50+ নিজেকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস
নিজেকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার জন্য স্ট্যাটাস খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসে পড়েছেন। এই আর্টিকেলটি থেকে আপনি সেরা সকল নিজেকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস পেয়ে যাবেন। যেগুলো কপি সহজেই ফেসবুক স্ট্যাটাস হিসাবে দিতে পারবেন।
ফেসবুক প্রোফাইলকে আপডেট রাখার জন্য নিত্য নতুন স্ট্যটাস অনেকে দিয়ে থাকে। কিন্তু নিজেকে নিয়ে অনেকের ফেসবুকে স্ট্যাটাস দিতে ইচ্ছে হয়। কিন্তু নিজেকে নিয়ে কি লিখবে তা মাথায় আসে না বা সাজিয়ে লেখা একটু সমস্যাকর হয়ে থাকে। তাই অনেকেই ইন্টারনেটে সার্চ করে বিভিন্ন স্ট্যটাস দেখে ধারণা নিয়ে থাকে। আর স্ট্যাটাসটি ভালো লাগে সেটি কপি করে স্ট্যাটাস হিসাবে দিয়ে দেয় প্রয়োজনে সেই স্ট্যাটাসে কিছু সংযোজন ও বিয়োজন করে থাকে।
আমাদের এই আর্টিকেলে অসংখ্য সুন্দর সুন্দর সব নিজেকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস পাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে স্ট্যাটাসগুলো দেখে নেওয়া যাক। আরো বিভিন্ন ধরনের স্ট্যাটাস আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা আছে আপনি চাইলে সেগুলো দেখতে পারেন।
- নিজেকে নিয়ে স্ট্যাটাস | Bangla & English Status
- বিখ্যাত উক্তি বাংলা | ২২০+ সেরা বিখ্যাত উক্তি
- শিক্ষণীয় স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন | Sikkhonio Status
Table of Contents
নিজেকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস
সেরা সকল, নতুন কিছু নিজেকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস তালিকা আকারে নিচে দিয়ে দিলাম। স্ট্যাটাসগুলো দেখুন আশা করছি স্ট্যাটাসগুলো আপনার ভালো লাগবে।
ক্রমিক নং | স্ট্যাটাস |
---|---|
১ | নিজের মানুষ কে হারাতে যতটা না কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট হয় নিজের মানুষকে অন্য কারো হয়ে যেতে দেখে। |
২ | পৃথিবী অনেক সুন্দর হয়, যদি সুন্দর চোখে দেখা যায়। জীবন অনেক সহজ হবে যদি তা তুমি সহজে গ্রহণ কর। |
৩ | পথচলা আমার থাক, তোমার থাকুক শুধু পথ। |
৪ | না পাওয়ার কষ্ট যার সহ্য হয়ে গেছে, সে আর পাওয়ার জন্য উতলা হয়ে ওঠে না। |
৫ | আমি নিজে কেমন জানি হয়ে গেছি। কিছুই ভালো লাগে না। |
৬ | কিছু কিছু কথা আছে বলতে পারিনা। এমন কিছু কষ্ট আছে সইতে পারি না। এমন কিছু ফুল আছে তুলতে পারি না। আর এমন একটা মনের মানুষ আছে ভুলতে পারি না। |
৭ | এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে, সেই জলের ফোটা সুধু তোমার কথা বলে.. মনের কথা বুঝনা তুমি মুখে বলি তাই!! শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই..!! |
৮ | আমার যদি একটা পৃথিবী থাকত তাহলে সেখানে যেয়ে চিৎকার করে কাঁদতাম, কেন যানো? তুমার দেওয়া স্মৃতি এত যন্রনা দেয় আমাকে যা সহিবার মত শক্তিআমার মাঝে নেই। |
৯ | আগে কেমন ছিলাম, এখন কেমন হয়ে গেছি। নিজেকে দেখে আমি নিজেই অবাক হই। |
১০ | সপ্ন ভরা জীবনে দুঃখ যখন আসে,সবাই তখন পর হয়ে যায় থাকেনা আর পাশে। কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা, সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা। |
১১ | মানুষ জীবনে ৬ বার হেরে যায়। (১) টাকার কাছে। (২) ভালবাসার কাছে। (৩) সময়ের কাছে। (৪) বিবেকের কাছে। (৫) বন্ধুত্বের কাছে। (৬)অবশেষে মরণের কাছে। |
১২ | আসবি তুই কবে? পাগলি তুই ফিরে। যদি কখনো আসিস ফিরে, রাখব তোকে অনেক সুখে। তুই সুখে থাকবি, আর আমায় ভালোবাসবি। পাগলি তুই ফিরে আয়। |
১৩ | কিছু কথা ভাবতে ভাবতে চোখে এল জল, জলকে বলিলাম তুই হঠাৎ কেন বাইরে এলি বল? জল বললো চোখটি তোমার সুখের নীড়, কি করে সইবো বলো এত দুঃখের ভীড়। |
১৪ | আগে খেলাধুলা ছাড়া কিছুই ভালো লাগতো না। পুরোটা দিন মাঠে পড়েই থাকতাম। এখন কেন জানি খেলাধুলাটাই ভালো লাগে না। |
১৫ | জীবনে যা পেয়েছো তা নিয়ে গর্ব কোরো না; বরং যা পাও নি তা নিয়ে চিন্তা কর, চেষ্টা কর। একসময় না পাওয়াটাও প্রাপ্তিতে পরিণত হবে। |
১৬ | আমার হৃদয় গহীনে তোমায় পেয়েছি কি সাধনে তুমি আমার কত যে আপন, বুঝাবো তা কেমনে। এই জীবনে হারাবার নেইতো কিছু আর, হারালো এই মন তোমাতে সুখের ঠিকানা নেই অজানা তুমি রয়েছো এ সাথে তুমি এলে রাঙালে মন দুচোখে জ্বেলে দিলে রঙিন স্বপন আড়ালে… হারালো যত বিস্বাদের ক্ষণ। |
১৭ | আমি আছি শেষের পথে আর তুমি সূচনায়, শেষের পথে দাঁড়িয়ে ভালোবাসি আমি শুধুই তোমায়।ভালো তোমায় বেসে একদিন যাব আধারে মিলিয়ে, আসব না আর আলোর পৃথিবীতে। তুমি থেকো অনেক সুখে। তুমি সুখে থাকলে আধারে মিলবে আলোর সন্ধান, এটাই হবে তোমার ভালাবাসার প্রতিদান। |
১৮ | অন্যকে সাহায্য করা এক মহৎ কাজ তবে কখনোই তা নিজেকে বঞ্চিত করে নয়! |
১৯ | কালের খেয়ায় স্বপ্ন দিচ্ছে পারি দুঃখের নীল অস্তরাগে। তোমায় ভালোবেসে কন্ঠস্বর বেদনার ঝড় হয়ে আসে। অবিশ্বাসের মেঘে মোর কান্নাভেজা মুখ খানি ভাসে। মোর জীবন যেন বিদায় নেয় তোমার মৃত্যুর আগে। |
২০ | ফুলকুমারী তোমার পদ্ম আখির মায়ায় পরেছি। চন্দ্রকিরন রাতে মোর চিেওর গহীনে তোমার প্রতিকৃতি দেখে তোমায় ভালোবেসেছি। অবিনাশী কাল নিঃশঙ্ক চিেও তোমায় পাবার আশায় প্রহর গুনছি। ও নীলকন্ঠী তুমি ভালোবাসলে মোরে ঝরবে না নেএনীর।অন্তর্জ্বালা যাবে মুছে হিমান্তের নিশিতে।অতঃপর মোর জীবন নতুন ময়ূখ দেখবে। কলকন্ঠ পাখিরা নিশিদিন আমাদের খোঁজে যাবে। |
২১ | আমি আগ্নেয় গিরির মতো জ্বলে উঠতে পারি, গলেও যেতে পারি মমের মতো।নির্বিঘ্নে আমি হাসতে পারি, থাকে যদি বুকে হাজারও ক্ষত।আমি হতেও পারি কারো মনের মানুষ, হতেও পারি কারো প্রিয়জন।আমি পারি যতটা নির্মম হতে, হতে পারি ঠিক ততটাই দরদী।আমি সারাটা জীবন তোমাকে, আগলে রাখতে পারি এ বুকে, নির্মম হয়ে তেমনি করে, ভুলেও যেতে পারি তোমাকে। |
২২ | কে আমি??? কতটুকু জানো আমায়??? কতটুকু জানলে বলা যায়,তুমি সবটুকু জেনেছ আমায়।মুখোশ পরে এক আমি আবার মুখোশের আড়ালে অন্য আমি। তোমার অজানা হাজারও আমির ভিতরে আজ লুকিয়ে আছি আমি, শুধুই আমি। তোমার কল্পমায়ায় এক আমি আর আমার বাস্তবতায় আরেক আমি। তাই বলছি আজ হাজারও আমির গভীরে হারিয়ে গেছি আমি। আর কখনো খুঁজে পাবে না তুমি। |
২৩ | মাঝেমাঝে মনে হয় যদি তোমাকে দেখাতে পারতাম কতটা ভালোবাসি তোমকে। যেদিকে তাকাই শুধু তোমার স্মৃতি,মনে পরে যায় ভালোবেসে ছিলাম কতটা শুধু তোমাকে। আধাঁরে ঘেরা আমার এই পৃথিবী আলো দিয়ে ভরিয়ে দিলে তুমি। আমার এক নতুন জীবনের সূচনা করলে। তখন মনে হতো সময়ের কাটা যদি থামিয়ে দিতে পারতাম তবে হয়ত সারা জীবন এমনই সুখ থাকতে পারতাম!!! |
২৪ | প্রতিটা দিন প্রতিটা রাত কষ্টের জলে ভাসি আমি, তবুও এ হৃদয় প্রতিটা মূহুর্তে জানতে চায় কেমন আছো তুমি।হয়ত ভালো আছো, আর হয়ত বলছি কেন ভালোই তো আছো তুমি। মোরে ভুলে সুখ সমুদ্রে ডুবে আছো তুমি। মোরে যদি থাকবেই ভুলে তবে ভালো কেন বেসেছিলে, আর ভালোই যদি বেসে থাকো তবে মোরে ভুলে গেলে কেমন করে। আমি তো ভুলতে পারিনি তোমাকে, তোমার স্মৃতি গুলোকে। |
২৫ | একদিন আমি আমার পথে হাঁটছিলাম, হঠাৎ তুমি এলে, আর হাঁত ধরে, অচেনা পথে নিয়ে গেলে, তোমায় বিশ্বাস করে ছিলাম। কিন্তু, জানতাম না, মাঝ পথে একা ফেলে চলে যাবে। #Don’t_tRy_plAy_wiTh_mE |
২৬ | জানিনা এই অবুজ হৃদয় কার অপেক্ষাই আছে…….. জানিনা এই সরল মনে কার জায়গা হবে……… শুধু জানি হৃদয়ের ঘরে যাকে রাখব……… সারা জীবন তাকেই ভালবাসবো!!!! |
২৭ | আমি সত্যিই ব্যার্থ!!! কারণ, আমি কখনোই তোমাকে বুঝাতে পারি নাই “আমি তোমাকে কতটা ভালবাসি”। |
২৮ | ঐ বিশাল আকাশের কষ্ট কি মানুষের চেয়েও বেশি? ইচ্ছে হলেই তো আকাশ তার জমে থাকা কষ্টগুলো বৃষ্টি হয়ে ঝরিয়ে দিতে পারে। কিন্তু মানুষ? কিছু মানুষ আছে যারা জমে থাকা কষ্টগুলো অশ্রু হয়ে ঝরিয়ে দিতে পারে না। বুকের ভেতর কষ্টগুলো জমাট বেঁধে থাকে। আর সেই কষ্টগুলো ধারন করার ক্ষমতা ওই বিশাল আকাশেরও। |
২৯ | অবুঝ বালিকা, ফেইজবুকে তোমার সাথে প্রথম পরিচয় থেকে কেমন যেন একটা ভাল লাগা কাজ করে। এর পর একে একে কেমন করে যেন তোমার উপর একটা নির্ভরশীল হয়ে পরলাম। সকাল থেকে রাত পর্যন্ত ফেইজবুকে কথা বলা কখন কোথায় কী হল সবই যেন তোমাকে জানাতে হবে। তুমি কী বুঝ আমার জীবনে তুমি কতটা গুরুত্বপূর্ণ। তোমার নামটাও কখনো জানা হয়নি।জানতে চাইও না আমি শুধু তোমাকে চাই। |
৩০ | বৃষ্টিকে যদি ভালোবাসতাম হয়তো এতো জল উপহার পেতাম না, যত জল পেয়েছি তোমাকে ভালোবেসে। বুঝতে পারিনি, এত বেশি মেঘ ছিল তোমার আকাশে। সত্যিই বড় বোকা ছিলাম, আর আজও বোকাই রয়ে গেছি। |
৩১ | বদলে গেছে অনেক কিছু, কিন্তু আমি আছি সেই আগেরই মতো। একটু কমেনি তোমার প্রতি আমার ভালোবাসা। সারা জীবন ভালোবেসে যাবো তোমায়। আমার পৃথিবীর বিরাট প্রান্তর তুমি। আমার কথা কি একটুও মনে পড়েনা তোমার? জানি তোমারও মনে পড়ে। তবে কেনো থাকো দুরে। আগের মত কেউ আর কোন কাজে এখন জোড় করে না। কারো মেসেজ দেখার জন্য এখন আর ভোরে ঘুম ভাংগে না। কেটে যায় দিন এখন একাকি। হারিয়ে ফেলেছি তোমাকে, তার থেকে বেশি হারিয়ে ফেলেছি নিজেকে। অনুভূতি গুলো শেয়ার করার মতো কেউ নেই। তোমার হাসিটা দেখবো বলে আজও আশায় আছি। এখোনো তোমার ফিরে আশার দিন গুনি,, যদি কখোনোও তুমি ফিরে আসো। |
৩২ | আমি থাকবো তোমার অপেক্ষায় গুচ্ছপাতার মতো বুনন করে, কথামালা উপহার দেব বলে। সন্ধ্যা প্রদীপের আলোর মতো, মিষ্টি আলো তোমার মনে ছড়াবো বলে। আমি থাকবো তোমার অপেক্ষায়, যেখানে তুমি তোমার শেষ কবিতার শিরোনাম রচনা করেছিলে। প্রকৃতির আদল অঙ্গে মেখে, তোমার জন্য অতি সাধের সাজ-সজ্জায় এই গোধূলি বেলায়, একটু উচ্চ ভালবাসা দেবার একাগ্রতায় ঠিক সেখানটায়, আমি থাকবো তোমার অপেক্ষায়। আসবে কি তুমি, আমার ভালবাসা দুহাত ভরে নেয়ার আশায়। |
৩৩ | একা পথ চলতে চলতে অভ্যাস হয়ে গেছে, তাই হয়ত আজ আর আমি পথ ভুল করি না… তোমাকে না দেখে থাকাও অভ্যাস হয়ে গেছে, এজন্যে হয়ত আজকাল ব্যস্ততার মাঝে আর তোমাকে মনেও পরে না… কষ্ট পেতে পেতে কষ্টগুলোকেই জীবনের সঙ্গী করে নেওয়ার অভ্যাস হয়ে গেছে, তাই হয়ত আজ আর আমি কষ্ট পাই না। |
৩৪ | জীবনে অনেক কিছু চাওয়ার থাকে, অনেক কিছু পাওয়ার থাকে। But সব কিছু পাওয়া যায় না। আর যা কিছু পাওয়া যায় তার মাঝে ইনা পাওয়ার কষ্টটাকে আড়াল করে নিতে হয়। এই বাস্তবতা কে মেনে নিয়ে আজও বেঁচে আছি হাজারো কষ্টের ভিড়ে। |
৩৫ | আমার জিবনে কোন কিছু আপন করে পাই না। আমার মনে হয়া আমি আল্লাহ কাছে বড় কোন ক্ষতি করেছি। আমার কোন আশা পুরন হয় না। আমি কিছু চাইলে পাই না কেন? আমি আল্লাহ কাছে অনেক বেশি কিছু চাই। কেন এমন হয় কেউ কি বলতে পারেন? জানি না আমি কি করেছি!! |
৩৬ | না চাইতে যা পাওয়া যায়, তা সব সময় মূল্যহীন। তেমনি করে আমিও তোমার জীবনে মূল্যহীন।কারন, তুমি তো চাওনি আমাকে। কিন্তু আমি চেয়েছি তোমাকে। আমার জীবন আত্মার গভীর প্রেম হয়তো তোমাকে পাওয়ার বাসনা করে ছিলো। তাই তুমি কখনো আমার জীবনে মূল্যহীন নও। |
৩৭ | ছিরে ফেলেছি আমি ডাইরির পাতা… সেথা লেখা ছিল হাজার স্বপ্নের কথা.. ছিড়তে পারিনি আমার মনের পাতা.. যেখানে জমে আছে আছে জীবনের অনেক ব্যাথা!! |
৩৮ | অতিরিক্ত মন খারাপ হলে মানুষএকেবারে নিরব নিথর হয়ে যায়। একা থাকতে ভালোবাসে। কারণ তখন তার সমস্যাকে নিজের মত করে কেউ দেখে না কিংবা মূল্যায়ন করে না। তাই মন খারাপের বেলায় একাকিত্বই হয় মানুষের একমাত্র সংগী। |
৩৯ | আমার যদি একটা পৃথিবী থাকত তা হলে সেখানে যেয়ে চিৎকার করে কাঁদতাম। কেন যান তুমার দেওয়া স্মৃতি এত যন্ত্রণা দেয় আমাকে যা সহিবার মত শক্তি আমার মাঝে নেই!! |
৪০ | তুমি ভুল করেও ভুল করোনি, তাই আমি অপরাধী। তুমি পথ দেখিয়েও, পাশে হাটনি, তাই এখন আমি একলা হাটি। |
৪১ | ভুল তোমার ছিলো তুমি বুঝতে পারোনি, রাগ আমারও ছিলো, কিন্তু আমি দেখায় নি। ভুলে যেতে আমিও পারতাম, কিন্তু চেষ্টা করিনি! কারণ, ভুলে যাওয়ার জন্য তোমায় ভালোবাসি নি। |
৪২ | খাঁচার পাখি উড়ে গেলে যেমন আসে না আর ফিরে। সুখ হাড়ীয়ে গেলে তেমন আসেনা আর ঘুরে। রূখ যেন এক উরন্ত পাখি বাসা বাঁধেনা জীবন থেকে চলে গেলে ফির আসে না। দুঃখ যেন পোষা পাখি পিছন ছাড়ে না। |
৪৩ | কষ্টে ভরা জীবন আমার,, দুঃখ ভরা মন,, মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষন.. তারার সাথে থাকি আমি,, চাঁদের পাশাপাশি,, আজব এক ছেলে আমি দুঃখ পেলেও হাসি। |
৪৪ | জানি তুমিও একা, আমিও একা। পার্থক্য হলো শুধু আমি কাঁদি, তুমি কাঁদোনা! তুমি ভাল আছো, আমি ভাল নাই!! |
৪৫ | মিছে আশা করে লাভ কি? সত্যি এটাই যে তুমি কখনো আমার ছিলে না আর কখনো হবেও না।ভাবনায় এসে দূর থেকে চলে যাও আমাকে কাঁদিয়ে…. আমার কি অপরাধ ছিল? তোমাকে ভালবাসাটাই কি আমার অপরাধ ছিল….? যদি তাই হয়, তবে ক্ষমা করে দিও! |
৪৬ | আজ নিজে নিজে নীরবে কাঁদছি, যে কান্না হয়তো মরণ হলে শেষ হবে। তবে সত্য বলতে কি জানো আমি তোমাকে আজও ঠিক আগের মতই ভালোবাসি। |
৪৭ | আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে।কত চেনা মানুষ, অচেনা হয়ে গেছে হয়তো কোন এক দিন, আমিও অচেনা হয়ে যাবো এই পৃথিবী থেকে!! |
৪৮ | আজ নিজে নিজে নীরবে কাঁদছি, যে কান্না হয়তো মরণ হলে শেষ হবে। তবে সত্য বলতে কি জানো আমি তোমাকে আজও ঠিক আগের মতই ভালোবাসি। |
৪৯ | আমি জানি তুমি ভালো নাই, তুমি ভালো থাকতে পারো না কারণ, আমি তোমাকে ক্ষমা করে দিলেও আমার প্রতিটা দীর্ঘশ্বাস আর একেক ফোঁটা চোখের পানি তোমাকে কখনোই ক্ষমা করবে না এটা আমার অভিশাপ নাহ, এটা প্রকৃতির হিসাব। কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না। |
৫০ | জীবনের শুরুতে কষ্টের সূচনা, হাজারো ব্যাথা নিয়ে আমার রচনা, যন্ত্রনার অন্ধ ঘরে নির্মম এক পরিহাস। চোখের জল আর বেদনা নিয়ে আমার জীবনের ইতিহাস। |
নিজেকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস ছবি
চলুন কিছু নিজেকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস ছবি দেখা যাক। এখানে থাকা কোন স্ট্যটাস ছবি যদি আপনার ভালো লাগে তাহলে সেটি ডাউনলোড করে ফেসবুকে স্ট্যাটাস হিসাবে দিতে পারেন।
উপসংহার
আর্টিকেলটিতে অনেকগুলো নিজেকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস রয়েছে। এসব স্ট্যটাসের মধ্যে থেকে আপনার কাছে যে স্ট্যাটাসটি ভালো লাগে সেটি স্ট্যাটাস হিসাবে ব্যবহার করুন। আর্টিকেলে থাকা নিজেকে নিয়ে ফেসবুক স্ট্যাটাসগুলো আপনার কেমন লেগেছে এই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন।
ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। এই ধরনের আরো অনেক স্ট্যাটাস সম্পর্কিত আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এবং সম্ভব হলে লাইক করুন আমাদের ফেসবুক পেজ /TuneBN.Official কে যাতে করে নতুন প্রকাশিত হওয়া আর্টিকেলে আপডেট সহজেই আপনার নিকট পৌছে যায়। ভালো থাকুন সুস্থ থাকুন, আমদের সাথে যুক্ত থাকুন।