BanglalinkSim Offer

বাংলালিংক ফ্রি ১ জিবি কোড | Banglalink Free 1 GB Code

আপনি কি বাংলালিংক ফ্রি ১ জিবি কোড খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসে পড়েছেন। এই আর্টিকেলটি থেকে আপনি বাংলালিংক ফ্রি ১ জিবি কোড পেয়ে যাবেন এবং কিভাবে ও কারা এই ১ জিবি নিয়ে উপভোগ করতে পারবেন সেটিও জানতে পারবেন।

বাংলালিংক অত্যন্ত জনপ্রিয় একটি মোবাইল অপারেটর কোম্পানি। বিভিন্ন সময়ে তারা তাদের গ্রাহককে বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে। যেমনঃ ইন্টারনেট অফার, মিনিট অফার, এসএমএস অফার ইত্যাদি। এতে করে তারা গ্রাহক অনেকটা সন্তুষ্ট থাকে। নতুন পুরাতন সকল গ্রাহকদের মাঝে মাঝে ফ্রি এমবিও প্রদান করে থাকে। এজন্য অবশ্যই কিছু শর্ত থাকে। যদি কোন গ্রাহক শর্ত পূরণ করে তাহলে সেই গ্রাহক ফ্রি এমবি (যেমনঃ ১ জিবি) পেয়ে যাবে। চলুন এ ধরনের কিছু অফার ও বাংলালিংক ফ্রি ১ জিবি কোড দেখে নেওয়া যাক।

আরো পড়ুনঃ

বাংলালিংক ফ্রি ১ জিবি কোড

বিভিন্ন উপায়ে বাংলালিংক সিমে ফ্রি তে ১ জিবি নেওয়া সম্ভব। তবে এর জন্য অবশ্যই কিছু শর্ত আছে। শর্ত পূরণ করলে যেকোন গ্রাহক এই ফ্রি এমবি অফার পেতে পারে। নতুন গ্রাহক বাংলালিংক সিম কিনলে ফ্রি এমবি পাবেন, আবার পুরাতন গ্রাহক যদি বাংলালিংক সিমে ফিরে আসে তবে সেও নতুন সিম কিনলে ফ্রিতে এমবি পেয়ে যাবেন। এছাড়া কিছু কিছু স্মার্টফোন কিনলে সেখানে বাংলালিংক সিমের পক্ষ থেকে প্রতি মাসে ১ জিবি করে ফ্রি দেওয়া হয়। আবার প্রথমবার মাই বাংলালিংক অ্যাপ ডাউনলোড করে লগিন করলে ফ্রি ১ জিবি পাবেন।

বিভিন্ন ধরনের উপায়ে বাংলালিংক ফ্রি ১ জিবি কোড ডায়াল করে এবং কোড ডায়াল করা ছাড়া নেওয়া সম্ভব। সাধারণ সকল গ্রাহকদের জন্য বাংলালিংক ফ্রি ১ জিবি কোড হলো *৮#। এই কোডটি ডায়াল করলে আপনি আপনার জন্য উপলব্ধ বাংলালিংক সিমের সকল অফার দেখতে পারবেন। ফ্রি ১ জিবি থাকলে রিপ্লে করার মাধ্যেমে তা ক্লেইম করে নিতে পারবেন। ইন্টারনেট ব্যালেন্স দেখার ডায়াল কোড হলো *৫০০০*৫০০#। অন্যান্য যেসকল অফারের মাধ্যেম ফ্রি ১ জিবি নিতে পারবেন তা চলুন এবার জেনে নেই।

নতুন গ্রাহকদের বাংলালিংক ফ্রি ১ জিবি কোড (বর্তমানে ২ জিবি)

নতুন গ্রাহকেরা বাংলালিংকে যুক্ত হলে মোট ২৭ জিবি ফ্রি ইন্টারনেট পাবে। সিম কিনে প্রথমবার ৪৮ টাকা রিচার্জ করলে সাথে সাথে পেয়ে যাবে ৫ জিবি ইন্টারনেট এবং ৩০ মিনিট। পরবর্তী ১১ মাসে ১১ জিবি পাবে (প্রতি মাসে ২ জিবি করে)। এর জন্য কোড কোড ডায়াল করতে হবে না। তবে নতুন সিমে কি কি অফার উপলব্ধ আছে তা জানার জন্য *১২১*৩০০# কোড ডায়াল করতে হবে।

মাই বাংলালিংক অ্যাপে লগিন করে বাংলালিংক ফ্রি ১ জিবি কোড

গুগল প্লে স্টোর থেকে প্রথমবারের মতোন মাই বাংলালিংক (MyBL) অ্যাপ ডাউনলোড ও ইন্সটল করে লগিন করলে ফ্রিতে ১ জিবি পেয়ে যাবেন। তবে এর জন্য কোড কোড ডায়াল করতে হবে না। ফ্রি ১ জিবির মধ্যে ৫১২ এমবি যেকোন কাজে ব্যবহার করা যাবেন এবং বাকি ৫১২ এমবি শুধু মাত্র টফি অ্যাপ চালানোর ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এছাড়াও মাইবিএল অ্যাপে প্রতিদিন লগিন করলে ২৫ এমবি করে বোনাস পাওয়া যাবেন।

রেফারে বাংলালিংক ফ্রি ১ জিবি

আপনার মাই বাংলালিংক অ্যাপের রেফার লিংক বা রেফার কোড দিয়ে যদি কোন ব্যবহারকারী অ্যাপটি ডাউনলোড করে লগিন করে তাহলে আপনি ৫১২ এমবি পাবেন এবং যে অ্যাপটি ডাউনলোড করেছে সে ১ জিবি এমবি বোনার পাবে। এভাবেও বাংলালিংক সিমে ফ্রি ১ জিবি নেওয়া সম্ভব।

নতুন ফোনের জন্য বাংলালিংক ফ্রি ১ জিবি কোড

নতুন ফোনের জন্য বাংলালিংক ফ্রি ১ জিবি

নির্দিষ্ট কিছু স্মার্টফোনের জন্য ফ্রি এমবির ব্যবস্থা রয়েছে। বাংলালিংক গ্রাহকেরা এ সকল অফার উপভোগ করতে পারবেন। আপনি যদি নতুন ফোন কিনে থাকেন তাহলে দেখে নিতে পারেন আপনার ফোনের জন্য ফ্রি এমবি অফারটি উপলব্ধ রয়েছে কি না। এটি জানার জন্য আপনাকে ভিজিট করতে হবে এই লিংকে – https://www.banglalink.net/en/prepaid/others/free-internet-offer। লিংকে ভিজিট করে আপনার ফোনের ব্রান্ডের নাম ও মডেলের নাম নির্বাচন করলে অফার দেখতে পারবেন।

আপনার স্মার্টফোনটি অফারের জন্য উপলব্ধ থাকলে ডায়াল করতে হবে *৫০০০*৫১২#। ডায়াল করার পর ৭ দিনের জন্য ৪ জিবি ইন্টারনেট ফ্রিতেই পেয়ে যাবেন। তবে এই ৪ জিবির মধ্যে ১ জিবি ইন্টারনেট যেকোন কাজে ব্যবহার করা যাবেন এবং বাকি ৩ জিবি শুধুমাত্র টফি অ্যাপ ব্যবহার করার জন্য। বছর জুড়ে অর্থাৎ ১২ মাসই বাংলালিংক গ্রাহকেরা ফ্রি এমবি পাবে তবে এর জন্য প্রতি মাসে *৫০০০*৫১২# কোড ডায়াল করতে হবে।

উপসংহার

আশা করছি বাংলালিংক ফ্রি ১ জিবি কোড (Banglalink Free 1gb Code) নিয়ে লেখা আর্টিকেলটি আপনার ভালো লেগেছে এবং আপনার উপকারে এসেছে। আর্টিকেলটি আপনার কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করতে পারেন। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এ ধরনের আরো অনেক আর্টিকেল জন্য। পরিশেষে, ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত থেকে আর্টিকেলটি পড়ার জন্য।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.