Android

অসাধারণ ৫টি টুলস অ্যাপ এন্ড্রয়েড ফোনের জন্য

5 Best Tools Android Application

আসসালামু ওয়ালাইকুম। আশা করছি ভালো আসেন। আজকের এই টিউনে আমি আপনাদের নিকট শেয়ার করব ৫টি টুলস অ্যাপ যেগুলো আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। বিশেষ করে অনলাইন দুনিয়ায় নিরাপদে থাকার জন্য। এছাড়া এই অ্যাপগুলো দিয়ে আপনি আপনার অনেক কিছু কাজ কম সময়ে করে ফেলতে পারবেন।

টিউনে যে ৫টি টুলস অ্যাপ এর কথা বলব সেগুলো অনেক জনপ্রিয় অ্যাপ। বিভিন্ন প্রয়োজন শর্টকাট হিসাবে এই অ্যাপগুলো ব্যবহার করে আপনি আমদের জীবনকে অনেক সহজতর করতে পারব এসব অ্যাপের সাহায্যে।

অনলাইনে ইনকাম করতে চান। অনলাইনে ইনকাম করতে চাইলে এই টিউনটি পড়তে পারেন – অনলাইনে আয় করার ৫ টি উপায়

যদি আপনি টিউনটি পড়তে বিরক্ত লাগে সেক্ষেত্রে ভিডিওটি প্লে করে করে এই এ্যপগুলো সম্পর্কে আরো তথ্য জেনে নিন।

অসাধারণ ৫টি টুলস অ্যাপ টিউনটির ভিডিও

অসাধারণ ৫টি টুলস

এবার চলুন অসাধারণ টুলস অ্যাপগুলোর নাম জেনে নেওয়া যাক এবং এসব অ্যাপের ব্যবহার। এধরনের আরো অনেক টুলস অ্যাপ আছে। আমি তাদের মধ্য থেকে মাত্র ৫টি অ্যাপস নিয়ে আলোচনা করব।

Secret Codes

এই অ্যাপটির মাধ্যমে আপনি Phone এর সিক্রেট কোড গুলোন জেনে নিতে পারবেন। তবে এই অ্যাপের সীমাবদ্বতা হলো, এখানে শুধু ব্রান্ডের ফোন গুলোর সিক্রেট কোড পাবেন। আর, এই সিক্রেট কোড দিয়ে খুব সহজে যেকোন ফোনের সিক্রেট কিছু জিনিস যেমনঃ Mac Adress, IMEI Number, Ip ইত্যাদি জানতে পারবে। গুগল প্লে স্টোরে সার্চ করলে অসংখ্য অ্যাপ এ নিয়ে পাবে। তবে আপনার যেটি ভালো লাগে সেটি ব্যবহার করা শুরু করে দিন।

[box type=”download” align=”” class=”” width=””]অ্যাপটির ডাউনলোড লিংক – https://play.google.com/store/apps/details?id=com.iodif.secretcodes[/box]

SMS Forworder

Google Play Store এ অসংখ্য Sms Forworder App পাবেন। সেখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তবে, আমি যেটা সাজেস্ট করেছি সেটা ব্যবহার করে দেখুন। এটা লাইট ওয়েট একটা অ্যাপ আর এটা শতভাগ কাজ করে বিধায় আমি আপনাদের নিকট শেয়ার করেছি। এই টুলস অ্যাপটি আপনি আপনার অন্য ফোনে Install করে দিয়ে সেই ফোনের Sms, Phone call, Email ইত্যাদি সকল কিছু আপনার অন্য আরেক ফোনে সহজেই পেয়ে যাবেন।

যারা এক বা একাধিক মোবাইল ফোন ব্যবহার করেন তাদের জন্য এই অ্যাপটি অনেক কাজের হতে পারে। এছাড়াও অভিভাবক হিসাবে আপনার সন্তানের ফোন নজদারীতে অ্যাপটি অনেক কাজের।

[button color=”red” size=”small” link=”https://play.google.com/store/apps/details?id=com.techinnate.android.smsforwarder” icon=”fa fa-download” target=”true” nofollow=”true”]প্লে-স্টোর থেকে ডাউনলোড করুন[/button]

Wps Wpa Wifi Tester

এই App টির মাধ্যমে আপনি কম সিকিউর এ থাকা Wifi গুলো দেখতে পারবেন। এর ফলে আপনার বাসার Wifi যদি কম সুরক্ষিত থাকে তাহলে সেটিকে ভালো ভাবে সুরক্ষিত করে নিতে পারবেন। তাই আপনি চাইলে এই অ্যাপটিকে ব্যবহার করতে পারেন। তবে অ্যাপটির সকল ফিচার ব্যবহার করার জন্য আপনার ফোনটিকে অবশ্যই রুট করতে হবে। রুট করা না থাকলে এই App টির সকল ফিচার আপনি ব্যবহার করতে পারবেন না। যেমনঃ সেভ কানেক্ট থাকা ওয়াই-ফাই এর পাসওয়ার্ড দেখা।

[button color=”red” size=”small” link=”https://play.google.com/store/apps/details?id=com.tester.wpswpatester” icon=”fa fa-download” target=”true” nofollow=”true”]প্লে-স্টোর থেকে ডাউনলোড করুন[/button]

Files by Google

এটি গুগলের ডেভলপ করা একটি এন্ড্রয়েড অ্যাপ। এটিকেও আপনি টুলস অ্যাপ হিসাবে ব্যবহার করতে পারেন। বর্তমান সময়ে এই অ্যাপটি জনপ্রিয় হচ্ছে বিশ্বস্ততার জন্য। কেননা File By Google অ্যাপ ব্যবহার করে অনেক সহজে গুগল ড্রাইভে ফাইল ব্যাকআপ নেওয়া যায়। এছাড়াও এটির UI ও ইউজার ইন্টারফেস অনেক সহজ।

তাছাড়া এই অ্যাপটিকে Shareit অ্যাপের বিকল্প হিসাবেও ব্যবহার করতে পারবেন। Shareit অ্যাপ এ ফাইল সেন্ড ও রিসিভ করার জন্য বিরক্তিকর এড দিয়ে ভর্তি। কিন্তু এই অ্যাপে এমন কিছু নেই। তাই ফাইল শেয়ার বা রিসিভ করার টুলস অ্যাপ হিসাবে এটিকে জায়গা করে দিতে পারেন।

[button color=”primary” size=”small” link=”https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.nbu.files” icon=”fa fa-download” target=”true” nofollow=”false”]Install Files by Google[/button]

Termux

কম্পিউটারের লিনাক্সের মতোন কমান্ড এই অ্যাপে দিয়ে বিভিন্ন কাজ করতে পারেন।

Termux combines powerful terminal emulation with an extensive Linux package collection.

যে ধরনের কাজ এই অ্যাপটি দিয়ে করতে পারবেন –

  • Enjoy the bash and zsh shells.
  • Manage files with nnn and edit them with nano, vim or emacs.
  • Access servers over ssh.
  • Develop in C with clang, make and gdb.
  • Use the python console as a pocket calculator.
  • Check out projects with git.
  • Run text-based games with frotz.

Termux অ্যাপের Sms Bomb নিয়ে একটি টিউন টিউনবিএন এ প্রকাশ করা আছে। আপনি চাইলে টিউনটি পড়তে পারেন। টিউন লিংকঃ Termux দিয়ে Sms Bomb করে Unlimited Sms Sent করুন

[button color=”red” size=”small” link=”https://play.google.com/store/apps/details?id=com.termux” icon=”fa fa-download” target=”true” nofollow=”true”]প্লে-স্টোর থেকে ডাউনলোড করুন[/button]

লিস্টে উল্লেখ করা এই ৫টি টুলস অ্যাপ ছাড়াও আরো অনেক অ্যাপ রয়েছে যেগুলো পরবর্তিতে আপনাদের সাথে শেয়ার করার চেস্টা করব।

আজ এই পর্যন্ত। ভালো থাকুন সুস্থ থাকুন ও নিয়মত টিউনবিএনে ভিজিট করুন। টিউনে নিয়ে আপনার যেকোন মতামত বা জিজ্ঞাসা থাকলে কমেন্টের মাধ্যে জানাতে পারেন। সম্ভন হলে টিউনটি আপনার বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করুন যাতে তারাও এই সম্পর্কে জানতে পারে।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.