Status

ইসলামিক বায়ো বাংলা | 50+ Islamic Bio Bangla

অনেকেই আছেন যারা ইসলামিক বায়ো সোসাল মিডিয়া প্রোফাইলে দিতে চায়। ইসলামিক বায়ো ইসলামিক কথাবার্তা, হাদিস, কুরআনের আয়াত হতে পারে। আপনিও যদি আপনার সোসাল মিডিয়া প্রোফাইলের বায়োতে ইসলামিক বায়ো দিতে চান তবে এই আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হতে পারে। আর্টিকেলটিতে আপনি সেরা সকল Islamic Bio পাবেন যা সহজে কপি করে বায়োতে দিতে পারবেন।

বায়ো হলো নিজের সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বলা। Bio শব্দটি Biography এর সংক্ষিপ্ত রূপ। সকল সোসাল মিডিয়া (যেমনঃ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি) প্রোফাইলের বায়ো দেওয়ার সুযোগ থাকে। বায়োতে সর্বচ্চো ১০১ ক্যারেক্টারে দেওয়ার সুযোগ থাকে। ক্ষেত্রে বিশেষে এটি সর্বচ্চো ১৫০ থেকে ২০০ ক্যারেক্টার হতে পারে।

আরো পড়ুনঃ

অনেক কম ক্যারেক্টার লেখার সুযোগ থাকায় সংক্ষেপে বায়ো লিখে হয়। তাই কয়েকটি লাইন লেখার সুযোগ থাকে বায়োতে। এজন্য অনেকেই কিছু স্টাইলিশ লেখা বায়োতে দেয়। অনেক কথাই হলো। চলুন আর দেরী না করে কিছু ইসলামিক বায়ো বাংলায় দেখে নেওয়া যাক।

ইসলামিক বায়ো

সেরা কিছু ইসলামিক বায়ো নিম্নে দিয়ে দিলাম। বায়োগুলো পড়ে দেখুন। যে বায়োটি আপনার ভালো লাগবে সেটি কপি করে নিবেন ও বায়ো হিসাবে সেভ করে দিবেন।

হে আল্লাহ!!
- আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন।
- আমিন
একবার কি ভেবেছেন,
কেমন হবে সেই রাতটা 
যে রাত হবে আমাদের 
কবরের প্রথম রাত?
একদল জাহান্নামিকে কিয়ামতের দিন জিজ্ঞাসা 
করা হবে, কেন তোমাদের জাহান্নামে প্রবেশ করানো হল,
তারা বলবে আমরা নামাজ পড়তাম না। (সূরা আল মুদ্দাসসির: ৪২-৪৩)
তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং
জানা সত্ত্বে সত্যকে তোমরা গোপন করো না।
- সূরা বাকারাহ, আয়াতঃ ৪২
যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে,
সে চক্ষুকে জাহান্নামের আগুন 
স্পর্শ করবে না। (তিরমিযী- ১৬৩৯)
সময় পেলে
- কবরস্থান থেকে ঘুরে আসুন।
- অহংকার ধুলোয় মিশে যাবে।
লজ্জা শরম হলো, "মেয়েদের সবচেয়ে সুন্দর গহনা।"
- হযরত ফাতেমা (রাঃ)
নীতিবান হও ওমরের মতো,
লজ্জাশীল হও ওসমানের মতো,
বন্ধু হও আবু বকরের মতো,
বীর হও আলীর মতো,
আর জীবন গড় রাসূল (সাঃ) এর মতো।
যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে।
সে সারাদিন আল্লাহর জিম্মায় থাকবে।
- মুসলিম-৬৫৭
যাকে ভালোবাসলে কোন Loss নেই তিনি হলেন, "হযরত মুহাম্মাদ (সাঃ)"
রাসূল (সাঃ) বলেছেন,
মুসলিম যে গাছ লাগায় তা থেকে কোন মানুষ, কোন জন্ত এবং 
কোন পাখী যা কিছু খায়, তবে তা তার জন্য সাদকাহ হয়ে যায়। (বুখারী - ২৩২০)

ইসলামিক বায়ো বাংলা

আপনার জন্য আরো কিছু ইসলামিক বায়ো বাংলা নিম্নে তালিকা আকারে দিয়ে দিলাম। এসকল ইসলামিক বায়ো দেখতে পারেন। আশা করছি এই তালিকা থেকে আপনি আপনার পছন্দের একটি বায়ো খুঁজে পেয়ে যাবেন।

  • মানুষের মধ্যে সর্বাপেক্ষা অক্ষম ঐ ব্যক্তি যে ব্যক্তি দোয়া করিতে অক্ষম, অর্থাৎ দোয়া করে না.. (হযরত মুহাম্মাদ সঃ)
  • যদি কাঁদতে চাও, তবে নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদ, কারণ তোমার চোখের পানির মূল্য কেউ না দিলেও,আল্লাহ তোমার প্রতি ফোঁটা অশ্রুর অনেক মূল্য দেবেন।
  • আজ থেকে ঠিক ১০০ বছর পর… আপনি আখিরাতের অনেক কিছুর অভিজ্ঞতাই পেয়ে যাবেন।
  • রাসূলুল্লাহ (সাঃ) উপহার গ্রহণ করতেন এবং এর প্রতিদানও দিতেন।
  • বাবার বাড়িতে যাখন মেয়েরা অবহেলিত, স্বামীর বাড়ীতে নির্যাতিত কেন হবে না? -মুহাম্মদ হাসান জামিল হাফিঃ
  • উমর রাঃ বলেন-আমি রিজিক চাই না, কেননা তা তো ইতিমধ্যে বণ্টিত হয়ে গেছে, বরং আমি তাতে বরকত চাই।
  • পৃথিবীতে এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে যে, আপনি গুনাহ করছেন এবং বুঝতেও পারছেন। কিন্তু, ছাড়তে পারছেন না?
  • দুআ মুমিনের অস্ত্র। একে তুচ্ছ ভাববেন না।
  • আর যালিমদের শুধু ধ্বংসই বৃদ্ধি কর। -সূরা নূহ, আয়াত ২৮
  • অতৃপ্ত এই পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তার মিথ্যে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন। – আবুল হাসানাত কাসিম
  • যদি তোমার চেষ্টার দ্বারা আল্লাহ একটি লোককেও হেদায়াত দেন, তবে তা হবে তোমার জন্য একপাল লাল উটের চেয়েও উত্তম। (আবু দাউদঃ ৩৬৬১)
  • ফুলের পৃথিবী ছেড়ে একদিন মাটিতেই ঠাই হবে, আকাশে থাকবে জোছনা, অথচ কবরে আঁধার রবে!!
  • আমি কখনো কবরের চেয়ে ভয়াবহ দৃশ্য দেখিনি। (তিরমিজি ৪২৬৭)
  • আমাদের সমস্যার চেয়ে তাঁর শক্তি বেশি, আমাদের গুনাহর চেয়ে তাঁর দয়া বেশি, আমাদের চাহিদার চেয়ে তাঁর সম্পদ বেশি। তবুও কেন আমরা আল্লাহর কাছে চাওয়া থেকে উদাসীন?
  • যে হৃদয়গুলো একবার পাপের দিকে ঝুঁকলে আবার ফিরে আসে সঠিক পথে, হয়তো সেগুলো আদর্শ হৃদয় হতে পারে নি, কিন্তু হে আল্লাহ! সেগুলো যে আপনাকে ভালোবাসে…
  • যে আল্লাহর ওপর ভরসা করে তাঁর জন্য তিনিই যথেষ্ট।
  • প্রকৃত মুমিন নিজের আমলের ব্যাপারে আশঙ্কায় থাকে, আর মুনাফিক থাকে নির্ভয়। – ইমাম হাসান বসরী (রহঃ)
  • নেক আমল থেকে দূরে রাখার ক্ষেত্রে শয়তানের সবচেয়ে সফল অস্ত্রগুলির একটি হল – “পরে করব”।
  • হে আল্লাহ! আপনি এদেরকে গুনে গুনে ধ্বংস করুন। দৃষ্টান্তমূলকভাবে হত্যা করুন, এদের একজনকেও ছেড়ে দিবেন না।
  • তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যদিও খেজুরের এক টুকরো সাদকাহ করে হয়! – বুখারী ও মুসলিম
  • কাফনের কাপড় এক আজব জিনিস! যে বানায় সে বিক্রি করে দেয়। যে কেনে সে ব্যবহার করে না। যে ব্যবহার করে সে জানেই না।
  • হায়াৎ সীমিত, রিজিক নির্ধারিত, মৃত্যু অবধারিত, তবুও আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত! – বুখারী ৫৮৫
  • ওগো আল্লাহ! আমাদের কে ঋণমুক্ত, অভাবমুক্ত, রোগমুক্ত, শত্রুমুক্ত, হতাশামুক্ত, দুশ্চিন্তামুক্ত ও গোনাহমুক্ত একটি সুন্দর জীবন দান করুন।
  • গোপনের পাপ মানুষকে ধ্বংস করে দেয়, আর গোপনের ইবাদত মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেন।
  • প্রতিটি মানুষ তার কাজের সেই ফলই পাবে, যা সে নিয়্যত করেছে। – বুখারী

আরো পড়ুনঃ

ফেসবুক ইসলামিক বায়ো বাংলা স্ট্যাটাস

ইতিমধ্যে আপনাদের সাথে যে সকল ইসলামিক বায়ো শেয়ার করেছি আপনি চাইলে যেগুলো ফেসবুকে বায়ো হিসাবে বা স্ট্যাটাস হিসাবে শেয়ার করতে পারেন। নিম্নে আপনার জন্য আরো কিছু বায়ো শেয়ার করলাম। আশা করছি এসকল বায়ো আপনার ভালো লাগবে।

  • মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই, দুচোখ বন্দ হলে দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো সে হবে পর, আপন হবে নামাজ, রোজা অন্ধাকার কবর।
  • মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, জাহান্নাম থেকে নয় → অথচ মানুষ চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, মৃত্যু থেকে নয়।
  • মধ্য রাতের নামাজ শ্রেষ্ঠতর নামাজ, কিন্তু কমসংখ্যক লোকই তা আদায় করে থাকে।
  • মানুষ যখন নামাজে দাড়ায় তখন আল্লাহর রহমত তার দিকে রুজু হয়।
  • (একদল লোক আছে) তাদেরকে যদি আমি দেশের ক্ষমতায় অধিষ্ঠিত করি , তবে তারা সালাত কায়েম করবে। – সূরা আল হজ্জঃ আয়াত ৪১
  • একদল লোক আছে, তাদেরকে ব্যস্ততা এবং ব্যবসা -বানিজ্য আল্লাহর স্মরণ এবং সালাত কায়েম করা থেকে বিরত রাখেনা। – সূরা নূরঃ আয়াতঃ ২৭
  • তোমার পরিবার পরিজনকে সালাতের আদেশ করো। এবং এর উপর অটল থাকো। – সূরা তোয়াহাঃ ১৩২
  • কবরের প্রথম চাপ, দুনিয়ার সব কষ্টকে হার মানাবে। – হযরত মুহাম্মদ (সাঃ)
  • প্রত্যেক পুণ্যবানের একটা অতীত থাকে আর প্রত্যেক পাপীর থাকে একটা ভবিষ্যত…
  • গোপনের পাপ মানুষকে ধ্বংস করে দেয়, আর গোপনের ইবাদত মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেন।
  • হায়াৎ সীমিত, রিজিক নির্ধারিত, মৃত্যু অবধারিত, তবুও আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত! – বুখারী ৫৮৫
  • আর তিনিই আসমানকে ধরে রাখেন যাতে তা পড়ে না যায় যমীনের উপর তাঁর অনুমতি ছাড়া। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি স্নেহপ্রবণ, পরম দয়ালু। – আল কুরআন
  • দুনিয়াতে পরিচিত হওয়াই প্রকৃত খ্যাতি নয়। আসল খ্যাতি হলো আসমানে পরিচিতি পাওয়া। – বইঃ নবীজির সাঃ সাথে
  • ইবনুল জাওযী রাহিমাহুল্লাহ বলেন- কুদৃষ্টির কারণে কত ইবাদতগুজারে দ্বীনদারী যে বিলীন হয়ে গেছে! – আহকামুন নিসাঃ ২৬৫
  • রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন-যে ব্যক্তি জ্ঞাতসারে তাঁর প্রতিবেশীকে ক্ষুধার্ত রেখে তৃপ্তিভরে খেয়ে রাত যাপন করে, সে আমার প্রতি ঈমান আনেনি। – তাবরানিঃ ৭৫১
  • ইবনুল জাওযী রাহিমাহুল্লাহ বলেন, কুদৃষ্টির কারণে কত ইবাদতগুজারে দ্বীনদারী যে বিলীন হয়ে গেছে! – আহকামুন নিসাঃ ২৬৫
  • রাসূল (সাঃ) বলেছেন, তুমি “কুল ইয়া আইয়্যুহাল কাফিরুন” (সূরা কাফিরুন) তিলাওয়াত কর। কারণ তা শির্ক হতে মুক্তির ঘোষণা। – তিরমিজি হাদীস নং ৩৪০৩

উপসংহার

আশা করছি আর্টিকেলে থাকা ইসলামিক বায়োগুলো আপনার ভালো লেগেছে। বায়োগুলো আপনার কেমন লেগেছে এই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন। আর যে বায়োটি আপনার ভালো লেগেছে সেটি কপি করে সোসাল মিডিয়া প্রোফাইলে বায়োতে সেট করে নিন এছাড়াও আপনি চাইলে ইসলামিক বায়োগুলো স্ট্যাটাস হিসাবে ব্যবহার করতে পারেন।

ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। লাইক করুন আমাদের ফেসবুক পেজ /TuneBN.Official কে যাতে করে আমাদের ওয়েবসাইটে প্রকাশিট হওয়ার সকল নতুন আর্টিকেলের আপডেট সহজেই পেয়ে যান।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.