Wapkiz

Wapkiz Footer Ads Hide Code v2.0 || মুছে ফেলুন ওয়াপকিজের ফুটার এডস চিরতরে

আসসালামু ওয়ালাইকুম। আশা করছি ভালো আছে। পোস্টের টাইটেল দেখে বুঝে যাওয়ারই কথা আজকের এই টিউনে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি Wapkiz Footer Ads Hide Code । এই টিউনে যে এডস হাইড কোডটি শেয়ার করব সেটি ওয়াপকিজ ফুটার এডস হাইডের লেস্টেস্ট ভার্সন (v2.0)।

যার জানেন না তাদের জন্য বলে নিচ্ছি আগের যে ওয়াপকিজ ফুটার এডস হাইড কোড আপনার ব্যবহার করতেন সেটিও আমারই তৈরি করা। বর্তমানের সেটি এক্সপায়ার্ড হয়ে গেছে। যদিও এখন ওয়াপকিজ নিয়ে কাজ করি না!! আর অনেকই অনুরোধ করছেন নতুন এডস হাইড কোড দেওয়ার জন্য তাই ভাবলাম কোডটি তৈরী করে শেয়ার করে ফেলি। কী বলে?

আগের তৈরী এডস হাইড কোডে পোস্ট – Hide Wapkiz Footer Ads 100% Working 2020 Method। যার এই মেথড ব্যবহার করেছিলেন তারা জানেন যে, এটা Js মেথড ছিল এবং স্ক্রিপ্ট Encode করা ছিল। আর, সিম্পল একটা পপ-আপ সমস্যা ছিল। কিন্তু, v2.0 তে কোন প্রকার পপ-আপ থাকবে না ও সম্পূর্ণ ফ্রেস কোড থাকবে। তাই আপনার খুব সহজে এর টেকনিকটা ধরে নিতে পারবেন।

তবে, আর আগে চলে এর লাইভ ডেমো দেখে নেওয়া আসা যাক। কী বলেন?

Code Live Demo

লাইভ ডেমো দেখতে এই লিংকে ভিজিট করুন – http://techlover.wapkiz.mobi/

লাইভ ডেমোর টেমপ্লেটটি কিন্তু ট্রিকবিডির মতোন। আপনি যদি ওয়াপকিজে ট্রিকবিডির মতোন সাইট বানাতে চান তবে এই চেইন টিউটোরিয়াল গুলো দেখুন। ভিডিও সহ পাবেন। লাস্ট পার্টের লিংক দেওয়া হলো। এখানে সব পার্টের লিংক পাবেন – {Admin Discussion} Wapkiz এ বানান TrickBD এর মতোন ফোরাম সাইট [Last Part]

এবার এই কোডের ফিচার গুলো নিয়ে আপনার সাথে কথা বলি।

Wapkiz Footer Ads Hide Code Features

  • Html5
  • Pure Css
  • No Javscript
  • We use Wapkiz tag code
  • Fast Loading
  • No enscripted Code
  • No Hidden Code

ডেমো ফিচার সব তো দেখে নিলেন! কিন্তু, ডাউনলোড লিংক কই? আছে ভাই আছে। এবার চলে ডাউনলোড করে নেওয়া যাক।

Download Wapkiz Footer Ads Hide Code v2.0

[box type=”error” align=”” class=”” width=””]Code License: TuneBN Authorize. If you share this code in your blog you must have add this post link after your blog post.[/box]

[button color=”black” size=”medium” link=”https://cutt.ly/Th4hrXy” icon=”fa fa-download” target=”true” nofollow=”false”]Download Wapkiz Footer Ads Remove Code[/button]

[box type=”info” align=”” class=”” width=””]ফাইলটি গুগল ড্রাইভে আপলোড করা আছে। আশা করে ডাউনলোড করতে কোন সমস্যা হবে না। যদি সমস্যা হয় তবে চিন্তা করবেন না। আমি আছি তো!! এই পোস্টের কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে দিন। আপনি আপনার ইনবক্সে ডায়রেক্ট কোড পেয়ে যাবেন। তবে, কমেন্টে আপনি আপনার ই-মেইল দিবেন না। টিউনএন এর নিজস্ব Message সিস্টেম আছে।[/box]

কোডটি তো ডাউনলোড করলেনই কিন্তু যদি জানেনই না কোডটি কিভাবে সেটা-আপ করবেন তাহলে আর লাভ কী হলে!! তাই না? তো চলেন সেটিও জেনে নেই।

কিভাবে ওয়াপকিজ সাইটের ফুটার এডস হাইড করবেন?

স্টেপ-১ঃ

Wapkiz footer ads hide code step 1: Panel Mode
ওয়াপকিজ সাইটে ফুটার এডস হাইড করার স্টেপ ১ঃ প্যানেল মোড

প্রথমে আপনি আপনার ওয়াপকিজ সাইটে লগিন করুন। এরপর যে সাইটে ফুটার এডস হাইড করবেন সেই সাইটের Panel Mode এ যান।

স্টেপ-২ঃ

Wapkiz footer ads hide step 2: Footer Edit
ওয়াপকিজ সাইটে ফুটার এডস হাইড করার স্টেপ ২ঃ ফুটার এডিট

এবার Extra তে চলে যান এবং Footer এর পাশে যে Edit বাটনটা আছে সেখানে ক্লিক করুন।

স্টেপ-৩ঃ

Wapkiz footer Ads hide code step 3: Html/ Tag code dropdown
ওয়াপকিজ সাইটে ফুটার এডস হাইড করার স্টেপ ৩ঃ ড্রপডাউন মেনু থেকে Html/ Tag Code সিকেক্ট

এখন ড্রপডাউন মেনু থাকে Html/ Tag Code সিকেক্ট করে Go করুন।

স্টেপ-৪ঃ

Wapkiz footer ads hide code step 4
ওয়াপকিজ সাইটে ফুটার এডস হাইড করার স্টেপ ৪ঃ কোড বসানো

সবশেষে, ডাউনলোড করা কোডটি কপি করে Textbox এ পেস্ট করে দিন এবং Position অবশ্যই সবার শেষেরটা সিকেক্ট করে Save করে দিবেন।

স্টেপ-৫ঃ এবার সাইটে ভিজিট করে ম্যাজিক দেখুন। দেখবেন ফুটার এডস উধাও হয়ে গেছে।

সম্পূর্ণ একটা টিউটোরিয়াল দিলাম। আশা করছি আপনার কোন সমস্যা হবে না ওয়াপকিজের ফুটার এডস হাইড করতে তবুও যদি কোন সমস্যা হয় তবে কমেন্ট করুন। এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টিউনবিএন এর সাথেই থাকুন।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.