বাংলা গানের ক্যাপশন ফেসবুকের ছবির জন্য
আপনি যদি বাংলা গানের ক্যাপশন ফেসবুকের ছবির জন্য খুঁজে থাকেন তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসে পড়েছেন। এই আর্টিকেলটিতে আপনি আপনাদের সাথে এ সম্পর্কিত সেরা সকল ক্যাপশন শেয়ার করব। যা আপনার কাছে অনেক ভালো লাগবে বলে আশা করছি।
আর্টিকেলে যেসকল বাংলা গানের ক্যাপশন ফেসবুকের ছবির জন্য রয়েছে সেগুলো অনেক সুন্দর সুন্দর ও বাছাই করা। ফেসবুকে যেকোন ছবির সাথে ক্যাপশনগুলো ব্যবহার করতে পারবেন। চলুন আর্টিকেলে আপনাদের সাথে শেয়ার করা এই ক্যাপশনগুলো দেখে নেই। আশা করছি ক্যাপশনগুলো আপনার ভালো লাগবে যে ক্যপাশনটি আপনার ভালো লাগবে সেটি কপি করে নিয়ে ব্যবহার করবেন।
Table of Contents
বাংলা গানের ক্যাপশন ফেসবুকের ছবির জন্য
নিম্নে তালিকা আকারে একে একে ক্যাপশনগুলো দিয়ে দেওয়া হলো। এখান থেকে আপনার পছন্দের ক্যাপশনটি বেছে নিন।
তুমি আর তোমার যত ইচ্ছেগুলো
সবই এক স্বপ্ন দিয়ে ভাগ্য বুনো
আমি তো ভাগ্য ছিঁড়াই ব্যস্ত আছি
তুমি আর আমার কাছে আসবে কেনো
আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি
মন বান্ধিবি কেমনে
আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি
পরান বান্ধিবি কেমনে
মনের বাগানে ফুটিলো ফুলরে
রসিক ভ্রমর আইলো না
ফুলের মধু খাইলো না
সোনাবন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা
মনে তো মানে না দিলে তো বুঝে নাসোনাবন্ধুর এমনই গুন জল দিলে নিভেনা আগুন
কী দিয়ে নিভাবো আগুন আমায় একটু বল নাসোনাবন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী
হাসিতে হইলাম পাগল ঘরে থাকতে দিলা নাসোনাবন্ধুর প্রেমের তরী চালাই তারে কেমন করি
পাল তুলিয়া বইসা রইলাম মাঝির দেখা পাইলাম না
কী জ্বালা দিয়ে গেলা মোরে
নয়নের কাজল পরানের বন্ধুরে
না দেখিলে পরান পোড়ে
কি দুঃখ দিয়ে গেলা মোরে
নয়নের কাজল পরানের বন্ধুরে
না দেখিলে পরান পোড়ে
না দেখিলে পরান পোড়ে
বলবো না গো আর কোনোদিন
ভালবাসো তুমি মোরেবলেছিলে গো ভালবাসি গো
আজ কেন গো এমনও হল
এমনও হল এমনও হলভালবাসাতে যদি হয় অপরাধ
তাই নিয়ে গো কেন প্রতিবাদ
কেন প্রতিবাদ কেন প্রতিবাদ কেন প্রতিবাদভালবাসাতে যে পেয়েছি আঘাত
সেই অনল গদে জ্বলে বারমাস
বাউলের অন্তরে বাউলের অন্তরে।
এনেছি আমার শত জনমের প্রেম
আঁখিজলে গাঁথা মালা
ওগো সুদূরিকা, আজও কী হবে না শেষ
তোমারে চাওয়ার পালাস্বপনে আমার সাথীহারা রাতে
চেয়েছি তোমায় পলকে হারাতে
তোমারে খুঁজিতে যে দীপ জ্বেলেছি হায়
বিফলেতে দীপ জ্বালামনে মনে তবু স্বপন বাসর গড়ি
নিয়েছি হৃদয় মিলনের গানে ভরি
দূরে আছ তুমি তবু দূরে নহস্মরণ সুধায় ভরে তো বিরহ
প্রেম যেন তব সুদূর গগন হতে
চাঁদের জোছনা ঢালা।।
হলুদিয়া পাখি, সোনারই বরণ
পাখিটি ছাড়িল কে
পাখিটি ছাড়িল কে রে আমার
পাখিটি ছাড়িল কে।
আশা ছিল ভালোবাসা ছিল
আজ আশা নেই, ভালোবাসা নেই
এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে
চোখে চোখ হাতে হাত
কথা যেত হারিয়ে
বড় সাধ জাগে, একবার তোমায় দেখি
কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি
স্মৃতির জানালা খুলে চেয়ে থাকি
চোখ তুলে যতটুকু আলো আসে, সে আলোয় মন ভরে যায়।।আমার এই অন্ধকারে কত রাত কেটে গেলো
আমি আঁধারেই রয়ে গেলাম
তবু ভোরের স্বপ্ন থেকে সেই ছবি
যাই এঁকে রঙে রঙে সুরে সুরে, ওরা যদি গান হয়।।
অশ্রু দিয়ে লেখা এ গান
যেন ভুলে যেওনা
একি বন্ধনে বাঁধা দু’জনে
এ বাঁধন খুলে যেওনা।।
- এই মন তোমাকে দিলাম! এই প্রেম তোমাকে দিলাম! তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রও মনে রেখো আমিও ছিলাম।।
- আমার গায়ে যত দুঃখ সয় বন্ধুয়া রে করো তোমার মনে যাহা লয় নিঠুর বন্ধু রে, বলেছিলে আমার হবে মন দিয়াছি এই ভেবে সাক্ষী কেউ ছিলনা সেসময়।
- বসে আছি পথ চেয়ে ফাগুনেরও গান গেয়ে যত ভাবি ভুলে যাবো মন মানে না।।
- সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয়, কেউ হয় না জানিনা বলে যা লোকে সত্যি কিনা কপালে সবার নাকি সুখ সয় না।।
- তুমি না থাকলে সকালটা এতো মিষ্টি হতো না। তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না। তুমি না থাকলে মন কষাকষি, করে হাসাহাসি নাক ঘষাঘষি। রাপা রাপপাপপা রাম পাম পা।
- আকাশের হাতে আছে এক রাশ নীল। বাতাসের আছে কিছু গন্ধ। রাত্রির গায়ে জ্বলে জোনাকী। তটিনীর বুকে মৃদু ছন্দ।।
- আগে যদি জানতাম রে বন্ধু তুমি হইবা পর। ছাড়িতাম কি বাড়ি আমার? ছাড়িতাম না ঘর।।
- আমাকে আমার মত থাকতে দাও। আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি। যেটা ছিলোনা ছিলোনা সেটা না পাওয়াই থাক। সব পেলে নষ্ট জীবন।
- আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে। সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর। ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর।
- আমার সোনার ময়না পাখি। কোন দেশেতে গেলা উইড়া রে…. দিয়া মোরে ফাঁকি রে…. আমার সোনার ময়না পাখি।
সুন্দর গানের ক্যাপশন
অনেকগুলো সেরা সকল বাংলা গানের ক্যাপশন ফেসবুকের ছবির জন্য শেয়ার করেছি আর্টিকেলটিতে। চলুন এবার কিছু সুন্দর গানের ক্যাপশন দেখে নেওয়া যাক।
- আমারো পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো।
- আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি।
- বুঝেনা সে বোঝেনা, হারিয়ে গিয়েছে পথ।
- পাগল, তুই আমার একটা বোকা ভালবাসা।
- রঙে রঙে রঙিন হব, বাঁচতে শিখবো নতুন করে।
- তুমি রবে নীরবে হৃদয়ে মম।
- আজ নিশীথে অভিসার তোমারি পথে।
- আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।
- পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়।
- আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে।
- সাদা সাদা কালা কালা, রঙ মিশিয়ে হবে।
- বেঁচে থাকার গান, ভালোবাসার গান।
- তুমি যাকে ভালোবাসো, তার সাথে থাকো।
- প্রেমে পড়া বারণ, মিথ্যা বলছি না।
- আমার ভিনদেশী তারা, আলো ছড়ায় সারা।
- দেখেছি রূপসাগরে মনের মানুষ।
- মন আমার কেমন কেমন করে।
- তোমার পিছু ছাড়বো না, ছাড়বো না।
- তাকে অল্প কাছে ডাকছি, শুনছো কি?
- বেনি খুলে ভালো লাগে, জানো না?
- তোমাকে ভালোবেসেছি, ভালোবেসেছি।
- যাও পাখি বলো, আমার কথা বলো।
- কি করে বলব তোমায়, ভালবাসি।
- রঙে রঙিন হব, নতুন করে বাঁচবো।
- অযোগ্য আমি, তোমার ভালোবাসার জন্য।
গানের লাইন ক্যাপশন
চলুন এবার কিছু গানের লাইন ক্যাপশন (Bangla Song Caption) দেখে নেই। বিভিন্ন ধরনের বাংলা গানের লাইন ক্যাপশন রয়েছে এখানে। তার মধ্যে বাংলা রোমান্টিক গানের লাইন ক্যাপশন উল্লেখযোগ্য। ক্যাপশনগুলো দেখুন আশা করছি আপনার ভালো লাগবে।
- সুবর্ণরেখা, ভালোবাসার রেখা।
- রোদ্দুর, আকাশের রোদ্দুর।
- কিচ্ছু চাইনি, শুধু তোমাকে।
- নয়ন সরসী কেন, বলো না।
- খোলা জানালা, মুক্ত বাতাস।
- কারণে অকারণে, তোমার কথা ভাবি।
- পাখিদের স্মৃতি, হৃদয়ে রয়ে গেছে।
- মন রে কৃষি কাজ জানো না।
- ভালোবাসার মরশুম, চিরকাল থাকবে।
- বাতাসে বহে কানাকানি, তুমি আমি এক।
- প্রেম ধারা, সবার মাঝে মিলবে।
- গুড়ুম গুড়ুম, মেঘে মেঘে।
- চলো না ভাই, একসাথে যাই।
- চাঁদের হাসি, রাতে আলো করে।
- রুপালী রাত, তোমার সাথে কাটাবো।
- গঙ্গার জল, সাগরে মিশে।
- বাউলিয়া, গানের সুরে মেতে।
- পথের ক্লান্তি, সব ভুলে।
- মায়ের হাতে ভাত, সেরা খাবার।
- জোছনার আলো, তোমার মুখে।
- মন পাখি, উড়ে যেতে চায়।
- আমার ঘর, আমার সুখ।
- তোমার চোখ, স্বপ্ন দেখায়।
- গানের সুর, প্রাণে জাগে।
উপসংহার
এই ছিল বাংলা গানের ক্যাপশন ফেসবুকের ছবির জন্য নিয়ে লেখা আমাদের আর্টিকেল। আশা করছি আর্টিকেলে থাকা ক্যাপশনগুলো আপনার ভালো লেগেছে। ক্যাপশনগুলো আপনার কাছে কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন।
ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এ সম্পর্কিত আরো অনেক আর্টিকেল পেতে। ফলো করুন আমাদের ফেসবুক পেজ /TuneBN.Official কে যাতে নতুন সকল আর্টিকেলের আপডেট সহজেই পেয়ে যান।