PoemStatus

রমজানের শুভেচ্ছা কবিতা, বাণী, স্ট্যাটাস, মেসেজ

রমজানের শুভেচ্ছা কবিতা নিয়ে লেখা এই আর্টিকেলে আপনাকে স্বাগতম। আপনি যদি রমজানের শুভেচ্ছা কবিতা খুঁজে থাকেন তবে আমাদের এই আর্টিকেলটি এ বিষয়ে আপনাকে অনেকখানি সহায়তা করতে পারবেন। এই আর্টিকেলটি থেকে অনেক কয়েকটি রমজানের শুভেচ্ছা কবিতা আপনারা পাবেন।

আমাদের এই আর্টিকেলের মূল বিষয় রমজানের শুভেচ্ছা কবিতা হলেও কবিতা ছাড়াও আপনারা রমজানের শুভেচ্ছা বাণী, রমজানের শুভেচ্ছা কবিতা মেসেজ ও কিছু রমজানের শুভেচ্ছা স্ট্যাটাসও পাবেন। যা আপনার কাছে অনেক ভালো লাগবে এবং আপনি এগুলো অনেক উপভোগ করবেন বলে আমি আশা করছি।

রমজানের শুভেচ্ছা কবিতা

রমজান মাস মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এ মাসটি অনেক ফজিলতপূর্ণ মাস। রমজান শেষে আসে ঈদের আনন্দ। রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হওয়া এ মাসকে নিয়ে অনেক কবি সাহিত্যিক কবিতা লিখেছে। তার মধ্যে অনেক জনপ্রিয় একটি কবিতা ও সংগীত হলো ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। কবি কাজী নজরুল ইসলাম এ কবিতাটি লিখেছেন। এধরনের আরো অনেক কবিতা রয়েছে। চলুন রমজানে শুভেচ্ছা নিয়ে এ ধরনের কিছু কবিতা আর্টিকেলের এ পর্যায়ে দেখে নেওয়া যাক।

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ – কাজী নজরুল ইসলাম

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ,
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।

তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ
দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ

আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।

আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।

যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী
সেই গরিব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ

ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের,
তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ।

তোরে মারল’ ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা
সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।

তারাবি – জসীমউদ্দীন

তারাবি নামাজ পড়িতে যাইব মোল্লাবাড়িতে আজ,
মেনাজদ্দীন, কলিমদ্দীন, আয় তোরা করি সাজ।
চালের বাতায় গোঁজা ছিল সেই পুরাতন জুতা জোড়া,
ধুলাবালু আর রোদ লেগে তাহা হইয়াছে পাঁচ মোড়া।
তাহারি মধ্যে অবাধ্য এই চরণ দুখানি ঠেলে,
চল দেখি ভাই খলিলদ্দীন, লুন্ঠন-বাতি জ্বেলে।
ঢৈলারে ডাক, লস্কর কোথা, কিনুরে খবর দাও।
মোল্লাবাড়িতে একত্র হব মিলি আজ সার গাঁও।

গইজদ্দীন গরু ছেড়ে দিয়ে খাওয়ায়েছে মোর ধান,
ইচ্ছা করিছে থাপপড় মারি, ধরি তার দুটো কান।
তবু তার পাশে বসিয়া নামাজ পড়িতে আজিকে হবে,
আল্লার ঘরে ছোটোখাটো কথা কেবা মনে রাখে কবে!
মৈজদ্দীন মামলায় মোরে করিয়াছে ছারেখার,
টুটি টিপে তারে মারিতাম পেলে পথে কভু দেখা তার।
আজকে জামাতে নির্ভয়ে সে যে বসিবে আমার পাশে,
তাহারো ভালর তরে মোনাজাত করিব যে উচ্ছাসে।

মাহে রমজান আসিয়াছে বাঁকা রোজার চাঁদের ন্যায়,
কাইজা ফেসাদ সব ভুলে যাব আজি তার মহিমায়।
ভুমুরদি কোথা, কাছা ছাল্লাম আম্বিয়া পুঁথি খুলে,
মোর রসুলের কাহিনী তাহার কন্ঠে উঠুক দুলে।
মেরহাজে সেই চলেছেন নবী, জুমজুমে করি স্নান,
অঙ্গে পরেছে জোছনা নিছনি আদমের পিরহান।
নুহু আলায়হুছালামের টুপী পরেছেন নবী শিরে,
ইবরাহিমের জরির পাগরী রহিয়াছে তাহা ঘিরে।
হাতে বাঁধা তার কোরান-তাবিজ জৈতুন হার গলে,
শত রবিশশী একত্র হয়ে উঠিয়াছে যেন জ্বলে।
বুরহাকে চড়ে চলেছেন নবী কন্ঠে কলেমা পড়ি,
দুগ্ধধবল দূর আকাশের ছায়াপথ রেখা ধরি।
আদম ছুরাত বামধারে ফেলি চলে নবী দূরপানে,
গ্রহ-তারকার লেখারেখাহীন ছায়া মায়া আসমানে।

তারপর সেই চৌঠা আকাশ, সেইখানে খাড়া হয়ে,
মোনাজাত করে আখেরী নবীজী দুহাত উর্ধ্বে লয়ে।
এই যে কাহিনী শুনিতে শুনিতে মোল্লা বাড়ির ঘরে,
মহিমায় ঘেরা অতীত দিনেরে টানিয়া আনিব ধরে।

বচন মোল্লা কোথায় আজিকে সরু সুরে পুঁথি পড়ি,
মোর রসুলের ওফাত কাহিনী দিক সে বয়ান করি।
বিমারের ঘোরে অস্থির নবী, তাঁহার বুকের পরে,
আজরাল এসে আসন লভিল জান কবজের তরে।
আধ অচেতন হজরত কহে, এসেছ দোস্ত মোর,
বুঝিলাম আজ মোর জীবনের নিশি হয়ে গেছে ভোর
একটুখানিক তবুও বিমল করিবারে হবে ভাই!
এ জীবনে কোন ঋণ যদি থাকে শোধ করে তাহা যাই।
(সংক্ষিপ্ত)

সুবহ্-উম্মেদ – কাজী নজরুল ইসলাম

সর্বনাশের পরে পৌষ মাস
এল কি আবার ইসলামের?
মন্বন্তর-অন্তে কে দিল
ধরণিরে ধন-ধান্য ঢের?
ভুখারির রোজা রমজান পরে
এল কি ঈদের নওরোজা?
এল কি আরব-আহবে আবার
মূর্ত মর্ত-মোর্তজা?
হিজরত করে হজরত কি রে
এল এ মেদিনী-মদিনা ফের?
নতুন করিয়া হিজরি গণনা
হবে কি আবার মুসলিমের?
(সংক্ষিপ্ত)

আবার এলো রমজান – আবু জাফর বিঃ

শান্তির বার্তা নিয়ে এলো পবিত্র মাহে রমযান,
শৃঙ্খলিত হলো এবার অবাধ্য জিন ও শয়তান।
বন্ধ হলো জাহান্নামের সকল দরোজা এমাসে,
খুলে গেল জান্নাতের সব দরোজা অনায়াসে।

আল্লাহ মহান করবে দান অগণিত নাজ-নিয়ামত,
সজ্জিত হলো সকল বেহেশ্ত সব তাঁর’ই রহমত।
মাহে রমযানের রোজা রেখে শক্ত করবে ঈমান,
আল্লাহ বলেন আমি নিজেই দেবো এর প্রতিদান।

নাজাতের বাণী নিয়ে আগমন মাহে রমজান,
সৃষ্টির জন্যে স্রষ্টার এযে এক শ্রেষ্ঠ অবদান।
আল্লাহর দরবারে চাই বারেবারে হায়াত করো দান,
আবার সবাই যেন ফিরে পাই পবিত্র মাহে রমযান।

রমজানের শুভেচ্ছা বাণী

রমজানের শুভেচ্ছা কবিতা তো দেখে নিলেন এবার চলুন কিছু রমজানের শুভেচ্ছা বাণী দেখে নেওয়া যাক। কাউকে রমজানের শুভেচ্ছা জানাতে এসকল বাণীগুলোও ব্যবহার করতে পারেন।

রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়। – আল হাদিস

রোজার পুরষ্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন। – আল হাদিস

রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয়। – আল হাদিস

রমজান গুনাহ মোচনের অন্যতম মাধ্যম। – আল হাদিস

ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করেন। – আল হাদিস

রমজান জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল। – আল হাদিস

রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য সুপারিশকারী হবে। – আল হাদিস

সত্য লোকের নিকট অপ্রিয় হইলেও তাহা প্রচার কর। – আল হাদিস

তোমরা মদপান থেকে বিরত থাক। কেননা এটি যাবতীয় অপকর্মের চাবি। – আল হাদিস

ধৈর্য এমন একটি গাছ, যার সারা গায়ে কাটা কিন্তু ফল অত্যন্ত মজাদার। – আল হাদিস

তোমরা দ্বীনের দাওয়াত সহজ করো, কঠিন করো না। সুসংবাদ দাও, বিতশ্রদ্ধ করো না। – আল হাদিস

আমি ততক্ষণ পযর্ন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পযর্ন্ত আমার উম্মতের একটি লোকও জাহান্নামে থাকবে। আল্লাহ তা’আলা আমার উম্মত সম্পর্কে আমার সুপারিশ গ্রহন করবেন এবং শেষ পযর্ন্ত জিজ্ঞাসা করবেন, হে মোহাম্মদ! এখন কি আপনি সন্তুষ্ট হয়েছেন? আমি বলব, হে প্রভু! আমি সন্তুষ্ট। – আল হাদিস

মূর্খের উপাসনা অপেক্ষা জ্ঞানীর নিদ্রা শ্রেয়। – আল হাদিস

রমজানের শেষ রাতে সকল উম্মতকে মাফ করা হয়। – আল হাদিস

যে নিজেকে চিনিতে পারিয়াছে সে আল্লাহ তায়ালাকে চিনিতে পারিয়াছে। – আল হাদিস

যে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরন করে,সে জান্নাতবাসিনী হবেন। – আল হাদিস

যে ব্যক্তি মানুষকে দয়া করে না, আল্লাহ তায়ালা তাহার উপর রহমত বর্ষণ করে না। – আল হাদিস

কোন মুমিন পুরুষ যেন কেন মমিন স্ত্রীকে তাচ্ছিল্য ও অবজ্ঞা না করে। তার আচার আচরনের কোনো একটি অপছন্দনীয় হলেও অন্যটি সন্তোষজনক হতে পারে। – আল হাদিস

যারা দুটি দিন একই রকম কাটলো, সে ক্ষতিগস্ত হলো। – আল হাদিস

রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয় – আল হাদিস

রমজানের শুভেচ্ছা মেসেজ

এবার চলুন কিছু রমজান্র শুভেচ্ছা মেসেজ দেখে নেওয়া যাক। কাউকে রমজানের শুভেচ্ছা জানাতে এসকল মেসেজ আপনি ব্যবহার করতে পারেন।

  • 🕋🕋 রহমতেরই ডালি নিয়ে আসছে ওই!মাহে রমজান! 🌙🌹 – রমজান মোবারক 🌙🌹
  • 🕌💖 রমজান সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে 🕌💖 – আল হাদিস
  • 🕋🕋 বিধান মেনে পালন করুন পবিত্র মাহে রমজান, পাপ থেকে মুক্তি পাবেন পরকালে সম্মান। 🌙🌹 – রমজান মোবারক 🌙🌹
  • 🕌💖 ১,২,৩ আসছে রোজার দিন। ৪,৫,৬ রোজা রাখতে কিসের ভয়। ৭,৮,৯ খারাপ কাজ আর নয়। ১০,১১,১২ পাঁচ ওয়াক্ত নামাজ পড়। পবিত্র রমাজন মাসের শুভেচ্ছা রমজানুল মোবারাক। 🕋🕋 – রমজান মোবারক 🌙🌹
  • 💞💞 রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য শুপারিশকারী হবে 💞💞 – আল হাদিস
  • 🕋🕋 হে আল্লাহ, আমাদের দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুণ!! আমিন!! 🕋🕋 – রমজান মোবারক 💞💞
  • শপথ নিলাম আজকে সবাই রাখবো সকল রোজা মিথ্যে কথা বলবো না আর কমবে পাপের বোঝা। 💞💞 – রমজান মোবারক
  • 🕋🕋 রহমতে পূর্ণ পাপরাশি চূর্ণ রমজানের ফলটা আহা বেশ মিষ্টি।। 🕋🕋 – রমজান মোবারক 💞💞
  • 🌙🌹 দাও খোদা বেড়ে দাও ঈমানের দৃষ্টি রমজানের রোজাটা মুমিনের কৃষ্টি। 🕋🕋 – রমজান মোবারক 🌙🌹
  • 🕌💖 ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করেন 🕌💖 – আল হাদিস
  • 🕌💖 রমজান সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে 🕌💖 – আল হাদিস
  • 🕌💖রমজান মাসে কেউ যদি তুলে দুটি হাত রবের দয়ায় পায় সে গুনা’র নাযাত। 🕋🕋 – রমজান মোবারক 🌙🌹
  • 🕋🕋 জান্নাতে সব আছে কিন্তু মৃত্যু নেই , কোরআনে সব আছে কিন্তু মিথ্যা নেই 🌙🌹 – রমজান মোবারক 🌙🌹
  • 🕌💖 আপনার রব কখনোই তার বান্দার উপর জুলুম করে না 🌙🌹 – রমজান মোবারক 🕋🕋
  • 🌙🌹 বাকা চাদ, শুভ দিন, রমজানের বাকি আর কয়েকদিন, সবাই মিলে শপথ নিন, রোজা রাখবেন ৩০ দিন, নামায পরবেন প্রতিদিন, 🌙🌹 রমজান মোবারক 🌙🌹
  • 🕌💖কোরআন পড়ুন, নামাজ পড়ুন রাখুন ত্রিশ রোজা কাঁধ থেকে নেমে যাবে পাপের সকল বোঝা। 🕌💖– রমজান মোবারক

রমজানের শুভেচ্ছা স্ট্যাটাস

রমজানের শুভেচ্ছা স্ট্যাটাস নিয়ে আমাদের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ একটি আর্টিকেল প্রকাশিত আছে। আর্টিকেলটিতে এ সম্পর্কিত অনেক সুন্দর সুন্দর স্ট্যাটাস পাবেন। আপনি যদি রমজানের শুভেচ্ছা স্ট্যাটাস বা রমজানের স্ট্যাটাস বা রমজান নিয়ে স্ট্যাটাস খুঁজে থাকেন তাহলে আর্টিকেলটি দেখতে পারেন। আর্টিকেলের লিংক – রমজান নিয়ে স্ট্যাটাস, উক্তি পোস্ট | রমজানের স্ট্যাটাস

উপসংহার

আশা করছি রমজানের শুভেচ্ছা কবিতা নিয়ে লেখা এই আর্টিকেলটি আপনার কাছে ভালো লেগেছে। কবিতার পাশাপাশি অনেক সুন্দর সুন্দর স্ট্যাটাস, মেসেজ, বাণী আপনাদের সাথে শেয়ার করেছি আর্টিকেলটিতে। আর্টিকেলটি নিয়ে আপনার যেকোন মতামত জানাতে কমেন্ট করুন।

পরিশেষে, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। ফলো করুন আমাদের ফেসবুক পেজ /TuneBN.Official কে যাতে নতুন সকল আর্টিকেলের আপডেট আপনারা সহজেই পেয়ে যান।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.