Caption

50+ বাংলা রোমান্টিক ক্যাপশন ফেসবুকের জন্য

স্বাগতম আপনাকে টিউনবিএনের নতুন একটি টিউনে। আজকের এই টিউনে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাংলা রোমান্টিক ক্যাপশন। আপনি যদি বাংলা রোমান্টিক ক্যাপশন ফেসবুকের জন্য এর সন্ধান করে থাকেন আশা করছি এই টিউনটি আপনার জন্য অনেক সহায়ক হবে।

৫০+ অসাধারণ সব বাংলা রোমান্টিক ক্যাপশন ফেসবুকের জন্য (Bangla Romantic Caption) এই আর্টিকেলে পাবেন আপনার। যা আপনি আপনার ফেসবুক পোস্ট অথবা কাউকে সেন্ট/ পাঠাতে করতে পারবেন।

সব বাংলা রোমান্টিক ক্যাপশনগুলো অনেক ভালো মানের আশা করছি আপনার ভালো লাগবে। এই ৫০+ টি ক্যাপশন ছাড়াও আরো কিছু লিংক পোস্টের ভিতর পাবেন সেগুলোও আপনার কাজে আসবে।

বাংলা রোমান্টিক ক্যাপশন ইনফো

ক্যাপশনের ধরণরোমান্টিক
ক্যাপশনের ভাষাবাংলা
ক্যাপশন সংখ্যা৫০ এর অধিক
ক্যাপশনের ব্যবহারফেসবুক পোস্ট, মেসেজে পাঠানো ইত্যাদি
ক্যাপশনের মানঅনেক ভালো ও উন্নত

50+ বাংলা রোমান্টিক ক্যাপশন ফেসবুকের জন্য

বাংলা রোমান্টিক ক্যাপশন ফেসবুকের জন্য

নিচে অসাধারণ সব বাংলা রোমান্টিক ক্যাপশন (Bangla Romantic) এর লিস্ট দিয়ে দিলাম। আপনার যেই বাংলা রোমান্টিক ক্যাপশনটি ভালো লাগে সেই ক্যাপশনটি কপি করে নিন।

  • নেমে এলো তবে ঝড় উড়ে গেলো শহরের আঁধার আচল উন্মুক্ত মাতাল শহরে ধুলো ওড়ে উড়ে যায় ঘামে জবজব যুবকের পোষা কাঁদাখোচা… বিনে পয়সার পাখি।
  • জলে ভেসে তবে এসেছি নগরে সম্বিত ফেরার পর ছবি দেখে চিনে নেয়া যাবে এই ভেবে মুখ গুজে রেখেছি আঁধারে কখন ধাতস্থ হবো নাগরিক চালাকিতে কখন শিখে নেবো শহুরে বাবুয়ানা সব বলে পথ নির্দেশনা দেবে বিদেশী ইন্সট্রাক্টর। ওরা নাকি আমাদের চেয়ে পথ ঘাট ভালো চিনে আর তাই সম্বিত বিষয়ে যেসব ধারণা ছিলো ভুলে গেছি… মাটিতে বিছানো অন্ধকারে চোখ রেখে ভাবি, পীচ ঢালা পথ আর পাথরে বিশ্বাস রাখতে জানলে আমিও নগর বাউলের সাজে, নিয়নের তীর দেখে পৌছে যেতে পারতাম লক্ষ্যের কাছাকাছি…
  • রুপালী জ্যোছনা বিভ্রান্তি ছড়ায়, অযত্নের অসমান পথ আমাদের পাতি রসায়নে যেনো মসৃণতা হয়ে ধরা দেয় হোচট খেয়েছি যতোবার, ততোবার বিলা খাই পথে, কখনো বা চাঁদের উপর… শহুরে হুংকারে শাপশাপান্ত করেছি তাহাদের, নিজেদের চোখ অথবা মনন নিরাপদ হেফাজতে রেখে।
  • শৈশবে কুড়িয়ে পাওয়া কড়িটার গায়ে অন্য কারো নাম লেখা ছিলো… তবুও কেনো জানি একেবারে একান্ত নিজের বলে আগলে রেখেছি তারে। সেই হারানো কড়িটা যার ছিলো সেও কি ভাবেনি কড়িটার কথা আমার মতোই!
  • ভোরের বাতাস কেমন আনমনা কাঁধ ছুঁয়ে যায় চমকে উঠে পেছনে তাকিয়ে দেখি, দূরত্ব বেড়েছে দ্বিগুনের বেশি… খিল খিল করে হেসে ফেলে কেউ; শব্দটাকে চেনা মনে হলেও সতর্ক জেনে গেছি ভাবনার সীমানা ডিঙিয়ে কখনো আসেনা রেলগাড়ি।
  • ঝড়ো বালুকনা তবে ঝরে যাক; বৃষ্টির বিলাসী পতনে বাজুক পুরোন দিনের সব কথা তবে…
  • ফিরে আসতে বলবোনা চাকারে! তবে থেমে যাবে সভ্যতা-এগিয়ে যাওয়া… আমিই না হয় গিয়ে দাঁড়ালাম তার পাশে না হয় দৌড়তে থাকি সভ্যতার গতিপথে, অনায়াসে।
  • আঙুলে ছুঁয়েছি জল… প্রার্থনার প্রহরে তোমারে এনে দেবে তার স্রোতধারা। নদীর এপারে বসে আমি তারা গুনি-ঢেউ গুনি-জলপিপি গুনতে গুনতে মনে হয় ডুবে গেলে তুমি আবার ওপারে ফিরে যাবে… সাতার কি ভুলে গেছো?
  • না ঘুমানোর আয়োজনে বিছানা সাজাই; তারপর রাতভর কিলবিল পোকার মতোন আলোর রেখায় এবাড়ি-ওবাড়ি…
  • যেহেতু বৃষ্টির দেখা নাই তাই মেঘ দেখে দেখে ভাবি একদিন জলের উচ্ছ্বাসে মুখ রেখে স্বপ্নপূরণ করে নেয়া যাবে, দেখো!
  • সরীসৃপের মতোন ঠাণ্ডা তোমাকে জড়িয়ে ঘুম দেয়া যেতো এই গরমের রাতে..
  • সন্ধ্যা কাটানোর জন্য মানুষের খোঁজে নামার মতোন বিরক্তিকর বয়সে পৌছে যেতে হয় ধীরে ধীরে মানুষেরা খুব বেশি খুঁজবেনা ব্যস্ততাকে… তার চেয়ে ভালো ব্যস্ত না থাকার অভিনয়, নিজেকে সুলভ করে দেয়া…
  • আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়—-
  • চন্দ্রের যা কলঙ্ক সেটা কেবল মুখের উপরে, তার জ্যোৎস্নায় কোনো দাগ পড়ে না।—-
  • মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতো কঠিন, কতো ভয়ানক তা একমাত্র ভুক্তভুগিই অনুভব করতে পারে
  • বিশ্বাস করুন,আমি কবি হতে আসিনি,আমি নেতা হতে আসি নি-আমি প্রেম দিতে এসেছিলাম,প্রেম পেতে এসেছিলাম-সে প্রেম পেলামনা বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চির দিনের জন্য বিদায় নিলাম।
  • জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম, যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না।
  • ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানেনা … মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানেনা।
  • বিরক্তিকর কোনো মানুষ ফ্রড হতে পারে না। পৃথিবী তে ফ্রড মাত্র ই ইন্টারেস্টিং ক্যারেক্টার হয়।
  • প্রেম হয় শুধু দেখা ও চোখের ভাল লাগা থেকে, রাগ থেকে প্রেম হয়, ঘৃণা থেকে প্রেম হয়, প্রেম হয় অপমান থেকে, এমনকি প্রেম হয় লজ্জা থেকেও। প্রেম আসলে লুকিয়ে আছে মানবসম্প্রদায়ের প্রতিটি ক্রোমসমে। একটু সুযোগ পেলেই সে জেগে উঠে।
  • একজন সুন্দর, আকর্ষণীয় রমণীর পাশে ২ ঘণ্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে চলে গেছে!! এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় ২ মিনিট হাঁটুন, মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন!!
  • আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়——দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই।
  • স্বপ্ন সেটা নয় , যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে সপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।
  • আমি বিশ্বের সব ইহুদী মারতাম, কিন্তু কিছু ইহুদী বাঁচিয়ে রাখলাম যাতে পুরো বিশ্ব বুঝতে পারে যে কেন আমি তাদের মেরেছি।
  • যখন তুমি মারা যাবা তখন তোমার ব্যাংকে যে পরিমান টাকা থাকবে সেটা হল ওই টাকা যা তুমি তোমার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কাজ করে আয় করেছ…..
  • পাখি উড়ে গেলেও পলক ফেলে যায় আর মানুষ চলে গেলে ফেলে রেখে যায় স্মৃতি।
  • এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতই প্রবাহিত হবে। তাই যেটা ছিল না সেটা না পাওয়ায় থাক, সব পেয়ে গেলে জীবনটাও একঘেয়েমি হয়ে যায়। মনে রেখো পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী।
  • কাউকে প্রচন্ডভাবে ভালবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়।
  • নিজের সার্টিফিকেট নিজেই দিও না।খেয়াল করে দেখ যে, সবাই তোমাকে কি ভাবে। তাদের কাছেই সার্টিফিকেট নাও। নিজের সমালোচনা করেই দেখ না, শুদ্ধ হওয়া কঠিন কিছু না।
  • লাইফে কিছু ফিল্মি ব্যাপার থাকার উচিত ছিল। এই যেমন কাউকে খুব মিস করছি আর সে বুঝে গেল ব্যাপারটা! মুখে বলা লাগলো না… এটা আসলে খুব পেইনফুল। মিসও করছি আবার বলতেও ইচ্ছা হচ্ছে না
  • কাউকে দৌড়ানি দিতে হলে প্রথমে নিজে ভাল করে শিখে নিতে হয় কিভাবে দৌড়াতে হয়, তা না হলে দৌড়ানি দিতে গিয়ে দৌড়ানি খেয়ে আসার সম্ভবনা থাকে।
  • কয়লা ধুইলে কয়লার ময়লা যাবেনা ঠিকই কিন্তু কয়লা ক্ষয়েক্ষয়ে নিঃশেষ হওয়ার সুযোগ থাকে। আর আমাদের সবার সে সুযোগটা নেয়া উচিত।
  • মানুষের মৃত্যু দিন হচ্ছে তার সত্যিকার জন্মদিন। কারণ, জন্ম থেকে শুরু হওয়া সার্কিটটা সম্পূর্ণ হয় মৃত্যুতে এসে। মৃত্যুর পর একজন মানুষের পোর্টেটটা সামনে দৃশ্যমান হয়। তাই মৃত্যুই তার আসল জন্মদিন।
  • মৃত্যুদণ্ড খুবই নিম্নমানের একটা শাস্তি। কারণ সেটা অপরাধীকে মুক্তি দেয় আর শাস্তি দেয় কিছু নিরপরাধ মানুষদের( যেমনমা,বাবা,ভাই,বোন, বউ, ছেলেমেয়ে আত্মীয়স্বজন।
  • জীবন বোঝার সবচেয়ে বড় উপায় হচ্ছে জীবনকে বাঁচিয়ে রাখো, নিজের মতো করে জীবনটা যাপন করো।
  • পূর্ব পরিকল্পনা করে সময় নষ্ট না করে। যখনকার পরিকল্পনা তখন নিতে হবে… কেননা কোন ঘটনা যে পূর্বপরিকল্পনা মত ঘটবেতার তো কোন নিয়শ্চয়তা নেই তাহলে কেন আমি পূর্বপরিকল্পনা করে সময় এবং ব্রেন দুটোরই অপচয় করব।
  • যদি কারো ভালোবাসা না পাও তবে ভেঙ্গে পড়োনা, তুমি অপেক্ষা করতে পারো, নিশ্চয় অাল্লাহ্ তোমার জন্য কাউকে পাঠিয়েছে এবং সঠিক সময় তুমি তাকে খুজে পাবে।
  • এটা নিষ্টুর হলেও সত্য! মানুষ আর্থিক বা প্রতিভার দ্বারা যখন প্রতিষ্ঠিত স্রকৃতি লাভ পায়, তখন সে সকলের কাছে গ্রহনযোগ্য হিসেবে বিবেচিত হয়.
  • কে বলে চাঁদ কে স্পর্শ করা যায়না এই যে!! ছুঁয়ে দিলাম।
  • মনে হয় শুধু আমি আর শুধু তুমি আর ঐ আকাশের পউষ নিরবতা,, রাত্রির নির্জনযাত্রী তারকার কানে কানে কতকাল কহিয়াছি আধো আধো কথা!!
  • তোমাকে ভেবে পৃথিবী আমার অদেখা তবু একে যাই আমার ভেতর শুধু তুমি আর তো কিছু পায়নি ঠাই……
  • মনের মধ্যে প্রবহমান ঝর্ণা এনে দিল ভালবাসার বন্যা। ভাসিয়ে নিল বিস্মৃতির ভেলা শুরু হল ভালবাসার খেলা।
  • তুমি আমার রঙ্গিন শপ্ন, শিল্পীর রঙ্গে ছবি। তুমি আমার চাঁদের আলো, সকাল বেলার রবি। তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল। তুমি আমার ভালবাসার শিউলি বকুল ফুল।
  • একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় সোনা আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না একই আকাশ মাথার উপর এক কেন ভাবছ না আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না।
  • তোমার জন্য স্বপ্ন দেখি তুমি আসবে বলে, তোমার জন্য অপেক্ষায় আছি তুমি ভালোবাসবে বলে।
  • ভালবাসা মানে আবেগের পাগলামি, ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি । ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা,, ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা।
  • হৃদযের সীমানায় রেখেছি যারে, হয়নি বলা আজো ভালবাসি তারে। ভালবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আশি। কি করে বুঝাবো তারে আমি কতটা ভালোবাসি?
  • আজকাল একবার ভাড়া দেওয়ার পরও লোকাল বাসের কন্ডাক্টর এত বিনয়ী কন্ঠ অথচ গভীর আত্ববিশ্বাষের সাথে আরো কয়েকবার ভাড়া চায়, আমার ভুলে যেতে ইচ্ছে হয় একবার ভাড়া দিসি, মনে হয় এক যাত্রায় বার বার ভাড়া দিতে পারতাম।
  • হারিয়ে গেছ অনেক আগেই, তবে আজ অনেক দূরে চলে যাচ্ছ। যাও কিন্তু ফিরে এসো আবার আমার কাছে না, তবে তোমার দেশে।
  • কিছু কিছু সিরিয়াস সময়ে সিরিয়াস ভাব নিয়ে থাকতে হয়। আমিও সিরিয়াস ভাব নিয়ে সিরিয়াস কিছু ঘটার অপেক্ষা করছিলাম। সিরিয়াস ভাবটা ঠিক মতো নেওয়া হচ্ছিল না। উল্টা, যার সাথে ভাব নিবো এই সুযোগে সে ভাবের ডগাতে বসবাস শুরু দিল। frown emoticon বিষয়টা দুঃখজনক!!

বোনাস বাংলা রোমান্টিক ক্যাপশন (Bonus Bangla Romantic Caption)

বোনাস হিসাবে নিচে আরো কিছু বাংলা রোমান্টিক ক্যাপশন (Bangla Romantic Caption) দিলাম। দেখুন আপনার ভালো লাগে কি না!!

এটা নিষ্টুর হলেও সত্য! মানুষ আর্থিক বা প্রতিভার দ্বারা যখন প্রতিষ্ঠিত স্রকৃতি লাভ পায়, তখন সে সকলের কাছে গ্রহনযোগ্য হিসেবে বিবেচিত হয়।

  • কাউকে দৌড়ানি দিতে হলে প্রথমে নিজে ভাল করে শিখে নিতে হয় কিভাবে দৌড়াতে হয়, তা না হলে দৌড়ানি দিতে গিয়ে দৌড়ানি খেয়ে আসার সম্ভবনা থাকে।
  • কয়লা ধুইলে কয়লার ময়লা যাবেনা ঠিকই কিন্তু কয়লা ক্ষয়েক্ষয়ে নিঃশেষ হওয়ার সুযোগ থাকে। আর আমাদের সবার সে সুযোগটা নেয়া উচিত।
  • মানুষের মৃত্যু দিন হচ্ছে তার সত্যিকার জন্মদিন। কারণ, জন্ম থেকে শুরু হওয়া সার্কিটটা সম্পূর্ণ হয় মৃত্যুতে এসে। মৃত্যুর পর একজন মানুষের পোর্টেটটা সামনে দৃশ্যমান হয়। তাই মৃত্যুই তার আসল জন্মদিন।
  • জীবন বোঝার সবচেয়ে বড় উপায় হচ্ছে জীবনকে বাঁচিয়ে রাখো, নিজের মতো করে জীবনটা যাপন করো।
  • যদি কারো ভালোবাসা না পাও তবে ভেঙ্গে পড়োনা, তুমি অপেক্ষা করতে পারো, নিশ্চয় অাল্লাহ্ তোমার জন্য কাউকে পাঠিয়েছে এবং সঠিক সময় তুমি তাকে খুজে পাবে।

একটাই পৃথিবী একটাই গল্প । ঐ একটা গল্পের ভেতরের প্রত্যেকটা মানুষের জীবনের একেক টা খন্ড খন্ড ছোট গল্প …

বাংলা রোমান্টিক ক্যাপশন ছাড়া আরো বিভিন্ন ধরনের ক্যাপশন ও স্ট্যাটাসের তালিকা নিচে দিয়ে দিলাম। চাইলে এগুলো পড়তে পারেন।

নতুন বাংলা রোমান্টিক ক্যাপশন ফেসবুকের জন্য

এবার চলুন ফেসবুকের জন্য নতুন কিছু বাংলা রোমান্টিক ক্যাপশন দেখে নেওয়া যাক। আপনি চাইলে এই ক্যাপশনগুলো ফেসবুকে পোস্ট করতে পারেন। ক্যাপশনগুলো দেখুন আশা করছি আপনার ভালো লাগবে।

  • কম বেশি সবাই ঠকে যায়!! কেও সূচনায় কেও উপসংহারে!!
  • তুমি আমার সেই প্রিয় মানুষ যাকে দেখলে আমার মুখে আচমকা হাসি ফুটে।
  • খুব ইচ্ছে করে তোমায় প্রাণ ভরে দেখতে। কিন্তু, তুমি যে বহুদূর ধরা ছোয়ার বাইরে।
  • নিজের টাকায় স্বপ্ন পূরনের জেদ আপনাকে একদিন সাফল্য এনে দেবে।
  • একরাশ অভিমান নিয়ে হারিয়ে যাবো, এমন ভাবে হারাবো যেনো আর ফিরে আসার উপায় না থাকে।

বাংলা রোমান্টিক ক্যাপশন ভিডিও

বাংলা রোমান্টিক ক্যাপশন গুলো কিছু ক্যাপশন ভিডিও আকারে দেখতে নিচের ভিডিওটি প্লে করতে পারেন।

শেষ কথা

আমাদের ভালোবাসার মুহুর্তগুলোকে সুন্দর ভাবে প্রকাশ করার জন্য রোমান্টিক ক্যাপশন অসাধারণ একটি মাধ্যম। আপনার প্রিয় মানুষকে একান্তভাবে অনুভব এমন সৃজনশীল পদ্ধতিগুলো ভালোবাসার সম্পর্ক আরো শক্তিশালী করে তোলে এবং পাশাপাশি মিষ্টি স্মৃতিগুলো চিরকাল ধরে থাকবে। আর্টিকেলটিতে থাকা বাংলা রোমান্টিক ক্যাপশন গুলো দেখুন এবং এসকল ক্যাপশন থেকে আপনি আপনার পছন্দের ক্যাপশনটি বেছে নিন।

আর্টিকেলটি আপনার ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধু-বান্ধবের সাথে। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এ ধরনের আরো অসংখ্যা ক্যাপশন সম্পর্কিত আর্টিকেল পেতে। যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের সাথে। ফেসবুক পেজ – টিউনবিএন

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.