
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী, দল, ভেন্যু, Pdf | ক্রিকেট বিশ্বকাপ ২০২৩
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী নিয়ে লেখা আর্টিকেলটিতে আপনাকে স্বাগতম। আপনি যদি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী খুঁজে থাকেন তবে আর্টিকেলটি থেকে সেই সময়সূচীর তালিকা পেয়ে যাবেন সাথে সময়সূচির ছবি ও Pdf। এর পাশাপাশি এবারের বিশ্বকাপ ক্রিকেট নিয়ে কিছু তথ্য যেমনঃ দল, ভেন্যু, গ্রুপ ইত্যাদি।
বিশ্বকাপ ক্রিকেট বা ক্রিকেট বিশ্বকাপ বলতে আইসিসি ওডিআই (ODI) পুরুষদের ক্রিকেট বিশ্বকাপকে বোঝানো হয়। প্রতি চার বছর পর পর বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়ে থাকে। বাছাই পর্ব শেষে যেসকল দল যোগ্যতা লাভ করে তারা ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ লাভ করে। ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। মোট ১০ টি দল এবারে বিশ্বকাপ ক্রিকেট খেলার সুযোগ পাবে। কোন কোন দল এবারে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে, খেলার সময়সূচি ইত্যাদি সকল কিছু চলুন দেখে নেওয়া যাক।
- আইপিএল ২০২৩ সময়সূচী, দল, পিকচার, PDF
- টি ২০ বিশ্বকাপ ২০২৪ সময়সূচি, টিম, ভেনু, পয়েন্ট টেবিল | ICC T20 World Cup Fixtures 2024
- কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি | বাংলাদেশি সময়, পিকচার, Pdf
Table of Contents
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩
ক্রিকেট বিশ্বকাপ পুরো দুনিয়ায় ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন। প্রতিটি দল ৫০ ওভারের ম্যাচ খেলে থাকে, মোট ১০০ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হয়। একটি ম্যাচের জন্য পুরো একটি দিন চলে যায় এজন্য একে ওয়ান ডে ম্যাচ ও বলা হয়ে থাকে। চলুন এবারের ক্রিকেট বিশ্বকাপের সকল তথ্য সংক্ষেপে দেখে নেওয়া যাক –
| টুর্নামেন্টের নাম | ক্রিকেট বিশ্বকাপ, বিশ্বকাপ ক্রিকেট |
| প্রসাশক | (ICC) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
| ক্রিকেটের ধরণ | (ODI) একদিনের আন্তজার্তিক |
| নির্বাচনের ধরণ | রাউন্ড-রবিন এবং নকআউট |
| মোট দল | ১০ |
| প্রথম ম্যাচ | ৫ অক্টোবর ২০২৩ |
| ফাইনাল ম্যাচ | ১৯ নভেম্বর ২০২৩ |
| মোট ম্যাচ | ৪৮টি |
| অফিশিয়াল ওয়েবসাইট | https://www.cricketworldcup.com/ |
| লাইভ | – |
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ দল
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী দেখে নেওয়ার আগে কোন কোন দল এবারে বিশ্বকাপে অংশগ্রহণ করবে তা আগে দেখে নেওয়ার প্রয়োজন। কেননা দলের ভিত্তিতে সময়সূচী তৈরি করা হবে। মোট ২০ টি দল এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করবে। ১ টি দল আয়োজক হিসাবে, ৭ টি দল সরাসরি এবং ২ টি দল বাছাইপর্বের মাধ্যমে। দলগুলোর নাম তালিকা আকারে নিম্নে দিয়ে দেওয়া হলো –
- ভারত
- বাংলাদেশ
- পাকিস্তান
- অস্ট্রেলিয়া
- ইংল্যান্ড
- আফগানিস্তান
- নিউজিল্যান্ড
- দক্ষিণ আফ্রিকা
- নেদারল্যান্ডস (TBD 1)
- শ্রীলঙ্কা (TBD 2)
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ ভেন্যু
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এ অংশগ্রহণ করা দলগুলোর নাম তো জেনে নিলেন এবার চলুন ভেন্যুগুলোর নামও জেনে নেই। ভেন্যুগুলোর নাম জেনে নেওয়ার পর বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী দেখে নেব। মোট ১৩ টি এবারের বিশ্বকাপ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। নিম্নে ভেন্যুগুলোর নাম ও প্রয়োজনীয় তথ্যগুলো দেওয়া হয়েছে।
| ক্রমিক | ভেন্যুর নাম | অবস্থান | ধারণক্ষমতা |
|---|---|---|---|
| ১ | নরেন্দ্র মোদী স্টেডিয়াম | আহমেদাবাদ | ১৩২,০০০ |
| ২ | ওয়াংখেড়ে স্টেডিয়াম | মুম্বই | ৪৫,০০০ |
| ৩ | ইডেন গার্ডেন্স | কলকাতা | ৬৭,০০০ |
| ৪ | এম. এ. চিদাম্বরম | চেন্নাই | ৫০,০০০ |
| ৫ | একনা ক্রিকেট স্টেডিয়াম | লাখনো | ৫০,০০০ |
| ৬ | অরুন জেটলি স্টেডিয়াম | দিল্লি | ৪১৮৪২ |
| ৭ | এম. চিন্নাস্বামী স্টেডিয়াম | বেঙ্গালুরু | ৪০,০০০ |
| ৮ | মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম | পুনে | ৩৭,৪০৬ |
| ৯ | রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | হায়দ্রাবাদ | ২৫,০০০ |
| ১০ | হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়াম | ধর্মশালা | ২৩০০০ |
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী
নিম্নে আপনার জন্য বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী তালিকা আকারে দিয়ে দেওয়া হলো। তবে তালিকাটিকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এতে করে আপনার সময়সূচিটি বুঝতে সুবিধা হবে। পয়েন্ট টেবিল, সেমিফাইনাল ও ফাইনাল এই তিনভাগে সময়সূচীর তালিকা বিভক্ত রয়েছে।
পয়েন্ট টেবিল পর্ব – বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী
| ম্যাচ নং | তারিখ | সময় | ম্যাচ | ভেন্যু |
|---|---|---|---|---|
| ১ | ৫ অক্টোবর | বিকাল ২ঃ৩০ মি. | ইংল্যান্ড Vs নিউজিল্যান্ড | আহমেদাবাদ |
| ২ | ৬ অক্টোবর | বিকাল ২ঃ৩০ মি. | পাকিস্তান Vs নেদারল্যান্ডস | হায়দ্রাবাদ |
| ৩ | ৭ অক্টোবর | সকাল ১১ঃ০০ মি. | বাংলাদেশ Vs অফগানিস্তান | ধর্মশালা |
| ৪ | ৭ অক্টোবর | বিকাল ২ঃ৩০ মি. | দক্ষিণ আফ্রিকা Vs শ্রীলঙ্কা | দিল্লি |
| ৫ | ৮ অক্টোবর | বিকাল ২ঃ৩০ মি. | ভারত Vs অস্ট্রেলিয়া | চেন্নাই |
| ৬ | ৯ অক্টোবর | বিকাল ২ঃ৩০ মি. | নিউজিল্যান্ড Vs নেদারল্যান্ডস | হায়দ্রাবাদ |
| ৭ | ১০ অক্টোবর | বিকাল ২ঃ৩০ মি. | ইংল্যান্ড Vs বাংলাদেশ | ধর্মশালা |
| ৮ | ১১ অক্টোবর | বিকাল ২ঃ৩০ মি. | ভারত Vs অফগানিস্তান | দিল্লি |
| ৯ | ১২ অক্টোবর | বিকাল ২ঃ৩০ মি. | পাকিস্তান Vs শ্রীলঙ্কা | হায়দ্রাবাদ |
| ১০ | ১৩ অক্টোবর | বিকাল ২ঃ৩০ মি. | অস্ট্রেলিয়া Vs দক্ষিণ আফ্রিকা | লাখনো |
| ১১ | ১৪ অক্টোবর | সকাল ১১ঃ০০ মি. | নিউজিল্যান্ড Vs বাংলাদেশ | দিল্লি |
| ১২ | ১৪ অক্টোবর | বিকাল ২ঃ৩০ মি. | ইংল্যান্ড Vs অফগানিস্তান | চেন্নাই |
| ১৩ | ১৫ অক্টোবর | বিকাল ২ঃ৩০ মি. | ভারত Vs পাকিস্তান | আহমেদাবাদ |
| ১৪ | ১৬ অক্টোবর | বিকাল ২ঃ৩০ মি. | অস্ট্রেলিয়া Vs শ্রীলঙ্কা | লাখনো |
| ১৫ | ১৭ অক্টোবর | বিকাল ২ঃ৩০ মি. | দক্ষিণ আফ্রিকা Vs নেদারল্যান্ডস | ধর্মশালা |
| ১৬ | ১৮ অক্টোবর | বিকাল ২ঃ৩০ মি. | নিউজিল্যান্ড Vs অফগানিস্তান | চেন্নাই |
| ১৭ | ১৯ অক্টোবর | বিকাল ২ঃ৩০ মি. | ভারত Vs বাংলাদেশ | পুনে |
| ১৮ | ২০ অক্টোবর | বিকাল ২ঃ৩০ মি. | অস্ট্রেলিয়া Vs পাকিস্তান | বেঙ্গালুরু |
| ১৯ | ২১ অক্টোবর | সকাল ১১ঃ০০ মি. | নেদারল্যান্ডস Vs শ্রীলঙ্কা | মুম্বাই |
| ২০ | ২১ অক্টোবর | বিকাল ২ঃ৩০ মি. | ইংল্যান্ড Vs দক্ষিণ আফ্রিকা | লাখনো |
| ২১ | ২২ অক্টোবর | বিকাল ২ঃ৩০ মি. | ভারত Vs নিউজিল্যান্ড | ধর্মশালা |
| ২২ | ২৩ অক্টোবর | বিকাল ২ঃ৩০ মি. | পাকিস্তান Vs দক্ষিণ আফ্রিকা | চেন্নাই |
| ২৩ | ২৪ অক্টোবর | বিকাল ২ঃ৩০ মি. | দক্ষিণ আফ্রিকা Vs বাংলাদেশ | মুম্বাই |
| ২৪ | ২৫ অক্টোবর | বিকাল ২ঃ৩০ মি. | অস্ট্রেলিয়া Vs নেদারল্যান্ডস | দিল্লি |
| ২৫ | ২৬ অক্টোবর | বিকাল ২ঃ৩০ মি. | ইংল্যান্ড Vs শ্রীলঙ্কা | বেঙ্গালুরু |
| ২৬ | ২৭ অক্টোবর | বিকাল ২ঃ৩০ মি. | পাকিস্তান Vs দক্ষিণ আফ্রিকা | চেন্নাই |
| ২৭ | ২৮ অক্টোবর | সকাল ১১ঃ০০ মি. | অস্ট্রেলিয়া Vs নিউজিল্যান্ড | কলকাতা |
| ২৮ | ২৮ অক্টোবর | বিকাল ২ঃ৩০ মি. | নেদারল্যান্ডস Vs বাংলাদেশ | ধর্মশালা |
| ২৯ | ২৯ অক্টোবর | বিকাল ২ঃ৩০ মি. | ভারত Vs ইংল্যান্ড | লাখনো |
| ৩০ | ৩০ অক্টোবর | বিকাল ২ঃ৩০ মি. | অফগানিস্তান Vs শ্রীলঙ্কা | পুনে |
| ৩১ | ৩১ অক্টোবর | বিকাল ২ঃ৩০ মি. | পাকিস্তান Vs বাংলাদেশ | কলকাতা |
| ৩২ | ১ নভেম্বর | বিকাল ২ঃ৩০ মি. | নিউজিল্যান্ড Vs দক্ষিণ আফ্রিকা | পুনে |
| ৩৩ | ২ নভেম্বর | বিকাল ২ঃ৩০ মি. | ভারত Vs নেদারল্যান্ডস | মুম্বাই |
| ৩৪ | ৩ নভেম্বর | বিকাল ২ঃ৩০ মি. | শ্রীলঙ্কা Vs অফগানিস্তান | লাখনো |
| ৩৫ | ৪ নভেম্বর | সকাল ১১ঃ০০ মি. | নিউজিল্যান্ড Vs পাকিস্তান | আহমেদাবাদ |
| ৩৬ | ৪ নভেম্বর | বিকাল ২ঃ৩০ মি. | ইংল্যান্ড Vs অস্ট্রেলিয়া | কলকাতা |
| ৩৭ | ৫ নভেম্বর | বিকাল ২ঃ৩০ মি. | ভারত Vs দক্ষিণ আফ্রিকা | বেঙ্গালুরু |
| ৩৮ | ৬ নভেম্বর | বিকাল ২ঃ৩০ মি. | বাংলাদেশ Vs শ্রীলঙ্কা | দিল্লি |
| ৩৯ | ৭ নভেম্বর | বিকাল ২ঃ৩০ মি. | অস্ট্রেলিয়া Vs অফগানিস্তান | মুম্বাই |
| ৪০ | ৮ নভেম্বর | বিকাল ২ঃ৩০ মি. | ইংল্যান্ড Vs নেদারল্যান্ডস | পুনে |
| ৪১ | ৯ নভেম্বর | বিকাল ২ঃ৩০ মি. | নিউজিল্যান্ড Vs শ্রীলঙ্কা | বেঙ্গালুরু |
| ৪২ | ১০ নভেম্বর | বিকাল ২ঃ৩০ মি. | দক্ষিণ আফ্রিকা Vs অফগানিস্তান | আহমেদাবাদ |
| ৪৩ | ১১ নভেম্বর | বিকাল ২ঃ৩০ মি. | ভারত Vs নেদারল্যান্ডস | বেঙ্গালুরু |
| ৪৪ | ১২ নভেম্বর | সকাল ১১ঃ০০ মি. | অস্ট্রেলিয়া Vs বাংলাদেশ | কলকাতা |
| ৪৫ | ১২ নভেম্বর | বিকাল ২ঃ৩০ মি. | ইংল্যান্ড Vs পাকিস্তান | পুনে |
| সেমিফাইনাল ১ | ||||
| ৪৬ | ১৫ নভেম্বর | বাছাই ১-বাছাই ৪ | মুম্বাই | |
| সেমিফাইনাল ২ | ||||
| ৪৭ | ১৬ নভেম্বর | বাছাই ২-বাছাই ৩ | কলকাতা | |
| ফাইনাল | ||||
| ৪৮ | ১৭ নভেম্বর | সেমি ১ বিজয়ী Vs সেমি ২ বিজয়ী | আহমেদাবাদ |
সেমিফাইনাল পর্ব – বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী
| ম্যাচ নং | তারিখ | সময় | ম্যাচ | ভেন্যু |
|---|---|---|---|---|
| ৪৬ | ১৫ নভেম্বর | বিকাল ২ঃ৩০ মি. | বাছাই ১ Vs বাছাই ৪ | মুম্বাই |
| ৪৭ | ১৬ নভেম্বর | বিকাল ২ঃ৩০ মি. | বাছাই ২ Vs বাছাই ৩ | কলকাতা |
| * | – | বিকাল ২ঃ৩০ মি. | তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারনী | – |
৪৬ ও ৪৭ নং ম্যাচের মধ্যে যে দুটি দল পরাজিত হবে সেই দুইটি দল ৪৮ নং ম্যাচ অর্থাৎ তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচ খেলবে।
ফাইনাল পর্ব – বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী
| ম্যাচ নং | তারিখ | সময় | ম্যাচ | ভেন্যু |
|---|---|---|---|---|
| ৪৮ | ১৯ নভেম্বর | বিকাল ২ঃ৩০ মি. | সেমি ১ বিজয়ী Vs সেমি ২ বিজয়ী | আহমেদাবাদ (নরেন্দ্র মোদী স্টেডিয়াম) |
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী বাংলাদেশ
শুধুমাত্র বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী বাংলাদেশের নিম্নে দেওয়া হলো। এই সময়সূচী থেকে দেখে নিন বাংলাদেশের খেলা কবে কবে।
| তারিখ | সময় | ম্যাচ | ভেন্যু |
|---|---|---|---|
| ৭ অক্টোবর | সকাল ১১ঃ০০ মি. | বাংলাদেশ Vs অফগানিস্তান | ধর্মশালা |
| ১০ অক্টোবর | বিকাল ২ঃ৩০ মি. | ইংল্যান্ড Vs বাংলাদেশ | ধর্মশালা |
| ১৪ অক্টোবর | সকাল ১১ঃ০০ মি. | নিউজিল্যান্ড Vs বাংলাদেশ | দিল্লি |
| ১৯ অক্টোবর | বিকাল ২ঃ৩০ মি. | ভারত Vs বাংলাদেশ | পুনে |
| ২৪ অক্টোবর | বিকাল ২ঃ৩০ মি. | দক্ষিণ আফ্রিকা Vs বাংলাদেশ | মুম্বাই |
| ২৮ অক্টোবর | বিকাল ২ঃ৩০ মি. | TBD 1 Vs বাংলাদেশ | ধর্মশালা |
| ৩১ অক্টোবর | বিকাল ২ঃ৩০ মি. | পাকিস্তান Vs বাংলাদেশ | কলকাতা |
| ৬ নভেম্বর | বিকাল ২ঃ৩০ মি. | বাংলাদেশ Vs TBD 2 | দিল্লি |
| ১২ নভেম্বর | সকাল ১১ঃ০০ মি. | অস্ট্রেলিয়া Vs বাংলাদেশ | কলকাতা |
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী ছবি
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচীর ছবি নিম্নে দিয়ে দিলাম। আপনি ছবিটির মাধ্যমে সময়সূচী দেখে নিতে পারেন। হাই রেজুলেশনের সময়সূচী ছবি ডাউনলোড করার জন্য নিচে থেকে ছবিটি ডাউনলোড করে নিতে পারেন।

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ সময়সূচী pdf
আমাদের এই আর্টিকেল থেকে আপনি খুব সহজেই ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ সময়সূচী pdf ডাউনলোড করে নিতে পারবেন। PDF ফাইলটি ডাউনলোড করে আপনি খুব সহজেই অফলাইনে ক্রিকেট বিশ্বকাপ খেলার সময়সূচী দেখে নিতে পারবেন। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ সময়সূচী pdf ফাইলটি এবং ছবির ডাউনলোড লিংক নিম্নে দেওয়া হলো এখান থেকে ফাইলটি ডাউনলোড করে নিন।
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী ডাউনলোড Pdf + Image
| File Name | File Type | File Size | D. Link |
|---|---|---|---|
| ICC World Cup Schedule | 115 KB | Click Here | |
| ICC World Cup Schedule | Image | 100 KB | Click Here |
উপসংহার
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী নিয়ে এই ছিল আমাদের আর্টিকেল। আর্টিকেলটিতে সময়সূচীটি সাজিয়ে আপনাদের নিকট উপস্থাপন করা হয়েছে। সময়সূচীটি দেখে আপনি খুব সহজে খেলার তারিখ, সময় ইত্যাদি সকল তথ্য জানতে পেয়ে যাবেন। পাশাপাশি ছবি ও পিডিএফ থাকায় সেটি ডাউনলোড করে নিয়ে যখন তখন অফলাইনেও খেলার সময় জেনে নিতে পারবেন।
ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদেরর ওয়েবসাইটে এ ধরনের আরো অনেক আর্টিকেলের জন্য।


