Lifestyle

অডিও গান ডাউনলোড [ওয়েবসাইট + অ্যাপস]

আপনি কি অডিও গান ডাউনলোড করতে চাচ্ছেন? কিন্তু জানেন না কিভাবে অডিও গান ডাউনলোড করবেন? অথব অডিও গান ডাউনলোড করার ওয়েবসাইট বা অ্যাপস খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি আপনার জন্য।

আর্টিকেলটিতে থেকে অডিও গান ডাউনলোড করা নিয়ে বিস্তারিত সকল কিছু আপনি জেনে নিতে পারবেন। কোন ওয়েবসাইট থেকে কোন অ্যাপের মাধ্যমে এ কাজটি করতে পারবেন এ সংক্রান্ত বিস্তারিত সকল কিছু জেনে নিতে পারবেন।

আরো পড়ুনঃ

যারা গান শুনতে ভালোবাসেন এবং নিয়মিত নতুন নতুন অডিও গান ডাউনলোড করতে চান তাদের জন্য আর্টিকেলটি অনেক সহায়ক হবে। তাহলে চলুন এ বিষয় সংক্রান্ত বিস্তারিত সকল তথ্য জেনে নেওয়া যাক।

অডিও গান ডাউনলোড

ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যারা নতুন প্রকাশিত হওয়া সকল গান তাদের ওয়েবসাইটে লিস্টিং করে রাখে। এতে করে যেকোন ব্যবহারকারী পৃথিবীর যেকোন প্রান্ত থেকে যেকোন গান সহজেই ডাউনলোড করে নিতে পারে। ডাউনলোড করে নেওয়া ছাড়া অনলাইনেও গানগুলো শোনা যায়।

বর্তমান সময়ে নতুন গানগুলো ভিডিও গান আকারে প্রকাশ পায়। তারপর সেই গানগুলো অডিও ফরমেটে বিভিন্ন প্রকাশনা শেয়ার করে। ভিডিও গানগুলো শেয়ার করার সবেচেয়ে জনপ্রিয় প্লাটফর্ম হলো ইউটিউব। ইউটিউবে প্রকাশিত হওয়া যেকোন গান সহজেই ভিডিও ও অডিও আকারে ডাউনলোড করে নেওয়া যায়।

কিভাবে আপনি ইউটিউব থেকে গান ডাউনলোড করবে, আর কি কি অ্যাপস ও ওয়েবসাইট রয়েছে সকল কিছু সহজেই জেনে নিতে পারবেন আমাদের এই আর্টিকেলটি থেকে। এজন্য আপনাকে আমাদের সাথে থেকে সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে হবে।

ইউটিউব থেকে অডিও গান ডাউনলোড

ইউটিউব অনেক জনপ্রিয় একটি ভিডিও শেয়ারিং প্লাটফর্ম। প্রতিনিয়ত নতুন নতুন অনেক ভিডিও গান প্লাটফর্মটিতে আপলোড করা হয়। ইউটিউবে থাকা গানকে অডিও ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে ভিডিওটির লিংক কপি করতে হবে। এরপর ইউটিউব ভিডিও ডাউনলোড ওয়েবসাইটে গিয়ে ভিডিও এর লিংক পেস্ট করে কনভার্ট/ ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। এরপর mp3 ফরমেট সিলেক্ট করে এটিকে ডাউনলোড করলে ভিডিওটি অডিও আকারে ডাউনলোড হবে।

এবার চলুন এ বিষয়ে বিস্তারিত ভাবে ধাপে ধাপে জেনে নেওয়া যাক। যাতে বিষয়টি আপনার কাছে অনেক পরিষ্কার হয়।

ধাপ ১ঃ ইউটিউব ভিডিও এর লিংক কপি করুন

ইউটিউব ভিডিও এর লিংক কপি করার নিয়ম

আপনি ইউটিউবের যে ভিডিও গানটিকে অডিও আকারে ডাউনলোড করবেন সেই ভিডিওটির লিংক প্রথমে কপি করে নিন। অ্যাপ থেকে লিংক কপি করার জন্য প্রথমে শেয়ার (Share) বাটনে ক্লিক করুন। তারপর, কপি কিংক (Copy Link) এর একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করলে ভিডিও এর লিংক কপি হয়ে যাবে। কোন ব্রাউজার দিয়ে ভিডিও দেখে থাকলে ইউআরএল টি কপি করে নিবেন।

ধাপ ২ঃ ইউটিউব ভিডিও টু অডিও ডাউনলোডর ওয়েবসাইটে ভিজিট করুন

লিংক কপি করে নেওয়ার পর আপনাকে ইউটিউব ভিডিও টু অডিও ডাউনলোডর ওয়েবসাইটে ভিজিট করতে হবে। গুগলে অনুসন্ধান করলে আপনি এ ধরনের অনেকগুলো ওয়েবসাইট পাবেন। যেখান থেকে পছন্দের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। অথবা আমাদের দেখানো ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। ওয়েবসাইটের নাম YtMp3 লিংক https://ytmp3.nu/en/yecc।

ধাপ ৩ঃ কপি করা লিংক পেস্ট করুন ও কনভার্ট বাটনে ক্লিক করুন

কপি করা লিংক পেস্ট করে কনভার্ট করার ছবি

উল্লেখিত ওয়েবসাইটে ভিজিট করার পর আপনি একটি ইনপুট বক্স দেখতে পারবেন। সেখানে কপি করা লিংকটি পেস্ট করে দিবেন। তারপর কনভার্ট (Convert) বাটনে ক্লিক করবেন।

ধাপ ৪ঃ ডাউনলোড বাটনে ক্লিক করুন

কনভার্ট বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নিবে। তারপর অডিও গান ডাউনলোড অডিও গান ডাউনলোড করতে পারবেন। কিছুক্ষণের মধ্যে আপনার সামনে Download বাটটি আসবে। এবার ডাউনলোড বাটনে ক্লিক করে ইউটিউব থেকে ভিডিও গানটি সহজে অডিও আকারে ডাউনলোড করে নিন।

অডিও গান ডাউনলোড করার ওয়েবসাইট

কিভাবে ইউটিউবে প্রকাশ পাওয়া ভিডিও গানকে অডিও আকারে ডাউনলোড করবেন তা তো জেনেই নিলেন। এ পদ্বতি জানা থাকলে সহজেই যেকোন গান ডাউনলোড করতে পারবেন। কেননা বেশীরভাগ গান প্রথমে ইউটিউবে রিলিজ হয়ে থাকে।

এবার চলুন অডিও গান ডাউনলোড করার কিছু জনপ্রিয় ওয়েবসাইটের নাম জেনে নেওয়া যাক। যে ওয়েবসাইট থেকে আপনি আরো অতি সহজে গান ডাউনলোড করতে পারবেন ও অনলাইনে গান শুনতে পারবেন।

হিন্দি, বাংলা, ইংরেজি ইত্যাদি যেকোন ভাষার গান এসকল ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন।

FusionBD

FusionBD Website

FusionBD ওয়েবসাইটের নাম আপনি হয়তো নাও শুনতে পারেন। কিন্তু, ২০১৪ সালের দিকের সময়ে এই ওয়েবসাইটিই ছিল বাংলা, ইংরেজি, হিন্দি গান ডাউনলোড করার সম্বল। তখনকার সময়ে ইন্টারনেটের অনেক ব্যাপকতা ছিল না। স্মার্টফোনের সংখ্যাও কম ছিল। অনেক দীর্ঘ সময়কাল থেকে এই ওয়েবসাইটি নতুন নতুন সকল গান প্রকাশ করে আসছে। গান ছাড়াও নাটক, রেডিও প্রোগ্রাম, ভিডিও গান ইত্যাদি পাবেন ওয়েবসাইটিতে। ওয়েবসাইটের মাধ্যমে গান ডাউনলোড করার জন্য এই ওয়েবসাইটিকে আপনারা ব্যবহার করতে পারেন। বাংলা গান ডাউনলোড করার জন্য ওয়েবসাইটটি অনেক জনপ্রিয়। ওয়েবসাইটের লিংক – https://fusionbd.com/।

Music.com.bd

Music.com.bd Website

বাংলা গান ডাউনলোড করার জন্য এই ওয়েবসাইটটি অনেক জনপ্রিয়। ওয়েবসাইটটি থেকে আপনি অতি সহজে বাংলা গান ডাউনলোড করে নিতে পারবেন সাথে অনলাইনে শোনারও সুবিধা রয়েছে। যারা অনেক অতি পুরোনো বাংলা গান খুঁজছেন তারা গানের নাম লিখে ওয়েবসাইটিতে অনুসন্ধান করতে পারে। ওয়েবসাইটির লিংক – https://www.music.com.bd/।

Hungama.com

Hungama Website

Hungama ওয়েবসাইটের নাম আপনি নিশ্চয়ই শুনেছনে। এই ওয়েবসাইটি অনেক জনপ্রিয় একটি ওয়েবসাইট গান শোনা ও ডাউনলোড করার জন্য। বিভিন্ন ধরনের হিন্দি গানের কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন। শুধুমাত্র হিন্দি গান নয় হিন্দি গানের পাশাপাশি ইংরেজি, বাংলা ইত্যাদি বিভিন্ন ভাষার গান আপনারা এখানে পাবেন। ওয়েবসাইটটি থেকে গানগুলোকে আপনি হাই-কোয়ালিটি ফরমেটে অতি সহজেই ডাউনলোড করতে পারবেন। ওয়েবসাইটির লিংক – https://www.hungama.com/।

Gaana

Gaana Website

বর্তমান সময়ে বিপুল জনপ্রিয় একটি ওয়েবসাইট গানা ডট কম। এটি মূলত একটি ভারতীয় ওয়েবসাইট। তবে ওয়েবসাইটি থেকে গান শোনা ও ডাউনলোড করার জন্য আপনাকে তাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। এছাড়া এই ওয়েবসাইটির নিজস্ব একটি অ্যাপ রয়েছে। যারা কোন প্রকার ঝামেলা ও বিজ্ঞাপন ছাড়া হাই কোয়ালিটি ফরমেটে গান শুনতে চান তাদের জন্য এই ওয়েবসাইটি সেরা একটি ওয়েবসাইট। বিভিন্ন ধরনের নতুন ও পুরাতন গানের কালেকশন আপনারা ওয়েবসাইটটিতে পেয়ে যাবেন। ওয়েবসাইটের লিংক – https://gaana.com/।

Last.fm

Last.fm Website

last.fm ওয়বসাইটটি পুরো বিশ্বে অনেক জনপ্রিয়। ইংরেজি ও আন্তজার্তিক ভাবে জনপ্রিয় বিভিন্ন গায়ক ও ব্রান্ডের গান আপনারা এই ওয়েবসাইটটিতে পেয়ে যাবেন। পাশপাশি গানগুলোকে বিনামূল্যে ডাউনলোড করার সুযোগ পাবেন। তবে গান ডাউনলোড করার জন্য আপনাকে ওয়েবসাইটে লগিন করতে হবে। ইংরেজি অডিও গান যাদের ভালো লাগে ও যারা অডিও গান ডাউনলোড করে নিয়ে শুনতে চান তাদের জন্য এই ওয়েবসাইটি অনেক সেরা একটি ওয়েবসাইট। ওয়েবসাইটটির লিংক – https://www.last.fm/।

কিভাবে অডিও গান ডাউনলোড করব

অডিও গানকে ডাউনলোড করার জন্য আপনি ইউটিউব, বিভিন্ন ওয়েবসাইট কিংবা অ্যাপের সহায়তা নিতে পারেন। ইউটিউবের ভিডিও গান অডিও আকারে ডাউনলোড করার জন্য আপনাকে ইউটিউব ভিডিও টু অডিও টুল এর সহায়তা নিতে হবে। এছাড়া বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেখান থেকে সহজেই ফ্রিতে অডিও গান ডাউনলোড করতে পারবেন। সেই সকল ওয়েবসাইটেরও সহায়তা নিতে পারেন গান ডাউনলোড দেওয়ার ক্ষেত্রে।

আর্টিকেলটিতে এ ধরনের সেরা কিছু ওয়েবসাইটের তালিকা শেয়ার করা হয়েছে। এছাড়া কিছু অ্যাপস/ সফটওয়্যার রয়েছে যারা এ ধরনের সেবা দিয়ে থাকে। সেই সকল অ্যাপস/ সফটওয়্যারের তালিকা আপনারা নিম্নে পেয়ে যাবেন।

বাংলা অডিও গান

অনেকেই আছে যারা বাংলা অডিও গান শুনতে ভালোবাসেন। বর্তমান সময়ে বেশিরভাগ বাংলা অডিও গান ইউটিউবে প্রকাশ করা হয়ে থাকে। আপনি যে বাংলা অডিও গান ডাউনলোড করতে চান সেই গানটি ইউটিউব থেকে বের করে সহজেই ভিডিও আকারে ডাউনলোড করে নিতে পারেন। কিভাবে করবেন তার ইতিমধ্যে আর্টিকেলে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এছাড়াও বাংলা গান ডাউনলোড করা ওয়েবসাইটে গিয়ে গানের নাম সার্চ করে গানটিকে ডাউনলোড করে নিতে পারেন।

অডিও গান ডাউনলোড করার অ্যাপস ও সফটওয়্যার

অডিও গান ডাউনলোড করার অনেক অ্যাপস ও সফটওয়্যার রয়েছে। যেগুলো আপনি প্লে স্টোর অথবা গুগলে পেয়ে যাবেন। অডিও গান ডাউনলোড করার জন্য জনপ্রিয় কিছু অ্যাপস ও সফটওয়্যারের নামের তালিকা নিম্নে দেওয়া হলো –

  • Vidmate
  • SnapTube
  • Ganna
  • Audials
  • YouTube Music
  • Spotify

উপসংহার

অডিও গান ডাউনলোড নিয়ে এই ছিল আমাদের বিস্তারি আর্টিকেল। আর্টিকেলটিতে এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হয়েছে। কিভাবে অডিও গান ডাউনলোড করবেন, কোন কোন ওয়েবসাইট ও অ্যাপ রয়েছে। আর্টিকেলটি নিয়ে যদি আপনার কোন জিজ্ঞাসা থাকে তাহলে তা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি চেস্টা করব আপনার জিজ্ঞাসিত প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার জন্য।

পরিশেষে আপনাকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এ ধরনের আরো অনেক আর্টিকেলের জন্য।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.