StatusFeatured

160+ ফেসবুক স্ট্যাটাস স্মার্ট কালেকশন ২০২৪

Facebook Status Collection 2021 | All New Status Collection

সুন্দর সুন্দর স্মার্ট ফেসবুক স্ট্যাটাস এর সেরা কালেকশন নিয়ে আজকের এই টিউনটি। এই টিউনে আমি আপনাদের কাছে বিভিন্ন রকমের ফেসবুক স্ট্যাটাস শেয়ার করব। যেগুলো আপনি কপি করে আপনার ফেসবুকে স্ট্যাটাস হিসাবে দিতে পারবেন এবং আপনার ফেসবুক প্রোফাইলকে অনেক সুন্দর করে গুছিয়ে নিয়ে নিকট আপনাকে আকৃষ্ট করতে পারবেন।

ফেসবুক বর্তমানে সেরা ও জনপ্রিয় একটি সামজিক যোগাযোগ মাধ্যমে। এই মাধ্যমের সাহায্যে আমরা খুব সহজেই একে অন্যর সাথে যোগাযোগ করতে পারি। বার্তা আদান প্রদান, ভিডিও কল, লাইভে যাওয়া ইত্যাদিন মতোন অনেক ফিচার ফেসবুকে রয়েছে। এগুলো ছাড়াও যে ফিচারটি সবচেয়ে বেশী জনপ্রিয় তা হলো ফেসবুকে ফেসবুক স্ট্যাটাস দেওয়া। টুইটিটারে যেমন টুইট করার মাধ্যমে আমরা কিছু কথা বা ভাব প্রকাশ করতে পারি তেমনি ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে আমরা সেটা প্রকাশ করে থাকি।

ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার জন্য আপনার অবশ্যই একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকা চাই। আমি জানি যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে নয়তো এই টিউনটি পড়তেন না। এই টিউনে অনেক ধরনের ফেসবুক স্ট্যাটাস পাবেন আপনি আপনার পছন্দমত স্ট্যাটাস কপি করে আপনার ফেসবুক ওয়ালে আপডেট করে দিবেন।

ফেসবুক স্ট্যাটাস কি?

একজন ফেসবুক ব্যবহারকারী হিসাবে আপনার জেনে নেওয়া উচিত ফেসবুক স্ট্যাটাস কি! অনেকেই হয়তো জানেন। আমরা ফেসবুকে কিছু লিখে যে পোস্ট করে থাকে এটিই হলো ফেসবুক স্ট্যাটাস। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে নিজের মনের কথা টেক্সট আকারে অন্য কারো সামনে তুলে ধরা যায়। আপনি যখন একটি ফেসবুকে স্ট্যাটাস দিবেন তখন সেই স্ট্যাটাসটি আপনার ফ্রেন্ড লিস্টে থাকা সকলেই দেখতে পারবে। সেখানে আপনার বন্ধুরা কমেন্ট, রিয়েকশন এবং চাইলে শেয়ার করতে পারবে। আর আপনি স্ট্যাটাস দেওয়ার সময় চাইলে কাউকে ট্যাগও করতে পারবেন। টেক্সট এর পাশাপাশি একটি ছবি দিয়েও ফেসবুকে স্ট্যাটাস দেওয়া সম্ভব।

স্মার্ট ফেসবুক স্ট্যাটাস

একটি ফেসবুক স্ট্যাটাসের ছবি

আমাদের ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ থেকে প্রথমে চলেন কিছু স্মার্ট ফেসবুক স্ট্যাটাস দেখে নেই। আপনার যদি কোন স্ট্যাটাস ভালো লাগে আপনি তা চাইলে কপি করে ফেসবুকে দিতে পারেন।

একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূরণ করা যায় না।

ফেসবুক স্ট্যাটাস ১ঃ
জীবনকে যদি তুমি ভালোবাসো
তাহলে সময়কে অপচয় করোনা,
কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি!!

ফেসবুক স্ট্যাটাস ২ঃ
তুমি থাকো তোমার ব্যাস্ততা নিয়ে 😢
আর, আমি থাকি আমার একাকিত্ব নিয়ে 😊😊

ফেসবুক স্ট্যাটাস ৩ঃ
এই শহর আমাকে চিনতে পারে নি
আমি চিনিনি শহড়ের মানুষগুলোকে…

ফেসবুক স্ট্যাটাস ৪ঃ
বলো আমায় কখনো ছেড়ে যাবে না বলা মানুষগুলাই
জীবন থেকে সবার আগে হারিয়ে যায়…

  • বেশি মোবাইল চালালে নাকি চোখ খারাপ হয়ে যায়! এইজন্যই সারাদিন আমি শুধু একটাই মোবাইল চালাই।
  • দুটো চকলেট কিনছি একটা আমি খাবো আর একটা কিছুক্ষণ পরে আমিই খাবো
  • আমার বন্ধুগুলার চেহারা মাশাল্লাহ কিন্তু তাদের চরিত্র আস্তাগফিরুল্লাহ
  • মনের মধ্যে শান্তি নাইরে যেদিকে তাকাই জোড়া আর জোড়া মাঝখানে আমি এক কপাল পোড়া
  • কিছু মানুষ আছে, যারা ছ্যাকা-ট্যাকা কিছুই খায় না হুদাই স্যাড পোষ্ট কইরা আপন মানুষদের টেনশনে রাখে
  • প্রেম করলে কেমন লাগে? তা জানতে চাওয়া আমার নিস্পাপ মন
  • সব ছেলেরাই মেয়ে দেখলে চুল ঠিক করে না কিছু ছেলে মেয়ে দেখলে মাথাও নিচু করে
  • যারা বেশি রাত জাগে তারা তাড়াতাড়ি মারা যায়!
  • বাবা হওয়ার সপ্ন দেখিয়ে । মামা বানিয়ে চলে যাওয়ার নামই হলো । Same age Relationship
  • সব স্যারদের একটাই ডায়লগ: আপনার ছেলের মেধা ভালো! কিন্তু পড়ে না!
  • আমার এক বন্ধু বহু কষ্টে জীবনে একটা মেয়ে পটাইসিলো সৌভাগ্যবশত ওইটা ফেক আইডি ছিল!!
  • বাপ খাই দার করিয়া বিড়ি মেয়ে ফেসবুকে নাম দিয়েছে ডানা কাটাপরি
  • লাইটের মধ্যে আব্বুর নাম লেইখা দিছি! মোট কথা যেভাবেই হোক আব্বুর নাম উজ্জ্বল করতে হবে
  • যে কবির কল্পনাতে জীবন শুধু প্রেম গান, আজ সে আমার কাছে অগ্রাহ্য।
  • বালক তোমার নিজের বলতে কিছু নাই তোমার ইয়েটা ও অন্যর কথা মনে করে দাঁড়ায়!
  • ছেলেরা চুল বড় রাখলে খারাপ ভাবার কিছু নেই নিউটন বা রবীন্দ্রনাথ হওয়ার লক্ষন
  • আমি চলে গেলে কেউ যদি আমার জন্য না কাদেঁ, তবে আমার অস্তিত্বের কোন মুল্য নেই
  • সারা বছর কাঁচা আম দেয়া ডাল কিভাবে খাওয়া যায় চিন্তা করতেছি।
  • শিক্ষা প্রতিষ্ঠান না খোলার জন্য সারাদিন বসে বসে দোয়া করা আমি আর আমার বন্ধু
  • ভালোবাসলেই কি তাকে পেতে হবে থাকুক না কিছু ভালোবাসা অপূর্ণতায়

অনলাইনে আয় করা নিয়ে টিউনসমূহ –

ফেসবুক স্ট্যাটাস বাংলা

আপনি যদি শুধুমাত্র ফেসবুকে পোস্ট করার জন্য ফেসবুক স্ট্যাটাস বাংলা এর সন্ধান করে থাকেন তাহলে নিচের এই স্ট্যাটাসগুলো আপনার জন্য।

কাউকে দেখে ভালো লাগাটা হলো প্রেম
আর ভুলতে না পারাটা ভালোবাসা

আগে তোমাকে নিয়ে লিখতে ভালো লাগতো
কিন্তু এখন আমার বিবেক বলে
বিবেকহীন মানুষদের নিয়ে ভাবাটাও একটা অপরাধ

জিন্দা থাকলেই নিন্দা থাকবেই
কেননা মৃত্যুর পর প্রশংশা শত্রুও করে

কিছু কিছু মানুষ আছে যারা অন্যকে টিস্যু পেপার মনে করে, নিজের প্রয়োজনে ব্যবহার করে, প্রয়োজন শেষে ছুড়ে ফেলে দেয়…

আমি প্রয়োজনে সীমাবদ্ধ
কারো প্রিয় হয়ে উঠার সামর্থ আমার নেই

  • সুন্দর স্ট্যাটাস, “বন্ধু যার নিজের ঘর কাঁচের,তার অন্যের ঘরে পাথর ছোঁড়া উচিৎ নয়।”
  • কারা বলছে যে আমরা বদলে গেছি… আরে কারা বলছে যে আমরা বদলে গেছি… আমরা আগেও খারাপ ছিলাম… আর আজও খারাপই আছি!!!
  • আমি দুষ্টুমি সহ্য করব , কিন্তু শয়তানি না।
  • Ami dustumi sjhyo korbo, Kintu shaytani naa.
  • ভুল যেমনি মানুষকে শেখায়। তেমনি ভলোবাসা মানুষকে কাঁদায়।
  • জীবনে প্রথম একজন আমাকে খুব ভালবেসে ফেলেছে!!! সে নাকি আমাকে ছেড়ে যাবে না!!! আমি ছাড়া সে নাকি মূল্যহীন!!! আমাকে ছাড়া সে অর্থহীন!!! আর সে হল “কষ্ট”।
  • Amar jiboner mull mantra, “Apni ki vablen tate amar ball chhera geche”.
  • মনে রাখবেন অন্যের দিকে আঙ্গুল তুল্লে, নিজের দিকে তিনটি আঙ্গুল ঘুরে থাকে।
  • আমার চিন্তা বন্ধ করুন, মানশিক ভাবে সুস্থ থাকুন।
  • আমি কোন দিন হারি না, জিতি নয়তো শিখি।

জন্মদিনের ফেসবুক স্ট্যাটাস

জন্মদিনের শুভেচ্ছা নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাসের ছবি

আপনার ফ্রেন্ড লিস্টের বন্ধু বান্ধবদের জন্মদিন হলে আপনি চাইলে এই স্ট্যাটাস গুলো তাদের ফেসবুকে পোস্ট করতে পারেন। এতে করে সেই বন্ধু খুশি হবে। তাই আপনার বন্ধুদের জন্মদিনে তাকে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে শুভেচ্ছা জানানো উচিত।

  • আর একটা বছর এসে গেল, বেড়ে যাবে আর একটা মোমবাতি, কাল ও ছিলাম আজ ও আছি তোমার জন্মদিনের সাথী ! হ্যাপি বার্থডে !
  • আজকেরই এই দিনে সবকিছু হউক নতুন করে, সুখের স্মৃতিটুক থাক কাছে দু:খগুলো যাক দুরে। জড়া জীর্ণ অতীতটাকে রেখোনা আর মনে নব উদ্দমে কাজ করো নতুন এই দিনে।
  • অতীতের সব না পাওয়া গুলো ভুলে গিয়ে আগামীর স্বপ্নগুলো সত্যি করার পথে এগিয়ে চলো!! শুভ জন্মদিন..
  • A ফর আমি B ফর বলতে C ফর চাই D ফর দারুণ E ফর একটা F ফর ফাটাফাটি G ফর গোপন কথা : : : H ফর হ্যাপি বার্থডে !
  • রাত যায় দিন আসে, মাস যায় বছর আসে, সবাই থাকে একটা সুদিনের আশায়, আমি থাকি তোমার জন্মদিনের আশায়। ট্রিট দাও, শুভেচ্ছা নাও!
  • তোমার জন্য ফোটে পৃথিবীর সব গোলাপ তোমার জন্য এই কবিতা নয়সে প্রলাম । আলোকিত হয়ে নিজে তুমি আলোকিত কর পৃথিবীকে। শুভ জন্মদিন!
  • আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি ! শুভ জন্মদিন
  • আনন্দ উচ্ছাসে কাটে যেন তোমার প্রতিটি দিন, আবারও শভেচ্ছা জানাই তোমায়, শুভ জন্মদিন!
  • আজ তোমার একুশতম জন্মদিন। প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব করতে যেও না আজ, বহু বছরের প্রাপ্তি অর্থহীন মনে হতে পারে প্রিয় মানুষের হারিয়ে যাওয়ায়, বহু বছরের অপ্রাপ্তি ভুলিয়ে দিতে পারে প্রিয়মুখের এক চিলতে হাসি। শুভ জন্মদিন
  • রাতের ঐ আকাশ দিয়ে।আকাশের এক তারা দিয়, চাদের ঐ জোৎস্না দিয়ে তোমাকে জানাই শুভ জন্মদিন
  • এই দিনটা আসে যেন বারবার বারবার ফিরে, যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে। হ্যাপি বার্থডে!
  • এই এসএমএস টায় ফ্যাট , কোলেস্টেরল, নেশার দ্রব্য কিছুই নেই ..আছে শুধু অনেকটা মিষ্টি , এই মেসেজটার পাঠকের মতই মিষ্টি ..জন্মদিনের মিষ্টি শুভেচ্ছা
  • ঈশ্বর করুন প্রতিটি বছর তোমার জীবনে খুশি নিয়ে আসুক, জীবনের প্রতিটি মুহূর্ত নতুন আনন্দের উপহার নিয়ে আসুক, পরীক্ষা জাতি আসুক তোমার জীবনে, প্রতিটি পরীক্ষা শুধুই সাফল্য নিয়ে আসুক… শুভ জন্মদিন….
  • আসুক ফিরে এমন দিন হোক না তোমার সব রঙিন জনম জনমের তরে, তোমার এই শুভ জন্মদিনে বারে বারে পড়ছে মনে যতই থাকি না দুরে।।
  • আমি কৃতজ্ঞ এই দিনটার প্রতি ! কারণ আজকের দিনটায় তুমি জন্মেছিলে, যার মতো ভালো বন্ধু ও মানুষ আমি জীবনে কমই পেয়েছি। শুভ জন্মদিন !

কষ্টের ফেসবুক স্ট্যাটাস

আপনি যদি কোন কারণে আপনার মনে আঘাত পেয়ে থাকেন তাহলে এই ফেসবুক স্ট্যাটাসগুলো আপনার ফেসবুকে পোস্ট করতে পারেন। এতে করে আপনার বন্ধুরা আপনার মনের অবস্থা সম্পর্কে জানতে পারবে।

কষ্টের একটি ফেসবুক স্ট্যাটাস উক্তি

মানুষের কষ্ট দেখানো কষ্টের কাজ।

হুমায়ূন আহমেদ

সব কিছুকেই একটি নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়, কিন্তু কষ্টকে কোন নির্দিষ্ট সঙ্গায় ফেলা যায় না। কারন কষ্ট এমন এক জিনিস যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়।

রেদোয়ান মাসুদ

বোকা মানুষ গুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে। কিন্তু কখনও কাউকে ঠকাতে জানে না।

হুমায়ূন আহমেদ

যতদিন ভবে, না হবে না হবে, তোমার অবস্থা আমার সম। ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে বুঝে না বুঝিবে, যাতনা মম।

কৃষ্ণচন্দ্র মজুমদার

জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনও মিলেনা, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায়না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায়না।

হুমায়ূন আহমেদ

যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট!

হুমায়ূন আহমেদ

আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে।

গৌরী প্রসন্ন মজুমদার

আমি সবসময় নিজেক সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না, কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়।

উইলিয়াম শেক্সপিয়র

একটি সুখের সংসার ধ্বংস করার জন্য শয়তান যতগুলো অস্ত্র আবিস্কার করেছে তার মধ্যে মারাত্নক অস্ত্র স্ত্রীর ঘ্যানর ঘ্যানর।

ডেল ক্যার্নেগি

প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে ভালবাসা কি ভীষণ প্রতারক হৃদয় ভেঙেছে যার সেই জানে।

জয় গোস্বামী

অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মত এমন বিড়ম্বনা আর না।

রবীন্দ্রনাথ ঠাকুর

আবার গাঙ্গে আসবে জোয়ার, দুলবে তরী রঙ্গে সেই তরীতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে দুলবে তরী রঙ্গে, পড়বে মনে সে কোন রাতে এক তরীতে ছিলে সাথে এমনি গাঙে ছিল জোয়ার নদীর দুধার এমনি আধার তেমনি তরী ছুটবে বুঝবে সেদিন বুঝবে।

কাজী নজরুল ইসলাম

স্বপন ভেঙ্গে নিশুত রাতে, জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোয়ায় উঠবে ও-বুক ছমকে জাগবে হঠাৎ ছমকে, ভাববে বুঝি আমিই এসে বসনু বুকের কোলটি ঘেষে ধরতে গিয়ে দেখবে যখন শুন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুজবে বুঝবে সেদিন বুঝবে।

কাজী নজরুল ইসলাম

দুরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম।

রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

তোমার শূন্য পথের দিকে তাকাতে তাকাতে দুই চোখ অন্ধ হয়ে গেলো, সব নদীপথ বন্ধ হলো, তোমার সময় হলো না – আজ সারাদিন বিষাদপর্ব,সারাদিন তুষারপাত… মন ভালো নেই, মন ভালো নেই।

মহাদেব সাহা

এগুলো হলে বিখ্যাতদের লেখা বিভিন্ন পাবলিক কোটস যা আপনি ফেসবুকে কষ্টের স্ট্যাটাস হিসাবে পোস্ট দিতে পারেন। এসব ছাড়াও আরো কিছু কষ্টের ফেসবুক স্ট্যাটাস দেখে নিন।

  • মাঝে মাঝে এমনও হয় যে, হুট করে মরে যাওয়ার চিন্তা নিয়ে ভীষণভাবে বাঁচতে ইচ্ছা করে।
  • হারার পর বোঝলাম জিতাটা কতটা জরুরি ছিল
  • কষ্ট নেবে কষ্ট হরেক রকম কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট !
  • অন্য কারো হাতে তোমার সুখ আমানত.. দিও না, কারন সে হারিয়ে গেলে তোমার সুখকে আর তুমি খুজে পাবে না !!!
  • কাউকে ভালবেসে তাকে কষ্ট দিলে সে নিজে ও কষ্ট পায়।
  • লাগবে না কারো ভালোবাসা। আমি একাই ভালো আছি।
  • কখনো চেনা ভিড়ে হরিয়ে ফেলি নিজেকে,.. কখনো বে রঙিন ব্যাথা কাদে এ বুকে, এলোমেলো ঝড়ে মন ভেঙে পড়ে, হারিয়ে ফেলি পরিচয়।
  • জীবনের গল্প হলো ভূমিকাহীন যার প্রতিটি লাইন পরা সহজ কিন্তু বোঝা অনেক কঠিন।
  • নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই!
  • জীবন যুদ্ধে নিজেকে টিকিয়ে রাখা সত্যিই অনেক কষ্টকর।

মেয়েদের নিয়ে মজার ফেসবুক স্ট্যাটাস

মজার একটি ফেসবুক স্ট্যাটাস

মেয়েদেরকে নিয়ে মজার ফেসবুক স্ট্যাটাস ফেসবুকে পোস্ট দিয়ে এই স্ট্যাটাসগুলো দেখতে পারেন। এখান থেকে পছন্দমত স্ট্যাটাস কপি করে নিন। এসব মজার ফেসবুক স্ট্যাটাস পোস্ট করে লাইক, কমেন্ট ও শেয়ার বাড়িয়ে নিতে পারবেন।

  • বউকে ভালোবাসতে শিখুন কিন্তু, কার বউ সেটা দেখার বিষয় না!!
  • ভিটামিন love এর অভাবে আজ আমি single রোগে আক্রান্ত।
  • তিন দরনের মানুষের সাথে তর্ক করতে নেই ১: মেয়ে মানুষ ২: মহিলা মানুষ ৩: বেডি মানুষ
  • ভিটামিন She এর অভাবে মরে যাবো তবুও কাউকে প্রোপ্রজ করবো না
  • বউদের দিন শেষ, এখন থেকে বরদের দিন শুরু। যেমন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর
  • বউ হারালে বউ পাওয়া যায়! কিন্তু, বন্ধুকে টাকা দিলে সেটা আর ফেরত পাওয়া যায় না রে পাগল।
  • বিয়া করমু মেয়ে খুজতাছি কোন কালারের মেয়ে হলে ভাল হয়? পিন্ক, ব্লু, গ্রীন নাকি ইয়েলো?
  • পার্কে গিয়া দেখি লেখা রয়েছে ফুল ছেড়া নিষেধ। আমি কি বোকানি গাছটা তুইলা নিয়া দিছি দৌড়!!
  • বডি স্প্রে নিজের হলে ফস ফস আর বন্ধুর হলে ফুসসসসসস !!!!
  • বউ বউ ডাক পারি বউ তুমি কেন বাপের বাড়ি – আইরে বউ ঘরে আই তোমার জামাই রে মশায় খায়
  • বিয়ে করতে চাই বাট, ফ্যামিলির কেউ মুখ ফুটে একবারও বলে না !!
  • Someone: তোমার প্রিয় লেখক কে Me: এক্সাম এর সময় আমার পাশে যার সিট পড়ে সে
  • কি আর বলবো আমার gf ২ টার জ্বর তবে আলহামদুলিল্লাহ! বাকি ৪ টা ভালোই আছে
  • মেয়েঃ জান তুমি আমার হৃদয় চুরি করে নিয়েছ। ছেলেঃ শোন আমরা গরীব হতে পারি বাট চোর নাহ!!
  • আজকাল মেয়েরা নাকি সব করতে পারে! পারলে মুতে দেয়ালে নিজের নাম লিখে দেখা
  • সব মেয়েরা পরী হতে চায় কিন্তু, আজ পর্যন্ত কোন ছেলে জ্বিন হতে চায়নি!! # ভদ্র_পোলা
  • আমার বিয়ের কাডে উপরে লিখে দিব। কম সেজে আসবেন বিয়েটা আমার আপনার না।
  • যে মেয়েরা শিস দিতে পারে – সেই মেয়েরা খুবই মিষ্টি #বালিকা
  • মেয়েটি আজও দেওয়াল ধরে কাঁদে কারণ, ছেলেটি ছিল রাজমিস্ত্রী।
  • সালুট এই মেয়েদের যাদের আজ পযর্ন্ত কোন ছেলে পটাতে পারেনি। #naughty_boy
  • GF নিয়ে ঘুরতে গেছিলাম আম্মু থাপ্পর দিয়ে ঘুম থেকে তুলে দিল।
  • সবাই বলে তাকে বলে দিও!! কিন্তু,আমি গেচিলাম তাকে বলতে গিয়ে দেখি সে কানে শুনে নাহ্!!
  • পরিবেশ পরিস্কার রাখুন কুরবানির বর্জ্য Ex এর বাসার সামনে ফেলুন।
  • চৌধুরী সাহেব আমি গরিব হতে পারি কিন্তু বড়লোক না।
  • ওরা কারা! যারা কাটা চামুচ ছারা পানি খেতে পারেন।
  • ওহে বালিকা – সময় পেলে আসিস একদিন আমার শহরে – থাবরাইয়া ভালোবাসা শিখামু তোরে!
  • ছোট ভাই বোনদের সাথে ভাল ব্যবহার করুন না হয় রেগে গিয়ে আপনার গোপন সব তথ্য আম্মু আব্বুর কাছে ফাঁস করে দিতে পারে।
  • কথায় কথায় সুইসাইড করবোবলা মেয়েটাও ডেঙ্গু মশার ভয়ে এখন মশারী টাঙ্গায়।
  • আজ #সিঙ্গেল বলে কারো জন্য হাত কাটতে পারি না, নখ কেটেই নিজেকে সান্ত্বনা দেই!!
  • ওগো,শুনছো তোমাকে ছাড়া আমার 1 ঘন্টা কে 60 মিনিট মনে হয়!!

ভালোবাসার ফেসবুক স্ট্যাটাস

আপনি যদি রোমান্টিক মোডে থাকে তাহলে রোমান্টিক রোমান্টিক স্ট্যাটাস ফেসবুকে পোস্ট করে দিন। আপনার জন্য সেরা কিছু ভালোবাসার ফেসবুক স্ট্যাটাস সমগ্র।

  • ভালোবাসা যখন অবদমিত হয়, তার জায়গা দখল করে ঘৃণা!!
  • ভালোবাসতে শেখ, ভালোবাসা দিতে শেখ তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না।
  • এক পৃথিবীতে চেয়েছি তোমাকে, এক সাগর ভালবাসা রয়েছে এ বুকে , যদি কাছে আসতে দাও, যদি ভালবাসতে দাও, এক জনম নয় লক্ষ জনম ভালবাসব তোমাকে।
  • চোখে আছে কাজল কানে আছে দুল,ঠোট যেন রক্তে রাঙা ফুল, চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি,এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি।
  • কটা আকাশ হেরে গেলো,, হারিয়ে তার মন.. অন্য আকাশ হটাৎ হল চাঁদের প্রিয়জন.. তবুও তার ভালবাসা চাঁদের ভালো চায়,, নতুন আকাশ চাঁদকে যেন সুখের ছোঁয়া দেয়..!!
  • টাপুর টুপুর বৃষ্টি লাগছে দারুন মিষ্টি, কী অপরুপ সৃষ্টি দেয় জুড়িয়ে দৃষ্টি, বৃষ্টি ভেজা সন্ধ্যায় তাজা ফুলের গন্ধয়ে, মনটা নাচে ছন্দে উতলা আনন্দে, জানু তোমার জন্য!!
  • হৃদয় জুড়ে আছ তুমি, সারা জীবন থেকো, আমায় শুধু আপন করে বুকের মাঝে রেখ!! তোমায় ছেড়ে যাবো নাতো আমি খুব দূরে, ঝড় তুফান যতই আসুক আমার জীবন জুড়ে!!
  • ফোন করতে পারিনা নাম্বার নাই বলে, খবর নিতে পারিনা সময় নাই বলে, দাওয়াত দিতে পারিনা বেশি খাও বলে, শুধু sms করি ভালবাসি বলে!
  • তোমার মুখের হাসি টুকু লাগে আমার ভালো, তুমি আমার ভালবাসা বেঁচে থাকার আলো।রাজার যেমন রাজ্য আছে আমার আছ তুমি, তুমি ছাড়া আমার জীবন শুধু মরুভুমি।
  • তোমায় আমি বলতে চাই,তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই। ভালবাসি শুধু তোমায় আমি,জনম জনম ভালবাসতে চাই।
  • বুক ভরা ভালোবাসা আমি রেখেছি তোমার জন্য!! তুমি যে আমার আমি যে তোমার!!তুমি শুধু আমার জন্যে!!
  • আকাশের মেঘ তুমি শ্রাবণের বৃষ্টি হৃদয়ের সুখ তুমি বিধাতার সৃষ্টি, শরতের ফুল তুমি হ্নদয়ের হাসি মনে চায় তোমাকে আরো ভালোবাসি।
  • মন যদি আকাশ হত তুমি হতে চাঁদ ভালোবেসে যেতাম শুধু হাতে রেখে হাত। সুখ যদি হৃদয় হত তুমি হতে হাসি হৃদযের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালোবাসি।
  • প্রেম হলো সরল অংকের মত। সরল অংকে যেমন যোগ বিয়োগ গুন ভাগ ও বন্দনী থাকে। তেমনি প্রেমেও থাকে হাসি-ট্টাটা, মান-অভিমান, বিরহ-বিচ্ছেদ, অনাবিল সুখ আর না পাওয়ার সিমাহীন বেদনা।
  • আজকে তুমি রাগ করছো, দুঃখ পাবো তাতে। কালকে যখন মরে যাবো, রাগ দেখাবা কাকে? বিধির বিধান এই রকমি, একদিন তো যাবো মরে। বুঝবে সেদিন তুমি, ভালোবাসতাম শুধু তোমাকে।

বাবাকে নিয়ে বাংলা ফেসবুক স্ট্যাটাস

বাবাকে নিয়ে কিছু সেরা ফেসবুক স্ট্যাটাস। আপনি এই স্ট্যাটাসগুলো Fathers Day তে ফেসবুকে পোস্ট করতে পারেন।

  • বাবা তোমাকে একটি বার দেখার জন্য হুদয়টা আজও হাহাকার করে!! কেন তুমি চলে গেলে বহু দূরে …
  • No love is greater than mom’s love. No care is greater than dad’s care. – HAPPY Fathers Day

স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস

স্টাইলিশ ধরনের কিছু নিউ, সেরা, জনপ্রিয়,বেস্ট, ভাইরাল ফেসবুক স্ট্যাটাস –

  • বাদশাহ না পেয়াদা হিসেবেই জানে লকে, কারন আমি রানির সামনে ঝুঁকি না।
  • ভাবের কার্ত্তিক ফিমেল ভারসান, জিবনে তোর দাবিটা কি?
  • তুই না একবার গঙ্গায় ডুবে আয়। Tui na ekbar gangaye dube aye.
  • নিজেকে এত দামি বানাস না, আমরা গরিব দামি জিনিস ছেড়ে দিই ।
  • বেসে ছিলাম কতো ভালো, করলে অভিনয় ভেঙে দিলে ভালোবাসা, জীবন দিলে দুঃক্ষময় বলার আছে অনেক কিছু , দেখার অপেক্ষায় এই দিন তাই শেষ নয়, একদিন আসবে আমারও সময়।

সেরা ফেসবুক স্ট্যাটাস

আপনার আরো ফেসবুক স্ট্যাটাস প্রয়োজন? এসব স্ট্যাটাস আপনার পছন্দ হয়নি নাকি? চিন্তা করবেন না নিচে লিংকগুলোতে ক্লিক করে আরো ফেসবুক স্ট্যাটাস নিয়ে নিন। আপনার মাথায় যদি কোন ফেসবুক স্ট্যাটাস থাকে তাহলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

সুন্দর ফেসবুক স্ট্যাটাস

আপনি কি সুন্দর ফেসবুক স্ট্যাটাস খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে নিজের এই কয়েকটি স্ট্যাটাস দেখতে পারেন। আশা করছি আপনার কাছে এগুলো ভালো লাগবে।

  • আচ্ছা কেউ কী বলতে পারবা ইতিহাস আধুনিক জনক কে ?? শুধু মাএ মানবিক student বলবে!!
  • সময় পেলে খোঁজ নেওয়া হলো দায়িত্ব, আর সময় বের করে খোঁজ নেওয়া হলো ভালোবাসা
  • হ্যাঁ বদলে গেছি!! সময়ের সাথে তাল মিলিয়ে অনুভূতির পাতা ছিঁড়ে আমি হারিয়ে গেছি।
  • নেতার পিছনে নয়!! মসজিদের ইমামের পিছনে দাঁড়ান। ইনশাআল্লাহ জীবন বদলে যাবে…
  • জিন্দা থাকলে নিন্দা থাকবে! কেননা,মৃত্যুর পর… প্রশংসা শত্রু ও করে …

আবেগি ফেসবুক স্ট্যাটাস

আপনার জন্য নিচে দিয়ে দিলাম অসাধারণ, সুন্দর সুন্দর সব আবেগি ফেসবুক স্ট্যাটাস। আপনার যদি আবেগি ফেসবুক স্ট্যাটাসের প্রয়োজন পড়ে তাহলে এই স্ট্যাটাসগুলো ব্যবহার করতে পারেন।

  • কষ্টের সাথে যাদের বসবাস, রাতটা তাদের জন্য যে কি কষ্টের সেটা শুধুই তারা জানে। সারাদিন কষ্ট গুলো বুকের মাঝে চেপে রাখলেও রাতে যেনো কোনো ভাবেই ঠেকানো যায় না। বুক ফেটে কষ্ট গুলো বের না হলেও, চোখ দিয়ে বের হয়ে আসে অশ্রু।
  • কষ্টে ভরা জীবন আমার… দুঃখ ভরা মন… মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষন… তারার সাথে থাকি আমি চাঁদের পাশাপাশি… আজব এক মানুষ আমি দুঃখ পেলেও হাসি…
  • মনে রাখবো তোমাকে চিরদিন! তুমি যেখানেই থাকো যত দিন! তোমাকে নিয়ে ঘুরবো স্মৃতির ঘর! যদিও তুমি হয়ে গেছো আমার পর! তবুও মিস করবো তোমায় জীবন ভর।
  • প্রেম করিনি কষ্ট পাবার ভয়ে, কাউকে মন দেই নি, মনের মানুষ পাইনি বলে, আজও একা আছি আমি, সেই স্বপ্নের রাজকুমারীর দেখা পাবো বলে।
  • কারণ আপনি যখন কাউকে খুব বেশি ভালোবাসেন, তাদের বিশ্বাস করুন, তারা আপনাকে সহ্য করার চেয়ে বেশি ক্ষতি করবে।

স্ট্যাটাস ফেসবুক ২০২৪

২০২৪ সালের সেরা কিছু ফেসবুক স্ট্যাটাস খুঁজছেন? চিন্তা করবেন না। আপনার জন্য ২০২৪ সালের কিছু স্ট্যাটাস নিম্নে দিয়ে দিলাম।

  • ফিরে আসতে বলবোনা চাকারে! তবে থেমে যাবে সভ্যত এগিয়ে যাওয়া… আমিই না হয় গিয়ে দাঁড়ালাম তার পাশে না হয় দৌড়তে থাকি সভ্যতার গতিপথে, অনায়াসে।
  • তোমাকে ভেবে পৃথিবী আমার অদেখা তবু একে যাই আমার ভেতর শুধু তুমি আর তো কিছু পায়নি ঠাই!!!
  • কে বলে চাঁদ কে স্পর্শ করা যায়না এই যে!! ছুঁয়ে দিলাম।
  • মনে হয় শুধু আমি আর শুধু তুমি আর ঐ আকাশের পউষ নিরবতা,, রাত্রির নির্জনযাত্রী তারকার কানে কানে কতকাল কহিয়াছি আধো আধো কথা!!
  • মনের মধ্যে প্রবহমান ঝর্ণা এনে দিল ভালবাসার বন্যা। ভাসিয়ে নিল বিস্মৃতির ভেলা শুরু হল ভালবাসার খেলা।
  • শুধুমাত্র তোমার হাসিটা দেখার জন্যে কয়েক হাজার বছর এক নিমিষেই বেঁচে থাকা যায়। হোক সে হাসির কারন অন্য কেউ… তবুও।
  • তোমার জন্য স্বপ্ন দেখি তুমি আসবে বলে, তোমার জন্য অপেক্ষায় আছি তুমি ভালোবাসবে বলে।
  • হৃদয়ের সীমানায় রেখেছি যারে, হয়নি বলা আজো ভালবাসি তারে। ভালবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আশি। কি করে বুঝাবো তারে আমি কতটা ভালোবাসি?
  • হারিয়ে গেছ অনেক আগেই, তবে আজ অনেক দূরে চলে যাচ্ছ। যাও কিন্তু ফিরে এসো আবার আমার কাছে না, তবে তোমার দেশে!!
  • প্রিয় একটা মানুষ, প্রিয় কিছু কথা, প্রিয় কিছু মুহুর্ত। এই প্রথমবারের মত ঝগড়াবিহীন সে আর আমি।

ফেসবুক স্ট্যাটাস ছবি

ফেসবুক স্ট্যাটাস দেওয়ার জন্য ছবি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে এই ছবিগুলো দেখতে পারেন। এখান থেকে যে ছবিটি আপনার ভালো লাগে সেটি ডাউনলোড করে নিতে পারেন। ফেসবুকে পোস্ট দেওয়ার সাইজে সকল ছবিগুলো রয়েছে।

ফেসবুক স্ট্যাটাস ছবি ১

ফেসবুক স্ট্যাটাস ছবি ২

ফেসবুক স্ট্যাটাস ছবি ৩

ফেসবুক স্ট্যাটাস ছবি ৪

ফেসবুক স্ট্যাটাস ছবি ৫

খুশির ফেসবুক স্ট্যাটাস

আপনি যদি অনেক খুশি থাকেন এবং খুশি নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিতে চান তাহলে নিম্নের যেকোন একটি স্ট্যাটাস ব্যবহার করতে পারেন খুশির ফেসবুক স্ট্যাটাস হিসাবে।

  • সত্যি সত্যিই কিছু করতে চাইলে একটা রাস্তা খুঁজে পাবেন আপনি, আর না চাইলে পাবেন অজুহাত।
  • বাচ্চাদের টাকা-পয়সার মূল্য বোঝানোর সহজ উপায় হলো তাদের কাছ থেকে কিছু ধার করা।
  • মাঝেমধ্যে অপরাধ না করার জন্য আমি অপরাধ বোধে ভুগি।
  • মজার ব্যাপার হলো, একটা মানুষের যখন ভয় পাওয়ার মতো কিছুই থাকে না, তখন তিনি বিয়ে করে ফেলেন।
  • টিভি ও ইন্টারনেট খুবই ভালো জিনিস। কারণ, এই দুটি জিনিস নির্বোধ লোকদের ব্যস্ত রাখে, ফলে তারা আর দশজনকে বিরক্ত করে না সে সময়টুকুতে।
  • নির্বোধের সঙ্গে তর্কে যাবেন না। তাহলে তারা আপনাকে তাদের পর্যায়ে নামিয়ে নেবে এবং তাদেরই অভিজ্ঞতা দিয়ে আপনাকে পরাজিত করবে।
  • বেঁচে থাকার জন্য আমাদের কী করা উচিত? নিঃশ্বাস গ্রহণ এবং নিঃশ্বাস ছাড়া উচিত।
  • পত্রিকায় নিজের ছবি দেখতে ইচ্ছা হলে আমি আমার চুলের স্টাইল বদলে ফেলি।
  • জীবনে সবচেয়ে আনন্দের বিষয় হলো, সে কাজটি করা যা মানুষ বলে আপনি করতে পারবেন না।
  • ডাক্তার জানালেন যে আমি আর মাত্র ছ’মাস বাঁচবো। কিন্তু যখন তার বিল দিতে পারলাম না, তখন তিনি আমাকে আরও ছ’মাস বাড়িয়ে দিলেন।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

ফেসবুক স্ট্যাটাসের এই আর্টিকেলটি নিয়ে আপনার মনে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে। এরকম কিছু প্রশ্ন ও প্রশ্নের উত্তর নিম্নে তুলে ধরলাম।

ফেসবুক স্ট্যাটাসগুলো কি কপিরাইট ফ্রি?

হ্যাঁ। এখানে প্রকাশ করা সকল ফেসবুক স্ট্যাটাস কপিরাইট ফ্রি। আপনি চাইলে এগুলো ফেসবুকে পোস্ট করতে পারেন।

এই পোস্টে কিভাবে নিজের স্ট্যাটাস যুক্ত করব?

আপনি চাইলে এই পোস্টে নিজের স্ট্যাটাস যুক্ত করাতে পারেন। এজন্য কমেন্ট সেকশনে আপনি আপনার স্ট্যাটাসটি লিখে কমেন্ট করে ফেলুন।

আবেগি ফেসবুক স্ট্যাটাস কি?

আবেগযুক্ত স্ট্যাটাসগুলোকে আবেগি ফেসবুক স্ট্যাটাস বলা হয়ে থাকে।

শেষ কথা

এই ছিল আজকের টিউন। আশা করছি আপনার ভালো লেগেছে। আরো নতুন নতুন সব ফেসবুক স্ট্যাটাস আমরা এই টিউনে যুক্ত করব। যদি আপনি এসব মিস না করতে চান তবে এই টিউনটিকে বুকমার্ক করে রাখতে পারেন।

এই টিউনটি চাইলে আপনি শেয়ার করতে পারেন। কোন স্ট্যাটাসটি আপনার বেশি ভালো লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে এই স্ট্যাটাস সম্পর্কিত আর্টিকেলটি পড়ার জন্য।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

10 Comments

  1. আপনার স্ট্যাটাস টিউনে যুক্ত করতে চাইলে কমেন্ট করুন। মানসম্মত হলে যুক্ত করা হবে।

    1. আল্লাহর দেয়া জীবন তাতে কারো যদি চয়েস না হয় তাহলে কিছু করার নেই….
      উনি ভালো বুঝেছেন বলেই আপনাকে সুন্দর আমাকে কালো বানিয়েছেন..!

      মাসুম হোসেন

  2. আমার জন্মই হয়েছে মানুষকে বিশ্বাস করার জন্য, বাকিদের জন্ম হয়েছে আমাকে অবিশ্বাস করার জন্য..!

    মাসুম হোসেন

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.