Status
Trending

120+ ভালোবাসার স্ট্যাটাস | Love Status

ভালোবাসার স্ট্যাটাস নিয়ে আর্টিকেলে আপনাকে স্বাগতম। আপন যদি ফেসবুকে পোস্ট, কাউকে মেসেজ পাঠানোর জন্য ইত্যাদি কোন কারণে ভালোবাসার স্ট্যাটাস খুঁজে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হতে পারে।

আর্টিকেলটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ সব ভালোবাসার স্ট্যাটাস এবং এই ভালোবাসার স্ট্যাটাস গুলো সাথে ছবিও দিয়ে দিব। যেগুলো আপনি অনায়েসে ডাউনলোড করে নিতে পারবেন। এই স্ট্যাটাসগুলো আপনি আপনার প্রেমিকাকে, স্ত্রীকে, স্বামীকে, মাকে জানাতে পারবেন।

ভালোবাসার স্ট্যাটাস ছাড়াও আরো অনেক স্ট্যাটাস আমাদের ওয়েবসাইটে প্রকাশিত রয়েছে। যেমনঃ ভালোবাসার ছন্দ, কষ্টের স্ট্যাটাস, জন্মদিনের শুভেচ্ছা, ফেসবুক স্ট্যাটাস, মেয়ে পটানোর মেসেজ ইত্যাদি। আপনি চাইলে এই স্ট্যাটাসগুলোও দেখে নিতে পারেন!

আর্টিকেলে থাকা সবগুলো ভালোবাসার স্ট্যাটাস অনেক ভালোমানের। যা মন ভালো করে দেওয়ার মতোন। এই স্ট্যাটাসগুলো বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করা হয়েছে। তাহলে চলুন ভালোবাসার স্ট্যাটাসগুলো দেখে নেওয়া যাক।

ভালোবাসার স্ট্যাটাস

আর্টিকেলে বিভিন্ন ক্যাটেগরি ভেদে ভিন্ন ভিন্ন স্ট্যাটাস রয়েছে। আপনার যে ধরনের ভালোবাসার স্ট্যাটাস লাগবে সেই ধরনের স্ট্যাটাসের হেডিং এ চলে যান। যেটি ভালো লাগবে সেটি কপি করে নিন। তাহলে চলুন স্ট্যাটাসগুলো দেখে নেওয়া যাক।

স্ট্যাটাসের ধরণভালোবাসার স্ট্যাটাস (Love Status)
সর্বমোট স্ট্যাটাস১০০ এর অধিক
ক্যাটেগরিস্ট্যাটাস

সেরা ভালোবাসার স্ট্যাটাস

প্রথমে আপনাদের সাথে শেয়ার করি সেরা কিছু ভালোবাসার স্ট্যাটাস যেগুলো অনেক ভালো লাগার মতোন। এই স্ট্যাটাসগুলো দেখুন। আশা করছি এখান থেকে আপনি আপনার পছন্দমতো একটি স্ট্যাটাস খুঁজে পাবেন। যদি না পান তাহলে চিন্তা নেই। আরো অনেক স্ট্যাটাস রয়েছে।

  • ভালোবাসার অর্থ কি? বলতে পারিস?? ভালোবাসার অর্থ যদি হয় সারাদিন তোকে মিস করা তাহলে ভালোবাসি তোকে…!! ভালোবাসার অর্থ যদি হয় চোখ বুজলেই তোর মুখটি আকাশের মতো ভেসে উঠা তাহলে ভালোবাসি তোকে…!! ভালোবাসার অর্থ যদি হয় সারাক্ষণ তোর স্মৃতিতে ডুবে থাকা তাহলে ভালোবাসি তোকে……
  • মিষ্টি চাঁদের মিষ্টি আলো, বাসি তোমায় অনেক ভালো. মিটি মিটি তারার মেলা, দেখবো তোমায় সারাবেলা. নিশিরাতে শান্ত ভুবন, চাইবো তোমায় সারাজীবন।
  • টাপুর টুপুর বৃষ্টি লাগছে দারুন মিষ্টি, কী অপরুপ সৃষ্টি দেয় জুড়িয়ে দৃষ্টি, বৃষ্টি ভেজা সন্ধ্যায় তাজা ফুলের গন্ধয়ে, মনটা নাচে ছন্দে উতলা আনন্দে, জানু তোমার জন্য
  • যতো ভালবাসা পেয়েছি, তোমার কাছ থেকে। দুষ্টু এই মন চায়, আরো বেশি পেতে।কি জানি, তোমার মধ্যে কি আছে। কেনো যে এ মন চায়, তোমাকে আরো বেশি করে কাছে পেতে।
  • ভালবেসে এই মন, তোকে চায় সারাক্ষন। আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকাল সাঝেঁ। কি করে তোকে ভুলবে এই মন, তুই যে আমার জীবন। তোকে অনেক ভালবাসি।
  • চোখে আছে কাজল কানে আছে দুল, ঠোট যেন রক্তে রাঙা ফুল, চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি, এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি।
  • জোনাকির আলো জেলে ইচ্ছের ডানা মেলে। মন চায় হারিয়ে যাই কোনো এক দুর অজানায় যেখানে আকাশ মিশে হবে একাকার আর তুমি “রাজকুমারী” হবে শুধু আমার।
  • চোখের আড়াল হতে পার মনের আড়াল নয়, মন যে আমার সব সময় তোমার কথা কয়, মনকে যদি প্রশ্ন কর তোমার আপন কে? মন বলে এখন তোমার লেখা পড়ছে যে!
  • তুমি আমাকে যতই কষ্ট দাও……. আমি তোমাকে আপন করে নেবো, তুমি আমাকে যতই দুঃখ দাও…… আমি সেই দুঃখকেই সুখ ভেবে নেবো, তুমি যদি আমাকে ভালোবাসা দাও….. তোমাকে এই বুকে জড়িয়ে নেবো, আর কখনও যদি তুমি আমাকে ভুলে যাও, আমি তোমাকে সারাটি জীবন…… নিরবে ভালোবেসে যাবো……
  • ভালবাসা মানে আবেগের পাগলামি, ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি। ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা, ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা।
  • শীতের চাদর জড়িযে, কুয়াশার মাঝে দাড়িয়ে, হাত দুটো দাও বাড়িয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন। বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ।
  • এক পৃথিবীতে চেয়েছি তোমাকে, এক সাগর ভালবাসা রয়েছে এ বুকে , যদি কাছে আসতে দাও, যদি ভালবাসতে দাও, এক জনম নয় লক্ষ জনম ভালবাসব তোমাকে।
  • তুমি আমার রঙিন স্বপ্ন, শিল্পীর রঙ্গে ছবি. তুমি আমার চাঁদের আলো, সকাল বেলার রবি.. তুমি আমর নদীর মাঝে একটি মাত্র কূল, তুমি আমার ভালবাসার শিউলি বকুল ফুল…
  • দিন যায় দিন আসে, সময়ের স্রোতে ভাসে. কেউ কাঁদে কেউ হাঁসে, তাতে কি যায় আসে. খুঁজে দেখো আশে পাশে, কেউ তোমায় তার জীবনের চেয়ে বেশি ভালবাসে…
  • আমার শোকে ছড়িয়ে দিও , জবা ফুলের লাল, বন্ধু আমি তোমার নিশী, জাগবো চির কাল…
  • বন্ধুত্ব হলো, হাত এবং চোখের মধ্যে সম্পর্কের মতন. যখন হাতে কোনো আঘাত লাগে, তখন চোখের অশ্রু ঝরে. আবার, যখন চোখের অশ্রু ঝরে, তখন হাত টা মুছে দেয়…
  • রাতের আকাশে তাকালে দেখি লক্ষ্য তারার মেলা, এক চাঁদকে ঘিরেই যেন তাদের যত খেলা.. বন্ধু অনেক পাওয়া যায় বাড়ালেই হাত, আমার কাছে তুই যে বন্ধু ..ওই আকাশের চাঁদ…..!
  • আবার যদি রৌদ্র উঠে, মেঘ কেটে যায় মনের.. আমি তোমার সঙ্গী হবো, বন ফুলো বনের।
  • সারা শহর খুঁজে বেড়াই, তোমার যদি দেখা পাই, চোখ বুজলেই তোমায় দেখি, খুললে দেখি তুমি নাই…
  • আমার প্রেমের রানী তোমার লাগি মন এতো আনমনা, নাই কাছে তোমার ছবি, করি যে তাই কল্পনা।
  • তুমি যদি ৮০ বছর বাঁচো, তবে ৭২০ টা পূর্ণিমা পাবে, ১৬০ টা ঈদ পাবে, ৮০ টা জন্মদিন পাবে, ২/৩ টা সূর্য গ্রহন ও পাবে, তবে আমার মত লাভার পাবে না।
  • হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে যেখানে রয়েছে তোমার ভালোবাসার সূখের নীড় । আর সেই নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম। আমি কল্পনার সাগরে ভেসে চলে যাব, যাব তোমার হৃদয় সৈকতে, তুমি দিবেনা ধরা?
  • আকাশ ভরা জ্যোৎস্না ধারা মায়াবী চাঁদের সাথে। জুঁই চামেলী ফুটেছে আজ এমন মধুর রাতে। বসন্ত বাতাস খুলে দিলো প্রেমের দুয়ার, এ সোনা ঝরানো রাত তোমার আমার।
  • রাত জাগা দুটি পাখি, জেগে আছি নীড়ে। মিলনের সুর বাজে হৃদয় মাঝারে।
  • দূর নীল নভে শুধু জেগে আছে তারা। তুমি গেলে আমি একা হবো, হবো সাথীহারা।
  • আমার বরণ মালার তুমি করো নাকো মান, নিশি জাগি গাইবো আমি তোমার প্রেমের গান।
  • ভেঙে দিও নাকো প্রিয়, আমার প্রেমের স্বপন। বৃথা যেন যায় না গো, এ গোধূলি লগন।
  • তোমার লাগি আমি বসে আছি অপেক্ষায়। ফুলমালা লয়ে হাতে বসে আছি সে আশায়।
  • তোমার রূপের আগুনে যে মরছি আমি পুড়ে। কাছে সরে এসো প্রিয়ে, আর থেকো না দূরে।
  • কতো যে তোমায় ভালোবেসেছি, মনে হয় এতোটাও কিছুই নয়। কেন যে ভালোবেসে, আর যেতে পারে না হৃদয়…!!!
  • সব শূন্য মনে হয়, যখন তুমি কাছে নাই থাকো। আশা নিয়ে বসে থাকি শুধু, কখন আমাকে তুমি ডাকো…
  • এসেছ যখন আর যেও না চলে। একা আমি ওগো প্রিয়া, যেওনা আমারে ফেলে…
  • রাত্রির প্রদীপ সম জেগে রব বাসরে, তুমি-আমি ছাড়া কেউ রবে না সে আসরে। হাতে হাত মুখে মুখে সেই ভাষা, ওগো হৃদয়ের রানী এই তো মোর আশা।
  • বাসর সজ্জা পাতিয়াছি আমি, বাতায়নে চেয়ে রই। মনে আশা লয়ে যদি প্রিয়া মোর তোমারে দেখিতে পাই।
  • যেদিন প্রথম দেখেছি আমি, সেইদিন ভালোবেসে ফেলেছি। স্বপন চারিণী নাম সেই থেকে, তোমারেই দিয়েছি।
  • কাছে যদি না আসো, প্রানের কথা বোঝাই কেমন করে। আমার ভালোবাসা যত, রেখেছি তোমার তরে।
  • গগনে ওঠেনি রবি, ওঠেনি পাখির কলতান। কাছে এসো প্রিয়তমা, শোনাবো তোমায় প্রেম গান।
  • ফুটেছে মহুয়া ফুল, ভেসে আসে গন্ধ। তোমার প্রেমেতে আমি হয়েছি যে অন্ধ।
  • দিয়ে আমায় উপহার, মন করলে জয়। জানতে যদি পায় বাবা, তাই তো করছি ভয়…
  • প্রেম স্বর্গের পরিজাত সেই ফুল দুটি। ঐ ফুল দুটি ঝরবে না তো, থাকবে সদাই ফুটি…
  • আমায় তুমি কোনো দিন ভুলে যেও না। আর যদি ভুলে যাও, প্রাণে বাঁচবো না…
  • রাগ করলে আমার উপর, যাবো আমি কোথায়। তুমি যে মোর সবকিছু, এবার ক্ষমা করো আমায়।
  • রাগ করে যেও না, আমার প্রাণেশ্বরী। কান আমি ধরেছি, আর হবে না দেরি।
  • সুর হারা বাঁশি, বাজে না তো আর। সাথী বিনা এ জীবন, শূন্য আমার…
  • মিলন যদি না হয় এই জীবনে মোদের, জনম নিয়ে আসব মোরা, প্রেম নদিয়ায় ফের।
  • বন্ধু অনেক পাওয়া যায়, সাথী হয় কজন… বাসতে পারে ভালো সবাই, দিতে পারে না মন…
  • প্রেম নদিয়ায় কৃষ্ণ যেমন রাধার সাথে করতো লীলা। আমায় তুমি কৃষ্ণ ভেবে রাধা হয়ে পরাও মালা।
  • অনেক দিন হয়ে গেল, দেখি না তোমার মিষ্টি মুখ। একটু তোমায় দেখলে আমার, মনে আসে স্বর্গ সুখ।
  • কতক্ষন এমনভাবে, খেলবে তুমি লুকোচুরি। এসো না পাশে আমার, সয়না যে আর দেরি।
  • ফুলেতে যদি না থাকে গন্ধ আর মধু, কিবা তবে লাভ বলো রূপের পাপড়ি নিয়ে শুধু।

নতুন ভালোবাসার স্ট্যাটাস

এবার চলুন নতুন নতুন কিছু ভালোবাসার স্ট্যাটাস দেখে নেওয়া যাক। এখান থেকে সে স্ট্যাটাসটি আপনি ভালো লাগবে সেটি সিলেক্ট করে কপি করে নিবেন।

  • তোমার কাছে গিয়েছিলাম, নিয়ে বড়ো আশা। যদি পাই তোমার, একটু হৃদয়ের ভালোবাসা।
  • অনেক বন্ধু পাওয়া যায়, সাথী আর কজন হয় ??? বসতে পারে ভালো সবাই, কজন আর মন দেয়…
  • তুমি আমার দিনের আলো, আমি তোমার প্রাণ। তাই তো আমি করি মিনতি, তুমি রাখবে আমার মন।
  • তোমার আশায় পথ চেয়ে থাকবো আমি বসে। আমার জীবন করবে আলো শুভক্ষণে এসে।
  • কি ধরণের মানুষ তুমি, কেমন তোমার হিয়া। প্রেম করে আমার সাথে, অন্যকে করলে বিয়া…!!!
  • হাত ছেড়ে তুমি আমার কার হাত ধরবে ? আমার প্রেম ভুলে তুমি, কার সাথে প্রেম করবে ???
  • সিনেমাতে যেতে চাও, চলো সেথা যাবো। দুজনাতে হলে বসেই, প্রেমের কথা কবো।
  • রাগ হয়েছে বয়েই গেছে, আছে আরো ছেলে। বুঝবে তখন হাতটি ধরে, যখন যাবো চলে…
  • মনে করছো বুঝি ভুলে গেছি তোমায়, তাই এ অধম তোরে দেখিতে না পায়। নানা ধনী হেন কথা ভেব না কখনো, তুমি ছাড়া দেহে প্রাণ রবে কতক্ষন।
  • প্রিয়ে আমি ভালো আছি, তুমি চিন্তা কোরো না। আমার জন্য ভেবে ভেবে, অসুস্থ হয়ো না। তোমার চিঠি নিয়মিত যেন আমি পাই, রাত অনেক হয়ে গেল, শেষ করলাম তাই।
  • ওগো আমার সোনার বরণ মেয়ে, একবার মোর পানে দেখো শুধু চেয়ে। মোর দুটি চোখে তোমার ছায়া, বেঁধেছে আমারে প্রেমের মায়া।
  • প্রেমের সাথী চির সাথী, থাকে চিরকাল। সাদা নয় প্রেমের রং, রং যে তার লাল…
  • প্রেমের ভাষা যায় না বোঝা, যদি না প্রেমে পরো। জানতে যদি চাও ওগো, প্রেম সাগরে ডুবে মরো…
  • প্রেমের জ্বালা বোরো জ্বালা, জ্বলে হৃদয়ে আগুন। মেটে না তো সে জ্বালা, আসুক যত ফাগুন…
  • তোমার চুরির রিনিঝিনি, পায়েল বাজে পায়। তোমার রূপের ছটায় আমার নয়ন পুড়ে যায়।
  • মাঠে ঘাটে চুপিচুপি আর ভালো লাগে না। ফুলশয্যা কবে হবে, সেটা বলো না…
  • ফুল ফুটেছে কত জানি, তোমার ওই হাসিতে। কত প্রেমিকই না মরেছে, ওই পাগল করা রূপেতে…
  • চিরটা কাল থেকো আমার, এমন করে কাছে। ডাকলে যেন কাছে এসো, আমায় ভালোবেসে।
  • রাগলে তোমার মুখখানা, হয়ে যায় সিঁদুর রাঙা। কিসে তোমার রাগ কমে, নেই গো আমার জানা।
  • কথা দিয়ে কথা রাখো না, এটাই তোমার স্বভাব। আসলে তোমার মধ্যে সত্যি প্রেমের অভাব।
  • রাগ করোনা রাধিকা, তোমায় বড়ো ভালোবাসি। তাইতো কত দূরে থেকে তোমার কাছে আসি।
  • তোমার মতো আমি যদি পেতাম জীবন সাথী, আমার চেয়ে কে-আর বলো হতো বেশি সুখী।
  • আজ এই সময় আমার থাকবে মনে, তোমার আমার মিলন হলো এই শুভ দিনে।
  • কত রাত জেগেছি তোমার কথা ভেবে, কবে বলো আমায় তুমি আপন করে নেবে।
  • মনের কথা বলি কারে, মনের মানুষ পাই না। যাকেই বলবো ভাবি, বলা তো আর হয় না..
  • কত তোমায় চিঠি দিলাম, দিলে না কেন জবাব। এমন করে ছলনা করা মেয়েদের কি স্বভাব…!!!
  • চাইলেই কি মনের মতো মনকে সবাই পায়… জীবনেতে অনেক কিছুই শূন্য রয়ে যায়….
  • ডুবে গেছে চাঁদ মেঘের আড়ালে, ডুবে গেছে যত তারা। উদাসী এ মন তোমার খোঁজে নিশীথে তন্দ্রা হারা।
  • চাইলেই কি আর পাওয়া যায় ফুলের মতন মনটা… তোমরা যদি ভ্রমর হয়ে পান করে যাও মধুটা…! কোনো দিন কি জেনেছ তুমি আমার মনের কথা, ভালোবাসা যত না দিলে, বেশি দিলে ব্যাথা….
  • অনেক কথা বলার ছিল আজকের এ রাতে। এমনি করে চিরটা কাল থাকবে আমার সাথে।
  • ভালোবাসা নিয়ে তুমি করলে কেন খেলা… এ ভাবেই ভুলবে যদি, পরালে কেন মালা…
  • জীবনটা তার সাথে কাটানো উচিৎ! যার চেহারার চেয়ে মনটা অনেক সুন্দর!
  • দয়া করে কেউ শাড়ি পরে প্রোফাইল দিবেন না আমার হার্ট এ সমস্যা আছে।
  • জীবনে ভালো থাকার জন্য প্রেম নয় কয়েকটা মনের মতো বন্ধুই যথেষ্ঠ।
  • Arts স্টুডেন্টদের মনে কোনো ছলনা থাকে না তাদের মনে থাকে অফুরন্ত ভালোবাসা।
  • জীবনে অনেক স্বপ্ন আছে সেগুলা জামাইয়ের টাকা দিয়া পূরণ করতে চাই।
  • যতবার নিজেকে নিয়ে ভাবি! ঠিক ততোবারই তোমাকে মনে পড়ে।
  • অল্প অল্প করে তুমি এ হৃদয়ে এ প্রেম জাগালে, তাইত আমি পাগলের মত ভালবাসি তোমারে, সারা জীবন তোমার সাথে করথে চাই বসবাস।
  • রাগী মানুষদের মন ভালো হয় তাই তো নিজেকে দেখি আর ভাবি পৃথিবীতে আজও ভালো মানুষ আছে!
  • যেখানে যতন করে রেকেছ এই মন, সেখানে রেখগ আমায় সারাটি জীবন, তোমাকে ছাড়া যেখানে তাকি সারাক্কন মনে থাকে ভয় তোমারি বুকের মাঝে যেন আমার নিরাপধ আশ্রয়।
  • যদি তুমি ভালবাসা চোখে তাকাও দেখবে কতটা মায়া আর ঘৃণার চোখে তাকিয়ে দেখো খুঁজেও পাবে না আমার ছায়া।
  • ভালবাসি বাগানের ঝরে যাব ফুল, ভালবাসি মেঘলা নদীর কুল, ভালবাসি উড়ন্ত ১ ঝাক পাখি। ভালবাসি তোমার ওই দুই নয়নের আখি।
  • যদি বিশ্বাস রাখো তবে সবই সম্ভব।
  • যেই মেয়ে গুলোর মুখে তিল থাকে তারা অনেক লক্ষী আর সংসারী হয়ে থাকে।
  • ঠিক আছে এইভাবেই নিউজফিড ঘুরতে থাকেন এমনিতেও আপনাকে দিয়ে প্রেম-ট্রেম হবে না।
  • দুজন রাগী মানুষের ভালবাসা অনেকটা বিরোধী দলের মতো দুদিন পর পরই শুধু হরতাল।
  • বিয়ের পর প্রচুর ঘুরতে নিয়ে যাবে! এমন জামাই কই পাওয়া যাবে?
  • প্রিয় মানুষের সাথে জগড়া করে এস এম এস না দিয়ে তার আইডিতে বার বার ঘুরে আসার নামই হলো ভালবাসা।
  • I wish বিয়েটা যেনো! ভালোবাসার মানুষের সাথেই হয়।
  • মেয়েদের মন খুব নরম হয় সামান্য নখ ভাঙলে ওরা কেঁদে দেয়।

ভালোবাসার স্ট্যাটাস ২০২৪

আপনার জন্য ২০২৪ সালের সেরা কিছু ভালোবাসার স্ট্যাটাস নিম্নের তালিকায় দিয়ে দিলাম। স্ট্যাটাসগুলো দেখতে পারেন আশা করছি আপনার ভালো লাগবে।

  • খুঁজিনি কারো মন তোমার মন পাবো বলে!! ধরিনি কারো হাত তোমার হাত ধরবো বলে!! হাঁটিনি কারো সাথে তোমার সাথে হাঁটবো বলে!! বাসিনি কাউকে ভালো তোমাকে বাসবো বলে!!
  • তোমায় আমি বলতে চাই, তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই। ভালবাসি শুধু তোমায় আমি, জনম জনম ভালবাসতে চাই।
  • জীবনে হয়তো তুমি অনেক কিছু পাবে, আবার অনেক কিছু হারাবে, কিন্তু কিছু পাওয়ার জন্য তোমার জীবনের এমন কাউকে হারিওনা যে তোমাকে অনেক বেশী ভালোবাসে…….!!
  • মনের আকাশ দিবো লিখে.. আমি তোমার নামে.. সে আকাশটা বিক্রি হবে.. ভালবাসার দামে.. পারলে তুমি ভালবেসে নিও তোমার করে… আমি কিন্তু তোমায় ভালবাসবো সারা জীবন ধরে……….
  • ভালোবাসার শুরু হয়, শেষ হয় না। হয়তো এক সময় ভালোবাসার মানুষটা হারিয়ে যায়, তবে ভালোবাসা হারায় না। বরং মনের গভীরেই থেকে যায়।
  • জীবনে সুখী হওয়ার জন্য পুরো পৃথিবীর দরকার হয়না। শুধু একজন মনের মতো মানুষ হলেও হয়। যেমনঃ তুমি আমার সেই মানুষটি। আই লাভ ইউ।
  • হয়তো ভালবাসতে জানি না, আমি তোমার মতো করে। কিন্তু তোমার মনটা রেখেছি, আমার হৃদয়ে খুব যতন করে। হয়তো তুমি এখনো পুরোপুরি, বুঝতে পারনি আমাকে। কিন্তু হাজার কষ্টের মাঝেও, শুধু ভালবাসি তোমাকে…….
  • তুমি এলে চাঁদ আধারে লুকায় তুমি এলে ফুল কলি থেকে যায় তুমি এলে রংধনু হয়ে যায় স্লান তুমি এলে এ দেহে ফিরে আসে প্রাণ।
  • পারবনা কোনদিন তোমায় কষ্ট দিতে। কখনও পারবনা তোমায় ভুলে যেতে। এমনকি পারবনা তোমায় বিদায় দিতে। শুধু পারব তোমাকে সারাজীবন ভালবাসতে।
  • আমার জীবন এ আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু বুঝেছি, অনেক কিছু শুনেছি। আবার ভুলেও গেছি। কিন্তু তোমাকে যতই দেখি, যতই বুঝি, যতই শুনি তুমি কি আমাকে বলতে পার যে কেন আরও বেশি দেখতে, বুঝতে, শুনতে ইচ্ছা করে।
  • হৃদয়ের সীমানায় রেখেছি যারে, হয়নি বলা আজো ভালবাসি তারে। ভালবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আসি। কি করে বুঝাবো তারে আমি কতটা ভালোবাসি?
  • যদি জোনাকি হতাম তোমার কাছে উড়ে যেতাম মিটি মিটি করে জ্বলতাম তোমার চারপাশে নীরবে বসতাম তোমার কাছে আলতো করে তোমায় ছুয়ে দিতাম রাঙ্গিয়ে দিতাম মন আর কানে কানে বলতাম তোমায় ভালবাসি ভীষন।
  • ৭ ফেব্রুয়ারি = রোজ ডে। ৮ ফেব্রুয়ারি = প্রপোস ডে। ৯ ফেব্রুয়ারি = চকলেট ডে। ১০ ফেব্রুয়ারি = টেডি ডে। ১১ ফেব্রুয়ারি = প্রমিস ডে। ১২ ফেব্রুয়ারি = hug Day। ১৩ ফেব্রুয়ারি = কিস ডে। ১৪ ফেব্রুয়ারি = হ্যাপি ভেলেন্টাইনস ডে।
  • আকাশের মতো বিশাল সাগরের মতো উদার সূর্যের মতো আলোকিত রাতের আকাশের মিটি মিটি তারার ও জৎস্নার আলোয় পুলকিত হউক তোমার মন। শিশির ভেজা ফুলের সৌরভে সুভাশিত হউক তোমার জীবন।
  • প্রেমে বিরহ আসবে। এটা চিরন্তর সত্য। আর যদি এর অন্যথা ঘটে তবে তা প্রেম নয় অন্য কিছু।
  • নিঃসঙ্গ এই জীবনে…আলোর প্রদীপ জ্বেলে!! আমায় ভাসালে সুখের সাগরে। দুটি চোখে স্বপ্ন দিলে, আর দিলে আশা!! কোন দিন যেন শেষ হয় না… তোমার-আমার ভালোবাসা।।
  • দিব তোমায় লাল গোলাপ। স্বপ্নে গিয়ে করবো আলাপ। বলবো খুলে আমার কথা।। আছে যত মনের কথা।। বলবো তোমায় ভালোবাসি।। থাকবো দুজন পাশাপাশি।।
  • জীবন এক বিরক্তিকর অধ্যায়। তবুও পরবর্তী পরিচ্ছেদে তুমি আছ ভেবে পাতা উল্টাই।
  • ভালোবাসার অর্থ কি? বলতে পারিস?? ভালোবাসার অর্থ যদি হয় সারাদিন তোকে মিস করা তাহলে ভালোবাসি তোকে…!! ভালোবাসার অর্থ যদি হয় চোখ বুজলেই তোর মুখটি আকাশের মতো ভেসে উঠা তাহলে ভালোবাসি তোকে…!! ভালোবাসার অর্থ যদি হয় সারাক্ষণ তোর স্মৃতিতে ডুবে থাকা তাহলে ভালোবাসি তোকে……!!
  • ভুলতে পারি না তারে মনে পড়ে শুধু বারে বারে জানি। সে কতো দূরে তবুও আছে হ্নদয় জুড়ে, এখনো যে ভাবি তারে। সে কি আজ ও মনে করে আমারে।

না বলা ভালোবাসার স্ট্যাটাস

এবার চলুন কিছু না বলা ভালোবাসার স্ট্যাটাস দেখে নেওয়া যাক। নিচে এই ধরনের কিছু ভালোবাসার স্ট্যাটাস দিয়ে দিলাম।

  • নিল আকাশে তারার মেলা রাতে চাদের খেলা স্নিগ্ধ সকাল, শিশির ভেজা সুধু দেখো আমার প্রেমে কতো।
  • সারা রাত সপ্ন দেখে। কত ছবি মন আকেঁ। এমন সময় সপ্নের রাজা। আমার বলে দিল টাটা। মা এসে দিল ডাকি। খুলতে হল দুটি আখিঁ। জেগে দেখি নাই রাত। তাই বলি শুপ্রভাত।
  • তুই যদি আমার হইতি আমি হইতাম তোর উরাধুরা পিঠায় তোর‍ে আমি দিতাম দৌড়।
  • এতো সুন্দর প্রেম করার weather এ প্রেম করার মানুষ নাই।
  • ভালোই লাগতো তখনি গভীর রাতে কেউ মেসেজ দিয়ে রাগান্বিত ভাবে বলতো এখনো ঘুমাও নি তুমি?
  • আমার বাচ্চাকে আমার শাশুড়ি সামলাবে আর আমি শাশুড়ির বাচ্চাকে সামলাবো।
  • মন আছে বলে আজ ভালোবাসার খুব প্রয়োজন। স্বপ্ন আছে বলে আজ ভালোবাসার এত আয়োজন। একটা সুন্দর মনের দেখা পাবো বলে অপেক্ষাই আছি সারাক্ষণ।
  • অজস্র স্বপ্নের ভিড়ে তোমায় দেখি। সমস্ত কল্পনা জুড়ে তোমার বসবাস, অজস্র কাব্য শুধু তোমায় নিয়ে লেখা অফুরন্ত বন্ধুত্ব নিয়ে তোমার অপেক্ষা থাকা।
  • আমি আমার জিবন এর থেকেও তোমাকে বেশি ভালোবাসতে চাই, তুমি কি সেই অধিকার আমাকে দিবে??
  • ১ কোটি বছর আগে জন্মে ছিলো তোমার জন্য ভালোবাসা, এখনো অপেক্ষায় আছি তুমি ভালোবাসবে বলে। তোমাকে ধরতে আসিনি এসেছি ধরা দিতে!
  • শীতের চাদর জড়িযে কুয়াশার মাঝে দাড়িয়ে, হাত দুটো দাও বাড়িয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন। বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ।
  • হৃদযের সীমানায় রেখেছি যারে, হয়নি বলা আজো ভালবাসি তারে। ভালবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আসি। কি করে বুঝাবো তারে আমি কতটা ভালোবাসি?
  • ভালবাসা মানে আবেগের পাগলামি… ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি। ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা।
  • বিধি তুমি সবই জানো, জানো মনের কথা, আজো তো পেলাম না আমার বাম পাজরের দেখা, যে আমায় ভালোবেসে পাশে থাকবে সারাটি ক্ষন, যে আমায় ভালোবেসে রাংগীয়ে দিবে আমার ভূবন, বলো না বিধি তার দেখা পেতে আর কতক্ষন।
  • জীবনের স্বপ্ন নিয়ে বেধেছি একটি ঘর, তোমাকে পাবো বলে সাজিয়েছি প্রেমের বাসর, আবেগ ভরা মনে অফুরন্ত ভালোবাসা, সারা দেয় কোনে কোনে শিহরন জাগে মনে, তোমাকে পাওয়ার আশায়।
  • সব কিছুই কষ্ট প্রকাশ করার মাধ্যম আছে। শুধু মাত্র মন টার কষ্ট প্রকাশের কোনো মাধ্যম নেই। বুকের ভেতর ই চুপ করে বসে থাকে নীরব হয়ে। না পারে বেরিয়ে আসতে না পারে নিজেকে শেষ করতে।
  • এই যে মেয়ে তোমাকে বলছি, আমার কাছে ১৪ ফেব্রয়ারী কোনো ভালোবাসা দিবস না, কোনো বিশেষ দিন ও না। তোমার সাথে কাটানো প্রত্যেকটি দিনই আমার কাছে ভালোবাসা দিবস ও বিশেষ দিন।
  • তাকে দেখে ঘুচে যেত দুর্ভাবনা মোর, জীবন আমার মনে হতো সুখী দীপ্ত ভোর। তার মিলনে পেতাম প্রীতি তার কুটিরে আশা, তার জীবনে পেতাম জীবন মিটত প্রাণের তৃষা।
  • বাবু তোমাকে ভালোবাসি, যতদূর আমার পক্ষ থেকে যায়। তোমার বন্ধ চোখ গুলো খুলতে চাচ্ছে দেখতে কি আমায়?
  • তুমি আমাকে যতই কষ্ট দাও আমি তোমাকে আপন করে নেবো, তুমি আমাকে যতই দুঃখ দাও আমি সেই দুঃখকেই সুখ ভেবে নেবো, তুমি যদি আমাকে ভালোবাসা দাও তোমাকে এই বুকে জড়িয়ে নেবো, আর কখনও যদি তুমি আমাকে ভুলে যাও, আমি তোমাকে সারাটি জীবন নিরবে ভালোবেসে যাবো।

ভালোবাসার স্ট্যাটাস পিক

এবার চলুন কিছু ভালোবাসার স্ট্যাটাস পিক বা ছবি দেখে নেওয়া যাক। আপনি চাইলে ছবিগুলো ডাউনলোড করে নিতে পারেন। যে ছবিটি আপনি ডাউনলোড করতে চান সেই ছবি উপর চেপে ধরে থাকুন তাহলে ডাউনলোড করার অপশন পাবেন।

ভালোবাসার স্ট্যাটাস ১

ভালোবাসার স্ট্যাটাস ২

ভালোবাসার স্ট্যাটাস ৩

ভালোবাসার স্ট্যাটাস ৪

ভালোবাসার স্ট্যাটাস ৫

ভালোবাসার স্ট্যাটাস ফেসবুক

ফেসবুক কিংবা অন্য কোন সোশ্যাল মিডিয়ায় যদি আপনি ভালোবাসার স্ট্যাটাস পোস্ট করতে চান তাহলে আর্টিকেলে থাকা পছন্দ অনুযায়ী যেকোন একটি ভালোবাসার স্ট্যাটাস কপি করে পোস্ট করতে পারেন। তবে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য সেরা কিছু ভালোবাসার স্ট্যাটাস –

  • নরমাল হাতের সুইট লেখে | বন্ধু আমি ভেরী একা | চাঁদের গাঁয়ে জোসনা মাখা, মোনটা আমার ভিষণ ফাঁকা। ফাঁকা মোনটা পূরণ কর, একটু আমায় স্বরণ কর।
  • খুব নিশ্চিন্তে কষ্ট হলে, মাথা রেখ চাঁদের কোলে, তবুও যদি কষ্ট থাকে চোখ রেখ আমার চোখে। কষ্ট রেখোনা বুকের মাঝে পাঠিয়ে দিও আমার কাছে।
  • রেম হচ্ছে গাড়ির মতো। অভিমান হলো যানঝট, কয়েকদিন কথা না বলা সেটা হরতাল। ব্রেকআপ মানে চাক্কা পামচার/ একসিডেন্ট জীবনের কিছুটা পথ একা একা চলা তেমন কঠিন নয়। কিন্তু যদি এক জনের সাথে চলা যায়। বাকি পথ চলা খুব কঠিন।
  • একটা সুন্দর মানুষ তোমাকে সুখী করতে পারবেনা, কিন্তু একটা সুন্দর মন তোমাকে অনেক সুখী করতে পারবে। তাই সুন্দর মানুষ কে নয়, সুন্দর মন কে ভালোবাসতে শিখো।
  • একটা আকাশে অনেক তারা। একটা জীবনে দুঃখ ভরা। অনেক রকম প্রেমের ভুল। ভুলের জন্য জীবন দিবো। তবুও আমি তোমারই রবো তোমার জন্য আমার শেষ অনুরোধ, কখনো পারলে ভালবেসো….. আমাকে নয়, অন্য কাউকে….. তবে তোমার মতো করে নয়, আমার মতো করে…… যাতে কোন চাওয়া থাকবে না, থাকবে না কোন প্রাপ্তি। থাকবে শুধুই প্রতিক্ষা……
  • তোমার এক চোখেতে রোদেলা আকাশ অন্য চোখে ছায়া তোমার জন্য বুকের ভেতর বাড়ছে শুধু মায়া হৃদয় জুড়ে তোমার জন্য স্বপ্ন রাশি রাশি আমার চেয়ে তোমায় আমি অনেক বেশি ভালবাসি।
  • ভালোবাসা হল রংধনুর মত রংধনু যেমন সাত রং ছাড়া পরিপূর্ন হয়না তেমনি…… বিশ্বাস, অভিমান, স্বপ্ন, আশা, রাগ, দুঃখ, আবেগ ছাড়া ভালোবাসাও পরিপূর্ন হয়না।
  • মানুষ যখন প্রেমে পড়ে তখন হাজার বছর বাঁচতে চায়। আর যখন ব্যথ হয়, তখন প্রতি মুহুর্ত মৃত্যু কামনা করে।
  • ভালোবাসা হল প্রজাপতির মত। যদি শক্ত করে ধর মরে যাবে! যদি হালকা করে ধর উড়ে যাবে আর যদি যত্ন করে ধর কাছে রবে…
  • মন is not সরকারী, it is very দরকারী। যাকে তাকে do not দান, হারিওনা your মান সম্মান। মনটা দিবে just তাকে, loveকরবে যে only তোমাকে।
  • ভালোবাসা হচ্ছে একটি অজানা। অজান্তেই একটি মন একজন কে ভালোবেসে ফেলে। সে বুঝতেই পারেনা কখন সে যে তাকে ভালোবেস ফেলেছে!
  • ভালোবাসাকে যদি শস্যক্ষেত্র রুপে কল্পনা করা হয়, তবে বিশ্বাস তার বীজ। আর পরিচর্যা হলো আবেগ।
  • যাকে ভালবাসবে তাকে কখনো দূরে ঠেলে দিতে নেই। কারন তোমার দূরত্বের সুযোগ অন্য কেউ নিতে পারে। জানি তুমি ব্যস্ত কিন্তু শত ব্যস্ততার মাঝেও তোমার প্রিয় মানুষটির একটু খবর নাও। কারণ সবকিছু সহ্য করা গেলেও প্রিয়জনের দেওয়া অবহেলা সহ্য করা যায় না। তাই যাকে সত্যি ভালোবাস তাকে হারিয়ে যেতে দিও না।
  • রাত নয় চাঁদ আমি সেই চাদের আলো তুমি মাটি নয় ফুল আমি সেই ফুলের কলি তুমি আকাশ নয় মেঘ আমি সেই মেঘের বৃষ্টি তুমি এভাবেই মিশে থাকব তুমি আর আমি
  • এমন কাউকে জীবন সাথী হিসেবে বেছে নেও যে শুধু তোমাকে পেয়ে গর্ব করবে না। বরং শুধু তোমার সাথে থাকার জন্য সবরকম ঝুঁকি নিতে সবসময় প্রস্তুত থাকবে।
  • ভালোবাসা কি জানিনা… তাই কাউকে ভালবাসিনা। প্রপোজ করতে পারিনা তাই কাউকে করিনা। শুধু একটি অপেক্ষায় আছি, কখন কেউ বলবে এসে আমি তোমায় ভালবাসি…
  • পুরো পৃথিবীকে ব্রেকআপ দিবো। শুধু একবার বল,ভালোবাসিস আমায়? প্লীজ বল পেত্নি।
  • ভুল তোমার ছিলো তুমি বুঝতে পারোনি, রাগ আমারও ছিলো কিন্তু আমি দেখায় নি। ভুলে যেতে আমিও পারতাম, কিন্তু চেষ্টা করিনি, কারণ ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি।
  • পুরো পৃথিবীকে আলোকিত, করার জন্য যেমন, একটা সূর্য যথেষ্ট, ঠিক তেমনি পুরো জীবনকে সাজাতে মনের মত একজন মানুষই যথেষ্ট।
  • দুষ্টমি নয় Really ফাজলামি নয় Seriusly ধোকা নয় Sotti হিষ্টরি নয় Bastobota অন্য কাউকে নয় 2mak বলছি – I LOVE U
  • আমি চাই না, তুমি আমাকে বার বার বলো, আমি তোমাকে ভালবাসি। কিন্তু আমি চাই, তুমি আমার জন্য একটু অপেক্ষা করো.. আমি বলছি না, তুমি আমাকে অনেক ভালোবাসবে! কিন্তু আমি বলছি, তুমি আমাকে একটু সুযোগ দিও… তোমাকে মন উজার করে ভালোবাসতে…
  • জানো না তো হৃদয় জুরে তুমি শুধুআবার ও তুমি, একটাই রাস্তা শুধুশুনতে যদি তুমি, এ মনের যত কথাবাসতেই ভালো, মানতে না কোনো বাঁধা !!
  • প্রেম হলো সরল অংকের মত। সরল অংকে যেমন যোগ, বিয়োগ, গুন, ভাগ ও বন্দনী থাকে, তেমনি প্রেমেও থাকে হাসি-ট্টাটা, মান-অভিমান, বিরহ-বিচ্ছেদ, অনাবিল সুখ আর না পাওয়ার সিমাহীন বেদনা।
  • কিছু আশা তোমায় দিলাম, মুঠো করে রেখো, কিছু স্বপ্ন তোমায় দিলাম, বুকে বেঁধে নাও, কিছু ভালবাসা তোমায় দিলাম, যাতে তুমি,সারাজীবন আমায় হয়ে থেকো।
  • আমি ভালবেসেছি তোমাকে তোমার রূপকে নয়…… আমি ভালবেসেছি তোমার মনকে তোমার দেহকে নয়……. আমি ভালবাসি শুধু তোমাকে পাবার আশায়….. ভালবাসা কি জানো? আমি জানি, আমার কাছে ভালবাসা হচ্ছে তুমি…….

ভালোবাসা স্ট্যাটাস বাংলা

আপনার জন্য আরো কিছু ভালোবাসার স্ট্যাটাস নিম্নে দিয়ে দিলাম। বাংলায় এসকল স্ট্যাটাস আপনার কাছে পছন্দ হবে বলে আশা করছি।

  • আমি তোমাকে ভালবেসেছি… তোমার রূপকে নয়… আমি তোমার মনকে ভালবেসেছি… তোমার দেহকে নয়… আমি ভালবাসি শুধু তোমাকে পাবার আসায়… ভালবাসা কি জান?? আমি জানি… আমার কাছে ভালবাসা মানে তুমি শুধু তুমি।
  • পৃথিবীর সকল দূরত্বকে হার মানায়। যখন তুমি পাশে থাকো কিন্তু বলতে পারিনা আমি তোমায় ভালবাসি।
  • শ্রাবনে ওই বৃষ্টি ধারায়, আজ শুধুতোমাকে খুঁজে বেড়াই। যদিও তুমি অনেক দুরে,তবুও রেখেছি তোমায় মন পাঁজরে। নীরবে তোমায় মিস করি সারাক্ষণ, অথচ তা তোমারকাছে আজও গোপন..!!
  • আমি যদি রাবার হতাম তোমার জীবনের সব কষ্ট গুলো মুছে দিতাম………. . আর যদি পেন্সিল হতাম তোমার জীবনের সুখ গুলো সুন্দর ভাবে লিখে দিতাম……….
  • ভালোবাসা হল রংধনুর মত রংধনু যেমন সাত রং ছাড়া পরিপূর্ন হয়না তেমনি…… বিশ্বাস, অভিমান, স্বপ্ন, আশা, রাগ, দুঃখ, আবেগ ছাড়া ভালোবাসাও পরিপূর্ন হয়না।
  • মাঝে মাঝে মনে হয়সত্যি কেউ কারো নয়,,সময়ের প্রয়োজনে জীবনেকেউ আসে,,আবার সময়ের প্রয়োজনে জীবনথেকে হারিয়ে যায়,,বাস্তব আসলে অনেকবেশি ভয়ংকর,, আর আবেগ খুব খারাপ।
  • ভালোবাসতে কখনও রূপ খুঁজো না। খোঁজ একটা সুন্দর মন। দেহের ভালোবাসা একদিন শেষ হয়ে যাবে কিন্তু মনের ভালোবাসা কোনদিন শেষ হবে না।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

এবার চলুন ভালোবাসার স্ট্যাটাস নিয়ে লেখা এই আর্টিকেল নিয়ে কিছু কমন প্রশ্ন ও প্রশ্নগুলোর উত্তর জেনে নেওয়া যাক।

ভালোবাসার স্ট্যাটাসগুলো কি ফেসবুকে পোস্ট করা যাবে?

অবশ্যই। এই আর্টিকেলে থাকা যে কোন ভালোবাসার স্ট্যাটাস কপি করে আপনি ফেসবুকে পোস্ট করতে পারবেন। শুধু ফেসবুকে নয় ফেসবুক ছাড়াও অন্য যেকোন সোসাল মিডিয়া প্লাটফর্মে পোস্ট করতে পারবেন।

এই আর্টিকেলে নিজের একটি ভালোবাসার স্ট্যাটাস যুক্ত করতে পারব?

হ্যাঁ, আপনি চাইলে এই আর্টিকেলটিতে আপনার স্ট্যাটাস যুক্ত করতে পারবেন। এজন্য আপনাকে আপনার স্ট্যাটাসটি কমেন্ট করতে হবে। আপনার দেওয়া স্ট্যাটাস যদি ভালো মানের হয় তাহলেই স্ট্যাটাসটি আমরা আর্টিকেলে সংযুক্ত করব।

ভালোবাসার স্ট্যাটাসগুলো কপি করা যাবে?

অবশ্যই, আপনার যে ভালোবাসার স্ট্যাটাসটি ভালো লেগেছে সেটি কপি করে নিতে পারবেন। এছাড়াও আপনি তা যেকোন জায়গায় শেয়ার করতে পারবেন।

শেষ কথা

এই ছিল ভালোবাসার স্ট্যাটাস নিয়ে আমাদের আজকের এই আর্টিকেল। আশা করছি এই আর্টিকেলটি থেকে আপনি আপনার পছন্দমতো একটি ভালোবাসার স্ট্যাটাস খুঁজে পেয়েছেন। আর সেই স্ট্যাটাসটি কোনটি সেটি জানাতে কমেন্ট করুন।

সম্ভব হলে আর্টিকেলটি শেয়ার করুন আপনার বন্ধু-বান্ধব্দের সাথে। যাতে করে তারাও এখান থেকে সহজে তাদের পছন্দ অনুযায়ী একটি ভালোবাসার স্ট্যাটাস পেতে পারে। এই ধরনের আরো অনেক স্ট্যাটাস নিয়ে আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন টিউবিএনে। ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.