৭০টি সেরা মাহে রমজানের শুভেচ্ছা ২০২৪
মাহে রমজানের শুভেচ্ছা নিয়ে লেখা এই আর্টিকেলে আপনাকে স্বাগতম। আপনি যদি মাহে রমজানের শুভেচ্ছা খুঁজে থাকেন তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসে পড়েছেন। আমাদের এই আর্টিকেলে আপনি অসাধারণ সকল সুন্দর সুন্দর মাহে রমজানের শুভেচ্ছা পাবেন।
আর্টিকেলে থাকা শুভেচ্ছা বার্তাগুলো আপনি যে কাউকে রমজানের শুভেচ্ছা জানাতে পারবেন। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা স্ট্যাটাস পোস্ট করতে পারবেন, কাউকে মেসেজের মাধ্যমে রমজানের শুভেচ্ছা জানাতে পারবেন।
- রমজানের সময় সূচি 2024 | রমজানের ক্যালেন্ডার ২০২৪
- কুয়েত রমজানের সময় সূচি 2024 | সেহরি ও ইফতারের সময় সূচি, ক্যালেন্ডার
- রমজান নিয়ে স্ট্যাটাস, উক্তি পোস্ট | রমজানের স্ট্যাটাস
- 2024 রমজানের ক্যালেন্ডার | 2024 সালের রমজানের ক্যালেন্ডার
তাহলে চলুন মাহে রমজানের শুভেচ্ছাগুলো একে একে দেখে নেওয়া যাক।
Table of Contents
মাহে রমজানের শুভেচ্ছা
নিম্নে আপনাদের সাথে সেরা কিছু মাহে রমজানের শুভেচ্ছা তালিকা আকারে শেয়ার করলাম। শুভেচ্ছা বার্তাগুলো দেখুন আশা করছি এখান থেকে পছন্দের একটি শুভেচ্ছা বার্তা পেয়ে যাবেন। যে শুভেচ্ছাটি আপনার কাছে ভালো লাগবে সেটি কপি করে নিয়ে আপনার প্রয়োজনে ব্যবহার করবেন।
ღ꧁ শপথ নিলাম আজকে সবাই রাখবো সকল রোজা মিথ্যে কথা বলবো না আর কমবে পাপের বোঝা। ꧂ღ– রমাজন মোবারাক
ღ꧁ বিধান মেনে পালন করুন পবিত্র মাহে রমজান, পাপ থেকে মুক্তি পাবেন পরকালে সম্মান। ꧂ღ– রমাজন মোবারাক
খারাপ সময়ে সবার দরজা বন্ধ হয়ে গেলেও। আল্লাহর দরজা কখনো বন্ধ হয়না।
রহমত বর্কত নাজাত পেতে চাইতে হবে দিনে রাতে। ঈমান তোমার করতে তাজা রাখতে হবে ত্রিশ রোযা।
ღ꧁ কোরআন পড়ুন, নামাজ পড়ুন রাখুন ত্রিশ রোজা কাঁধ থেকে নেমে যাবে পাপের সকল বোঝা। ꧂ღ– রমাজন মোবারাক
- শুভ রজনী শুভ দিন রোযা রাখো ৩০দিন, ১১ মাসের পাপ ১ মাসে করো ছাপ, দিন যায় দিন আসে রোযা পাবেনা প্রতি মাসে… তাই এই পবিত্র মাসে সবটি রোযা রাখো। সবাইকে জানাই {পবিত্র রমজান মোবারক}
- পাপরাশি মুছে দিয়ে মুক্তির চেষ্টা এই রোজা মিটে দিক আত্মিক তেষ্টা।
- তুমি তোমার জীবনে নামাজ নিয়ে এসো। নামাজ তোমার জীবনে শান্তি নিয়ে আসবে।
- সেই কোরআনের মধুর সুরে সবার মন উঠবে আনন্দে দুলে।
- রহমতে পূর্ণ পাপরাশি চূর্ণ রমজানের ফলটা আহা বেশ মিষ্টি।।
- লাইলাতুল মেরাজ। এমন একটি রাত যে রাতে হযরত মোহাম্মদ (সাঃ) ৫০ ওয়াক্ত নামাজকে কমিয়ে ৫ ওয়াক্ত নামাজে নিয়ে আসে। আলহামদুলিল্লাহ।
- রমজান গুনাহ মোচনের অন্যতম মাধ্যম। – আল হাদিস
- ‘দুনিয়া নিয়ে দুঃশ্চিন্তা করা অন্তর হলো অন্ধকারাচ্ছন্ন, আখিরাত নিয়ে দুঃশ্চিন্তা করা অন্তর হলো আলোকিত’।
- ওই দেখ! বন্ধু সকল… ঐযে অমূল্য ধনের খনি। আজকে কে নেবে বল হীরে,পান্না, জহরত আর মণি
- সামনে আসছে রোজার দিন, খারাপ কাজ ছেড়ে দিন, ভালো কাজে যোগ দিন, রোজা রাখবো ২৯/ ৩০ দিন , ইবাদত করব প্রতিটি দিন.. ❤হ্যাপি রমজান❤
- আম্মুকে আজ বলছে খোকা রাখবে ত্রিশ রোজা, চাইবে ক্ষমা করতে জমা ভালো কাজের বোঝা।
- কাউকে বার বার ডাকলে সে রাগ হয়, কিন্তু আল্লাহকে বার বার ডাকলে খুশি হন।
- সামনে আসছে রোজা, হালকা কর গোনাহের বোঝা, যদি কর পাপ চেয়ে নাও মাফ, এসো নিয়ত করি,আজ থেকে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। ভুলেও যেন একটি রোজা তোমার বন্ধু নাহয় ক্বাযা। তারাবীর নামাযের পুণ্যের যেন হতে পারো তুমি রাজা। হেসে খেলে ভুল করে হায় ! পেওনা ভুলের কঠিন সাজা। মাহে রমজানের শুভেচ্ছা
- সে ব্যাক্তি ভাগ্যবান, যে কালিমা পাঠ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে।
- তাহাজ্জুদের পুণ্য টুকু নিতে মন যেন না যায় ভুলে
- সিয়ামের মাস এলো আল্লাহকে বলি চলো সব গোনাহ মাফ করো রহমান তুমি বড়।
- এসেছি আজ তোমার ঘরে বছর একটি ঘুরে আমায় যদি তুমি রাখো ৩০ দিন বুকে ধরে নামাজ কোরআন পড়ো যদি তুমি তার সাথে নিশ্চয়ই তোমায় ছাড়া আমি আর যাবো না ওই জান্নাতে। মাহে রমজানের শুভেচ্ছা
- রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ। – আল হাদিস
- বছর ঘুরে আবার এলো পাক মাহে রমজান, মুসলিমের সিয়াম এলো যাতে করে দম পান। রমজান মোবারক
- বেশি বেশি দান করে ,দানের সওয়াব নিও তুলে
- আপনি জানেন কী?? ১৪০০ বছর আগে থেকেই আপনাকে কেউ একজন ভালোবাসে? এখনও সেই মানুষটি আপনার জন্য এখনও কেঁদে যাচ্ছেন। আর সেই মানুষটি হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)
- Tension দুর করতে সিগারেট না। দুই রাকাত নফল নামাজই যঠেষ্ট । মাহে রমজানের শুভেচ্ছা
- নতুন চাঁদের পবিত্র মাস ওয়েলকাম টু রমাজন মাস রোজা রাখবেন ৩০ দিন ভালো কাজে মন দিন খারাফ কাজ ছেড়ে দিন নামাজ পড়ুন প্রতি দিন ❤মাহে রমজানের শুভেচ্ছা❤
- দাও খোদা বেড়ে দাও ঈমানের দৃষ্টি রমজানের রোজাটা মুমিনের কৃষ্টি।
- পৃথিবীর সবচেয়ে জটিল অংকের নাম ‘জীবন’। যে সূত্রেই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে।
- ভুলেও যেন একটি রোজা তোমার বন্ধু! না হয় কাযা ফকীর নয় তারাবীর নামাযের পুণ্যের যেন হতে পারো রাজা হেসে খেলে ভুল করে হায়! পেওনা ভুলের কঠিন সাজা!
- শক্তিশালী সে, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। হযরত মোহাম্মদ (সাঃ)
- রাসূলুল্লাহ সাঃ বলেন। তোমরা আল্লাহর কাছে চাইলে জান্নাতুল ফেরদাউস চাইবে। কেননা এটাই সর্বোচ্চ এবং ও উত্তম জান্নাত। (সহীহ বুখারী – ২৭৯০)
- সামনে আসছে রোজার ‘Din’ খারাপ কাজ চেড়ে ‘Din’ ভালো কাজে যোগ ‘Din’ রোজা রাখো ‘৩০Din’ ইবাদত করো প্রতি ‘Din’
- হাজার মাসের সেরা মাহে রমজান এ মাসে আল্লাহর দয়া অফুরান।
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা স্ট্যাটাস
আপনার জন্য আরো কিছু মাহে রমজানের শুভেচ্ছা স্ট্যাটাস নিম্নের তালিকায় দেওয়া হলো। তালিকায় থাকা স্ট্যাটাসগুলো দেখুন আশা করছি শুভেচ্ছা স্ট্যাটাসগুলো আপনার ভালো লাগবে।
- পড়বে কোরআন প্রতিদিন সুরের দরজা খুলে
- এই রমজানে আত্মার সাথে আত্মার হোক মিলন, ধনী-দরিদ্র অসহায় সবার সমান দিবস-যাপন।
- মাহে রমজানে গঠন করো তাক্বওয়াপূর্ণ জীবন, যে যেমন পার পাক-সাফ করো আপন দেহ ও মন।
- যদি রাখো রোজা, মন হবে তাজা। যদি পড় নামাজ, শক্ত হবে সমাজ। যদি পড় কোরআন, শক্ত হবে ঈমান।
- সেই ধনের বিনিময়ে পাব রোজাদারের পুরষ্কার, রাইয়্যান! আল্লাহ্ তায়ালার দান, মোবারক হো.. মোবারক হো.. মাহে রমজান!
- মন্দ কাজ ত্যাগ করতে চায় সব রোজাদার, মাস শেষে পূণ্য ধরতে আছে যত বোঝা যার।
- শান্তি পাবে সবাই তবে ৩০ দিনের সিয়াম, কুরআন হাসিস পড়ে সবাই করো নামাজ কায়েম।
- বিধান মেনে পালন করুন পবিত্র মাহে রমজান, পাপ থেকে মুক্তি পাবেন পরকালে সম্মান।
- আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম।
- এক এক করে যাচ্ছে চলে মাহে রমজান কি করে দিবো আমি তার প্রতিদান, ক্ষমার আশায় আজও আমি তুই দুই হাত কবুল করো আল্লাহ তুমি আমার মোনাজাত।
- বছর ঘুরে আবার এলো পাক মাহে রমজান, মুসলিমের সিয়াম এলো যাতে করে দম পান।
- রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন। সবকিছুর মূল হল ইসলাম। আর ইসলামের খুঁটি নামাজ। আর ইসলামের শীর্ষ পীঠ হল জিহাদ। (তিরমিযি – ৩৫৪১)
- যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। – মিশকাত
- কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন তার সাথে সম্পর্ক ভাল রাখতে হয়। ঠিক তেমন আল্লাহর কাছ থেকে কিছু পেতে হলে, আল্লাহর সাথে সম্পর্ক ভাল রাখতে হবে!!!
- ☀ বছর ঘুরে আবার এলো পবিত্র সেই রোজা পাপ পূণ্যের হিসেব করে চলবো সঠিক সোজা। ☀ রমজান মোবারক
- যে ব্যাক্তি আজান শুনে নামাজ পড়বে না কিয়ামতের দিন তাঁর কানে গরম সীসা ঢেলে দেয়া হবে।
- আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার ভয়ে ১ফোটা চোখের পানি ফেলবে আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন।
- রমযানেরই পুণ্যে আমি তুমি হতে চাই যে ধনবান
- এলরে এল মাহে রমজান, মানব জাতির তরে আল্লাহর শ্রেষ্ঠ দান। পুন্যের সূর্য উদয় হয়ে পাপের করবে অবসান। ঝং গুলি সব ঝরে গিয়ে ইমান করবে শান। রহমতের ঢালি নিয়ে আসছে মাহে রমজান।
- এলো রে এলো… ওই মাহে রমজান মানবজাতির তরে আল্লহ তায়ালার শ্রেষ্ঠ দান পুণ্যের সূর্য উদয় হয়ে, পাপের হবে অবসান জং গুলো সব ঝোরে গিয়ে, ঈমান করবে শাণ রহমতেরই ডালি নিয়ে আসছে ওই মাহে রমজান!
- রমজান মাসে কেউ যদি তুলে দুটি হাত রবের দয়ায় পায় সে গুনা’র নাযাত।
- পাপরাশি মুছে দিয়ে মুক্তির চেষ্টা এই রোজা মিটে দিক আত্মিক তেষ্টা।
- অবশ্যই তুমি পাবে, যা চলে গেছে তার চেয়ে উত্তম কিছু।
- রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য শুপারিশকারী হবে। – আল হাদিস
- পারো যদি নিতে নিজের করে, তবে হবে আখেরাতের ধনি হবে নাকি কেউ আখিরাতের ধনি? চাও নাকি কেউ অমূল্য ধনের খনি?
- জমিনে এমন কোন প্রাণী নেই, যার রিজিকের দায়িত্ব আল্লাহ্ নেননি।
- ঘুমানোর সময় ডান কাত হয়ে ঘুমানো ভালো কারণ এটা প্রিয় নবীর সুন্নত।
- নামাজ পড়, রোজা রাখ, কলমা পড় ভাই, তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই।
- এক এক করে যাচ্ছে চলে মাহে রমজান কি করে দিবো আমি তার প্রতিদান, ক্ষমার আশায় আজও আমি তুই দুই হাত কবুল করো আল্লাহ তুমি আমার মোনাজাত। মাহে রমজানের শুভেচ্ছা।
- দোয়া ব্যতীত কোনো কিছুই। ভাগ্যকে পরিবর্তন করতে পারে না।
- আসলো আবার রোজা তাইতো আমার নতুন করে সোজা পথটি খোঁজা।
- জানি পুলিশ করবে হামলা, হবে জেল মামলা জানি বুলেট পরব বুকে, তবুও মোরা দারাবো রুখে দিবো লক্ষ প্রাণ, তবুও কোরাআন হোক সংবিধান।
- সর্বোত্তম জীবনপ দ্ধতি হচ্ছে মুহাম্মদ (সাঃ) প্রদর্শিত পদ্ধতি। – সহীহ মুসলিম
- কোরআন পড়ুন, নামাজ পড়ুন রাখুন ত্রিশ রোজা কাঁধ থেকে নেমে যাবে পাপের সকল বোঝা।
- জীবন সাজাই নামায দিয়ে, মন সাজাই ঈমান দিয়ে, শরীর সাজাই নবীর সুন্নত দিয়ে, আর বন্ধু বানাই ইসলামের দাওয়াত দিয়ে..! মাহে রমজানের শুভেচ্ছা।
উপসংহার
আর্টিকেলে সেরা সকল মাহে রমজানের শুভেচ্ছা আপনাদের সাথে শেয়ার করার চেস্টা করেছি। আশা করছি আর্টিকেলে থাকা মাহে রমজানের শুভেচ্ছা বার্তা/ স্ট্যাটাসগুলো আপনার ভালো লেগেছে। শুভেচ্ছা বার্তা/ স্ট্যাটাসগুলো আপনার কাছে কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন।
ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এ ধরনের আরো অনেক আর্টিকেলের জন্য। ফলো করুন আমাদের ফেসবুক পেজ /TuneBN.Official কে যাতে নতুন সকল আর্টিকেলের আপডেট সহজেই পৌছে যায় আপনার নিকট।