিছু মানুষ আছে যারা, একজনকেই পাগলের মতো ভালোবেসে যায়। কিন্তু, ভালোবাসায় সবচাইতে বেশী, কষ্ট এরাই পায়…
  • খুঁজিনি কারো মন তোমার মন পাবো বলে!! ধরিনি কারো হাত তোমার হাত ধরবো বলে!! হাঁটিনি কারো সাথে তোমার সাথে হাঁটবো বলে!! বাসিনি কাউকে ভাল তোমাকে বাসবো বলে!
  • দৃঢ় বিশ্বাস, অনবরত প্রচেষ্টা এবং বিশ্বজয়ী প্রেম-জীবনযুদ্ধ এই হলো মানুষের হাতিয়ার।
  • আমি যখন থাকবো না, তখন আকাশের দিকে তাকিয়ে দেখ, কতবার তোমার ছবি একেঁছি । কিন্তু সেই আমি আজও আছি, শুধু নেই তুমি।
  • সকালে উঠে প্রথম চিন্তা সেটাই হোক..যেটা আপনি অর্জন করতে চান, মনে রেখো তোমার প্রতিটি সংকল্পই তোমার ভাগ্য নির্ধারণ করে।
  • কোন স্বপ্ন পূর্ণতা না পেয়ে ভেঙ্গে গেলে, সে যে কি অসহ্য যন্তণা। কোন বন্ধুর বারণ গ্রাহ্য করিনি। বারবার নিষেধ সত্তে, আমি ভালবাসা নামক এক কষ্টের নদী, সাতরে পার হতে চেয়ে ছিলাম।
  • ভাবিনি কখনো তুমি এমন হবে। না চাইতেই যে অনেক কিছু দিয়েছিলো, তার কাছে সামান্য কিছু চেয়ে যে রিক্তহাতে, ফিরতে হবে এ যে আমার কল্পনাই ছিল না।

আরো পড়ুনঃ

নতুন কিছু মেয়েদের কষ্টের ছন্দ

ইতিমধ্যে অনেকগুলো মেয়েদের কষ্টের ছন্দ দেখে ফেলেছেন। আপনার জন্য আরো নতুন কিছু মেয়েদের কষ্টের ছন্দ নিম্নে দিয়ে দিলাম। নতুন ছন্দগুলো দেখুন আশা করছি এগুলো আপনার ভালো লাগবে।

  • যখন তোমার নীল রাতে, পাখিরা স্বপ্ন হারায়, নতুন খামে পুরনো চিঠি তোমার ঠিকানায়।
  • I love you যত সহজে বলা যায়, “আমি তোমাকে ভালোবাসি” ততো সহজে বলা যায় না।
  • তুমি রয়েছ প্রিয়া, হৃদয়ের কাছাকাছি; আমি যে তোমাই ওগো, এতো যে গো ভালোবাসি।
  • সম্পর্কের নাম যাই হোক না কেনো, মন খারাপের সময় যে পাশে থাকে, তাকেই সবচেয়ে কাছের মানুষ মনে হয়।
  • কাওকে মন থেকে ভালবাসলে, উপহার হিসেবে, কষ্ট পাওয়া যায়।
  • প্রজাপতির মত মেলে পাখনা, তুমি আমি ভেসে হায়; আজ যাব সুদূর নীলিমায়, ভালবাসায় আজ মাখামাখি হয়ে থাকনা।
  • তোমাকে ভালোবাসা আমার দুর্বলতা নয়। এটি আমার কাছে বড় শক্তি এবং আমার সবচেয়ে বড় আত্মবিশ্বাস। তুমি যদি পাশে থাকো তাহলে সবকিছুই জয় করে নিবো!
  • প্রথম পরিচয়ে কোন কিছুই পছন্দনীয় বা ঘৃণিত হতে পারে নাহ।
  • তুমি আমার খুব গোপনে, লুকিয়ে রাখা কিছু কষ্ট। তুমি আমার দিনের শেষে, নেমে আসা ওই আধারের রাত।
  • আমি যখন চলে যাব তখন বাতাসকে জিজ্ঞেস করো, আমি কতবার তোমার নামে নিশ্বাস নিয়েছি । যখন হারিয়ে যাব , তখন প্রকৃতির দিকে তাকিয়ে জিজ্ঞেস করো, আমি তোমায় কতবার খুঁজেছি।
  • জীবন এক কঠিন খেলা। এই খেলায় জয় তখনই সম্ভব, যখন তুমি ব্যক্তি হিসেব, জন্মগতভাবে পাওয়া অধিকারকে ধারণ করবে।
  • কারো দূর্বলতা নিয়ে, কখনও মজা করো না, যেটা তোমার কাছে দুষ্টমি। সেটা অন্যর কাছে কষ্টকর হতে পারে।
  • মিশিয়ে দিলাম চিঠির ভাষায়, প্রেম মাখানো ভাষা; বুঝে নিয়ো চিঠি পরে, আমার ভালোবাসা…..
  • সুনীল আকাশ যেন তোমার দু-চোখ, স্বপ্নের করিডোরে ডাকছে আমায়। এমন মধুর ক্ষণে এসো না তুমি, তোমারই প্রতিক্ষায় রয়েছি আমি।
  • দিন ফুরাবে, রাত ফুরাবে, ফুরাবে ফুলের প্রান, সমায় ফুরাবে, জীবন ফুরাবে, ফুরিয়ে যাবে জান, But তোমার জন্য ফুরাবে না! আমার ভালোবাসার টান।
  • পারিব না একথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাব একবার; পাঁচজনে পারে যাহা, তুমিও পারিবে তাহা, পার কি না পার কর যতন আবার একবার না পারিলে দেখ শতবার।
  • থাকবে সবাই তোমার পাসে সারা বেলা, খুজে পাবে না হয়ত এই আমায় কোন বেলা।
  • সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায়, তাহলে তা ভাংগা মুশকিল। আর যদি স্বার্থের সাথে মিশে যায়, তবে তা টিকানো মুশকিল।
  • টানছো কেন ওড়না ধরে, পড়ে যাবো ধপাস করে; বিয়ের পরে পাবে তুমি, সারাজীবন আপন করে।
  • তোমার জন্য ভালোবাসা তোমার জন্য স্বপ্ন.. তোমার জন্য মনের মাঝে আছে হাজার হাজার গল্প।
  • তুমি পাশে নেই তবুও, তোমায় অনুভব করি। তুমি আমার হবে না, জানি তবুও তোমার পথ চেয়ে আছি। স্বপ্ন সত্যি হবে না, জানি তবুও তোমায় নিয়ে স্বপ্ন দেখি। কারণ আমি যে তোমায় ভীষণ ভালবাসি।
  • সেদিন সন্ধ্যায়ও আকাশে মেঘ ছিলো, বৃষ্টি নামাতেই সে আমার দুয়ারে ছুটে এসেছিলো! আকাশ ফেটে যে আলোকরশ্মি তার মুখে পড়েছিলো, তাতেই দেখেছিলাম প্রথম তার ভেজাচ্ছন্ন মুখের কারুকার্য!
  • সাফল্য দেরিতে আসলেও ঠিকই আসবে, একমাত্র যদি তুমি পরিশ্রম করো এবং মন থেকে কিছু চাও।
  • সূর্য উঠেছে ফুল ফুটেছে মাথার ওপর নীল আকাশ, তার সাথে বয়ে চলেছে মৃদু মন্দ বাতাস; সকালের কোকিল পাখি কুহু কুহু গায়,ভোরের বেলা ঘাসের ওপর শিশির ছোঁয়া লাগে পায়।
  • তোমার ক্লান্ত মনের বেহাতে আমি তোমার প্রেমের রাগিনী। তুমি যে গো মরীচিকা শুধু, তুমি মোর প্রেমের কাহিনী।
  • মানব জীবন হল, অপেক্ষার জীবন।
  • ভালোবাসা তো যায়না টাকা দিয়ে কেনা, ভালোবাসা তো যায়না হীরা মুক্তা দিয়ে গড়া। দুটি মনের আকুলতায় যে বন্ধন হয়, তাকেই তো ভালোবাসা কয়।
  • আমারও গোলাপ আছে তার বুকে লুকানো, আমার স্মৃতিতে, আমার স্বপ্ন কার গন্ধ আছে…
  • এই জীবনে সব পেয়েছি, পাইনি কারো মন। জানিনা যে এই জীবনে, কে হবে আপন। মনের মত চাই তারে, চাই তার মন, হবে কি তুমি আমার কাছের একজন।
  • পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট হলো, এক তরফা ভালবাসা। আর তারচেয়ে বড় কষ্ট হলো, আপনি তাকে ভালবাসতেন সে জানত, এখনও ভালবাসেন কিন্তু সে জানে না।

মেয়েদের কষ্টের ছন্দ ছবি

কিছু মেয়েদের কষ্টের ছন্দ ছবি নিম্নে দিয়ে দিলাম। আপনি যদি মেয়েদের কষ্টের ছন্দের ছবি খুঁজে থাকেন তবে ছবিগুলো ডাউনলোড করে নিতে পারেন।

মেয়েদের কষ্টের ছন্দ ছবি ১

মেয়েদের কষ্টের ছন্দ ছবি ২

মেয়েদের কষ্টের ছন্দ ছবি ৩

মেয়েদের কষ্টের ছন্দ ছবি ৪

মেয়েদের কষ্টের ছন্দ ছবি ৫

শেষ কথা

আশা করছি আর্টিকেলে থাকা মেয়েদের কষ্টের ছন্দগুলো আপনার ভালো লেগেছে। ছন্দগুলো আপনার কেমন লেগেছে এই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এই ধরনের আরো অনেক আর্টিকেল পেতে।

ফলো করুন আমাদের ফেসবুক পেজ /TuneBN.Official কে যাতে নতুন সকল আর্টিকেলের আপডেট সহজেই পেয়ে যান। এতক্ষণ আমাদের সাথে যুক্ত থেকে আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.