Status

ছেলে বেস্ট ফ্রেন্ড এর জন্মদিনের শুভেচ্ছা

ছেলে বেস্ট ফ্রেন্ড এর জন্মদিনের শুভেচ্ছা খুঁজছেন? যদি খুঁজে থাকেন তবে এই আর্টিকেলটি আপনার জন্য। আর্টিকেলটিতে এ ধরনের সেরা সকল নতুন নতুন শুভেচ্ছা বার্তা পাবেন। যার মাধ্যমে আপনি ছেলে বেস্ট ফ্রেন্ড এর জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারবেন।

জন্মদিন সবারই জীবনে বছরে একবার করে আছে। যদি কারো ছেলে বেস্ট ফ্রেন্ড থাকে বা বয়ফ্রেন্ড থাকে তাহলে সে চায় অনেক সুন্দর করে তার জন্মদিনের শুভেচ্ছা জানাতে। সুন্দরভাবে উপস্থাপন করে জন্মদিনের শুভেচ্ছা জানালে সেটি অনেক আকর্ষনীয় হয় এবং যার জন্মদিন সে এই শুভেচ্ছা বার্তা দেখে অনেক খুশি হয়। তাহলে চলুন আর দেরী না করে আর্টিকেলে থাকা ছেলে বেস্ট ফ্রেন্ড এর জন্মদিনের শুভেচ্ছা বার্তাগুলো দেখে নেওয়া যাক।

ছেলে বেস্ট ফ্রেন্ড এর জন্মদিনের শুভেচ্ছা

তালিকা আকারে ছেলে বেস্ট ফ্রেন্ড এর জন্মদিনের শুভেচ্ছাগুলো নিম্নে দেওয়া হলো। একে একে শুভেচ্ছাগুলো দেখুন এবং যেটি আপনার ভালো লাগে সেটি কপি করে নিয়ে আপনার ছেলে বেস্ট ফ্রেন্ডকে জন্মদিনের শুভেচ্ছা জানান। মেসেজ পাঠিয়ে বা সোশ্যাল মিডিয়া প্রোফাইলে স্ট্যাটাস দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারেন। এছাড়াও শুভেচ্ছা বার্তা কার্ডে লিখেও জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারেন। যেকোন বেস্ট ফ্রেন্ড এর জন্মদিনের শুভেচ্ছা জানাতে স্ট্যাটাসগুলো আপনারা ব্যবহার করতে পারবেন।

  • তোমার জীবন হয়ে উঠুক রামধনুর সাত রঙে রঙিন। প্রতি বছর তোমার বয়সের সাথে সাথে বাড়ুক তোমার বুদ্ধি ও যশ। শুভ জন্মদিন।
  • রাত যায় দিন আসে, মাস যায় বছর আসে, সবাই আশায় থাকে একটি সুদিনের, আমি আশায় থাকি তোমার জন্মদিনের।
  • যেদিন সূর্য উঠেনি, সেদিন ফুল ফোটেনি, কারন জন্মদিন ছিল বলে। দিনটা ছিল তোমার,আমার মাঝে লুকিয়ে আছে সেই দিনটির স্মৃতি, যা প্রতি বছর সাড়া জাগায় আমার মনে।
  • জন্মদিনে কিবা দিবো তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও পেয়ার। শুভ জন্মদিন প্রিয়।
  • প্রিয় বন্ধু আশা করি তোর এই জন্মদিনটি আনন্দে ভরপুর থাকুক। শুভ জন্মদিন
  • আসুক ফিরে এমন দিন হোক না তোমার সব রঙিন জনম জনমের তরে, তোমার এই শুভ জন্মদিনে বারে বারে পড়ছে মনে যতই থাকি না দুরে।
  • শাশ্বত, এই জন্মদিন তোমার স্বগত হোক বার বার ধরণীর ম্লান অভ্র কুঞ্জে, রূপ রঙে করুক আবার ধুয়ে যাক সব কষ্ট দুঃখ গ্লানি তোমার হাঁসির ছোয়া লেগে সুরভিত হোক সকল প্রাণী শুভ জন্মদিন।
  • ফুলের হাসিতে প্রাণের খুশিতে, সোনালী রোদ্দুর ঘাসের বুকেতে, করেছে ভুবন রঙ্গীন, তোমাকে জানায় হৃদয় থেকে!! শুভ জন্মদিন।
  • আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান, প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন, ফুলেরা সব ফুটেছে বাগানে, আজ আমার, প্রিয় মানুষের জন্মদিন।
  • আজ তোমার জন্মদিন, জীবন হোক তোমার রঙিন, সুখ যেন না হয় বিলীন, দুঃখ যেন না আসে কোনো দিন।
  • কামনা করি তুমি যেন পৃথিবীর সব সুখ আস্বাদন করতে পারো। শুভ জন্মদিন।
  • আজ বাতাসে সুগন্ধিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান, প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন, ফুলেরা সব ফুটেছে বাগানে বাগানে, আজ আমার প্রিয়ার জন্মদিন।
  • সবাই ফুল দিয়ে উইশ করবে, আমি না হয় হৃদয় দিয়ে করবো। কেউ মুখে বলবে আবার কেউ গিফট দিবে, আমি না হয় এস এম এস দিয়ে বললাম।
  • কিছু লোক মনে করে আমি তাদের ঘৃণা করি, না ভাই, তোমাদের কথা চিন্তা করার সময়টুকুও আমার কাছে নেই।
  • আজ তোমার জন্মদিন, কি দেব বল উপহার? হৃদয় ছাড়া দেবার মতো কিছু নেই তো আমার। আজ জন্মদিন তোমার, এই গান দিলাম উপহার।
  • দুঃখিত তোমার জীবন থেকে আরো একটি বছর চলে গেল, মৃত্যুর দিকে আরো একধাপ এগিয়ে গেলে।
  • দারুন দিনটায় জানাই অভিনন্দন, চলার পথে সৌভাগ্যবান থেকো, আগামী জীবনটা আনন্দময় হোক এই আশা করি, আজ দিনটা ভালোভাবে উপভোগ করো।
  • বছর বছর আসে ফিরে শুভ জন্মদিন, হাসি খুশির রঙিন ছোয়া গিফট এর দিন।
  • তোমার জন্য প্রার্থনা করি ১২ মাস আনন্দ, ৫২ সপ্তাহ খুশি, ৩৬৫ দিন সাফল্য, ৮৭৬০ ঘণ্টা সুস্বাস্থ্য এবং ৫২৬০০ মিনিট সৌভাগ্য। শুভ জন্মদিন।
  • আজকের দিনটা ভরে উঠুক ভালবাসা আর উৎসাহে, আশা করছি সব প্রিয়জনেরা পাশেই আছে। জীবনে আরো উন্নতি, সৌভাগ্য, ঐশ্বর্য আসুক এই কামনাই করি। শুভ জন্মদিন বন্ধু।
  • আল্লাহর আশীর্বাদে তোমার প্রতিটি দিন কাটুক নতুন নতুন সুখের আতিশয্যে. আর তোমার চারিপাশে ছড়িয়ে থাকুক খুশির নানান আভাস।
  • নিজেকে নিজের কাছে প্রমান করো অন্য কারো কাছে নয়।
  • তোর জন্য ভালোবাসা, লক্ষ গোলাপ জুঁই, হাজার লোকের লোকের ভিড়ে আমার, থাকবি হৃদয়ে তুই।
  • আর একটা বছর এসে গেলো, বেড়ে যাবে আর একটা মোমবাতি, কাল ও ছিলাম আজ ও আছি, তোমার জন্মদিনের সাথী।
  • সাফল্য কোনও দুর্ঘটনা নয়।এটি কঠোর পরিশ্রম, সহ্যশক্তি, অধ্যয়ন এবং ত্যাগের ফল।
  • আজকের এই বিশেষ দিনে হয়ে ওঠো আরো নবীন, ভালোবেসে জানাই তোমায় শুভ জন্মদিন।
  • এই বারেতে একটু খানি, কাটিয়ে ঘুমের রেশ, চোখটি মেলে চেয়ে দেখো, আরো একটি বছর শেষ।
  • সুন্দর এই পৃথিবীতে সুন্দরতম জীবন হোক তোমার, পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা, বেঁচে থাকো হাজার বছর ধরে।
  • গ্রীষ্মের ফুলগুলি, বর্ষার অঞ্জলী, শরতের গিতালী, হেমোন্তের মিতালী, শীতের পিঠাফুলি, বসন্তের ফুলকলী, এমনি করে ভরে থাক তোমার জীবনের দিনগুলি।
  • আমি কৃতজ্ঞ এই দিনের প্রতি, কারন আজকের এই দিনেতে তুমি জন্মেছিলে, এই দিনে আমি আমার জীবনের সবচেয়ে খুশি ছিলাম। শুভ জন্মদিন।
  • আরো একটি বছর করলে তুমি পার, সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি বার বার।
  • জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, তোমার জীবনের গল্প লেখো নিজের হাতে, শুধু মাথায় রেখো তাতে কল্পনা ও বাস্তবের মধ্যে যেন একটা সমতা থাকে।
  • আজকের এই বিশেষ দিনে হয়ে ওঠো আরো নবীন, ভালবেসে জানাই তোমায় জন্মদিন।
  • জন্মদিন এলো ফিরে, জীবন থাকুক আলোয় ভরে আছে যত ইচ্ছে মনে বদ্ধ রেখোনা মনের কোণে, পৃথিবীর সুখ তোমার থাক দুঃখ গুলো নিপাত যাক, স্বপ্ন গুলো হক রঙিন, হৃদয় ভোরে জানাই শুভ জন্মদিন বন্ধু।
  • শুভ শুভ শুভ দিন, আজ তোমার জন্মদিন। মুখে তোমার দীপ্ত হাসি, ফুল ফুটেছে রাশি রাশি। হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাসে, তেমনি করে বন্ধু তোমার, জীবন যেন সুখের সাগরে ভাসে।
  • আশা রাখি জীবনের আনন্দযাত্রায় কখনোই সত্যির পথ থেকে সরে যাবে না.. জন্মদিনের শুভেচ্ছা নিও।
  • আজকের দিনটা ভরে উঠুক ভালবাসা আর উৎসাহে, আশা করছি সব প্রিয়জনেরা পাশেই আছে। জীবনে আরো উন্নতি, সৌভাগ্য, ঐশ্বর্য আসুক এই কামনাই করি।
  • দিনের শেষে বলছি বটে শুভ জন্মদিন, কিন্তু তোমার কথা শুধু ভাবছি সারাদিন।
  • এই দিনটা আসে যেন বারবার বারবার ফিরে, যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে। শুভ জন্মদিন।
  • আমার জীবনের সেরা সময় তোমার মত প্রাণবন্ত ভাইয়ের সাথে বড় হওয়া, জীবনকে বর্ণময় করে তোলার জন্য ধন্যবাদ! শুভ জন্মদিন
  • আজকের এই দিনটির জন্য একটা বছর ধরে ওয়েট করছি, কারন এই স্পেশাল দিনে সৃষ্টিকর্তা তোমাকে পৃথিবীতে স্পেশাল করে আমার জন্য পাঠিয়েছে!
  • অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দুরে, মন খারাপের দিনটা তোমার না আসুক ফিরে, দুঃখগুলো দাও উড়িয়ে ওই আকাশের নীড়ে, অসীম সুখ বয়ে আসুক তোমার জীবন জুড়ে।
  • সাগরের ঢেউ ফুলের সুগন্ধ, রাতের তারারা সবাই জড়ো হয়েছে তোকে একসাথে বলতে।
  • আমার কখনো মনেই হয়নি যে আমার কোনো আপন ভাই নেই। কারন আমরা এমন একটা বন্ধু আছে যে, সে আমার এতোটাই আপন যে তাকে আমি নিজের বন্ধু না, ভাই মনে করি। আজকে আমার সেই ভাইয়ের জন্মদিন। জন্মদিনের অগণিত শুভেচ্ছা রইলো তার জন্য।
  • চাঁদের জন্য পূর্নিমা, পাহাড়ের জন্য ঝর্না, নদীর জন্য মোহনা, আর তোমার জন্য রইলো জন্মদিনের অনেক অনেক শুভ কামনা। শুভ জন্মদিন।

আজ তোমার জন্মদিন এলো খুশির শুভদিন সর্বদা থাকে যেনো তোমার মন এমনি আনন্দে রঙিন। হ্যাপি বার্থডে!!

ফুলের হাসিতে প্রাণের খুশিতে সোনালী রোদ্দুরে সবুজের বুকেতে লাগছে আজ অনেক রঙিন অলিরা গানে গানে ফুলের কানে কানে বলছে আজ সেই শুভ দিন শুভ জন্মদিন!!

কারও প্রিয়দিন Sunday কারও প্রিয়দিন Monday, আমার প্রিয়দিন তোমার Birthday। শুভ জন্মদিন!!

আর একটি বছর এসে গেলো বেড়ে যাবে আর একটা মোমবাতি, কালও ছিলাম আজও আছি। তোমার জন্মদিনের সাথী। শুভ জন্মদিন

আমি আমার জীবনকে ভালবাসি কারণ এটি তোমাকে দিয়েছি !! আমি তোমাকে ভালোবাসি কারণ তুমিই আমার জীবন!!! শুভ জন্মদিন প্রিয়

শেষ কথা

আশা করছি আর্টিকেলে থাকা ছেলে বেস্ট ফ্রেন্ড এর জন্মদিনের শুভেচ্ছা বার্তাগুলো আপনার ভালো লেগেছে। অনেকগুলো ছেলে বেস্ট ফ্রেন্ড এর জন্মদিনের শুভেচ্ছা আর্টিকেলে শেয়ার করছি। যেটি আপনার ভালো লাগে সেটি কপি করে নিয়ে ছেলে বেস্ট ফ্রেন্ডকে শুভেচ্ছা জানান।

ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। আর্টিকেলটি আপনার কেমন লেগেছে এই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন। লাইক করুন আমাদের ফেসবুক পেজ /TuneBN.Official কে নতুন সকল আর্টিকেলের আপডেট সহজেই পাওয়ার জন্য।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.