WapkizWeb Design Tutorial

Wapkiz এ বানান সম্পূর্ণ নতুন ডিজাইনের ডাউনলোড সাইট [PART-2]

আসসালামু ওয়ালাইকুম। আশা করছি ভালো আছেন। Wapkiz এ ডাউনলোড সাইট বানানোর দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা সাইটের অভ্যন্তরীণ কিছু কাজ করব যেটা সাইট ডিজাইনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আর আপনি যদি প্রথম টিউটোরিয়ালটি না দেখে থাকেন তাহলে অবশ্যই প্রথম টিউটোরিয়ালটি দেখে নিবেন।

Wapkiz এ বানান সম্পূর্ণ নতুন ডিজাইনের ডাউনলোড সাইট [PART-1]

তো আগেই বলে রাখি আজকের এই পর্বে আমরা শুধু চারটি কাজ করব।

  1. Page Create
  2. Meta Header
  3. Site Settings
  4. Sitemap

Also Read: অনলাইনে আয় করার ৫ টি উপায়

Wapkiz Page Create

প্রথমটাই দিয়ে চলেন শুরু করি আগে। আপনার Wapkiz একাউন্টে লগিন করে Panel Mode এ যান। এবার Page এ ক্লিক করুন।
Wapkiz এ ডাউনলোড সাইট

এখানে আমরা দুইটা পেজ ক্রিয়েট করব। পেজ দুইটির নাম –

  1. File
  2. Download

Wapkiz page create

বাক্সে প্রথমে File নামের পেজ ক্রিট করবেন তারপর Download নামক পেজ। ব্যাস পেজের কাজ শেষ। আশা করছি ঠিক মতো করতে পেরেছেন। 👌👌

Wapkiz meta header

Wapkiz meta Header
এবার আমরা Meta Header এর কাজ করব। Panel Mode থেকে Meta Header এ ক্লিক করুন। ওখানে একটা ফাঁকা বক্স দেখতে পারবেন।

Wapkiz এ ডাউনলোড সাইট

এবার নিচের লিংকে গিয়ে কোডটা ডাউনলোড করে কপি করে পেস্ট করুন।

[button color=”red” size=”medium” link=”https://drive.google.com/file/d/12li90B7Js7Lh6Q28Ksc4bOHtbaQ8b6qG/view?usp=drivesdk” icon=”fa fa-download” target=”true” nofollow=”true”]Download Wapkiz Meta Header Code[/button]

Wapkiz site setting

এবার আসুন আমরা Site Settings টা ঠিক করি। আবারো Panel Mode এ যান এবং Site Settings এ ক্লিক করুন।
Wapkiz Site Settings
এবার এই রকম একটা পেজ আসবে। পেজটা সুন্দর ভাবে পূরণ করুন। স্ক্রিনশটএ যেভাবে দেখাচ্ছি সেভাবে পূরণ করুন।

Wapkiz setting edit 1

Wapkiz setting edit 2

হয়ে গেলে সেভ করে দিন। এরপর ১০ মিনিটের মধ্যে আপনার সাইটে তা আপডেট হয়ে যাবে।

Sitemap Create

এবার আমরা SiteMap ক্রিয়েট করব। যেটা সাইটের  SEO এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।  তো  Panel Mode এ গিয়ে Sitemap লেখা তে ক্লিক করুন।

Wapkiz sitemap page create

এবার আপনি একটি বক্স দেখতে পারবেন। সেখানে  Sitemap এর কোড বসাতে হবে।

Wapkiz sitemap code

নিচে দেওয়া কোডটি কপি করে নিন এবং উপরের বক্সে পেস্ট করে দিন।

<link rel="stylesheet" href="https://cdnjs.cloudflare.com/ajax/libs/font-awesome/4.7.0/css/font-awesome.min.css">
<link rel="stylesheet" href="http://ifile.ga/style.css">
<link href="https://fonts.googleapis.com/css?family=Lobster" rel="stylesheet">
<meta name="theme-color" content="#0088ff"/>

ব্যাস ঝামেলা শেষ।  আপাতত আর কোন কাজ নেই।
লক্ষ্য করুনঃ কোডের ২ জায়গায় আমার সাইটের নাম(ifile.ga) দেওয়া আসে। সেখানে আপনি আপনার সাইটের নাম দিবেন।

আপনার সুস্থ কামনা করে আজ এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি হাজির হবো Wapkiz এ ডাউনলোড সাইট বানানোর  তৃতীয় পর্ব নিয়ে। আর পোস্টটি শেয়ার করতে ভুলবেন না কিন্তু। কোথাও কোন সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

নিয়মিত একবার সাইটে ভিজিট করবেন তা না হলে গুরুত্বপূর্ণ পোস্ট গুলোন মিস করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.