Status

স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস | Stylish Facebook Status

আপনি কি স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি আপনার জন্য। আর্টিকেলটি থেকে আপনি অসাধারণ সকল সুন্দর সুন্দর স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস পেয়ে যাবেন। যেগুলো আপনি কপি করে আপনার ফেসবুকে স্ট্যাটাস হিসাবে দিতে পারবেন।

তাহলে চলুন আমাদের আর্টিকেলটিতে থাকা স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাসগুলো দেখে নেওয়া যাক এবং এসকল স্ট্যাটাসের মধ্যে থেকে আপনার যে স্ট্যাটাসটি ভালো লাগবে সেটিকে কপি করে নিয়ে আপনার প্রয়োজনে ব্যবহার করবেন। স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাসগুলোকে যে আপনি শুধু স্ট্যাটাস হিসাবে ব্যবহার করতে পারবেন তা কিন্তু নয়। আপনি চাইলে ছবির ক্যাপশন, কাউকে মেসেজ পাঠানো ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।

স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস

নিম্নে এক এক করে অসাধারণ সকল স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস গুলো দিয়ে দিলাম। স্ট্যাটাসগুলো পড়ুন এবং এখান থেকে আপনার পছন্দের স্ট্যাটাসটি বেছে নিন।

স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস ছবি ১

প্রিয় মানুষটির একটি
অবহেলা আর একটা
মৃত্যুর যন্ত্রণা থেকে ও বেশি কষ্টকর

যারা সত্যি কারের ভালোবাসে
তারা কখনো অবহেলা করতে
পাড়ে না এইটা বোজার ভোল
😢😢😢💔💔💔💔

তাই নিজের থেকে
বেশি ভালোবাসতে নেই 🙂

স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস ছবি ২

অবহেলা খুব ভয়ঙ্কর একটা
জিনিস যা একটা জীবিত
মানুষের বেচে থাকার
ইচ্ছাটাই শেষ করে দেয়…

আসলে আমরা কেউই সুখী না…
দিন শেষে আমরা ভালো
থাকার অভিনয় করি 🙂💔🥀

কিছু মানুষ কোনো দিনও
বুঝবে না, তাদের ব্যবহার
আর অবহেলায় আমরা
কি পরিমাণ কান্না করছি!🙂

আল্লাহ তায়ালা সবকিছু
সহ্য করার ক্ষমতাটুকু যেন দেয়।

মানুষ ভালোবাসার চাইতে
রাগ টা কে উপরে রাখে,
ভালোবাসার মানুষ টা
কে বুঝতে চায় না😭😭😭

অবহেলা আর ইগনোর
এই ২ টা জিনিস কোনো
প্রকার রিলেশন ই বাচিয়ে রাখে না🙂
সেটা হউক বন্ধুত্ব বা
যেকোনো ধরনের রিলেশন🙂

নতুন কাপড় সবার প্রথম
প্রথম ভাল লাগে, আর পুরাতন
হয়ে গেলে ছুড়ে পেলে রাখা হয়!
এখনকার সম্পর্কগুলো ঠিক এমনি!!

নতুন নতুন সব কিছুই
ভালো লাগে পুরান হলে
সেই জিনিসের কদর থাকে
না তাই বৈইমানদের জন্য
কান্না করলে সস্তায় পরিনতি হয়

স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস ছবি ৩

রাগ করা ভালো…
কিন্তু তা বেশি ক্ষন
পুষে রাখা টা অনেক খারাপ 😌🤧🤧

আমি অবহেলাকে তিলে
তিলে সহ্য করতে পারি।
কেননা শত কষ্টের মধ্যেও
আজ আমি ঠিক আছি।

আপন মানুষের অবহেলা
মানুষকে মৃত্যুর মুখে
ঢেলে দেয়। মানুষকে
অসহায় করে দেয়।
বাচাঁর শক্তিকে হারিয়ে দেয়।

প্রিয় মানুষের কাছে
অবহেলা পাওয়া যে
কতো কষ্টের সেটা
শুধু যে পায় সেই জানে।

কাউকে নিজের থেকে
বেশি গুরুত্ব দিলে তুমি
সব সময় তার থেকে অবহেলিত হবা…

স্বপ্ন, আবেগ, অনুভূতি আর অভিমান
যা প্রত্যেক মানুষকে দুঃখ অথবা
সুখের সাগরে প্রতিনিয়ত ভাসায়…

আল্লাহ তুমি ত সবাই
মনে কথা জানো ঐ
কেউ ত ইচ্ছে করে
অবহেলা করে না।

ঠিক তাই জদি তারা বুঝতে
পারত অবহেলায় একজন
মানুষের যিবনে কতটা
ভয়াবহতা টেনে আনে
কতটা কসট নিয়ে বেচে
থাকার দিন গোনে তবুও বুঝেনা…

স্ত্রীকে পেয়ে মায়ের
ভালোবাসা ভুলে যেও না।🖤
মনে রেখো স্ত্রী তোমার
সহধর্মিণী, আর মা
তোমার গর্ভধারিণী।❤️

কিন্তু সে অবহেলা দিয়েই খুশি 😊

নতুন নতুন সব ভালো লাগে
আর যখন পুরানো হয়ে
যায় তখন আর ভালো
লাগে না। এটাই সম্পর্ক

কি সুন্দর চোখ দুটো তাতে আছে কাজল তোমার রুপের জেল্লা দেখে হয়ে গেছি পাগল…

সব কিছু সয্য করা যায়,
কিন্তু অবহেলা না। কলিজা ছিড়ে যায়।

আমার সাথে অবহেলাটাই বেশী হয়।

চরিত্রহীন মানুষ ভালবাসা
নিয়ে খেলা করা অভ্যাস।

স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস ছবি ৪

ভাত খাই মাছ খাই আরো খাই ডাল তোমার প্রেমে ছেকা খেয়ে হয়ে গেলাম টাল…

সত্যিই অবহেলা মনে
নেওয়া যায় না… 😔😔😔।।

আমি সিঙ্গেল সেটা বড় কথা নয় আমাকে কেউ পটাতে পারে নি সেটা বড় কথা…

আল্লাহ ভালো রাখুক মুখুশধারীদের।🙂

যারা অবহেলা করে তাদের কাছ থেকে দুরে থাকাই ভালো…

সত্যি কারো অবহেলা কখনোই
সহ্য করা যায় না!🥺🥀
আর সেটা যদি হয় প্রিয় মানুষটি!🙂
তাহলে আরো বেশি কষ্ট হয়!💔😭

ফুল বাগানে ফুল ফুটে দোকানে আছে মধু তুমি যদি রাজি থাক বানাবো তুমায় বধু…

এই কষ্ট টা আমি বুঝি
কতোটা কষ্ট হয় 😰😰

হুম, সব কিছু সহ্য করা
যায় ভালোবাসর প্রিয়
মানুষটির সাথে অন্য
করো দেখলে সহ্য করা
যায় না, ওর থেকে মারা যা ভালো??

গোলাপ ফুলের পাপরি দিয়ে লিখবো তোমার নাম আমি তোমার বালবাসা তুমি আমার জান…

ফুল বাগানে ফুল পুটে লউ বাগানে কদু আমার বারি আসলে বন্ধু খাওয়াবো তোমায় মধু।

আল্লাহ অবহেলা বুঝার
ক্ষমতা দিলেও সহ্য
করার ক্ষমতা দেননি

চিক চিক করে গাল কোথাও নাই দাড়ি এমন ছেলেদের, পড়ানো উচিত মেয়েদের শাড়ী…।।

লতা পাতা আতা মেয়েরা নষ্ট করে ছেলেদের মাথা…

অবহেলা জীবনে সত্যি
কারের বন্ধু হয়ে যায়

সত্যিই অবহেলা সহ্য
করা যায় না, আমিও
একসময় অবহেলার
পাত্রী হয়ে উঠেছিলাম

আল্লাহ তায়ালা সব কিছু
মানিয়ে শক্তি দান করুন

আমি খুব সম্ভবত একটা প্রেমিকার অভাবে মারা যাব।

বুকে আছে প্রেম মনে আছ তুমি আর মাত্র কিছু দিন হবো তোমার স্বামী।

গোলাপ পেতে হাত দিওনা কাটা ঢুকতে পারে মেয়েদের কে মন দিও না ধোকা দিতে পারে…

আমার বুকটা যদি ধানক্ষেত হইতো তুমি যদি লাঙ্গল হইতে দেখতে বাম্পার ফলন করে কয়।।।

কেউকে খুব বেশি
ভালোবাসলে অবহেলা
পেতেই হয়ে 😔😔

উপসংহার

এই ছিল স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস নিয়ে আমাদের আর্টিকেল। আশা করছি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। আর্টিকেলটি আপনার কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন। পরিশেষে ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস নিয়ে এই আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এ ধরনের আরো অনেক আর্টিকেল পেতে।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.