Status

২৬ শে মার্চ এর স্ট্যাটাস, ক্যাপশন, ছবি

২৬ শে মার্চ এর স্ট্যাটাস নিয়ে লেখা আমাদের এই আর্টিকেলে আপনাকে স্বাগতম। ২৬ মার্চ উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় দেওয়ার মতোন স্ট্যাটাস, ক্যাপশন, ছবি আর্টিকেলটিতে পেয়ে যাবেন।

২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। এ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ডাক দেন। এই দিনটিকে পুরো বাংলাদেশে আনুষ্ঠানিকতার সাথে পালন করে থাকে। এ দিনটিকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি হয়ে থাকে।

সোশ্যাল মিডিয়ায়ও নেটিজনেরা এ সম্পর্কিত বিভিন্ন স্ট্যাটাস দিয়ে দিনটিকে স্বাগতম জানায় এবং আরো একবার মনে করে বাংলাদেশের স্বাধীনতার কথা। আপনি যদি এমনি কিছু স্ট্যাটাস, ক্যাপশন পেতে চান তবে আর্টিকেলটি আপনার অনেকখানি সহায়তা করবে। তবে চলুন আর দেরী না করে ২৬ শে মার্চ এর স্ট্যাটাস, ২৬ শে মার্চ এর ক্যাপশনগুলো দেখে নেয়া যাক।

আরো পড়ুনঃ

২৬ শে মার্চ এর স্ট্যাটাস

নিম্নের তালিকায় ২৬ শে মার্চ এর স্ট্যাটাসগুলো একে একে দেওয়া হলো। আশা করছি স্ট্যাটাসগুলো আপনার ভালো লাগবে। এখানে থাকা ২৬ শে মার্চ এর স্ট্যাটাসগুলোর মধ্য থেকে যে স্ট্যাটাসটি ভালো লাগে সেটিকে কপি করে নিবেন।

সব কটা জানালা খুলে দাও না আমি গাইবো, গাইবো বিজয়েরই গান। ওরা আসবে চুপি চুপি। যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ…

কিনেছি অনেক দামী উপহার বহু মনোহর কাগজের ফুল;
ভালোবাসা দিয়ে হয় নাই কেনা একখানি মেঘ একটি বকুল!
জমি-জমা আর গৃহ আসবাব অধিক মূল্যে করে রাখি ক্রয়,
শুধু কিনি নাই কানা কড়ি দিয়ে একজোড়া চোখ একটি হৃদয়!
– মহাদেব সাহা

একটি বাংলাদেশ তুমি… জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।
সারা বিশ্বের বিস্ময় এই বাংলাদেশের জন্য আসুন আমরা সবাই মিলে কাজ করি।
মহান স্বাধীনতা দিবসের এটাই হোক আমাদের শপথ।

মুক্তির লাল সবুজ উল্লাসে পাজরের বন্ধনগুলো অন্য আলোয় উদ্ভাসিতন মাসের লালিত ক্ষোভের দাবানলে ক্ষয় হয়ে যাক মনের সব নীচতা, মৌনতা, হীনতা সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

তোমার মাঝেই স্বপ্নের শুরু, তোমার মাঝেই শেষ।
তবু ভালো লাগা ভালোবাসাময় তুমি, আমার বাংলাদেশ।

২৬ এ মার্চ তুমি একটি উজ্জ্বল নক্ষএ বাংলা মায়ের আকাশ পাড়ে,
তোমার জন্যই আজি বইছে আনন্দ, উল্লাস স্নেহ-মাখা বাংলার হৃদয় জুড়ে।

এক নদী রক্ত পেরিয়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবনা,
বাংলার স্বাধীনতার জন্য যাদের রক্তের নদী বয়ে গিয়েছিল বাংলার বুকে…
সেই সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায়।
স্বাধীনতা দিবস সফল হোক।

প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ,
আমাদের জীবন-মরণ এই বাংলাদেশের স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা।

স্বাধীনতা তুমি, মহান স্বাধীনতার জন্য যে সকল অকুতোভয় বীর সন্তানরা বিলিয়ে দিয়েছিলেন তাদের তাজা প্রাণ সে সকল শহীদদের স্মরণে, সকলকে মহাণ স্বাধীনতা দিবসের অভিনন্দন।

তোমার মাঝেই স্বপ্নের শুরু, তোমার মাঝেই শেষ৷ তবু ভালো লাগা ভালোবাসাময় তুমি, আমার বাংলাদেশ ৷

২৬শে মার্চ তুমি নও শুধু একটি তারিখ। নও একটি স্মৃতি চিহ্ন, তুমি লাখো শহীদের রক্তের প্রতীক। তুমি চির বঞ্চিতের হুংকার, আবার তুমিই দিয়েছো চির শান্তি, ৩০ লক্ষ শহীদ আত্মার।

২৬ মার্চ তুমি একটি উজ্জ্বল নক্ষত্র। বাংলা মায়ের আকাশ পাড়ে, তোমার জন্যই আজি বইছে আনন্দ, উল্লাস স্নেহ মাখা বাংলার হৃদয় জুড়ে। সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

স্বাধীনতা দিবসে মন…
খুশিতে উচ্ছ্বসিত!
স্বাধীন দেশের জন্মলগ্নে
চঞ্চল হয় চিত্ত!
সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

কত শত লোক খুশিতে পাগল!
ওড়ায় জাতীয় পতাকা…
স্বাধীন দেশের নাগরিকবোধে
মনেতে খুশির রেখা…

আজ আমি স্বাধীন;
স্বাধীন চিন্তা, স্বাধীন মূল্যবোধ…
আমাকেই আজ করে যেতে হবে,
মায়ের ঋণের শোধ…

স্বাধীনতা মানে
লিখতে পারি, বলতে পারি কথা
স্বাধীনতা মানে
লাল সবুজের একখানি পতাকা

এই সেই রাত
বাঙ্গালি জাতির স্বাধীনতার,
এই সেই রাত
বাঙ্গালি জাতির স্বপ্ন বাস্তবতার।

  • আমরা কি করলাম? আমাদের দেশের নেতারা কি করল? এই বিতর্ক দুরে রেখে বরং আমি দেশের জন্য কি করলাম? আজ কি করলাম? এবং আগামী কাল কি করব? সেটাই ভাবি এবং আমার পাশের ভাইকেও এ ব্যাপারে সহযোগীতা এবং উদ্বুদ্ধ করি।
  • স্বাধীনতা আমার ভোরের পাখি চিরকালের সুখ। সোহাগ করা মায়ের আদর ভালবাসার মুখ। স্বাধীনতা আমার মোহন বাঁশি। স্বাধীনতা খুকুর চপল হাসি। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ।
  • বিজয় মানেই স্বাধীনতা মুক্ত পাখির ডানা নীল আকাশে উড়তে কভু থাকবে নাকো মানা
  • অসংখ্য মানুষের জীবনের বলিদানের জন্যে আমাদের দেশ এই দিনটা আজ দেখতে পায় …স্বাধীনতা দিবসে জানাই গর্বিত অভিনন্দন !
  • এসো আজ আমরা সবাই প্রতিজ্ঞা করি যে আমরা সব অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ করব, সবাইকে আমাদের দেশের মহত্ব বোঝাব, সঠিক অর্থে আমরা একজন হয়ে উঠব। শুভ স্বাধীনতা দিবস
  • শত আঘাত শত কষ্ঠে যারা দিয়েছিল প্রাণ, বিনম্র শ্রদ্ধাভারে তাদের জানাই সালাম।
  • স্বাধীনতা তুমি দিয়েছ মোদের বাক স্বাধীনতার আদেশ। তুমি দিয়েছ মোদের এক শান্তির প্রদেশ।
  • স্বাধীনতা দিবস হলো এটা জানার সবচেয়ে ভালো সময় যে আমরা কে এবং আমাদের অস্তিত্ব কতটা মূল্যবান। শুভ স্বাধীনতা দিবস
  • সকল গর্বিত বাঙালীকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। শুভ স্বাধীনতা দিবস
  • মুক্তির লাল সবুজ উল্লাসে পাজরের বন্ধন গুলো। অন্য আলোয় উদ্ভাসিত মাসের লালিত ক্ষোভের দাবানলে ক্ষয় হয়ে যাক মনের সব নীচতা, মৌনতা, হীনতা সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা…
  • ২৬ এ মার্চ তুমি একটি উজ্জ্বল নক্ষত্র বাংলা মায়ের আকাশ পাড়ে, তোমার জন্যই আজি বইছে আনন্দ, উল্লাস স্নেহমাখা বাংলার হৃদয় জুড়ে।
  • এসো আমরা আজকের এই দিনটাকে উপভোগ করি এবং পালন করি যে দিনটা আমাদের মানে বুঝিয়েছে স্বাধীনতার, আমাদের কে অধিকার দিয়েছে স্বাধীন ভাবে কথা বলার, স্বাধীন মত পোষণ করার এবং স্বাধীন ভাবে কাজ করার। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
  • প্রশ্নবিদ্ধ স্বাধীনতাকে উত্তরে মেলাবার আজ ই তো সময়, লক্ষ কন্ঠে সোনার বাংলায় খুঁজে পাই প্রাণের আস্বাদ। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
  • স্বাধীনাতা তুমি …… মহান স্বাধীনতার জন্য যে সকল অকুতোভয় বীর সন্তানরা বিলিয়ে দিয়েছিলেন তাদের তাজা প্রাণ সে সকল শহীদদের স্মরণে….. সকলকে মহাণ স্বাধীনতা দিবসের অভিনন্দন।
  • মুক্তির মন্দির সোপান তলেকত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে… কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দীশালার ওই শিকল ভাঙা, তাঁরা কী ফিরিবে এই সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে অস্তা চলে! মহান বিজয় দিবস অমর হোক। জয় বাংলা।
  • অনেক শহীদের রক্ত রাঙ্গা আমাদের এই স্বাধীনতা। তাই এই স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের। আমরা নিজেরাই আমাদের দেশকে সর্ব সমকাক্ষে প্রথম স্থানে নিয়ে যেতে পারি। আজ থেকেই হোক তার শুরু। শুভ স্বাধীনতা দিবস
  • একজন গুজরাটির মতন করে কাজ কর একজন রাজস্থানির মতন করে খাও একজন বাঙালির মতন করে গাও একজন পাঞ্জাবির মতন করে নাচো একজন বাংলাদেশি মতন করে হাসো এবং সবসময় বাংলাদেশি হওয়ার জন্যে গর্ব বোধ কর শুভ স্বাধীনতা দিবস
  • নেক শহীদের রক্ত রাঙ্গা আমাদের এই স্বাধীনতা। তাই এই স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের… আমরা নিজেরাই আমাদের দেশকে সর্বসমকাক্ষে প্রথম স্থানে নিয়ে যেতে পারি। আজ থেকেই হোক তার শুরু। শুভ স্বাধীনতা দিবস…
  • এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি… আমরা গর্বিত বাঙ্গালী। শুভ স্বাধীনতা দিবস
  • অনেক শহীদের রক্তক্ষরণে পেয়েছি আমরা আমাদের স্বাধীনতা… ওদের কাছে গোলাগুলি-বন্দুক সব ছিল, তবু আমরা আমাদের “লিমিটেড স্টক” নিয়ে ওদেরকে তাড়িয়ে দিয়েছি… শুভ স্বাধীনতা দিবস..
  • আমাদের মা বাবার প্রতি আমাদের যেমন কর্তব্য আছে, তেমনি আমাদের দেশের প্রতিও আমাদের কিছু কর্তব্য আছে। সেগুলো সবসময় পূরণ করাটা আমাদের প্রাথমিক দায়িত্ব। শুভ স্বাধীনতা
  • আমাদের মা বাবার প্রতি আমাদের যেমন কর্তব্য আছে, তেমনি আমাদের দেশের প্রতিও আমাদের কিছু কর্তব্য আছে. সেগুলো সবসময় পূরণ করাটা আমাদের প্রাথমিক দায়িত্ব। শুভ স্বাধীনতা দিবস
  • স্বাধীনতা মানে লিখতে পারি, বলতে পারি কথা স্বাধীনতা মানে গেরুয়া, সাদা ও সবুজের একখানি পতাকা। শুভ স্বাধীনতা দিবস
  • আমি যতই দূরে থাকি দূরের কোন ভিন দেশ। আমার ভিতরে আমার দেশ আমার বাংলাদেশ। লাল সবুজের পতাকায় ঘেরা ৫৬ হাজার বর্গ মাইলের দেশ প্রিয় মহান নেতাদের আত্মত্যাগে গড়া
  • স্বাধীনতা তুমি, সেই ১৯৭১ সালের ২৬শে মার্চ। স্বাধীনতা তুমি, সেই অগ্নি ঝড়া রক্তমাখা দিন গুলোর শক্তির প্রভাত। শুভ স্বাধীনতা দিবস
  • স্বাধীন দেশে স্বাধীন ভাবে আমি গর্ব করি। সোনার মতো নামী দামী এসো দেশটা গড়ি।
  • আর একটি দিনও নয়। এখনই এই মুহুর্ত থেকে আসুন সবাই দেশের জন্য কাজ করি। নেতাদের জন্য অপেক্ষা না করে আমরা যে যেখানে আছি সেখান থেকে যে ভাবে যতটুকু সম্ভব দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করি। আর কত এভাবে পিছিয়ে থাকব? আমরা সবাই মিলেই পারি আমাদের সেই সব শহীদ ভাইদের রক্তের মুল্যায়ন করতে।
  • তোমার সম্মান তখন বাড়বে যখন বিদেশে গিয়ে। তুমি নিজের দেশের সম্মান বাড়াতে পারবে আর গর্বিতভাবে বলতে পারবে “আমি বাংলাদেশি”। শুভ স্বাধীনতা দিবস…
  • তোমার বা তোমার পরিবারের অসম্মানে তোমার যতটা কষ্ট হবে তার চেয়ে অনেক বেশি কষ্ট এবং রাগ হবে তোমার দেশের অসম্মান হলে. তাই সর্বদা দেশকে সম্মান কর এবং দেশের সম্মান রক্ষায় ব্রতী থাক। শুভ স্বাধীনতা দিবস
  • কি বলার কথা, কি বলছি। কি শোনার কথা কি শুনছি। কি দেখার কথা কথা কি দেখছি। ত্রিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। ভাই অনেক বড় বড় কথা না বলে বরং দেশের জন্য আমরা কি করেছি এবং কি করতে পারি সেটাই ভাবি এবং আমাদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করি।

২৬ শে মার্চ এর ক্যাপশন

২৬ শে মার্চ এর স্ট্যাটাসের পাশাপাশি আপনি যদি ২৬ শে মার্চ এর ক্যাপশন খুঁজে থাকেন তাহলে এই ক্যাপশনগুলো দেখতে পারেন। যদি আর্টিকেলে শেয়ার করা স্ট্যাটাসগুলো আপনি ক্যাপশন হিসাবে ব্যবহার করতে পারবেন। আবার এসকল ক্যাপশনও স্ট্যাটাস হিসাবে ব্যবহার করতে পারবেন।

  • তুমি আমার দেশ তুমি আমার অহংকার তোমায় কি ভুলিতে পারি প্রিয় জন্মভূমি আমার? ও আমার দেশ আমি যতই দূরে থাকি, আমি আমার দেশ আমিই বাংলাদেশ। স্বাধীনতা দিবসে মম… খুশিতে উচ্ছ্বসিত! স্বাধীন দেশের জন্মলগ্নে চঞ্চল হয় চিত্ত! সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
  • স্বাধীনতা তুমি, সেই ১৯৭১ সালের ২৬শে মার্চ। স্বাধীনতা তুমি, সেই আগ্নি ঝড়া রক্তমাখা দিন গুলোর শক্তির প্রভাত।
  • একটি বাংলাদেশ তুমি… জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।’ সারা বিশ্বের বিস্ময় এই বাংলাদেশের জন্য আসুন আমরা সবাই মিলে কাজ করি। মহান স্বাধীনতা দিবসের এটাই হোক আমাদের শপথ।
  • রক্ত ঝরা মার্চ এসেছে স্মরণ করে দিতে একাত্তরের দিনগুলোকে বরণ করে নিতে চির-সবুজ এই বাংলায় চোখেরই জল ফেলে, শহীদ সেনার চেতনাতে বাঙালি মন ঢেলে।
  • এক নদী রক্ত পেরিয়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবনা… বাংলার স্বাধীনতার জন্য যাদের রক্তের নদী বয়ে গিয়েছিল বাংলার বুকে সেই সকল শহীদদের আত্মারত মাগফেরাত কামনায়।
  • আজ আমি স্বাধীন; স্বাধীন চিন্তা, স্বাধীন মূল্যবোধ… আমাকেই আজ করে যেতে হবে, মায়ের ঋণের শোধ… শুভ স্বাধীনতা দিবস
  • স্বাধীন বাংলাদেশি নাগরিক হিসেবে আমি আজ প্রতিজ্ঞা করছি। যে আমি আজীবন চেষ্টা করব আমার দেশের সম্মান যেন সবসময় রক্ষা করতে পারি সবার কাছে অনুরোধ তারাও যেন আজ থেকে এই কাজে নেমে পড়ে… স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
  • আমার বাংলাদেশ।
  • ২৬ এ মার্চ তুমি নও শুধু একটি তারিখ নও একটি স্মৃতি চিহ্ন, তুমি লাখো শহীদের রক্তের প্রতিক তুমি চির বঞ্চিতের রন হুংকার, আবার তুমিই দিয়েছ চির শান্তি ৩০ লক্ষ শহীদ আত্মার।
  • কিনেছি অনেক দামী উপহার বহু মনোহর কাগজের ফুল; ভালোবাসা দিয়ে হয়নাই কেনা একখানি মেঘ একটি বকুল! জমিজমা আর গৃহ আসবাব অধিক মূল্যে করে রাখি ক্রয়, শুধু কিনি নাই কানা কড়ি দিয়ে একজোড়া চোখ একটি হৃদয়!
  • যে শহীদেরা প্রাণপাত করে আমাদের দেশ স্বাধীন করেছে তারা আমাদের জন্য রেখে গেছে এই সোনার বাংলাদেশ। এখন আমাদের কর্তব্য এই দেশের যত্ন নেওয়া যাতে আমাদের ভবিষ্যত প্রজন্মও ভারতীয় হয়ে গর্ববোধ করতে পারে। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
  • মুক্ত পাখি মুক্ত আকাশমুক্ত আমি তুমি রক্ত দিয়ে কিনে নিলাম প্রিয় জন্মভূমি। মুক্ত মাটি মুক্ত পানি মুক্ত সোনার দেশ মুক্তি সেনার রক্ত তো হবে না যে শেষ। যাদের রক্তে মুক্ত স্বদেশ বিজয় এলো ঘরে বিজয় দিনে আমরা তাদের ভুলব কেমন করে।
  • কত শত লোক খুশিতে পাগল!! ওড়ায় জাতীয় পতাকা… স্বাধীন দেশের নাগরিকবোধে মনেতে খুশির রেখা… শুভ স্বাধীনতা দিবস
  • কি বলার কথা, কি বলছি। কি শোনার কথা কি শুনছি। কি দেখার কথা কথা কি দেখছি। ত্রিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। ভাই অনেক বড় বড় কথা না বলে বরং দেশের জন্য আমরা কি করেছি এবং কি করতে পারি সেটাই ভাবি এবং আমাদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করি।
  • হাজার বিপ্লবীর রক্তে রাঙ্গা আমাদের এই স্বাধীনতা দিবসের বাংলাদেশি যা আজ প্রতি মূহুর্তে আরো উন্নতি করে চলেছে… তাদের কথা আমাদের কখনই ভোলা উচিত নয়… স্বাধীনতা দিবসের শুভেচ্ছা…
  • স্বাধীনতা ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ… প্রার্থনা করি আমাদের এই অসাধারণ দেশটি যেন চিরকাল এমন স্বাধীনই থাকে… শুভ স্বাধীনতা দিবস
  • এই সেই রাত বাঙ্গালি জাতির স্বাধীনতার, এই সেই রাত বাঙ্গালি জাতির স্বপ্ন বাস্তবতার। শুভ স্বাধীনতা দিবস।
  • মৃত্যু থেকে জন্ম নেওয়া একটি দিন। আমার ভাইয়ের বোনের রক্তে লাল রঙিন। আমার মায়ের অশ্রু ভেজা বিষাদময়। এমন একটি দিন কখনো মলিন হয়? স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
  • স্বাধীনতা তুমি ৭১ এর লাখো শহীদের প্রাণ, বিনিময়ে তাই গেয়ে যাই মোরা বিজয়ের জয়গান। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

২৬ শে মার্চ এর ছবি

২৬ শে মার্চ এর ছবি ১

২৬ শে মার্চ এর ছবি ২

২৬ শে মার্চ এর ছবি ৩

২৬ শে মার্চ এর ছবি ৪

২৬ শে মার্চ এর ছবি ৫

উপসংহার

২৬ শে মার্চ আমাদের মনে করিয়ে দেয় আমাদের স্বাধীনতা ইতিহাসের কথা। কিভাবে আমাদের এই দেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছিল। এই স্বাধীনতা আমাদের গর্ব। আশা করছি আপনার ২৬ শে মার্চ এর স্ট্যাটাস, ক্যাপশন, ছবি নিয়ে লেখা এই আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। আর্টিকেলটি আপনার কাছে কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন। ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.