Status

রমজান নিয়ে স্ট্যাটাস, উক্তি পোস্ট | রমজানের স্ট্যাটাস

আপনি কি রমজানের স্ট্যাটাস বা রমজান নিয়ে স্ট্যাটাস খুঁজছেন? যদি খুঁজে থাকে তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসে পড়েছেন। আমাদের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে অসাধারণ সকল রমজান নিয়ে স্ট্যাটাস, রমজান নিয়ে উক্তি, রমজান নিয়ে পোস্ট ছবি সহ শেয়ার করব। যেগুলোর মাধ্যমে আপনি আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন বা প্রিয়জনদেরকে রমজানের শুভেচ্ছা জানাতে পারবেন।

রমজান প্রতিটি মুসলমানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এ মাসটি অত্যন্ত ফজিলত পূর্ণ একটি মাস। প্রতি বছর প্রাণ প্রিয় মুসলমানরা রমজান মাসে রোজা রেখে মাসটিকে পার করে। রমজান মাস আত্ন শুদ্ধির মাস নামেও পরিচিত। আর রমজানের শেষে আসে ঈদ।

রমজানকে কেন্দ্র করে অনেক মুসলিম ভাই-বোনেরা রমজান নিয়ে অন্যদেরকে শুভেচ্ছা জানায় স্ট্যাটাসের মাধ্যমে। আবার অনেকেই সোশ্যাল মিডিয়ায় রমজানের স্ট্যাটাস পোস্ট করে।

আমাদের এই আর্টিকেলটিতে এমনি কিছু স্ট্যাটাস পাবেন যেগুলো আপনি শুভেচ্ছা জানাতে ব্যবহার করতে পারবেন। তার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেও ব্যবহার করতে পারবেন। চলুন আর দেরী না করে রমজান নিয়ে স্ট্যাটাস, পোস্ট, উক্তি বা রমজানের স্ট্যাটাস গুলো দেখে নেওয়া যাক।

রমজান নিয়ে স্ট্যাটাস

প্রথমে আপনাদের নিকট শেয়ার করছি সেরা সকল।রমজান নিয়ে স্ট্যাটাস। ধারাবাহিক ভাবে এসকল স্ট্যাটাস দিয়ে দিলাম। আশা করছি স্ট্যাটাসগুলো আপনার কাছে অনেক ভালো লাগবে।

🌹🌹🌹 এলো রে এলো রে ওই মাহে রমজান!! মানবজাতির তরে আল্লাহ তায়ালার শ্রেষ্ঠ দান। পুণ্যের সূর্য উদয় হলো, পাপের হলো অবসান। জং গুলো সব ঝেরে দিয়ে, ঈমান করবে শাণ। রহমতেরই ডালি নিয়ে আসছে ওই তো মাহে রমজান!!!!!🌹🌹🌹

রমজান নিয়ে স্ট্যাটাস ছবি ১

রমজান কেবল রোজা রাখার জন্যই নয়, ক্ষুধার্তদের খাওয়ানো, অন্যকে সাহায্য করা, জিহ্বাকে নিয়ন্ত্রন করা, অন্যকে নিয়ে সমালোচনা না করা । এটাই রমজানের চেতনা। শুভ রমজান!!

রমজান মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায় এবং শয়তানদের বেঁধে ফেলা হয়। রমজান মুবারক

হে আল্লাহ! রমজান মাসে আমাদের বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। সবাইকে রমজানের শুভেচ্ছা।

সামনে আসছে রোজা, হালকা কর গোনাহের বোঝা, যদি কর পাপ চেয়ে নাও মাফ। এসো নিয়ত করি, আজ থেকে সবাই ৫ ওয়াক্ত নামাজ পরি…

꧂ সাওম বান্দা ও আল্লাহর মাঝে নিতান্ত গোপন ইবাদত, তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়।। 🕋 পবিত্র রমজানের শুভেচ্ছা 🕋

বছর ঘুরে পুনরায় এলো পবিত্র সেই রোজা, পাপ পূণ্যের হিসেব করে, চলবো সঠিক সোজা। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের অভিনন্দন।

রমাজানে কারো পরিবর্তন দেখে হাসবেন না,,, কারণ রমজান আসেই পরিবর্তন এর জন্য। **শুভ রমজান**

হে রাব্বুল আলামি… রমজান পর্যন্ত আমাদের সকলের হায়াতকে সুদীর্ঘ করে দিন।

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। হে,,, রাব্বুল আলামিন আমাদের সকলকে ৩০ টা রোজা সঠিকভাবে রাখার তৌফিক দান করুন। আমিন।

বছর ঘুরে আবার এলো,, পবিত্র মাহে রমজান, মুসলমানদের সিয়াম এলো, যাতে করে দম পান। শুভ রমজান।

রমজান নিয়ে স্ট্যাটাস ছবি ২

  • আসলো আবার রোজা,, তাইতো আমার নতুন করে,,, সোজা পথটি খোঁজা। সবাইকে প্রবিত্র রমজানের শুভেচ্ছা।
  • হাজার মাসের সেরা মাহে রমজান, এ মাসে আল্লাহর দয়া অফুরান। রমজানুল মোবারক
  • নতুন চাঁদের পবিত্র মাস!! Wellcome to রমাজন মাস রোজা রাখবেন 30 দিন ভালো কাজে মন দিন। খারাপ কাজ ছেড়ে দিন… নামাজ পড়ুন প্রতিদিন। শুভ রমজান
  • বিধান মেনে পালন করুন, পবিত্র মাহে রমজান! গুনাহ থেকে মুক্তি পাবেন, আখিরাতে সম্মান। হ্যাপি রমজান।
  • আসুন আমরা সকলে মিলে মহান আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পন করি এবং রমজানের পবিত্রতা রক্ষা করি।
  • রমজান মাস এলে বেহেস্তের দরজা খুলে দেওয়া হয়,, দোযখের দরজা বন্ধ হয়ে যায় এবং শয়তানদের বেঁধে ফেলা হয়। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা
  • আসুন আমরা সকলে মিলে মহান আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পন করি এবং রমজানের পবিত্রতা রক্ষা করি।
  • রমজান মাস এলে বেহেস্তের দরজা খুলে দেওয়া হয়,, দোযখের দরজা বন্ধ হয়ে যায় এবং শয়তানদের বেঁধে ফেলা হয়। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা
  • রমজান মাস হলো আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার সব চেয়ে উপযুক্ত সময় । রমজানুল মোবারাক…
  • আমরা যখন আল্লাহর সাথে সম্পর্ক পুনরুদ্ধার করি তখন তিনি আমাদের সাথে সবকিছুর সম্পর্ক পুনরুদ্ধার করেন। শুভ রমজান!
  • রমজান হলো ইমান কে তাজা করার মহা সুযোগ। শুভ রমজান।
  • কম ঘুমান। বেশী পার্থনা করুন। হ্যাপি রমাদান।
  • রমজান হল ধৈর্যের মাস, আর ধৈর্যের বিনিময় হলো জান্নাত। শুভ রমজান।
  • রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশী ঘ্রানযুক্ত – আল হাদিস
  • আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি যে এই রাতটি সমস্ত মুসলমান এবং আমাদের হৃদয়ের ভূগোলের অধীনস্থদের জন্য অনেক কল্যাণ বয়ে আনবে। লায়লাতুল কদর মুবারক।
  • আল্লাহ দোয়া কবুল করবেন। আমি প্রার্থনা করি যে আপনার দোয়া কবুল হবে এবং দোয়া হবে। আমি কামনা করি যে এই রাতে তিনি যখন মানুষকে ক্ষমা করবেন, আপনি তাদের একজন হতে পারেন। লাইলাতুল কদর মুবারক।
  • উড়ছে পাখি গাচ্ছা গান.. মাহে রমজানের আহবান.. ওরে বন্ধু মুসলমান পড়তে থাকো আল কোরান… কোরান পড় বেশি বেশি শেয়ার করো বেশি বেশি
  • দেখো ঐ পর্ব গগণে উঠছে চাঁদ শুরু হল রমজান মাস… রমজানের আগমনে রহমতের দোয়ার খোলে… সবাই মিলে শপথ করি রোজা রাখবো ৩০টি.. রমজান মোবারক
  • সামনে আসছে রোজা, হালকা কর গোনাহের বোঝা, যদি কর পাপ চেয়ে নাও মাফ। এসো নিয়ত করি, আজ থেকে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পরি।
  • রমজানেরই পূণ্যে আমি তুমি হতে চাই যে ধনবান সেই ধনের বিনিময়ে পাব রোজাদারের পুরষ্কার, রাইয়্যান! আল্লাহ্‌ তায়ালার দান, মোবারক হো.. মোবারক হো.. মাহে রমজান।
  • ভুলেও যেন একটি রোজা তোমার বন্ধু! না হয় ক্বাযা ফকীর নয় তারাবীর নামাযের পুণ্যের যেন হতে পারো রাজা হেসে খেলে ভুল করে হায় ! পেওনা ভুলের কঠিন সাজা!
  • এলো রে এলো.. ওই মাহে রমজান মানবজাতির তরে আল্লহ তায়ালার শ্রেষ্ঠ দান পুণ্যের সূর্য উদয় হয়ে, পাপের হবে অবসান জং গুলো সব ঝোরে গিয়ে, ঈমান করবে শাণ রহমতেরই ডালি নিয়ে আসছে ওই! মাহে রমজান!
  • ওই দেখ! বন্ধু সকল… ঐযে অমূল্য ধনের খনি আজকে কে নেবে বল হীরে, পান্না, জহরত আর মণি পারো যদি নিতে নিজের করে, তবে হবে আখেরাতের ধনি হবে নাকি কেউ আখিরাতের ধনি? চাও নাকি কেউ অমূল্য ধনের খনি?
  • বেশি বেশি দান করে, দানের সওয়াব নিও তুলে তাহাজ্জুদের পুণ্য টুকু নিতে মন যেন না যায় ভুলে পড়বে কোরআন প্রতিদিন সুরের দরজা খুলে সেই কোরআনের মধুর সুরে সবার মন উঠবে আনন্দে দুলে।
  • নামাজ পড়, রোজা রাখ, কলমা পড় ভাই, তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই – কাজী নজরুল ইসলাম।

রমজান নিয়ে উক্তি

রমজান নিয়ে স্ট্যাটাস ছবি ৩

চলুন এ পর্যায়ে কিছু রমজান নিয়ে উক্তি দেখে নেওয়া যাক। নিম্নের তালিকায় একে একে উক্তিগুলো দিয়ে দেওয়া হলো।

  • ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করেন – আল হাদিস
  • রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয় – আল হাদিস
  • রমজানের শেষ রাতে সকল উম্মতকে মাফ করা হয় – আল হাদিস
  • রমজান জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল – আল হাদিস
  • রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ – আল হাদিস
  • রমজান গুনাহ মোচনের অন্যতম মাধ্যম – আল হাদিস
  • রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য শুপারিশকারী হবে – আল হাদিস
  • রোজার পুরষ্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন – আল হাদিস
  • রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয় – আল হাদিস
  • রোজা মানুষকে আখেরাত মুখী করে – আল হাদিস
  • রমজান সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে – আল হাদিস
  • রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয় – আল হাদিস
  • ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করেন – আল হাদিস
  • রমজান আল্লাহর ইবাদতের এক অভূতপূর্ব ট্রেনিং স্বরুপ – আল হাদিস
  • রোজা মানুষকে আখেরাত মুখী করে – আল হাদিস
  • রমজান সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে – আল হাদিস
  • রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য শুপারিশকারী হবে  – আল হাদিস
  • রমজান জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল – আল হাদিস
  • আলহামদুলিল্লাহ্‌, আবারো রমজান এলো, আল্লাহর কাছে ক্ষমা ও নিয়ামত কামনা করার সময়। রমজানুল মোবারাক।
  • এই রমজানে মহান “আল্লাহ” আপনার জীবনে সুখ, শান্তি সহ আপনার ইচ্ছা এবং স্বপ্ন পূরণ করুন। রমজানুল মোবারক!!
  • হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। যেমন ফরজ করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তী লোকদের উপর । যেন তোমরা পরহেযগারী অর্জন করতে পার। – আল কুরআন
  • রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ – আল হাদিস
  • রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয় – আল হাদিস
  • মাহে রমজানে গঠন করো তাক্বওয়াপূর্ণ জীবন, যে যেমন পার পাক-সাফ করো আপন দেহ ও মন।
  • এই রমজানে আত্মার সাথে আত্মার হোক মিলন, ধনী-দরিদ্র অসহায় সবার সমান দিবস-যাপন।

রমজান নিয়ে পোস্ট

রমজান নিয়ে স্ট্যাটাস ছবি ৪

রমজান নিয়ে পোস্ট করছেন? চিন্তা করবেন না আমি আছি তো। রমজান নিয়ে পোস্ট করার মতোন কিছু পোস্ট নিম্নে দিয়ে দিচ্ছি। আশা করছি পোস্টগুলো আপনার কাছে ভালো লাগবে। যে পোস্টটি ভালো লাগবে সেটি কপি করে নিয়ে ব্যবহার করবেন।

  • রমজানের এই চেতনা আমাদের সবার হৃদয়ে থাকুক এবং আমাদের আত্মাকে ভিতর থেকে আলোকিত করুক। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা
  • বছর ঘুরে আবার এলো, পবিত্র সেই রোজা। পাপ পূণ্যের হিসেব করে, চলবো সঠিক সোজা।
  • এই রমজানে আত্মার সাথে আত্মার হোক মিলন, ধনী-দরিদ্র অসহায় সবার সমান দিবস-যাপন।
  • এসে গেল রোজা…. হালকা করবো মোদের গোনাহের বোঝা… মোরা যদি করি অনেক পাপ চেয়ে নেব মাফ…. এসো বন্ধু নিয়ত করি, আজ থেকে সবাই পাঁচওয়াক্ত নামাজ পড়ি….
  • আযানেরই পুণ্যে আমি তুমি হতে চাই যে ধনবান, সেই ধনের বিনিময়ে পাবো রোজাদারের পুরষ্কার, রাইয়্যান! আল্লাহ্‌ তায়ালার দান, মোবারক হো..মোবারক হো.. মাহে রমজান!
  • শপথ নিলাম আজকে সবাই, রাখবো সকল রোজা। মিথ্যে কথা বলবো না আর, কমবে পাপের বোঝা।
  • আযানেরই পুণ্যে আমি তুমি হতে চাই যে ধনবান, সেই ধনের বিনিময়ে পাবো রোজাদারের পুরষ্কার, রাইয়্যান! আল্লাহ্‌ তায়ালার দান, মোবারক হো.. মোবারক হো.. মাহে রমজান!
  • এসেছে রমজান, তাই রমজান কে কাজে লাগিয়ে জীবনের সকল গুনাহ যেন মাফ করতে পারি, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন (আমীন) – সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা
  • রমজান শুধু না খেয়ে থাকার জন্য নয়, রমজান মানে সকল পাপ কাজ থেকে বিরত থাকা। সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা
  • অনেকেই আছে যারা এই বছর রমজান মাস পায়নি। আল্লাহ তায়ালা আমাদের হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছে বলেই এ বছর রমজান পেয়েছি। তাই আমরা চেষ্টা করব যাতে রমজান কে কাজে লাগিয়ে আমরা আমাদের আত্মশুদ্ধি করতে পারি। সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা
  • আমরা যেন 30 টি রোজা সঠিকভাবে পালন করতে পারি ও এ রোযার মাধ্যমে আল্লাহর কাছ থেকে যেন জান্নাত পেতে পারি এই দোয়াই করি আল্লাহর কাছে। সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা
  • রমজানের এই চেতনা আমাদের সবার হৃদয়ে থাকুক এবং আমাদের আত্মাকে ভিতর থেকে আলোকিত করুক। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।
  • রমজান মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায় এবং শয়তানদের বেঁধে ফেলা হয়। রমজান মুবারক
  • আযানেরই পুণ্যে আমি তুমি হতে চাই যে ধনবান সেই ধনের বিনিময়ে পাব রোজাদারের পুরষ্কার, রাইয়্যান! আল্লাহ্‌ তায়ালার দান, মোবারক হো..মোবারক হো..মাহে রমজান !
  • রমজান কেবল রোজা রাখার জন্যই নয়, ক্ষুধার্তদের খাওয়ানো, অন্যকে সাহায্য করা, জিহ্বাকে নিয়ন্ত্রন করা, অন্যকে নিয়ে সমালোচনা না করা। এটাই রমজানের চেতনা। শুভ রমজান
  • রমজানের এই চেতনা আমাদের সবার হৃদয়ে থাকুক এবং আমাদের আত্মাকে ভিতর থেকে আলোকিত করুক। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা
  • রমজান কেবল রোজা রাখার জন্যই নয়, ক্ষুধার্তদের খাওয়ানো, অন্যকে সাহায্য করা, জিহ্বাকে নিয়ন্ত্রন করা, অন্যকে নিয়ে সমালোচনা না করা। এটাই রমজানের চেতনা। শুভ রমজান
  • রমজান মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায় এবং শয়তানদের বেঁধে ফেলা হয়। রমজান মুবারক
  • নামাজ পড়, রোজা রাখ, কলমা পড় ভাই, তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই – কাজী নজরুল ইসলাম
  • রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয় – আল হাদিস

রমজানের স্ট্যাটাস

রমজান নিয়ে স্ট্যাটাস ছবি ৫

আপনার আরো রমজানের স্ট্যাটাস প্রয়োজন? আরো সুন্দর ও সেরা কিছু রমজানের স্ট্যাটাস নিম্নে দিয়ে দিলাম।

  • আমরা যখন আল্লাহর সাথে সম্পর্ক পুনরুদ্ধার করি তখন তিনি আমাদের সাথে সব কিছুর সম্পর্ক পুনরুদ্ধার করেন।
  • রমজান হল ধৈর্যের মাস, আর ধৈর্যের বিনিময় হলো জান্নাত।
  • সিয়ামের মাস এলো, আল্লাহকে বলি চলো,,, সকল গোনাহ ক্ষমা করো, রহমান তুমি বড়।
  • শান্তি পাবে সবাই তবে যদি রাখো 30 দিনের সিয়াম, কুরআন হাসিস পড়ে সকলে,, করো নামাজ কায়েম।
  • রমজান – বেহেস্তে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং,,, রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে বেহেস্তে প্রবেশের সুযোগ…….. আল হাদিস।
  • একটি একটি করে যাচ্ছে চলে পবিত্র মাস মাহে রমজান। কি করে দিবো আমি তার প্রতিদান, ক্ষমার আশায় আজও আমি তুলে দুই হাত। কবুল করো আল্লাহ তুমি,, আমার মোনাজাত।
  • এলো রে এলো– মাহে রমজান, মুসলিমদের তরে আল্লহ তায়ালার শ্রেষ্ঠ দান, সওয়াবের সূর্য উদয় হয়ে, পাপের হবে অবসান, জং গুলো সব ঝরে গিয়ে, ঈমান করবে শাণ,,,,, রহমতেরই ডালি নিয়ে আসছে 🕌 পবিত্র মাহে রমজান।
  • অঙ্গিকার করলাম আজকে সবাই,,, রাখবো সকল রোজা,,, মিথ্যে কথা বলবো না আর,,, কমবে পাপের বোঝা।
  • ꧁খারাপ কাজ ত্যাগ করতে, চায় সব রোজাদার, মাস শেষে পূণ্য ধরতে আছে যত বোঝা যার। **রমজানের শুভেচ্ছা**
  • পৃথিবীর সবচেয়ে জটিল অংকের নাম জীবন। যে সূত্রেই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে।
  • এই রমজান মাসে আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয়করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম হবে।
  • একজন বেপর্দা নারী একটা ব্রেক ছাড়া গাড়ির মতো!! যেকোনো মূর্হূরতে আপনার জীবনকে ধ্বংস করতে পারে।।।।!!
  • সামনে আসছে রোজা, হালকা কর গোনাহের বোঝা,যদি কর পাপ চেয়ে নাও মাফ।এসো নিয়ত করি,আজ থেকে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পরি।।।
  • আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধু মাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। (আল কুরআন)
  • একটি মশার ভয়ে যদি অপনি মাশারির ভিতরে ঢুকতে পারেন , তাহলে দোজকের আগুনের ভয়ে কেন মসজিদে যেতে পারবেন না ??
  • ধংস তার জন্য যার আজকের দিনটা গতকালের চেয়ে উত্তম হলো না।। আল কোরআন
  • আসছে একটা ৱাত নাম তাৱ শবে বৱাত। তুলব আমাৱ দু হাত। কোৱব আমাৱ মোনাজাত। আললাহ কৱবে গুনা মাপ। তোমাদেৱ ৱইল দাওয়াত। পালন কৱব শবে বৱাত।
  • তিনিই প্রাণ দান করেন এবং মৃত্ঘটান এবং দিবা-রাত্রির বিবর্তনতাঁরই কাজ, তবু ওকি তোমরা বুঝবে না?
  • যারা মানুষের আমানত ওতাদের ওয়াদা,চুক্তি রক্ষণা বেক্ষণকরে তারা মুমিন। [সুরা মুমেন-৮]
  • মানুষের মধ্যে সর্বাপেক্ষা অক্ষম ঐ ব্যক্তি যে ব্যক্তি দোয়া করিতে অক্ষম, অর্থাৎ দোয়া করে না।।
    (হযরত মুহাম্মাদ সঃ)।
  • আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার ভয়ে ১ ফোটা চোখের পানি ফেলবে আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবো।
  • মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে। কিন্তু, মৃত্যু থেকে নয়।
  • যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে লা ইলাহা ইল্লাল্লাহ্বলল আল্লাহ্ তারজন্য দোযখ হারাম করে দিলেন [বুখারি ও মুসলিম]।
  • নিজেই প্রতিশোধ নিও না,আল্লাহর জন্যঅপেক্ষা কর।তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন। – হযরত সুলাইমান (আঃ)

উপসংহার

আশা করছি রমজানের স্ট্যাটাস বা রমজান নিয়ে স্ট্যাটাস নিয়ে লেখা এই আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। আর্টিকেলটিতে সেরা সকল রমজান নিয়ে স্ট্যাটাস আপনাদের সাথে শেয়ার করার চেস্টা করেছি। স্ট্যাটাসগুলো কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন।

ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এ ধরনের স্ট্যাটাস, ছন্দ, পোস্ট, ক্যাপশন সম্পর্কিত আরো অনেক আর্টিকেল পেতে। ফলো করুন আমাদের ফেসবুক পেজ /TuneBN.Official কে যাতে নতুন সকল আর্টিকেলের আপডেট সহজেই পেয়ে যান।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.