200+ Status Bangla | Bangla Status | বাংলা স্ট্যাটাস
আপনি কি বাংলা স্ট্যাটাস (Bangla Status) খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসে পড়েছেন। আমাদের এই আর্টিকেলটি থেকে আপনি সুন্দর সুন্দর Status Bangla তে পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের Status Bangla ভাষায় পাবেন আর্টিকেলটি থেকে। যা আপনি Facebook Status, SMS, Quotes, Caption ইত্যাদি হিসাবে ব্যবহার করতে পারবেন।
Bangla Status বিভিন্ন ধরনের হতে পারে যেমনঃ Sad Bangla Status, ফেসবুকে ব্যবহার করার জন্য Facebook Bangla Status, ভালোবাসার জন্য Love Status Bangla, আবার ইমোশনাল হলে Emotional Status Bangla ইত্যাদি ইত্যাদি। একেক ধরনের স্ট্যাটাস একেক ক্ষেত্রে ব্যবহার করা যায়।
আরো পড়ুনঃ
- ফেসবুক স্ট্যাটাস স্মার্ট কালেকশন ২০২৩
- ফেসবুক ক্যাপশন | 150+ Best Facebook Caption Bangla & English
- শুভ জন্মদিন মেসেজ, জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ও বার্তা
আপনি আর্টিকেলে থাকা স্ট্যাটাসের মধ্যে থেকে আপনার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট একটি স্ট্যাটাস খুঁজে বের করবেন এরপর সেটিক কপি করে নিয়ে ব্যবহার করবেন। তাহলে চলুন আর বিলম্ব না করে আর্টিকেলে থাকা স্ট্যাটাগুলো দেখে নেওয়া যাক।
Table of Contents
Status Bangla
প্রথমে সেরা কিছু স্ট্যাটাস বাংলাতে আপনাদের নিকট শেয়ার করি। তালিকা আকারে এসকল স্ট্যাটাস নিম্নে একে একে দেওয়া হলো।
- প্রয়োজন ফুড়িয়ে গেলে বলে দিও তবু অভিনয় করিও না!
- এমন অভিমান করো না যে, অভিমান শেষে আমায় খুঁজে পাবেনা…
- স্বপ্নটা তুমি আর বাস্তবটা চোখের জল…
- প্রথম প্রেম বেশি কিছু দিন না দিলেও লুকিয়ে কান্না করা টা শিখিয়ে দেয়!!!
- প্রেমে পড়ো না ভালবাসতে শেখো। কারণ, প্রেম টা শরীরের কিন্তু ভালবাসা টা হৃদয়ের…
- জানি সে আমার নয় তবু তাকে হারানোর ভয়।
- মানুষ কখনোই একা নয়।। কারন যখন সবাই দূরে থাকে তখনও অতীত ঠিকই আপনাকে সঙ্গ দেয়…
- আগুনের দেখেছো কি আগুন হয়ে জ্বলছি আমি। তুমি যাকে আগুন বল আমি তাকে বলি পানি…
- স্মৃতির জোনাকী ছাড়া আর কিছু নেই বুকের বা পাশে।
- স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভাঙলে। আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফোরালে…
- তোর দেয়া সন্ধাটাই ছিল ভাল আমার সাজানো সকালটা আমার ভাল লাগেনা
- রাতটা কেবলই ঘুমিয়ে যায়। ঘুমায় সারা শহর, আমার চোখই অস্থির হয়ে গুনতে থাকে প্রহর!
- যদি খুব দেরী হয়ে যায় ভাববো এটুকুই ছিল পাওয়ার
- মধ্যরাতের কষ্ট গুলো বড় বেহায়া। না দেয় ঘুমাতে না দেয় জেগে থাকতে। পারে শুধু অশান্তির মধ্যে রাখতে
- বিধ্বস্ত নগরী পুর্নঃগঠিত হয় বিধ্বস্ত হৃদয় কখনোই নয়।
- যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জুটে না। শুধু জুটে পুরো পৃথিবীর সমান অবহেলা..
- দুজনেই বদলে গেছি তুমি ইচ্ছে করে আর আমি বাধ্য হয়ে।
- কষ্ট গুলো লুকানোর জন্যে সামান্য মিথ্যে হাসি আর ভালই আছি বলাটাই যথেষ্ট।
- একদিন বুঝবে তোমার হৃদয়ে আমার ভাবটা ঠিক কতটা জুড়ে?
- প্রার্থনা করবো যেন কোনদিন নিজের ভুলটা বুঝতে না পারিস। সহ্য করতে পারবি না
- দূরে থাকাটা কঠিন নয়। কঠিন হল তার দেওয়া স্মৃতিগুলো থেকে দূরে থাকা।
- প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন।
- হাজারো রং এর প্রয়োজন কিন্তু, সেই মনের আকাশে কালো মেঘ জমানোর জন্য একটি ছোট দুঃখই যথেষ্ট।
- জীবনটা তখনই সুন্দর ছিল, যখন ছুটতাম না সুখের পিছু, বুঝতাম না আসলে বাস্তবতা কি??
- আজো স্বপ্নে এলি, আজো হৃদয় পোড়ালি, আজো কাঁদালি অঝর। আজো বুক ভেঙে দিলি!
- তোমার অবহেলা সহ্য করতে করতে সত্যি আজ বড় ক্লান্ত আমি
- জীবনটা শাবানা আর আলমগীর এর বাংলা ছায়াছবির মত হয়ে গেছে। খালি কষ্ট আর কষ্ট।
- অতি প্রেমে মধুও বিষ স্বল্প প্রেমে তক্তাও বালিশ (সংগৃহীত)
- নেশা কেটে গেছে, তবু তুমি রয়ে গেছো!
- পুরুষ কাঁদে তখন যখন কষ্টের সীমা থাকে মৃত্যুর কাছাকাছি নারী কাঁদে তখন যখন তেলাপোকা থাকে কাছাকাছি!
- তুমি ভাবছো ভুলে গেছি এদিকে আমি কাঁদছি, তুমি ভাবছো ঘুমিয়ে আমি আসলে স্বপ্ন আঁকছি!
- ভালবাসার জন্য নয় ভালবাসি বলেই আজও তোমায় ভালবাসি
- জীবন আসে জীবন ভাসে অজানা স্রোতে। তবুও জীবন এগিয়ে চলে আশার লক্ষ্য-পথে
- কেউ শুধু খুঁজল টাকা কেউ খুঁজল হাসি। শত আঘাত পেয়েও কেউ বলে ভালবাসি
- তুই নেই তবু এ মনে তুই আছিস, আমি নেই তবু কারে ভালবাসিস? কি করে পারিস?
- কষ্টের সময় চোখের ঘুমও স্বার্থপর হয়ে যায়, ছেড়ে চলে যায় সবার মত
- সময় খারাপ যাচ্ছে তবুও বলতে হয় ভালোই আছি
- জীবন জুড়ে খালি স্মৃতির মিছিল, বাঁধনগুলো আজ বড্ড শিথিল
- ব্যস্ততা আমাকে শুধুই ক্লান্তি দিয়েছে, তোমাকে ভুলতে দেয়নি!
- জায়গাগুলো সব আগের মতই আছে, শুধু তোমার আমার সেই মূহুর্তগুলী নেই!
- নিজের ভুল বুঝতে পেরে যেদিন sorry বলতে আসবি সেদিন বড্ড দেরি করে ফেলবি।
- আমিই কি একমাত্র মানুষ? যে কিনা,তাকে পাবো না জেনেও, এখনো তাকেই ভালোবাসি।
- কিছু স্বপ্ন পূরন হবার নয় স্বপ্ন স্বপ্ন হয়ে থেকে যায়।
- স্বপ্নের জগৎটা যতটা সহজ বাস্তব জগৎটা ততটাই কঠিন।
- যদি চোখের জলের কোন রং থাকতো তাহলে সকালে বালিশটা রাতের গোপন কাহিনী ফাস করে দিত!
- ভুল করে ভালবেসে ফেলা যায়।।। তবে ভুল করে কখনো ভুলে যাওয়া যায় না।
- মন খারাপের রাতগুলো খুব দীর্ঘ হয়! একদমই শেষ হতে চায় না একদম না
- কিছু স্মৃতির টানে তোমার ঐ হাসির কাছে হেরে যায় আমার সব অভিমান
- পৃথিবীটা মানুষগুলো এমনি, সবাই আপনার ভাল চাইবে, কিন্তু কেউ চাইবে না আপনি তার চেয়ে বেশি ভাল করেন।
- বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে।
আরো পড়ুনঃ
- মেয়েদের ইসলামিক নাম অর্থসহ 2023 | সেরা, নতুন নামের তালিকা
- বন্ধু নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি
- শিক্ষণীয় স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন | Sikkhonio Status
Bangla Status
ইতিমধ্যে আপনি অনেকগুলো Bangla Status দেখে ফেলেছেন। চলুন আরো কিছু সুন্দর সুন্দর বাংলা স্ট্যাটাস দেখে নেওয়া যাক।
- তোমার চেয়ে ভয়ংকর কেউ নেই পৃথিবিতে আমার বিশ্বাস, তুমি যে কোরেছ আমার শেষ সর্বনাষ।
- তুই পাশে না থাকলে আমার রোদেলা আকাশটা ও বেজায় অন্ধকার।
- মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নেই। কারণ অমানুষ গুলো দেখতে অবিকল মানুষের মতোই হয়।
- কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে।
- ভদ্র ছেলেদের জন্য, মেয়েদের মনে প্রেম জাগে না! যেটা জাগে সেটা হল সহানুভূতি!
- কোন কোন ঠিকানায়, লিখবোনা কোন চিঠি, কোন কোন গলি তে, করবে না মন হাটা হাঁটি। কিছু কিছু নাম্বার থেকে, আর আসবেনা কোন ফোন।
- জীবনের গতির কথা ভাবলে পা দুটোর গতিও থেমে রয় নিঃসঙ্গ এই পথে তখন আত্মবিশ্বাস টুকুই সঙ্গি হয়…
- তোকে ছাড়া যদি কাটাতে হয় বাকিটা জীবন আমিও কি আর থাকব এই পৃথিবীতে তখন!
- কিছু কিছু কথা বসে আছে ভিজে মিছি মিছি ব্যাথা হয় নিজে নিজে। ঝড়ে যাওয়া পাতা জুড়ে বসে ডালে মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে।
- বুঝতে দাওনি কেনো আমাকে সাজিয়েছ যা হৃদয়ে ছায়া হয়ে ছিলে পাশে বল কি করে চলে গেলে আমাকে রেখে
- সত্যিকারের ভালোবাসার মানুষ গুলো খুব বড় রকমের বেহায়া হয়! শত অবহেলা আর লাঞ্ছনা পেয়েও তার কাছেই পড়ে থাকে!
- আজীবন সাজাপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত আসামীর মত বড় একা আমি বড় একা
- মানুষকে আদর করলে ভাবে আদরের পেছনে স্বার্থ আছে!
- আমি ক্লান্ত আর ঠিক আসছে না! কবিতারা বিদেয়! হটাৎ মাঝ রাত্তিরে জেগে প্রলাপ বকব! তুমি ভালবাসনি আমায়, শুধু মিথ্যে বলেছিলে অথবা আমি ভুল শুনেছিলাম!
- কতটা তেপান্তর পার হলে সোনালী সন্ধ্যা নামে। কতটা বেদনা বহন করলে চোখের কোনে অশ্রু জমে।
- আজ আমি কাঁদছি কাল হয়তো তোমাকে অনুতপ্ত হতে হবে। কারণ কাল আমি আর তোমার রইব না।
- ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো
- কিছু কিছু মুহূর্তে মানুষ খুব একা হয়ে যায়। যার চোখের একফোঁটা জল দেখার মতো কেউ থাকেনা!
- অভিজ্ঞ তুই আর অনভিজ্ঞ আমি। তাই তো আমাদের এতো তফাৎ
- মানুষ তখন কাঁদে যখন সে মনের সাথে যুদ্ধ করে হেরে যায়। আপনজন দূরে চলে যায়। তখন বুকের ভিতরে চাপা কষ্টগুলো চোখের জল হয়ে ঝড়ে
- প্রত্যকের জীবনেই একজন আসে শুধুই কষ্ট দিয়ে যেতে, ভালোবাসতে না
- চলে যাবে? যাও। বাধা দিবো না। কারণ জোর করে কাউকে ধরে রাখা যায় না। কিন্তু, যাওয়ার আগে, তোমার স্মৃতি গুলো নিয়ে যাও, যা আমাকে শুধুই কষ্ট দিচ্ছে।
- পাথর মন নিয়ে কাউকে অবহেলা করা যায়। কিন্তু, পাথর মন নিয়ে কাউকে ভালোবাসা যায় না।
- হয়তো খুব কষ্ট হয়, কিন্তু , তাও তো বেঁচে থাকতে হয়, রোজ রোজ নিয়ম করে হয়তো কেঁদে নিতে হয়। কিন্তু, তাও তো হাসি মুখে সবার সামনে বলে বেড়াতে হয়, এইতো ভালো আছি।
- আকাশের কষ্ট গুলো মেঘ হয়ে ভাসে। মেঘের কষ্ট গুলো বৃষ্টি হয়ে আসে। পাথরের কষ্ট গুলো ক্ষয়ে ক্ষয়ে পড়ে। আর মনের কষ্ট গুলো অশ্রু হয়ে ঝড়ে।
- জীবন তো বহমান নদী থেমে থাকে না। অনেক কিছু আশা থাকলেও পাওয়া হয় না। আশাগুলো পড়ে থাকে শুধুই স্মৃতি হয় জীবনের অনেক কিছু যায় হারিয়ে ভালবেসে বারবার। আমার কাছে আসবে আর দুরে গেলে অঝর নয়নে কাঁদবে…
- তুমি একদিন আমার মত কষ্ট পাবে তুমিও। আমার মত চোখের জল ফেলবে আর তুমি আমার কথা ভাববে কবে জানো? যে দিন তুমি আমার মত সত্যি ভালোবাসবে।
- কেও কি জানো সেই দোকানের ঠিকানা যেখানে ভাঙ্গা মন যত্ন সহকারে মেরামত করা হয়
- মেয়েদের সবচেয়ে বড় গুন হচ্ছে হাজারো কষ্ট লুকিয়ে খুব সহজেই হাসতে পারে।
- যখন কারো উপর অধিকারের গন্ডিটা ছোট হয়ে আসে তখন তার উপর থাকা ভালবাসা আর বিশ্বাসটাও কমে আসে ফিকে হয়ে আসে
- কেনো হঠাৎ তুমি এলে? কেনো নয় তবে পুরোটা জুড়ে? আজ পেয়েও হারানো যায়না মানা বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।
- কাছের মানুষটা ঠিক তখনই বদলে যাবে যখন সে বুঝতে পারবে আপনি আর কখনও কাউকে ভালবাসতে পারবেন না
- মানুষ সবচেয়ে বেশী কাঁদে তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটি, কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়।
- প্রেম তুমি বরই কঠিন প্রেমে না পরলে বুঝা যায় না। প্রেম তুমি বরই কঠিন প্রেমে না পড়লে জীবনকে অনুভব করা যায় না।
- ছোট একটা ভুলের জন্য যে চিরদিনের জন্য ছেড়ে চলে যায় সে আসলে কখনো পাশে থাকার যোগ্যই ছিলো না।
- একাকি রাজপথে নিঃসঙ্গ পথচলা। পথের অন্তরালে তুমি আর তোমার ছায়া। নিস্তব্ধ দ্রোহের মায়াজালে শূন্যতার প্রতিশ্রুতিতুমি অন্ধকার, চারিদিকে অন্ধকার।
- তোমার শহরে রঙ বেরঙের আলো, আমার নাহয় অন্ধকারই ভালো!
- ভালবাসা যতোটা সুখি করে তার চেয়ে। হাজার গুন বেশি কষ্ট দেয়, তবুও কেনো মানুষ ভালবাসে জানেন, কারণ কষ্ট ছাড়া ভালবাসার পরিমাপ করা যায় না।
- বাতাসের কষ্টে বার বার আসে ঝড়, সাগরের কষ্টে ভেঙ্গে যায় বালুচর। আকাশের কান্নায় নেমে আসে বৃষ্টি, হৃদয়ের কান্নায় ভিজে যায় দু’চোখের দৃষ্টি বাতাসের কষ্টে বার বার আসে ঝড়, সাগরের কষ্টে ভেঙ্গে যায় বালুচর। আকাশের কান্নায় নেমে আসে বৃষ্টি, হৃদয়ের কান্নায় ভিজে যায় দু’চোখের দৃষ্টি।
- আমার গায়ে নিকোটিনের গন্ধ আর তোমার গায়ে পর পুরুষের
- তুমি কাঁদবে কেনো?? কাঁদবে তো সে, যাকে এতটা ভালোবাসার পরেও, তোমার ভালোবাসায় সাড়া দেয়নি।
- মেয়েরা সব সময় সত্য কথা পছন্দ করে। কিন্তু, বিশ্বাস করে মিথ্যাবাদিকে
- জানি না হারিয়ে গেছো কোন দূর অজানায় জানি না কি ভূল ছিল আমার ভাবনায় তাই পেয়েও হারিয়েছি আজ তোমায়
- সম্পর্কের মৃত্যু ঘটতে শুরু হয় তখন থেকেই যখন প্রিয় মানুষটি মিথ্যা বলা শুরু করে
- কেউ চায় না কাউকে ভুলতে কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়।
- মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায়
- যেখানে স্বপ্নয় আমাদের এক করতে পারে না সেখানে বাস্তবতা তো নির্মম।
- যে মানুষটা রাত যাগা শিখিয়েছে সে এখন ঠিকি ঘুমোই কিন্তু আমি ঠিক মত ঘুমোতে পারিনা
- সুখের সময়ে বন্ধুদের অভাব হয় না। কিন্তু, দুঃসময়ে আর কেউ পাশে থাকে না…
- সেই সময়ে খুব বেশি কষ্ট হয়। যখন মন অনেক খারাপ কিন্তু, প্রিয় মানুষটা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকে।
বাংলা স্ট্যাটাস
আপনি ইতিমধ্যে অনেককগুলো বাংলা স্ট্যাটাস (Bangla Status) দেখে ফেলেছেন। এসকল স্ট্যাটাসের মধ্যে থেকে যদি আপনি পছন্দের স্ট্যাটাসটি খুঁজে না পান তাহলে নিচের স্ট্যাটাসগুলো দেখতে পারেন। আশা করছি এখান থেকে পছন্দের একটি স্ট্যাটাস খুঁজে পেয়ে যাবেন।
- আমি রাগ করি না। কারণ, আমি জানি আমার রাগের মূল্য নেই কারো কাছে
- এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে সেই জলের ফোঁটা শুধু তোমার কথা বলে। মনের কথা বুঝনা তুমি মুখে বলি তাই শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই…
- তুমি যত বেশি মূল্যবান ততই বেশি সমালচনার পাত্র।
- আজ বলবো কি যে তোমায় তুমি অনেক ভালো থেকো। আমি আমার মত না হয়। প্লিজ নিজের খেয়াল রেখো! অনেক ভালো থেকো।
- কেউ জীবন থেকে চলে গেলে জীবন থেমে থাকে না। কিন্তু, তার রেখে যাওয়া স্মৃতি আর স্বপ্ন গুলো জীবন কে বিষন্ন করে তুলে.!
- জীবনে ঠকলে হয়ত বিশ্বাস নষ্ট হয় তবে একবার ঠকলে হাজার বছরের শিক্ষা পাওয়া যায় তার থেকে।
- জীবনের সবচেয়ে পছন্দের জিনিস গুলো… হয়তো অবৈধ নয়তো নিষিদ্ধ। হয়তো দামি নয়তো অন্য কারোর
- কষ্ট বুকে চেপে একলা থাকি। কান্নার নোনা জল অধরে মাখি। লাভ কি বৃথা মনে কষ্ট চেপে… আয় না ফিরে তুই আমারি বুকে।
- ভুলতে পারি না বলে কষ্ট দিচ্ছো? একদিন দেখবে সব কষ্ট সহ্য করে তোমাকে ঠিক ভুলে যাবো।
- কষ্টে ভরা জীবন আমার,, দুঃখ ভরা মন মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষণ তারার সাথে থাকি আমি,, চাঁদের পাশাপাশি আজব এক ছেলে আমি দুঃখ পেলেও হাসি।
- কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের। কিন্তু তার চেয়েও বেশি কষ্টের হলো আসবেনা জেনেও তার জন্য অপেক্ষা করা।
- ভালবাসা হলো এমন একটি মায়া তুমি যত দুরে যাবে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে
- তোমার হাতে হাত রেখে পাশাপাশি হেঁটে চলার চিরচেনা সেই পথগুলো আজ বড্ড অচেনা
- অতিরিক্ত বিশ্বাস, আর অতিরিক্ত অবিশ্বাস দুইটাই মানুষকে বিপদের দিকে নিয়ে যায়।
- নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না!!
- যেই মানুষটিকে আমরা অন্ধের মতো ভালোবাসি, সেই মানুষটি সত্যিই একদিন আমাদেরকে অন্ধ বানিয়ে দেয়।
- গিরগিটি রং বদলায় আত্ম রক্ষার্থে। আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার্থে।
- আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম বৃষ্টিতে ভিজে গেলো। আকাশে লিখলাম আকাশ মেঘে ঢেকে গেলো। কিন্তু যখনই হৃদয়ে লিখলাম ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে।
- মন খারাপ গুলোকে হাসির আঁড়ালে লুকিয়ে রাখার অভ্যাসটা আজোও ছাড়তে পারলাম না!
- আপন মানুষ কখনো পর হয় না… যদি পর হয়, তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না.. সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল..
- কতটা তেপান্তর পার হলে সোনালী সন্ধ্যা নামে। কতটা বেদনা বহন করলে চোখের কোনে অশ্রু জমে।
- সন্ধ্যার যে সময় টা কেটে যেতো তোমার ভালবাসার ছুয়ায় সেই সময়টা এখন কাটে সিকেরেটের ধুয়ায়।
- কাউকে যদি সত্যি ভালোবাস, তাহলে হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিও হয়তো তোমার একটু সময়ের জন্য, সবসময় সে অপেক্ষায় বসে থাকে!!
- যদি কখনও কাউকে হারিয়ে ফেল এবং তার জন্য কষ্ট পাও তখন মনে করবে তুমি পৃথিবীতে একাই এসেছিলে।
- ভালোবাসা চিরদিনই বেঁচে থাকে কখনো কবিতা হয়ে, কখনো গল্প হয়ে কখনো স্মৃতি হয়ে, কখনো আবার, কারো চোঁখের জ্ল হয়ে
- বসে আছি একা, আর সাথে আছে তোমার দেয়া কিছু স্মৃতি। সেইগুলো ভেবে ভেবেই কেটে যাচ্ছে সময়গুলি
- মেঘের দেশে কি এখনও তুমি হারাও আনমনে কবিতা কি লেখ এখনও আমায় ভেবে
- হাসি সবসময় যে সুখের প্রকাশ তা নয় আপনি কতটা কষ্ট লুকাতে পারেন তাও বুঝায়
- স্তব্দ রাতগুলো একসময় হাসিতে পূর্ণ থাকতো আজ নীরবতায় পূর্ণ থাকে।
- কাগজের নৌকা টা না হয় খেলনা কিন্তু তোমার দেখানো স্বপ্নগুলো কি ফেলনা?
- এখন আর পুরনো কথা গুলি ভেবে কষ্ট হয় না হাসি পায়। এটা ভেবে সত্যি সত্যিই আমি কতো বোকা ছিলাম। তপর মতো একজনকে ভালোবেসেছিলাম
- হ্যাঁ আমি ব্যর্থ। আমি হেরে গেছি তোর মিথ্যে ভালোবাসার অভিনয়ের কাছে।
- জানিনা এই অবুজ হৃদয় কার অপেক্ষাই আছে। জানিনা এই সরল মনে কার জায়গা হবে। শুধু জানি হৃদয়ের ঘরে যাকে রাখব। সারা জীবন তাকেই ভালবাসবো…
- দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে হিসেবে বেহিসাবে তোমাকে খুঁজি আড়ালে আড়ালে কোথায় হারালে ফিরে তুমি আর আসবে না বুঝি
- ভালবাসার জগতে কিছু প্রাপ্তি যদি থাকে, তার নাম বেদনা।
- ভালবাসার মানুষ টা কাছে না থাকলে ও তার জন্য পাশের সিট টা খালি ই পড়ে থাকে!
- যিনি ক্ষমা চাইতে জানেন, ভুল স্বীকার করতে জানেন, তিনিই সবচেয়ে বেশি ভালোবাসা পাবার যোগ্য
- রাগ বা ঝড়,দুটোই একরকম থেমে যাওয়ার পর। বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে!
- যদি সময়ের সাথে সাথে ভালবাসা কমতে থাকে, তাহলে বুঝতে হবে সেটা কখনোই ভালবাসা ছিল না, সেটা ছিল ক্ষণিকের ভালো লাগা মাত্র।
- ফেলে আসা এক নদীর ধারে খুঁজে বেড়াই আমি তারে? দেয়না দেখা আমায় কভু তার খেয়াল তুমি রেখো প্রভু??
- ভালোবাসা যেমন অনেক হাসাতে পারে। আবার অবহেলা তার চেয়ে বেশী কাঁদাতে পারে।
- কিছু মানুষের সাথে কাটানো সময় গুলো অনেক বিরক্তিকর হলেও, পরে তাদের খুব বেশি মনে পড়ে।
- কষ্টে ভরা জীবন আমার… দুঃখ ভরা মন মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষণ তারার সাথে থাকি আমি… চাঁদের পাশাপাশি আজব এক ছেলে আমি দুঃখ পেলেও হাসি।
- সব কিছু ভাঙলে শব্দ হয় কিন্তু, মন ভাঙলে শব্দ হয়না। তাইতো যার মন ভাঙে সেই একমাত্র বুঝে ব্যাথা কত।
- তোমাকে চিনতে ভুল করেছি তোমার চোখ দুটোর কারণে। যতবার তাকিয়েছি, এক মুহূর্তের জন্যও মনে হয়নি এই নিষ্পাপ চোখ দুটো বেইমানী করতে জানে।
- যদি কাউকে ভালবাসো তবে মন প্রাণ দিয়ে ভালবাসবে, অভিনয় করে নয়, কারণ অভিনয় শুধু ভালবাসাকে অপমান করে না, একটা সুন্দর জীবনকে নষ্ট করে
- স্বার্থপর মানুষরা এ পৃথিবীতে সব থেকে বেশী সুখী। আর নিঃস্বার্থ মানুষরা সব থেকে বেশী দুঃখী।
- অল্পতে কেঁদে ফেলা মানুষের মনটা অনেক সরল হয়, আর এই সরল মনের মানুষগুলো জীবনে বেশি ধোঁকা খায়
- আমার চোখে জল আর তোমার ঠোটে হাসি তারপরও আমি তোমাকেই ভালবাসি!
- ভুল করে হলেও যাকে একবার ভালোবেসে ফেলা যায়। শত চেষ্টা করেও তাকে মন থেকে কখনো ঘৃণা করা যায় না।
Facebook Status Bangla
শুধুমাত্র ফেসবুকে পোস্ট করার জন্য Bangla Status খুঁজে থাকলে নিম্নের তালিকায় থাকা স্ট্যাটাসগুলো দেখতে পারেন।
- মিম ভালবাসতে জীবনটাই কখন মিম হয়ে গেছে সেটা ধরতে পারিনি।
- ★ পাগলী আমার ঘুমিয়ে পড়েছে মুঠোফোন তাই শান্ত, আমি রাত জেগে দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত, এ কথা যদি সে জানতো।
- সত্যিই মহান তো সেইসব মানুষ, যারা নিজেরা সব হারিয়ে অন্যদের খুশি রাখে
- ভাগ্য করে দু চারটে বন্ধু পেয়েছি তাদের সাথেই দিনটা ভাল করে কেটে যায়।
- সবাই আমাদের বাইরেটা দেখেই বিচার করে, তাই সর্বদা হাসতে থাকুন
- আমি সিঙ্গেল এতে কোন দুঃখ নেই কিন্তু আমার হবু বৌ এখনো কি সিঙ্গেল নাকি কারোর সাথে প্রেম করছে।
- জীবনে একে অপরের মতো হওয়াটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু একে অপরের জন্য হওয়াটা গুরুত্বপূর্ণ
- অনেক মন খারাপের মধ্যে দিয়েও শুধু বেঁচে আছি তোর অপেক্ষায়।
- মানুষ সবথেকে বেশি চিন্তা তখনই করে, যখন সে নিজের জন্য কম এবং অন্যের জন্য বেশি ভাবে
- আমার প্রেমিক বিরিয়ানি ফুচকা আমার ভালোবাসা চকলেট আমার ইমোশনাল।
- আজ আমি দেখতে খারাপ বলে আমাকে কেউ একটুও ভালবাসে না।
- ★ প্রেম হলো জ্বলন্ত সিগারেটের মতো, যার আরম্ভ হলো অগ্নি দিয়ে আর শেষ পরিণতি ছাইয়েতে। —– বার্নার্ডশ
- রাগ আসার পর চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন নেই কিন্তু রাগের সময় নিজেকে শান্ত রাখার জন্য অনেক শক্তির প্রয়োজন
- জীবন অনেক কিছু আমাদের বিনামূল্যে দেয় আর সেইসব গুলোর মূল্য আমরা তখনই বুঝতে পারি, যখন সেইগুলোকে আমরা হারিয়ে ফেলি
- সত্যি তোর ভালবসাটা দারুন ছিল হঠাৎ শুরু হলো হঠাৎ শেষ।
- ★ ভালোবাসা হচ্ছে একধরনের মায়া, যেখানে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে আর নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে।
- ফুচকা প্রেমি আইসক্রিম প্রেমি আর একজনের প্রেমিকা হুম তুমিই সেই নাম।
- শর্ত রেখেছিলাম সম্পর্ককে বাঁচানোর আর এটাই আমার কারণ ছিলো হেরে যাওয়ার
- সুখ আর দুঃখ এই দুটোকে এডজাস্ট করার নামি জীবন।
- জীবনে কোনো খুশি আসলে সেটার স্বাদ নিন মিষ্টি মনে করে আর জীবনে যদি কোনো দুঃখ আসে তাহলে সেটার স্বাদ নিন ঔষধ
- আমাকে আমার মতো থাকতে দাউ আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি।
- যেচে কথা বলি বলে মূল্য হিন ভেবো না।
- যে মানুষের মন সবথেকে বেশি পরিষ্কার হয়, সেই সবথেকে বেশি কষ্ট পায়
- অলসতার থেকে সাবধান থাকবেন কারণ আপনি একে আজকের দিন দিলে, সে আপনার কাছ থেকে কালকের দিনটাও চুরি করে নেবে
- কথা তো মন থেকে বার হয়, মাথা থেকে তো শুধু স্বার্থ বার হয়ে আসে
- যদি কেউ আপনার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করে, তাহলে তার বিশ্বাস ভেঙ্গে তাকে আপনি এটা বোঝাবেন না যে সে সত্যিই অন্ধ
- ঈশ্বর আপনার কখনোই খারাপ করেনা, তাই খারাপ সময়ে কোনোদিন ভয় পাবেন না কারন জীবন যেকোনো মূহুর্তে পরিবর্তন হতে পারে
- মিথ্যে কত আজব তাইনা? অন্যকে বলতে ভালো লাগে কিন্তু নিজেকে বললে রাগ হয়
- জীবন অনেক কিছু আমাদের বিনামূল্যে দেয় আর সেইসব গুলোর মূল্য আমরা তখনই বুঝতে পারি, যখন সেইগুলোকে আমরা হারিয়ে ফেলি
- ★ প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে, পুরুষের যৌবনে যার প্রেম এলো না তার জীবন বৃথা। —– জ্যা পল বিশার
- পোশাক এবং চেহারা মিথ্যে কথা বলে, যেকোনো মানুষের আসল রূপ তো সময়ই দেখিয়ে দেয়
- লোকের তাতে কোনো কিছু এসে যায়না যে আপনি খুশিতে আছেন নাকি কষ্টে, তারা তো এটাই দেখে যে আপনি তাদেরকে খুশি রেখেছেন কিনা
- এখন কেউ I Love You বললে তাকে খুব বলতে ইচ্ছে করে কত দিনের জন্য অভিনয় করতে চাও।
- ★ যুদ্ধ এবং প্রেমে কোনো কিছুই পরিকল্পনা মতো হয় না। —– হুমায়ুন আহমেদ
- আমার তেমন কোন গুণ নেই যেটা লেখার মত, আমি সর্বদা চেষ্টা করি থাকতে সকলের মনের মতো।
- কারোর পরামর্শে আপনি হয়তো রাস্তা পাবেন কিন্তু লক্ষ্যপূর্ণ তো নিজের পরিশ্রম দ্বারাই সম্ভব হবে
- শুধু একটু অজুহাত প্রয়োজন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ও কাউকে ভালোবাসার জন্য
- একা থাকাটা শিখে গেছি এখন শুধু ভালো থাকাটা শিখে নিতে হবে।
- ★ আমি তোমাকে অসংখ্যভাবে ভালোবেসেছি, অসংখ্যবার ভালোবেসেছি, এক জীবনের পর অন্য জীবনেও ভালোবেসেছি, বছরের পর বছর, সর্বদা, সবসময়।
- জানি স্বপ্ন সত্যি হয় না তবুও মন যে মানতে চায় না।
- ★ আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম। —– রবীন্দ্রনাথ ঠাকুর
- কিছু মানুষ কোন দিন কারোর প্রিয় হতে পারে না, যেমন আমি।
- অনেকজনকে পাবেন যারা আপনাকে বলবে তারা আপনার আপনজন কিন্তু কেউই আপন হবেনা | আপনি মানুন কিংবা নাই মানুন এটাই সত্যি
- ★ প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষন কিন্তু বেদনা থাকে সারাটা জীবন।
- কারোর খারাপ সময় দেখে হাসবেন না, সময় কিন্তু আপনাকেও ছাড়বে না
- কোন অহংকার নেই তবে আত্মসম্মান টা একটু বেশিই আছে।
- যদি কোনো দুঃখী মানুষের মনে হাসি আসে আর তার কারণটা যদি আপনি হন, তাহলে আপনি বুঝে নেবেন আপনি কতটা এই পৃথিবীর একজন গুরুত্বপূর্ণ মানুষ
- জীবনের এই রাস্তায় বেশিরভাগ সময় এমন হয় যে কঠিন সিদ্ধান্ত গুলোই পরে সঠিক হয়ে থাকে
- সময় এবং ভাগ্যের প্রতি কোনোদিন অহংকার করবেন না কারণ এটা যেকোনো মূহুর্তে বদলে যেতে পারে
- অসাধারণ হতে চাই না সাধারণি ঠিক আছি কঠিন হলেও বাস্তব কেই ভালবাসি
- ✦ 💐🌻☘🌿🌹The first time I saw you, my heart💐🌻☘🌿🌹 whispered: That’s the one.💐🌻☘🌿🌹
- ★ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম। —– হুমায়ুন আজাদ
- ★ ভালোবাসা হল দুটি হৃদয়ের সমন্বয়, যেখানে একটি ছাড়া অন্যটি অচল। —– রেদোয়ান মাসুদ
- আমার সাথে কথা বলতে চান তবে দরজার বাইরে মুখোশটা খুলে আসুন।
- ★ মা, বোন, স্ত্রী অথবা কন্যা-যে রূপেই হোক না কেন, নারীর প্রেম পুরুষের প্রেম অপেক্ষা শ্রেষ্ঠ ও পবিত্র।
- তুমি পথ চলার সাহস তো দেখাও রাস্তা দেখবে অনেক আছে তুমি একা চলার সাহস তো দেখাও দেখবে পরে অনেকেই এসে দাঁড়াবে তোমার পাশে
- যখন মানুষের প্রয়োজন শেষ হয়ে যাবে, তখন তার কথা বলার ধরনও বদলে যাবো
- কান্না সাধারণত সেই করায় যে বলে তোমার হাসি মুখটি ভীষন সুন্দর লাগে
- নিজের জীবনকে এমনভাবে তৈরী করুন, যাতে সবাই আপনার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে
- শ্মশান এবং কবরস্থানে গিয়ে আপনি এমন অনেক মানুষকেই দেখতে পাবেন যারা ভাবতো তাদের ছাড়া এই পৃথিবীই চলবেনা
শেষ কথা
আর্টিকেলটিতে অনেক সুন্দর সুন্দর Status Bangla তে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আর্টিকেলে থাকা Bangla Status (বাংলা স্ট্যাটাস) গুলো আপনার ভালো লাগেছে। স্ট্যাটাসগুলো আপনার কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন।
ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এ ধরনের আরো অনেক আর্টিকেলের জন্য। ফলো করুন আমাদের ফেসবুক পেজ /TuneBN.Official কে নতুন সকল আর্টিকেলের আপডেট সহজেই পাওয়ার জন্য।