Status

নববর্ষের আগের সন্ধ্যা | নববর্ষের শুভেচ্ছা স্ট্যাটাস | শুভ নববর্ষ

নববর্ষের আগের সন্ধ্যা ও আগের দিন অনেক আনন্দময় সময়। নববর্ষের আগের সন্ধ্যায় মানুষজন উৎসবমুখর বিভিন্ন কর্মকান্ডে জড়িয়ে থাকে নতুন বছরকে বরণ করে নিবে বলে। নববর্ষের আগের সন্ধ্যা বলে অনেক লোকজন মোমবাতি হাতে নিয়ে র‍্যালিতে নামে, আতশবাজি ফোটায়, কেউ আবার নতুন জামা কাপড় কেনার জন্য বাজার করে। আবার অনেকেই বনভোজনের আয়োজন করে। একেকজন একেকভাবে নববর্ষের আগের সন্ধ্যায় উৎসব আনন্দ করে থাকে।

উৎসব আনন্দের মধ্যে প্রিয়জনের কথা কি ভুলে গেলে চলবে? তাদেরকেও তো নববর্ষের শুভেচ্ছা জানাতে হবে। জানতে হবে শুভ নববর্ষ। এতে করে নববর্ষের আনন্দ চারদিকে ছড়িয়ে পড়বেন। এই আর্টিকেলে আমরা নববর্ষের আগের সন্ধ্যা সম্পর্কে বিভিন্ন তথ্য জানব এবং এর পাশাপাশি বিভিন্ন স্ট্যাটাস বা নববর্ষের শুভেচ্ছা আপনাদের নিকট শেয়ার করব। যেগুলো আপনি আপনার প্রিয়জকে শুভেচ্ছা জানাতে ব্যবহার করতে পারবেন।

নববর্ষের আগের সন্ধ্যা

নববর্ষ বলতে আমরা সাধারণত বাংলা নববর্ষকে বুঝি। বাংলা নববর্ষ ইংরেজি মাসের ১৪ এপ্রিল এবং বাংলা মাসের পহেলা বৈশাখ হয়ে থাকে। বাংলা নববর্ষ ছাড়াও বাঙ্গালিরা ইংরেজি নববর্ষ উৎযাপন করে থাকে। বাংলা নববর্ষ বাংলা সংস্কৃতির একটি অংশ। নববর্ষের দিনের যেমন বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঠিক তেমনি নববর্ষের আগের সন্ধ্যা থেকে নববর্ষ আসার উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা থেকে পুরো বাংলাদেশ যেন আনন্দে মুখোরিত থাকে নতুন বছর আসবে বলে। সন্ধ্যা কাটিয়ে রাত আর একটু অপেক্ষা করলেই নতুন বছর। রাত ১২ টা বাজার সাথে সাথে আতোশবাজি ফোটানো ও নতুন বছর গ্রহণের সকল অনুষ্ঠান শুরু হয়ে যায়।

ছোট ছোট ছেলে-মেয়েরাও এই দিনের সন্ধ্যা বেলায় অনেক মজা করে থাকে। পরের দিন সকালে তারা নতুন জামা-কাপড় পরিধাণ করে আনন্দের সাথে নববর্ষকে উৎযাপন করে। শুধু মাত্র ছোট ছোট ছেলে-মেয়েরা নয় সকল বয়সীরা নববর্ষের আগের সন্ধ্যা ও নববর্ষকে আনন্দের সাথে উৎযাপন করে।

নববর্ষের আগের সন্ধ্যা স্ট্যাটাস

নববর্ষের শুভেচ্ছা সবার মাঝে ছড়িয়ে দিতে প্রিয়জকে একটি নববর্ষের শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন অথবা আপনার সোসাল মিডিয়া প্রোফাইলে নববর্ষ নিয়ে একটি স্ট্যাটাস পোস্ট করতে পারেন। নববর্ষের আগের সন্ধ্যায় কাউকে শুভেচ্ছা জানানোর মতোন ও সোসাল মিডিয়ায় পোস্ট করার জন্য কিছু স্ট্যাটাস দিয়ে দিলাম। স্ট্যাটাসগুলো পড়ে দেখুন আশা করছি আপনার ভালো লাগবে।

  • ইচ্ছে গুলো আকাশ ছুলো, ভাসলো মেঘের সারি খুশির ঝরে তেপান্তরে হৃদয় দিল পারি। মনের মাঝে সেতারা বাজে, খুশিতে মন সাজে নববর্ষ হোক রঙিন এই কামনাতে। শুভ নববর্ষ ১৪৩০।
  • নতুন বছর, নতুন ভাবে, নতুন সাজে, নতুন কাজে, নতুন আনন্দে, নতুন ভালবাসায়, নতুন সম্ভাবনায়, নতুনত্ত ছুয়ে যাক তোমার হৃদয়। “শুভ নববর্ষ”
  • একটু আলো, একটু আধার বাতাসগুলো নদীর বুকে দিচ্ছে সাতার কিছু দুঃখ, কিছু সুখ সবচেয়ে সুন্দর এই বাংলার মুখ! বাংলা বর্ষ ১৪২৯ এর পদার্পনে এসো শানিত হই নবপ্রাণে বাউল গানের স্যন্ধা তালে নতুন বছর এসেছে ঘুরে, উদাসী হাওয়ার সুরে সুরে রংগা মাটির পথটি জুড়ে । শুভ নববর্ষ….
  • সুখের স্মৃতি রেখো মনে, মিশে থেকো আপন জন্‌ মান অভিমান সব ভুলে, খুশির প্রদীপ রেখো,জ্বেলে হাজার সূর্য তোমার চোখে, বন্ধু তুমি থকো সুখে। “শুভ নববর্ষ”
  • . .new year . . . তোরাই আমার বন্ধু যে, তোরাই আমার dear… তাইতো আমি ভালোবেসে, বলছি” happy new year”… good bye বলে শেষ করেছি, পুরোনো বত্‍সরের আশা… নতূন বত্‍সরের নতূন সাজে, জানাচ্ছি ভালোবাসা… Happy NEW Year 1430।
  • নিশি অবশান প্রায় ঐ পুরাতন বর্ষ হয় গত আমি আজি ধূলিতলে জীর্ন জীবন করিলাম নত | বন্ধু হও শত্রু হও যেখানে যে রত খমা কর আজিকের মত পুরাতন বর্ষর সাথে পুরাতন অপরাধ যত হর্দম হৈ হৈ, বৈ এল ঐ, কলার পাতায় ইলিশ পান্তা | ঈসান কোনে মেঘের বার্তা | শুভ নববর্ষ
  • দিন যদি চলে যায় দিগন্তের শেষে রাত যদি চলে যায় তারার দেশে ভেব না বন্ধু আমি থাকব তোমাদের পাশে। !!! Happy New Year 1430 !!!
  • পুরানো সব স্মৃতি করে ফেল ইতি, পুরানো সব কষ্ট করে ফেল নষ্ট, পুরানো সব বেদনা আর মনে রেখ না, পুরোনের হয়েছে মরন নতুন করে কর বরণ, সব কিছু মুছে ফেল মন থেকে, তাকাও নব সুর্যের দিকে। সূর্যটা হাসে, তোমায় ভালবাসে। তাই তোমাকে আমি জানাই নতুন বছরের শুভেচছা। HaPpY NeW YeAr 1430.
  • উদীত রবির প্রথম আলো দূর করবে সকল কালো। মেটবে মন আনন্দধারায় সবাই হবে বাধনহারা। দিনটি হক তোমার তরে মন ভরে উঠুক খুশির ঝরে। হাপ্পি নিউ YeAr 1430.
  • চৈত্রের রাত্রি শেষে, সূর্য আসে নতুন বেসে, সেই সূর্যের রঙ্গিন আলো, মুছে দিক তোমার জীবনের সকল কালো…! শুভ নববর্ষ
  • নতুন পোশাক নতুন সাঁজ।নতুন বছর শুরু আজ।মিষ্টি মন মিষ্টি হাঁসি।শুভেচ্ছা জানাই রাশি রাশি॥ Happy new year@1429@
  • Happy new year কালকে করিনা ম্যাসেজ ছিলনা ফোনে পয়সা.. আমি জানি আজ পাঠাবো রেখেছি মনে ভরসা !! নতূন বছরে ফোন করবে আমাকে করবে কেয়ার.. ভালবেসে বলছি তোমায় … হেপি নিউ ইয়ার.!! * 1429*
  • দিন যদি চলে যায় দিগন্তের শেষে রাত যদি চলে যায় তারার দেশে ভেব না বন্ধু আমি থাকব তোমাদের পাশে। শুভ নববর্ষ!!
  • পানতা ইলিশ আর ভরতা বাজি বাঙ্গালীর প্রাণ…নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান.. .এসো হে বৈশাখ এসো এসো… শুভ নভবর্ষ।
  • তোরাই আমার বন্ধু যে, তোরাই আমার ডিয়ার, তাইতো আমি ভালোবেসে বলছি Happy new year. Good bye বলে শেষ করছি পুরোনো বছরের আশা, নতুন বছরের,নতুন সাজে জানাচ্ছি ভালোবাসা !! ধন্যবাদ
  • আধার ভেদ করে সূর্যকিরণ প্রতি জীবন দুয়ারে পৌছে যাক যাপিত জীবনের যাবতীয় গ্লানি ভুলে, এসো রাঙিয়ে তুলি বাংলার নতুন বছর!
  • বসন্তের আগমনে কোকিলের সুর! গ্রীষ্মের আগমনে রোদেলা দুপুর! বর্ষার আগমনে সাদা কাঁশফুল! তাই তোমায় Wish করতে মন হল বেকুল। শুভ নববর্ষ!!
  • পুরানো সব স্মৃতি করে ফেল ইতি, পুরানো সব কষ্ট করে ফেল নষ্ট, পুরানো সব বেদনা আর মনে রেখ না, পুরোনের হয়েছে মরন নতুন করে কর বরণ, সব কিছু মুছে ফেল মন থেকে, তাকাও নব সুর্যের দিকে। সূর্যটা হাসে, তোমায় ভালবাসে। তাই তোমাকে আমি জানাই নতুন বছরের শুভেচছা। শুভ নববর্ষ !!
  • একটু আলো, একটু আধার বাতাসগুলো নদীর বুকে দিচ্ছে সাতার কিছু দুঃখ, কিছু সুখ সবচেয়ে সুন্দর এই বাংলার মুখ! বাংলা নববর্ষ ১৪৩০ এর পদার্পনে এসো শানিত হই নবপ্রাণে।
  • তোরাই আমার বন্ধু যে, তোরাই আমার ডিয়ার, তাইতো আমি ভালোবেসে বলছি শুভ নববর্ষ!! Good bye বলে শেষ করছি পুরোনো বছরের আশা, নতুন বছরের, নতুন সাজে জানাচ্ছি ভালোবাসা!!
  • ঝরে গেল আজ বসন্তের পাতা, নিয়ে যাক সঙ্গে সব মলিনতা। বৈশাখের সকালে, লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ, মন থেকে আজ জানাই তোমায় “শুভ নববর্ষ” নতুন পোশাক নতুন সাঁজ। নতুন বছর শুরু আজ।মিষ্টি মন মিষ্টি হাঁসি। শুভেচ্ছা জানাই রাশি রাশি।
  • বসন্তের আগমনে কোকিলের সুর! গ্রিস্মের আগমনে রোদেলা দুপুর! বর্ষার আগমনে সাদা কাঁশফুল ! তাই তোমায় Wish করতে মন হল বেকুল! শুভ নববর্ষ।
  • ইলিশ মাছের ৩০ কাঁটা, বোয়াল মাছের দাড়ি!!! বৈশাখ মাসের ১ তারিখে আইসো আমার বাড়ি। ছেলে হলে পাঞ্জাবী মেয়ে হলে শাড়ি। করব বরন বন্ধু তোমায় আইসো আমার বাড়ি। [আপনাকে পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা রইল]
  • ঢাক ঢোল মাদলের তালে রং বেরঙের মনের দেয়ালে বাঙালি সংস্কৃতি উজ্জীবিত থাক যুগে যুগে শুভ নববর্ষ ১৪৩০!
  • পুরানো সব স্মৃতি করে ফেল ইতি, পুরানো সব কষ্ট করে ফেল নষ্ট, পুরানো সব বেদনা আর মনে রেখ না, পুরোনের হয়েছে মরন নতুন করে কর বরণ, সব কিছু মুছে ফেল মন থেকে, তাকাও নব সুর্যের দিকে। সূর্যটা হাসে, তোমায় ভালবাসে। তাই তোমাকে আমি জানাই নতুন বছরের শুভেচছা। শুভ নববর্ষ !!
  • তোরাই আমার বন্ধু যে, তোরাই আমার ডিয়ার, তাইতো আমি ভালোবেসে বলছি শুভ নববর্ষ! Bye বলে শেষ করছি পুরোনো বছরের আশা ,নতুন বছরের নতুন সাজে জানাচ্ছি ভালোবাসা!!
  • উদীত রবির প্রথম আলো দূর করবে সকল কালো। মেটবে মন আনন্দ ধারায় সবাই হবে বাধন হারা। দিনটি হক তোমার তরে মন ভরে উঠুক খুশির ঝরে। শুভ নববর্ষ!!
  • ঝরে গেল আজ বসন্তের পাতা, নিয়ে যাক সঙ্গে সবমলিনতা । বৈশাখের সকালে, লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ, মন থেকে আজ জানাই তোমায় “শুভ নববর্ষ” নতুন পোশাক নতুন সাঁজ। নতুন বছর শুরু আজ। মিষ্টি মন মিষ্টি হাঁসি। শুভেচ্ছা জানাই রাশি রাশি!!
  • তিনজন লোক তোমার ফোন নাম্বার চাইছে। আমি দিইনি! তবে তোমার বাড়ির ঠিকানা দিয়েছি। তারা এই নববর্ষে তোমার বাড়ি আসবে। তারা তিনজন হলোঃ সুখ, শান্তি, সমৃদ্ধি। অগ্রিম শুভ নববর্ষ।
  • আধার ভেদ করে সূর্যকিরণ প্রতি জীবন দুয়ারে পৌছে যাক যাপিত জীবনের যাবতীয় গ্লানি ভুলে, এসো রাঙিয়ে তুলি বাংলার নতুন বছর!
  • নতুন সূর্য, নতুন প্রান। নতুন সুর, নতুন গান। নতুন ঊষা, নতুন আলো। নতুন বছর কাটুক ভাল। কাটুক বিষাদ, আসুক হর্ষ। শুভ হোক নববর্ষ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা …..
  • নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো শুভ নববর্ষ ১৪৩০।
  • মুছে যাক সকল কলুষতা শান্তির বার্তা নিল খামে পাঠালাম সুদিনের সুবাতাস তোমায় দিলাম শুভ নববর্ষ ১৪২৯।
  • চৈত্রের রাত্রি শেষে, সূর্য আসে নতুন বেসে, সেইসূর্যের রঙ্গিন আলো, মুছে দিক তোমার জীবনের সকল কাল! শুভ নববর্ষ।
  • নতা ইলিশ আরভরতা বাজি বাঙ্গালীর প্রাণ… নতুন বছর সবাইগাইবো বৈশাখের গান… এসো হে বৈশাখ এসো এসো… ^~^~শুভ নভবর্ষ~^~^
  • আবার আসলো বৈশাখ মাস, চৈত্রের অসবানে! নববর্ষের নতুন হাওয়া, উষ্ণতা দিল প্রানে। মনের যত গ্লানি ভুলে, জীবন গড় নতুন ভাবে। নতুন নতুন স্বপ্ন দেখো, নববর্ষের টানে।
  • নতুন সকাল, নতুন দিন, নতুন করে শুরু। যা হয় না যেন শেষ, নববর্ষের শুভেচ্ছার সাথে, পাঠালাম তোমায় এই এস এম এস! শুভ নববর্ষ।
  • রাঙা আবির মেখে চোখে চোখে মনের কথা সে বলছে, নতুন সাজে সবার ঘরে বৈশাখ এসেছে। রং মেখে ললনা, হালে দুলে চলনা। এমন দিনে কেউ করোনা ছলনা। “শুভ পহেলা বৈশাখ”
  • বাউল গানের স্যন্ধা তালে নতুন বছর এসেছে ঘুরে, উদাসী হাওয়ার সুরে সুরে রংগা মাটির পথটি জুড়ে। শুভ নববর্ষ!!
  • নতুন আশা নতুন প্রান নতুন হাসি নতুন গান। নতুন সকাল নতুন আলো নতুন দিন হোক ভালো। দুঃখকে ভুলে যাই নতুন কে স্বাগত জানাই শুভ নববর্ষ!!
  • পুরোনো যত হতাশা, দুঃখ,অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিস্যাৎ। সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা। শুভ পহেলা বৈশাখ ১৪৩০।
  • মনে আসুক বসন্ত, সুখ হোকঅনন্ত! স্বপ্ন হোক জীবন্ত। আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত!! *শুভ নববর্ষ*
  • ফুল ফুটেছে বনে বনে… ভাবছি তোমায় মনে মনে… বলছি তোমায় কানে কানে… “শুভ নববর্ষ”
  • বার মাসে তের পার্বণ এবার এলো বলে, বাঙ্গালির একটি বছর বয়ে গেলো চলে!!! নতুন বছর আসুক শুধু আনন্দের স্পর্শ, আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষ।
  • নতুন বছরের পূর্ণ প্রভাতে ভরে উঠুক তোমার জীবন পাখিদের আনন্দ কলতানে। হ্যাপি নিউ ইয়ার
  • বাউল গানের সান্ধ্য তালে, নতুন বছর এসেছে ঘুরে, উদাসী হাওয়ার সুরে সুরে, রাঙ্গা মাটির পথটি জুড়ে। শুভ নববর্ষ।
  • নতুন বছর নতুন ভাবে, নতুন সাঁজে নতুন কাজে , নতুন আনন্দে, নতুন ভালোবাসায়, নতুন সম্ভাবনায়, ছুঁয়ে যাক তোমার হৃদয় “শুভ নববর্ষ”
  • আসছে নতুন বছর, সবাইকে জানাই সুখবর, সবার মনে আনন্দ, তবে কেন মুখ বন্ধ, জোরে জোরে বলা দরকার, হেপি হেপি নিউ ইয়ার।
  • নবরুপে সাজো, সাঁজাও মনটা নতুন রঙে, মুছে ফেলো মন থেকে দুঃখ বেদনার স্মৃতি। নব ছন্দে এগিয়ে চলো, শুভ নববর্ষ।
  • একটি সতুন সকাল , কিছু সুন্দর স্বপ্ন, এক মুঠো সাদা মেঘ, কিছু মিষ্টি অনুভূতি, আর কিছু স্বপ্নিল সৃষ্টি, এই নিয়ে শুরু হোক আগামির দিন। নববর্ষের শুভেচ্ছা।

শুভ নববর্ষের শুভেচ্ছা স্ট্যাটাস

চলুন আরো কিছু নববর্ষের শুভেচ্ছা সম্পর্কিত স্ট্যাটাস দেখে নেওয়া যাক। আপনি চাইলে এই স্ট্যাটাসগুলো নববর্ষের আগের সন্ধ্যায় শুভেচ্ছা জানাতে ব্যবহার করতে পারেন।

ক্রমিক নংস্ট্যাটাস
নতুন দিনের নতুন আলো, দূরে নিয়ে যাক নিকষ কালো। নতুন সূর্য নতুন প্রানে, বাজাও বাধ্য জীবন গানে। কাটুক আঁধার আলোর টানে, মেতে উঠুক মন নতুন প্রানে।
উদিত রবির প্রথম আলো, দূর করবে সকল কালো। মাতবে মন আনন্দ ধারায়, সবাই হবে বাঁধন হারা। দিনটি হোক তোমার তরে, মন ভরে উঠুক খুশীর জোরে। নববর্ষের আগের সন্ধ্যায় জানাই তোমাকে শুভেচ্ছা।
বীন প্রভাতের নতুন আলোকে, স্বাগত জানাই এই ধরণী লোকে। আনন্দ মনে বারিনু তোমাকে, আগাম শুভেচ্ছা জানাই সাধরে। নতুন বছরের শুভেচ্ছা।
নতুন পোশাক, নতুন সাজ। নতুন বছর শুরু আজ। মিষ্টি মন, মিষ্টি হাসি । শুভেচ্ছা জানাই রাশি রাশি। নতুন বছরের শুভেচ্ছা।
নীলিমার নীলে হেমন্তের সোনালী ডাকের শিষে। সারাবেলা মাতাল হাওয়া যেমন করে ভাসে, তেমন করে সবার জীবন কাটুক আনন্দ আর উচ্ছাসে । জানাই, নতুন বছরের শুভেচ্ছা।
নিখাদ বন্ধুত্তের নিখাদ ভালোবাসায়, সিক্ত হোক নতুন বছরের প্রতিটা দিন। জানাই নতুন বছরের শুভেচ্ছা।
বার মাসে তের পার্বণ এবার এলো বলে,বাঙ্গালির একটি বছর বয়ে গেলো চলে!!! নতুন বছর আসুক শুধু আনন্দের স্মপর্শ,, আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষ।
পুরানো সব স্মৃতি করে ফেল ইতি, পুরানো সব কষ্ট করে ফেল নষ্ট, পুরানো সব বেদনা আর মনে রেখ না, পুরোনের হয়েছে মরন নতুন করে কর বরণ, সব কিছু মুছে ফেল মনথেকে, তাকাও নব সুর্যের দিকে। সূর্যটা হাসে, তোমায় ভালবাসে। তাই তোমাকে আমি জানাই নতুন বছরের শুভেচছা। শুভ নববর্ষ !!
আবার এসেছে ফিরে, বাঙালির ঘরে, নবরূপে পহেলা বৈশাখ…
আজ শুধুই ভালবাসার উজানে, বাঙালির বর্ষবরণ নানা আয়োজনে,
রমনীরা আজ সেজেছে নতুন সাজে, পায়ের নূপুর ঘুঙ্গুর বাজে।
নাচবে দুলেদুলে দেখবো প্রানখুলে, প্রিয়ার ভালবাসা জমা থাক।
আবার এসেছে ফিরে, বাঙালির ঘরে, নতুন সাজে পহেলা বৈশাখ।
শুভ নববর্ষ !!
১০একটু আলো, একটু আধার বাতাসগুলো নদীর বুকে দিচ্ছে সাতার কিছু দুঃখ, কিছু সুখ সবচেয়ে সুন্দর এই বাংলার মুখ! বাংলা বর্ষ ১৪২৭ এর পদার্পনে এস শানিত হই নবপ্রাণে শুভ নববর্ষ নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো শুভ নববর্ষ
১১ভুল কে আজ দাও ছুটি, বিবাদ কে আজ দাও বিদায়। মনকে আজ শুদ্ধ কর, শত্রুকে আজ বন্ধু কর। এই সময় এই ক্ষন পাবে তুমি কতক্ষন আসো তবে হাত মিলাই, মনের সাথে মন মিলাই, ভালবাসায় ধন্য হোক জীবন, শুভ হোক তোমার আমার নববর্ষ ১৪২৩০।
১২রাঙা আবির মেখে চোখে চোখে মনের কথা সে বলছে, নতুন সাজে সবার ঘরে বৈশাখ এসেছে। রং মেখে ললনা, হালে দুলে চলনা। এমন দিনে কেউ করোনা ছলনা। “শুভ পহেলা বৈশাখ” স্বপ্ন সাজাও রঙের মেলায়, জীবন ভাসাও রঙিন ভেলায়। ফিরে চল মাটির টানে, নতুন সুরে নতুন গানে। নতুন আশা জাগাও প্রানে, খুঁজে নাও বাচার মানে। শুভ নববর্ষ…
১৩নতুন আশা নতুন প্রান ,
নতুন সুরে নতুন গান।
নতুন জীবনের নতুন আলো,
নতুন বছর কাটুক ভালো।
শুভ নববর্ষ।
১৪নতুন পোশাক নতুন সাঁজ। নতুন বছর শুরু আজ। মিষ্টি মনমিষ্টি হাঁসি। শুভেচ্ছা জানাই রাশি রাশি। শুভ নববর্ষ!!
১৫মনকে আজ শুদ্ধ কর, শত্রুকে আজ বন্ধু কর। এই সময় এই ক্ষন পাবে, তুমি কতক্ষন আসো তবে হাত মিলাই, মনের সাথে মন মিলাই, ভালবাসায় ধন্য হোক জীবন, শুভ হোক তোমার আমার নববর্ষ।
১৬কাটুক ভালো তোমার দিন…… আসছে বছর নতুন দিন…… স্বপ্ন দেখ রঙিন রঙিন….. আসছে বছর নতুন দিন…….
১৭কাটবে রাত, আসবে প্রভাত। যাক পুরাতন, যাক মুছে যাক সব দুঃখ। নতুন বছর, নতুন আশা, সঙ্গে থাকুক ভালবাসা। শুভ নববর্ষ।
১৮মুছে যাক সকল কলুষতা, শান্তির বার্তা নিল খামে পাঠালাম, সুদিনের সুবাতাস তোমায় দিলাম।। শুভ নববর্ষ
১৯নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো শুভ নববর্ষ।
২০আজ পহেলা বৈশাখ, বাঙালী সংস্কৃতির এক অপরুপ সমৃদ্ধময় দিন। এ দিনটিতে আমার সকল প্রিয় মানুষ, ওস্তাদ ও বন্ধুদের প্রতি রইল অবিরাম বাংলা নববর্ষের শুভেচ্ছা।
২১আজ নতুন বাংলা বছর শুরু। বাঙালীর নতুন দিন, পহেলা বৈশাখ । চারিদিকে ধনবান, মধ্যবিত্ত বাঙালীর হৃদয়জুড়ে আনন্দধারা। কিন্তু আনন্দের আড়ালে বেদনার একটি বহমান নিরব নদী আছে, তার দিকে কেউ ফিরেও তাকাই না।
২২ভুল কে আজ দাও ছুটি, বিবাদ কে আজ দাও বিদায়। ভালবাসায় ধন্য হোক জীবন, শুভ হোক তোমার আমার নববর্ষ নিশি যখন ভোর হবে। সুখ তারা নিভে যাবে, আসবে একটা নতুন দিন, দুঃখ হতাশা যাও ভুলে, হাসি আনন্দ নিও তুলে, বছরটা হোক অমলিন। শুভ নববর্ষ।
২৩পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম বন্ধু তোমরা উড়ে দেখো পাবে সুখের ঘ্রানl পুরোনো সব কষ্ট করে ফেলো নষ্ট!! নতুন বছরের নতুন যাত্রা হয় যেনো সুখ আর বিনোদনময়। এই কামনায় তোমাদের জানাই শুভ নববর্ষ।
২৪নব আনন্দে জাগো আজি, বৈশাখের পুণ্য প্রভাতে। সব জ্বালাযন্ত্র ণা যাক মুছে, আসুক এক নতুন ভোর। শুভ নববর্ষ।
২৫পান্তা ইলিশ আর ভর্তা ভাজি বাঙ্গালির প্রান, নতুন বছরে সবাই গাইবে বৈশাখের গান। এসো হে বৈশাখ এসো এসো। শুভ নববর্ষ।

নববর্ষের আগের সন্ধ্যা ছবি

নববর্ষের আগের সন্ধ্যা সম্পর্কিত কিছু ছবি নিম্নে দিয়ে দিলাম। ছবিগুলো ভালো লাগেলে ডাউনলোড করে নিয়ে পারেন এবং ছবিগুলো কাউকে মেসেজে পাঠানো বা স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করে পারেন।

নববর্ষের আগের সন্ধ্যা ছবি ১

নববর্ষের আগের সন্ধ্যা ছবি ২

নববর্ষের আগের সন্ধ্যা ছবি ৩

উপসংহার

নববর্ষের আগের সন্ধ্যা ও নববর্ষের দিন সুন্দরভাবে উৎযাপন করুন আপনার বন্ধু-বান্ধব ও পরিবারের সাথে। আনন্দের সাথে কাটান প্রতিটি মুহুর্ত। আর্টিকেলে থাকা বিভিন্ন নববর্ষের আগের সন্ধ্যা স্ট্যাটাস, শুভ নববর্ষের স্ট্যাটাস, নববর্ষের শুভেচ্ছা স্ট্যাটাসের মাধ্যমে তাদেরকে শুভেচ্ছা জানাতে পারেন। বাঙ্গালীদের ঐতিহ্যের অন্যতম একটি অংশ বাংলা নববর্ষ।

এই ছিল আমাদের আজকের আর্টিকেল। আশা করছি আর্টিকেলটি আপনি উপভোগ করেছে। আর্টিকেলটি আপনার কেমন লেগেছে এই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন। ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.