Email Spoofing!! ইমেইল স্পুফিং কি? হ্যাকিং এর নিজ্ঞা টেকনিক!!
What is Email Spoofing? Bangla Tutorial
Email Spoofing (ইমেইল স্পুফিং) নিয়ে লেখা এই আর্টিকেলটিতে আপনাকে স্বাগতম। আপনি যদি Email Spoofing সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে চান তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি মনযোগ সহকারে পড়বেন। তাহলে এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
কেমন হয় যদি গুগলের মেইল থেকে আপনি যে কাউকে মেইল পাঠান। অথবা আপনার ফ্রেড এর ইমেইল থেকে অন্য কোন ফ্রেডকে ইমেইল সেন্ট করেন। এটা আপনার কাছে মজাদার হলেও ভিক্টিমের কাছে কিন্তু মোটেও মজাদার বিষয় না। এর ফলে হ্যাক হয়ে যেতে পারে ভিক্টিমের যাবতিয় কিছু তথ্য। হয়তো ভাবছেন এটি আদো করা সম্ভব কি না!! তবে, ই-মেইল স্পুফিং (ইংরেজিতে Email Spoofing) এর মাধ্যমে এটি করা সম্ভব। আর, এই আর্টিকেলে আমরা আলোচনা করব এই বিষয়টাকে নিয়ে অর্থাৎ Email Spoofing নিয়ে।
যেমন ধরুন, আপনি আপনার ভিক্টিমকে গুগলের মেইল থেকে (Email Spoofing এর মাধ্যমে) একটা মেইল দিলেন যে তার একাউন্ট এ একটা সমস্যা রয়েছে তাই একটা লিংক (ফিশিং লিংক) এ ক্লিক করে ঠিক করে নিতে হবে। আর, ভিক্টিম যদি লিংটাতে ক্লিক করে লগিন করে তাহলে কিন্তু সেই ইমেইল আপনি খুব সহজে হ্যাক করতে পারবেন। দেখুন, একটা হ্যাকিং টেকনিক এর সাথে আরেকটা কেমনভাবে সম্পর্ক যুক্ত। প্রতিটা টেকনিকও ঠিক তেমনি। হ্যাকিং সম্পর্কিত আরো কিছু পোস্ট যেগুলো অবশ্যই পড়ে নিবেন –
- হ্যাকিং কি? হ্যাকার কে এবং কারা?
- ফেসবুক আইডি হ্যাক করার জন্য ৫ টি সহজ এবং ১০০% কার্যকর উপায়
- ফেসবুক ফিশিং স্ক্রিপ্ট || Advanced Facebook Phishing Script 2022
অনেক কিছু বললাম তো এবার সঠিকভাবে জেনে নেওয়া যাক আসলে এটি কি। তবে, হয়তো এটা নিশ্চয় বুঝতে পেরেছেন যে এটা ইমেইল পাঠানোর সাথে সম্পর্কিত।
What is Email Spoofing?? ইমেইল স্পুফিং কি??
স্পুফিং হচ্ছে হ্যাকিং এর একটা প্রধান মডিউল সোসিয়াল ইঞ্জিনিয়ারিং এর একটা ট্রিক্স। আপনি ইমেইল করবেন কারও কাছে, কিন্তু আপনার ভিক্টিম বুঝবে না, যে আপনি ইমেইল করেছেন, সে দেখবে অন্যের মেইল (যার ইমেইল আপনি নির্ধারন করে দিবেন)।
হয়তো কন্সেপ্টটা আপনি বুঝতে পেরেছে। প্রতিটা জিনিসের ভালো ও খারাপ দিক রয়েছে। এটা নির্ভর করবে আপনার উপর যে কিভাবে এটা আপনি ব্যবহার করবেন। আমি নিচে একটা স্কিনশট যুক্ত করতেছি যেটা দেখে আপনার পুরো বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন।
স্ক্রিনশটে আপনারা দেখতেই গুগল/জিমেইল এর ইমেইল থেকে আমার কাছে একটা ইমেইল এসেছে। ভালো করে খেয়াল করে দেখুন যে মেইল থেকে আমার কাছে ইমেইল এসেছে সেটি হলো- support@gmail.com। এছাড়াও, যে দেখুন যে নাম থেকে এসেছে সেটি হলো Google।
কিন্তু, গুগোল আমাকে এই ধরনের কোন মেইল পাঠায়নি। আমি নিজেই আমার ইমেইলে সেন্ট করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এবার আরেকটা স্ক্রিনশট দেখা যাক –
এই ইমেইলে আপনার দেখতেই পারতিছেন যে, support@bitcoin.com থেকে একটা ইমেইল পাঠানো হয়েছে সাথে একটা লিংক ও দেওয়া হয়েছে যাতে করে। লিংকটা দেখতে সাধারণ মনে হলেও লিংটা একটা ফিসিং লিংক। অর্থাৎ বাইরে থেকে যে লিংকটা দেখতে পারতিছেন ভিতর থেকে দেখলে কিন্তু তেমন না। আপনারা এই বিষয়টা পরিস্কার ভাবে বুঝতে এই লিংকে ক্লিক করুন – https://facebook.com
লিংকটাতে ক্লিক করেছেন তো?? লিংকটা কিন্তু ফেসবুকের লিংক। কিন্তু, লিংকটাতে ক্লিক করলে সেটা হোম পেজে নিয়ে যাচ্ছে। Html এর একটু কারসাজি। যারা Html জানেন তারা বিষয়টা অনেক আগেই বুঝতেই পেরেছেন কিন্তু যারা জানেন না তাদের জন্য এত বকবক করলাম। আশা করছি বিরক্ত হননি।
এতক্ষণে হয়তো আপনার বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী টিউনে আমরা জানব কিভাবে আপনি ইমেইল স্পুফিং করবেন। এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন TuneBN এর সাথেই থাকুন। আর, পোস্টটি কেমন লাগল তা জানাতে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করবেন।